Tasrif Entertainment

  • Home
  • Tasrif Entertainment

Tasrif Entertainment Assalamualaikum everyone, I'm Tasrif Ahmed, my new entertainment page, everyone will support.

03/12/2024

আল্লাহ তায়ালা সবাইকে হেদায়াত দেন না! তাই সব হিন্দুও মুসলিম হতে পারে না।
কেননা পবিত্র কোরআনে বর্নিত আছে, আল্লাহ তায়ালা বলেছেন, আমি জ্বীন এবং মানুষ উবয় দ্বারা জাহান্নাম বর্তি করিব!

আবার বলেছেন, যার বিতরে জার্রা পরিমাণ ও ইমান থাকবে সে জাহান্নামি হলেও তার পাপের প্রাস্তিত পাওয়ার পর তাকে এক সময় জান্নাত দান করা হবে।
কিন্তু কিছু বোকা মানুষ আমাদের সমাজে বাস করে তারা এই কথা ভেবে আল্লাহ তায়ালাকে ভুলে যায়! আর তাদেরকে কিছু জিজ্ঞেস করলে বলবে, আমি তো মুসলিম আমার ইমান আছে এক সময় হলেও তো আমি জান্নাতে প্রবেশ করবো!

কিন্তু তারা ফরজ বিদান এবং নবী (সা:) এর বলা হাদিসের দিকে বেখবর! যেখানে নবী (সা:) বলেছেন সকল মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। সেখানে তারা আম্মখ অবস্থায় জীবন পার করে দেয়!

যদি তাদের জিজ্ঞেস করা হয় ইমান বংঘের কারন কয়টি? তখন তাদের মুখ ফেকাসে হয়ে যায়! আমি তো বলি তাদের ইমান বড়’ই সন্দিহান!
(Tasrif Ahmed 🖊)❤️
০২-ডিসেম্ভর ২০২৪

26/11/2024

যদি মানুষ হইতে চাও,তবে মানুষের ঘরে জন্ম নাও!
যদি মানুষের বাচ্ছা জন্ম দিতে চাও,তবে আগে নিজে মানুষ হয়ে নাও।
Tasrif Ahmed 🖊

12/11/2024

মানুষের প্রতারণা’ই আমাকে মানুষ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে.!!🙂
(Tasrif🖊)

02/11/2024

আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন। ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো।😊

30/10/2024

মালাকুল মউতের চিন্তা আমাকে তাড়িয়ে বেড়ায়।
জানিনা তিনি কোন দরজা দিয়ে ঘরে প্রবেশ করবেন।
আর তিনি দেখতে'ই"বা কেমন হবেন?
আমি এই কথা ভেবে পেরেশান হই!
আজরাইল (আ:) এসে একদিন এই সুন্দর দেহ থেকে আমার রুহ কবজ করবেন! সেদিন আমার পৃথিবীতে কোনো সাহায্যকারী থাকবেনা আজরাইল (আ:) এর হাত থেকে বাচানোর জন্যে! মা ভাই-বোন সকলের সামনে থেকেই আমাকে ছিনিয়ে নেওয়া হবে! আফসোস আমার জানা নেই আজরাইল (আ:) আমার সামনে কেমন আকৃতিতে হাজির হবেন!
Tasrif 🖋️
৩০-অক্টোবর-২০২৪❤️

28/10/2024

তু*ফান আর কে*জি*এফ মুবি নিয়ে মেসেজ ড্রপ করলেন কপি হুজুর!🤦🏾

27/10/2024

কুত'বা কিতা হে বুঝেনি🤦

26/10/2024

আইফোন ১৬ নিয়ে মেসেজ ড্রপ করলেন কপি হুযুর 🙆‍♂️

কালকে বিকেলে সিলেট একটা ঠং দোকানের দৃশ্য দেখে মনে পড়ে যায় স্কুল জীবনের সেই সৃতি জড়িত কথা। হঠাৎ অনেক একা মনে হলো নিজেকে। ...
25/10/2024

কালকে বিকেলে সিলেট একটা ঠং দোকানের দৃশ্য দেখে মনে পড়ে যায় স্কুল জীবনের সেই সৃতি জড়িত কথা। হঠাৎ অনেক একা মনে হলো নিজেকে। কিছু'ই যেন একদম ভালো লাগছিল না।

কিভাবে যেন পার করে দিলাম স্কুল লাইফের ১০ টা বছর! কয়েকদিন পর শেষ হয়ে যাবে কলেজ লাইফ। আমি যেন বড় একা হয়ে গেলাম, দিন দিন আরও একাকিত্বের সাথে আমার পরিচয় হচ্ছে। কই যে চলে গেলো আমার স্কুল জীবনের শোনালি দিনগুলো, কুথায় আমার সেই বন্ধুগুলা, যার কাধে কাধ রেখে স্কুলে যেতাম।

পরে কেন যানি হঠাৎ মনে হলো, জীবন তো এখনো শুরু হয়নি! এটা সামান্য মাত্র, কেননা যখন নিজের উপর কোন দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে তখন আর নিস্বাস নেয়াটাই অনেক কঠিন হয়ে দাড়াবে।
Tasrif

11/10/2024

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! افرىن اسلم تش, Shahin Pasha, Md Akash Khan

11/10/2024

কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনার নামের পাশে মরহুম যোগ হতে পারে তাই অহংকার বন্ধ করুন।

29/09/2024

Ramadan 2025
is expected to start
from 1 March 2025.
In Sha Allah ✨❤

15/09/2024

আজ তোমার অন্তর স্রষ্টার একত্ববাদে বিশ্বাস করে না! অনতিবিলম্বে মালাকুল মাউতকে দেখে তুমি মজবুত ইমানওয়ালা হয়ে যাবে, আফসোস সেদিনের ইমান তোমার কোনোই কাজে আসবে না। আজ তুমি নির্বিঘ্নে অপরাধ করে যাচ্ছো তাওবা করতেছো না!
অনতিবিলম্বে তোমার রুহ হলকুমের নিকটবর্তি হবে,তখন তোমার তাওবা গৃহিত হবে না।

১৫- সেপ্টেম্বর ২০২৪❤️
Tasrif Ahmed ✍️

31/08/2024

ভিক্ষুক'কে তাড়াইয়া দিও না,কেনোনা ভিক্ষুক তো অন্য লোকের কাছ থেকে ভিক্ষা পেয়েই যাবে, কিন্তু তুমি আল্লাহ ব্যাতিত কারো থেকে রহমত পাবে না।

৩১-আগস্ট ২০২৪✍️
Tasrif Ahmed

20/08/2024

আমার রাতের ঘুম কেড়ে নিয়েছেন কল্পনার ঐ বিভৎস্য আজরাইল। চারিদিক থেকে যেনো তার আগমন। আমার হৃদস্পন্দন যেনো বন্ধ হয়ে যাচ্ছে।
২০-আগস্ট ২০২৪❤️
Tasrif Ahmed ✍️

18/08/2024

একজন স্বধর্মদ্রোহী কখনো স্বদেশপ্রেমী হতে পারে না।
আল্লাহ'তায়ালার নাফরমানরা কখনো দেশ শাসনের যোগ্য নয়।


•১৮-আগস্ট ২০২৪❤️
Tasrif Ahmed ✍️

16/08/2024

উলামায়ে কেরামগণকে যে সম্মান করে না,তার ইমান বড় সন্ধিহান, তার ভিতরে মুনাফিকির আলামত আছে।
১৬-আগস্ট ২০২৪❤️
Tasrif Ahmed ✍️

Address


Telephone

+8801860896162

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasrif Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share