03/12/2024
আল্লাহ তায়ালা সবাইকে হেদায়াত দেন না! তাই সব হিন্দুও মুসলিম হতে পারে না।
কেননা পবিত্র কোরআনে বর্নিত আছে, আল্লাহ তায়ালা বলেছেন, আমি জ্বীন এবং মানুষ উবয় দ্বারা জাহান্নাম বর্তি করিব!
আবার বলেছেন, যার বিতরে জার্রা পরিমাণ ও ইমান থাকবে সে জাহান্নামি হলেও তার পাপের প্রাস্তিত পাওয়ার পর তাকে এক সময় জান্নাত দান করা হবে।
কিন্তু কিছু বোকা মানুষ আমাদের সমাজে বাস করে তারা এই কথা ভেবে আল্লাহ তায়ালাকে ভুলে যায়! আর তাদেরকে কিছু জিজ্ঞেস করলে বলবে, আমি তো মুসলিম আমার ইমান আছে এক সময় হলেও তো আমি জান্নাতে প্রবেশ করবো!
কিন্তু তারা ফরজ বিদান এবং নবী (সা:) এর বলা হাদিসের দিকে বেখবর! যেখানে নবী (সা:) বলেছেন সকল মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। সেখানে তারা আম্মখ অবস্থায় জীবন পার করে দেয়!
যদি তাদের জিজ্ঞেস করা হয় ইমান বংঘের কারন কয়টি? তখন তাদের মুখ ফেকাসে হয়ে যায়! আমি তো বলি তাদের ইমান বড়’ই সন্দিহান!
(Tasrif Ahmed 🖊)❤️
০২-ডিসেম্ভর ২০২৪