Md Ahasan Habib

  • Home
  • Md Ahasan Habib

Md Ahasan Habib I'm ready to take the pain from you A.re you ready to take love from me?

05/12/2023

জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো হয়তো অবৈধ, নয়তো,নিষিদ্ধ হয়তো খুব দামি নয়তো অন্য কারো |


©youtube_comment

30/10/2023

Alhamdulillah

30/09/2023
21/09/2023

Poor & Gareeb me*

I have reached 5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
16/07/2023

I have reached 5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

10/05/2023

একদিন আমিও ভেবেছিলাম তাকে ছাড়া বাঁচতে পারবো না 😎

28/03/2023

মাশাআল্লাহ , One day with you 🥰🥰🥰

26/03/2023

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ😪😪
আহ্হা🤣🤣

26/03/2023

লিডারশিপের সুন্দর উদাহরণ।

26/03/2023

কতোটা ভালোবাসলে একটা মেয়ে একটা ছেলের জন্য
এতোটা পাগল হয় 💔🥀
💔💙.💔

25/03/2023

আমিও চাই তুমি আমাকে বুঝ । ❤

22/03/2023

ম্যাথের ভাজে আই লাভ ইউ রোগ । হাজবেন্ড যখন ম্যাথ টিচার ।

22/03/2023

😁😁😁😂😂

আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হারিয়ে যাওয়া ফোন কিভাবে ফিরে পেতে পারি এবং কিভাবে লোক...
21/09/2022

আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হারিয়ে যাওয়া ফোন কিভাবে ফিরে পেতে পারি এবং কিভাবে লোকেশন ট্র্যাক করতে পারি ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে গুগল ফাইন্ড মাই ডিভাইস এর সহায়তায় আমরা খুব সহজে ফোনের আইএমইআই নম্বর সহ সকল ইনফরমেশন বের করতে পারি ফোনের যাবতীয় তথ্য এবং লোকেশন ট্র্যাক করতে ভিজিট করুন
https://www.youtube.com/watch?v=jZVebXWot8M

আসসালামুয়ালাইকুম আগামীকাল ইউটিউব চ্যানেল আসছে চলছে দ্বিতীয় ভিডিও কিভাবে আপনার হারিয়ে যাওয়া ফোন টি পুনরুদ্ধার করবেন এ...
20/09/2022

আসসালামুয়ালাইকুম
আগামীকাল ইউটিউব চ্যানেল আসছে চলছে দ্বিতীয় ভিডিও কিভাবে আপনার হারিয়ে যাওয়া ফোন টি পুনরুদ্ধার করবেন এবং কিভাবে একটি ফোন ট্র্যাক করতে হয় সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে সে সকল বিষয়ে খুটিনাটি ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি:
https://www.youtube.com/channel/UCHzGy6K6uIr1xZuxm5pPtyg

আল হামদুলিল্লাহ প্রথম ভিডিও আপলোড সম্পন্ন । Solution Chai-সল্যুশন চাই | আমরা উত্তর দিতে চাই আপনার সকল অজানা আইসিটি ,ফ্রি...
15/09/2022

আল হামদুলিল্লাহ প্রথম ভিডিও আপলোড সম্পন্ন । Solution Chai-সল্যুশন চাই | আমরা উত্তর দিতে চাই আপনার সকল অজানা আইসিটি ,ফ্রিল্যান্সিং এবং মহাকাশ, বিজ্ঞান বিষয়ক প্রশ্নের কমেন্ট করুন আপনার প্রশ্ন নিয়ে আমরা আছি আপনার প্রশ্নের সঠিক এবং যথাযথ সমাধান দিতে | প্রশ্ন করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন ।

How to download DBBL bank statement | সহজে ডাউনলোড করুন ব্যাংক স্টেটমেন্ট প্রতিনিয়ত আমাদের একটাই প্রশ্ন থাকে কিভাবে আমরা ব্যাংকের স্ট...

24/06/2022

প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও.. তোমাকে।

যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে।

পথ চেয়ে রই, দেরি করোনা যতই
আর ভোলা যাবেনা জীবনে কখনোই,
তোমাকে, ও.. তোমাকে।

তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি?
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকেই আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি।

হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

22/06/2022
20/06/2022

বলার ভাষা নাই ম্যাম😁😁 “ কে তুমি বাছা, এই কলেজের স্টুডেন্ট ? তোমায় তো জীবনে দেখিনি আমি। আমার একটাও ক্লাস করেছো ? ”

31/03/2022

মানুষ কল্পনাতেই বেশি সুখী 🖤

31/03/2022

সখই যদি মিটাতে না পারলাম, তাহলে মানুষ হয়ে জন্মে কি লাভ!'🙂

29/03/2022

One day with my love 😍💞💞

28/03/2022

I love His Acting

28/03/2022

When Kartikeya Raj became crime master Gogo then see what happened

19/02/2022

কেন বাড়লে বয়স ছোট্ট বেলার
বন্ধু হারিয়ে যায়😒
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায় ?!😞
আজ কে যে কোথায় আছি
কোন খবর নেইত কারো !😓

গোধূলি বেলায়  শীতল বাতাসে দোল খেলায় প্রকৃতির কোলে রঙিন আবহাওয়া পরশ মিশিয়ে ডাকে দেখো আমায় কেমন সেজেছে কত সুন্দর লাগছ...
04/02/2022

গোধূলি বেলায় শীতল বাতাসে দোল খেলায় প্রকৃতির কোলে রঙিন আবহাওয়া পরশ মিশিয়ে ডাকে দেখো আমায় কেমন সেজেছে কত সুন্দর লাগছে আমায়

❤❤রাগী বউ ❤❤পার্ট: ১ গল্পটা শুরু কোন এক কুয়োশা ভেজা মেঘে ঢাকা সকালে, না না সেটাতে সকাল না দুপুর ১১ টা  কম্বল মুড়ি দিয়ে ফ...
29/12/2021

❤❤রাগী বউ ❤❤
পার্ট: ১

গল্পটা শুরু কোন এক কুয়োশা ভেজা মেঘে ঢাকা সকালে, না না সেটাতে সকাল না দুপুর ১১ টা কম্বল মুড়ি দিয়ে ফেসবুকে লেখা গল্পের কমেন্ট চেক করছিলাম , একটা মন্তব্য “তোমাকে যে দেখছি নয়ন ভরে-ভালোবাসবে কি আমায় চুপটি করে ” দেখে বেশ খানিক টা মুচকি হাসি শেষে- ঠিক করলাম রিপ্লে টা দেয়া উচিৎ ।

আমি : হ্যালো, আপনার লেখার হাত কিন্তু অনেক ভালো আবেগী প্রেম বাদ দিযে গল্প লিখলেই তো পারেন
অপরিচিতা: জ্বি না স্যার, আমি লিখলে আপনার গল্প পড়বে কে শুনি ? আর এমনিতে আমি তো ….
আমি : আপনি কি ?
অপরিচিতা: না মানে পরে না হয় কোন একদিন দেখা হলে বলবো !
আমি : আপনি আমাকে চিনেন ?
অপরিচিতা: হ্যাঁ খানিকটা 🤔🤔
আমি : তা না হয় বুঝলাম এইযে অপরিচিতা আপনার পরিচয় ?
অপরিচিতা: তা না হয় সময় গেলেই জানতে পারবেন । আর স্যার কত ঘুমাবেন এবার তো উঠেন ?
আমি : আপনি ক্যামনে জানেন আমি উঠিনি 🙄🙄আর আপনি কে ?
অপরিচিতা: এই যে স্যার ফেসবুকে ভোর ৫ টায় যে মানুটা একটিভ থাকে, বলা অনেক টা সহজ কখন উঠাতে পারে । আমি কে ???

আশ্চর্য সে কিভাবে জানলো আমি এখন ঘুমোই । সে তো আমার ফেসবুকে ফ্রেন্ড নাই । এত সব ভাবনা ভাবতে ভাবতে তার প্রোফাইল খানা চেক করলাম । ওমা একি কোন তথ্যই যে নেই । নাম খানা বেশ পচ্ছন্দনীয় “নুসরাত জাহান ওরিন” সাথে প্রফাইলে নিক নেম দেয়া নীল হিমাদ্রের দিমাদ্রী-বাসা ঢাকা প্রফাইলে মুখ খানা ঢাকা এক সুন্দ তরুনীর ছবি। এইসব ভাবতে ভাবতে ভুলেই মেরে দিয়েছি তাহারে রিপ্লে দেয়া হইনি ।

আমি : এইযে ম্যাম, এত কিছু জানিনা কে আপনি পরিচয় টা কি দিবেন ?
অপরিচিতা: সেটা না হয় সারপ্রইজ ই হয়ে থাকলো কোন এক গোধুলী বিকেলে জানিয়ে দিব 😘😘
আমি : কি মুসকিল আচ্ছা যাই হোক পরিচয় না দিলে মেসেজ দিয়েন না ।
অপরিচিতা: দিব তো অবশ্যাই, তবে খুজো আমায় তবে আমি তো রয়েছি তোমারি মন পাড়ায় ।
আমি : ছাই, রয়েছে 😁😁😁
অপরিচিতা: এই যে মিস্টার সেটা দেখা যাবে এখন তো উঠেন খাওয়া দাওয়া করেন ।
আমি : বেশ পরিচয় যখন দিবেন না, তখন না হয় আল্লাহ হাফেজ
অপরিচিতা: এইযে শুনেন ?
অপরিচিতা: কলেজ আসতেছেন তো আজকে ?
অপরিচিতা: রাগ করলেন, রাগ কইরেন না আমার উপরে রাগ করে লাভ নাই । আমি যে আপনাকে ভা…. থাক বলবো না ।

গতকাল রাতে বৃষ্টি হওয়াতে প্রচন্ড ঠান্ডা পড়েছে রংপুরে। ঘুমটা অনেক আগেই ভেঙ্গেছে । ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়টা সেরে ফেললাম । কলেজ যাবো না ভাবছি- গতকাল পিকনিক টা বেশ ভালোই হয়েছিল ।মনে মনে ভাবঠি আজকে আর যাচ্ছি না ।

অপরিচিতা: কি আসবেন না ?
আমি: না যাচ্ছি না
অপরিচিতা: ক্যান
আমি : No comment
অপরিচিতা: আসবেন না?
আমি : না
অপরিচিতা: আমি কিন্তু আপনার বাসায় ফোন করবো যা খুশি বলবো 😏😏
আমি: না মানে, আপনি কে বলেন তো ? আর আমার বাসায় কি বলবেন ?
অপরিচিতা: যা বলতে হয়, আসবেন ?
আমি : অগত্যা, ব্লাক মেইল নাকি ?
অপরিচিতা: না স্যার ভালোবাসার টান ।
আমি : জ্বি না আমি যাচ্ছি , মার্ক শিট নিতে ?
অপরিচিতা: আসেন আসেন প্রগ্রামার স্যার

এতক্ষত তো ভাবিনি সে ক্যামনে জানে আমি কোন কলেজে কি নিয়ে পড়ি ? সে অবশ্যই আমাদের কলেজের কেউ না কেউ । দেখতে হচ্ছে ব্যাপার টা । তাকে জিঙ্গেস করে নিতে হতো কে সে । ভাবতে ভাবতে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম । কলেজে পৌছানোর পড়ে দুজন বন্ধুর সাথে সিড়ি বেয়ে উঠছিলাম ঠিক তখনই ? পেছনে থেকে

অপরিচিতা: এই যে শুনছেন
(২য় পাঠ কারখানায় দিয়েছি সঠিক সময় নিউজ ফিডে পাবেন)
লেখার সময় : ৩০ ডিসেম্বর রাত ৩:৫৩
গল্পের নাম : অব্যাক্ত প্রেম (রাগী বউ)
লেখক : আহসান হাবিব

02/11/2021

😋😘কালে কালে আরো কত কি যে দেখব রঙ্গীন জামানায় !
কেউ ব্যাতি ব্যাস্ত কাউকে ছোট করায় । কেউবা ব্যাস্ত নিজেকে প্রমান করায় । ব্যস্ত শহরে মস্ত মানুষের ভিড়ে সেই বিশ্বস্ততা পাওয়াটাই বড় দায় ।

কেউ আসে মরীচিকার ভিড়ে, কেউবা স্বপ্নতীরে😘 !
স্বপ্ন তীরের মস্ত মাস্তুলে নিজেকেই হারিয়ে ফেলে প্রমান করায় “ Who are you ? চিনি কি তোমায়? 🤔 ” । কখনো কখনো ভাবি আনমনায়, মানুষ কেন আসে আবার কেন চলে যায় ? উত্তর জানলে জানাবে অবশ্যই জানাবে আমায় ।

যদি ব্যায় করো নিজেকে প্রমান করায় । নয়তো তুমি সেইজন যারে খুজছি আমি ধ্রুব তারার ভেলায় ।😡

অব্যাক্ত লেখনি

#মনের_কথা
Song credit: Chamok Hasan

03/10/2021

জরুরী সংবাদ

যদি কারো পরিচিত এমন কেউ থাকে যার হাঁটুর উপরে অথবা নিচের দিকে পা নেই বা কেটে ফেলা হয়েছে, তাকে অবশ্যই পঙ্গু হাসপাতাল (NITOR) এর ৩য় তলায় (শ্যামলী, ঢাকা)" এসে যোগাযোগ করতে বলবেন, সেখানে বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হবে।

এজন্য বিদেশ থেকে বিশেষজ্ঞরা এসেছেন এবং ১৫.ই অক্টোবর পর্যন্ত থাকবেন।

যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে তাহলে অতি দ্রুত সেবাটি গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

আপনার এটুকু তথ্য হয়তো কোন এক প্রতিবন্ধী ভাই/বোনকে তার পা হারানোর বেদনা হতে সাময়িক পরিত্রাণ পেতে সাহায্য করবে।

02/10/2021

ডিয়ার হবু 🥰🥰কাজ না পেলে সমস্যা নাই, ঠিক এভাবেই শিখামু Be ready !!☺☺☺

যে ছেলেটা ভদ্র ভাবে থাকার চেষ্টা করেআধুনিক মেয়েরা তাকে বোকা ভাবে । ভদ্র থাকাটাকেই অনেকে দুর্বলতা ভেবে নেয়আবার যে ছেলেটা ...
02/10/2021

যে ছেলেটা ভদ্র ভাবে থাকার চেষ্টা করে
আধুনিক মেয়েরা তাকে বোকা ভাবে । ভদ্র থাকাটাকেই অনেকে দুর্বলতা ভেবে নেয়
আবার যে ছেলেটা স্মার্ট ভাবে নিজেকে
উপস্থাপন করার চেষ্টা করে
সবাই তাকে বাহ্ বাহ্ দেয়
কিন্তু
আসলে সে মোটেই বাস্তববাদী নয় । পোশাকের স্মার্টনেস
কখনোই ভদ্র বা বুদ্ধিমানের পরিচয় বহন করে না ।
চোখে সানগ্লাস, সুন্দর টি শার্ট, জিন্স প্যান্ট আর দামী জুতোয় হয়তো আপনাদের সুদর্শন দেখা যায় ।
অনেক মেয়ে আপনার প্রেমে হাবুডুবু খায় ।
কিন্তু আমি জানি
আপনি কখনোই আপনার ভবিষ্যৎ
নিয়ে চিন্তিত নয় । আপনি একটি ঘোরের ভেতর বাস করেন ।
আপনার কর্ম পদ্ধতি সম্পর্কে আপনি নিজেই অবহিত নন ।
কিন্তু যে ছেলেটি ভদ্র, সবার কাছে বোকা খেতাব প্রাপ্ত সে ছেলেটি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ।
সে জানে বাহুল্যতা জীবনে সফলতা বয়ে আনে না ।
আমি কখনোই দেখিনি ক্লাসের ফাস্ট বয়
কিংবা ভালো ছাত্র টিকে স্মার্ট হতে,
আমি কখনোই দেখিনি বুদ্ধিমান ছেলেরা
মধ্যবিত্ত বাবার পকেট কেটে গার্ল ফ্রেন্ড
কে গিফট দিতে ।
তারাই বাবা মার উপর অত্যাচার নিপীড়ন করে অথবা বাবার পকেট
কেটে ফুটানি করে যারা নিজেদের
মাত্রাতিরিক্ত স্মার্ট ভাবে আবার
তারাই গার্ল ফ্রেন্ড নামক আজব চিজদের
পেছনে বাবার কষ্টার্জিত টাকা গুলো
অপচয় করে, সেটাকে আমি কখনোই
স্মার্টনেস বলবো না ।
আমি অনেক দেখেছি মেয়েরা প্রেম করার
জন্য স্মার্ট ছেলেদের বেছে নিলেও বিয়ে
করে সেই ভদ্র বোকা ছেলেদের যারা
জীবনে প্রতিষ্ঠিত কিন্তু মাঝখান থেকে
স্মার্ট ছেলেটি সমস্ত কিছু নিঃশেষ করে
দিয়ে ছ্যাকা খেয়ে দেবদাস হয়ে যায় ।
তখন তাদের নিত্য সঙ্গী হয় মদ গাঁজা আর
ইয়াবা ।
বাবার হোটেলে খেয়ে হয়তো ফুটানি
অনেক করা যায় কিন্তু নিজে রুজি রোজগার
করে দেখবেন স্মার্ট নামের ফুটানি কতটুকু
করতে পারেন । আর ফেসবুকের কথা কি
বলবো । আপলোড কৃত ছবি গুলো দেখলে
আপনার মনে হবে কুটিপতির ছেলে কিন্তু
খোঁজ নিয়ে দেখেন রান্না ঘরে তাদের
বেড়াল ঘুমায় । বাবা হয়তো রাজপথে
মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে ।
দিন আনে দিন খায় অবস্থা আর ছেলের
ফুটানি আর চুলের কাটিং দেখে মনে হবে
স্মার্টের বাদশা সে ।
উপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদর ঘাট,
এই রকম হওয়ার চেয়ে ভদ্র হোন, জ্ঞান অর্জন
করুন । বাবা মায়ের দুঃখ বোঝার চেষ্টা
করুন । বাহুল্যতা ত্যাগ করুন । স্মার্টনেসের
নামে আলগা ফুটানি বাদ দিন । ভবিষ্যতের
কথা চিন্তা করুন । গার্ল ফ্রেন্ড নামক আজব
চিড়িয়া কে চিড়িয়াখানায় পাঠিয়ে দিন
অন্তত পঁচন রোগ হওয়া থেকে হৃদয়টা ভালো
থাকবে । অনেক কড়া কড়া কথা বলে
ফেললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
কথা গুলো বলার কারন হলো যখন একজন কে
বিপথে যেতে দেখি তখন নিজের কাছেই
খারাপ লাগে, কারন একজন যুবক একটি
পরিবার এবং একটি দেশের ভবিষ্যৎ ।
স্মার্ট হওয়া ভালো
তবে সেটা যেন হয়
কর্ম, দক্ষতা আর বুদ্ধিমত্তায় ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য । আশাকরি সবাই পাশে থাকবেন ।
19/09/2021

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য । আশাকরি সবাই পাশে থাকবেন ।

01/06/2021

যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই

23/05/2021

Best wishes Sayhan vai Youtube: Ganbilas

05/05/2021

Pardesi Pardesi Jaana Nahi 💕💕😘😘

27/04/2021

আমরা সাইকো হয়ে যাচ্ছি !

দিন দিন যেন মানুষ সাইকো হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিকই বলছি এই লকডাউন এর শেষে গত কয়েক দিনের ঘটনাকে পর্যবেক্ষন করলে বোঝা যায় । গত তিন দিনে মিঠাপুকুরে খুন হয়ে ২ টি এবং রাজহানি কাটা কাটি তে আহত প্রায় অনেকে সারা দেশের কথা বাদ ই দিলাম ।

যদি বলতে চাই মানুষ লক ডাউনে থেকে থেকে সাইকো হতে চলেছে ! মানবেন কী ? জানি না প্রমান চা্ইবেন চারপাশে তাকিযে দেখুন হাজারো উদহারণ পাবেন । গত কয়েক দিনের নিউজ রিপোর্ট দেখুন,

আমার সমিক্ষায় তারাই বেশি এ রোগে আক্রান্ত তাদের বয়স 22-35 এর মধ্যে যাদিও কিছু কম বয়সি রয়েছে । আমাদের এই সাইকো প্যাথি থেকে বের হতে হবে । ভাবুন একবার চারদিকে তাকিয়ে দেখুন ।

ভাবতে অবাক লাগছে আমার আমি এক পাগল ছিলাম এখন দেখি সবাই পাগল হয়ে হয়ে গেল ।

চলেন দেখি সাইকো কি কাকে বলে ?

সাইকো কথাটির আসল অর্থ না জেনেই আমরা কথাটিকে প্রয়োগ করি কোনও কোনও ব্যক্তির উপরে৷ সাইকোপ্যাথি আসলে একটি মানষিক অসুস্থতা সে কথা আমরা সকলেই জানি৷ কিন্তু ঠিক কিধরণের মানসিক অসুস্থতাকে সাইকো বলে? সেকথা জানি না আমরা অনেকেই৷ আমাদের চারপাশে এইধরণের মানসিক অসুস্থতা নিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন৷ তাদের মধ্যে আপনিও নেই তো? দেখে নিন ঠিক কি কি মানসিক অবস্থার জন্য কোনও ব্যক্তি সাইকো হতে পারে?


অগভীর আবেগ, কম ভয়, উদাসীন সহানুভূতি, ঠাণ্ডা মাথায় অন্যায় করা, নিজ দোষ শিকার না করা, নিজেকে নি আত্মগরিমা, মানুষকে মিথ্যা কথা দিয়ে প্রভাবিত করা, দায়িত্বজ্ঞানহীনতা, পরিকল্পনা করে অন্যায় কাজ করা, সুযোগ খোঁজা, মানুষের ক্ষতি করে অনুতপ্ত না হওয়া, মানুষের কষ্ট দেখে উপহাস করা এবং অসামাজিক আচরণ যেমন খারাপ চরিত্রের দিকে ধাবিত হওয়া, স্বার্থপূরণের জন্য নিজের চরিত্র নষ্ট করা, পরের সাফল্যের বা শ্রমের উপর নিজ জীবনধারা বিন্যাস করা এবং ঠাণ্ডা মস্তিষ্কে অপরাধিত্ব বজায় রাখা ইত্যাদি। এই সবের কোনওটিই সুস্থ সাধারণ মানুষের মস্তিষ্কপ্রসূত হয় না৷ মানুষের মধ্যে এসব আচরন বিদ্যমান থাকলে বুঝতে হবে সেই মানুষটি সাইকোপ্যাথ।

সাইকোপ্যাথ নারী ও পুরুষ উভয়ের মধ্যে বিরাজমান । তবে কারও মধ্যে উপরের যে কোনও একটি আচরন বিরাজমান আছে বলেই ধরে নেওয়া যাবে না যে উনিই সাইকোপ্যাথ। তবে মনোবিদদের মতে কিছু আচরন আছে যা একাই সাইকোপ্যাথি পয়েন্ট টেবিলে অনেক উচু পর্যায়ে। এসব আচরনের মধ্যে মানুষের ক্ষতি করে অনুতপ্ত না হওয়া, মানুষের কষ্ট দেখে উপহাস করা, পরিকল্পনা করে খারাপ কাজ করা, ইত্যাদি সাইকোপ্যাথ আচরনের প্রারম্ভিক লক্ষণ সমূহ এবং এসব আচরন দেখে আপনি অন্যান্য আচরনগুলো মিলাতে পারেন।

এসব মানুষেরা তাদের ভুল ও অন্যায় ঢাকার জন্য নানা রকম আপরাধমুলক কাজ করে থাকে এবং সামাজিক সহানুভূতি নেওয়ার চেষ্টা করে। সাইকোপ্যাথরা প্যাথলজিকাল মিথ্যুক বা অনর্গল মিথ্যা কথা বলে নিজেদের স্বার্থ আদায় করে এবং এরা নিজেকে ছাড়া আর কিছুই বোঝেনা। সামাজিকতার পরোয়াও এরা করেনা। এদের অনেকেই উচ্চ শিক্ষিত মানুষদের দলে পড়েন। সাইকোপ্যাথির মধ্যে বিরাজমান চারিত্রিক বৈশিষ্ট্য সমুহ বিশ্লেষণ করে ডঃ রবার্ট ডি. হেরি সাইকোপ্যাথ চেকলিষ্ট-রিভাইস (পিসি এল – আর) তৈরি করেছেন। সাইকোপ্যাথের চারিত্রিক ২০টি লক্ষণ পিসিএল-আর এ বর্ণিত হয়েছে।

গত 24 ঘন্টায় নতুন করোনা ভাইরাস সংক্রমণে ভারতের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে রাস্তায় লাশ রাখার মত জায়গা নেই ! কখন কে আক্র...
25/04/2021

গত 24 ঘন্টায় নতুন করোনা ভাইরাস সংক্রমণে ভারতের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে রাস্তায় লাশ রাখার মত জায়গা নেই ! কখন কে আক্রান্ত হচ্ছে রাস্তায় হেটে যাচ্ছে হঠাৎ করে ঢলে পড়েছে মৃতদেহ . হৃদয় বিদারক দৃশ্য. সাবধান বাংলাদেশ
বিস্তারিত ভিডিও হ্যাশট্যাকে ক্লিক করে দেখেুন

I think you know, Facebook & Instagram Marketing is the most worthy platform for All Online Businesses. Currently Has Ab...
02/04/2021

I think you know, Facebook & Instagram Marketing is the most worthy platform for All Online Businesses. Currently Has About 3 Billion Active Users. If you thirst for an effective sales campaign. You've needed your own Verified Business Manager to reach more people. I'm here to provide a Facebook verified business manager account.

Why you’ve need verifying business manager :

Business Manager helps advertisers integrate Facebook marketing efforts across their business and with external partners. In these cases, You will get the following benefit:

1.Run and track your ads
2.Manage assets such as your Pages and ad accounts
3.Add an agency or marketing partner to help manage your business
4.You can keep your business secure
5.You can manage multiple Facebook or Instagram assets such as pages, ad accounts. Where from you can get a verified business manager.

Order link : https://www.fiverr.com/share/WoRNl5

29/03/2021

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল রোদ্দুরে
মনকেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ফুটকড়াই, Antena, হাতচিঠি, Half padel
আয়না আর জলপরীর গল্প বল
বন্ধু চল
সাপ লুডো, চিত্রহার, Laod-shedding, শুকতারা
পাঁচসিকের দুঃখদের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ভাড়া করা Cycle race গুলো
ছুটছে Back pass-এ
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
ভাড়া করা Cycle race গুলো
ছুটছে Back pass-এ
খালি গায়ে নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
Cellophane-এ মুড়ে রাখা রাংতারা
সাদাকালো album-এ
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা এই ঘাসে
তোর টিমে তোর পাশে
তা রা রা রে
তা রা রা রে
তা রা রা রে
তা রা রা রে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল, বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল রোদ্দুরে
মনকেমন মাঠজুড়ে
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
তোর পাশে
তোর পাশে

দেশ তো আর দেশ নেই মেডিকেল তো আর মেডিকেল নেই ব্যবসা খানা হয়ে গেছে! প্রতিবাদ করেও কাজ নাই কে সমাধান দিবে এই নিত্যাকার ঘোট...
22/03/2021

দেশ তো আর দেশ নেই মেডিকেল তো আর মেডিকেল নেই ব্যবসা খানা হয়ে গেছে! প্রতিবাদ করেও কাজ নাই কে সমাধান দিবে এই নিত্যাকার ঘোটালার ??

রংপুর মেডিকেল কলেজে,আজকে ছোট্ট বোনটি কে ব্লাড ডোনেশন করার সময় কিছু ঘটনা,আমাকে নাড়া দিচ্ছে আমার ঠিক সামনের বেডে এক ভাই রক্ত দান করার জন্য এসেছে, প্রথম থেকেই তাকে নার্ভাস লাগছিল । সে রক্ত দান করল এবং আমার মনে হচ্ছিল তার ব্লাড ব্যাগে প্রচুর পরিমাণে রক্ত নেয়া হচ্ছে আনুমানিক যেখানে 450 মিলি সবোর্চ্চ নেবার কথা সেখানে অনেক খানি ব্যাগ ফুলিয়ে নেয়া হয় । আমার পরিমান মতো রক্তদেয়া শেষ হলে বাহিলে এলাম । অবশেষে যখন ভাই টি বাহিরে আসে 15-20 মিনিট পরে হঠাৎ সে বেহুস হয়ে পড়ে । যেখানে সেই ডিপার্টমেন্টের কারোরি ভূরুক্ষেপ নেই । যাই হোক এখানেই শেষ নয় । যখন তারা রক্ত ডেলিভার করলো আমাদের হাতে দেখলাম, আমার যে ব্যাগে রক্ত নেয়া হয়েছিল সেখানে মাত্র 100 মিলি রক্ত এটি নাকি ডাক্তারের লেখা 100 মিলিই দিতে হবে। যেখানে আমি 350 মিলি রক্ত দিয়েছি । প্রতিবাদে যখন কতৃপক্ষকে ডাকা হয় তখন তারা বলে 100 মিলিই নেয়া হয়েছে । যখন পরিস্তিতি বিগড়ে যাচ্ছিল তখন তাদের সাথে যোগ দিল আরো গোটা ৮ জন । আর আমরা ৩ জন অবশেষে ইতিহাস ।

কি হচ্ছে ব্লাড ডোনেশনের নামে । চুরি ?? দেশের হাজারো সরকারী মেডিকেলে এই রকমি প্রতিনিয়ত হাজারো চুরি হচ্ছে । সেদিকে কারোরি কোন ভুরুক্ষেপ নেই । দিনদুপুরে চুরি করা হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি রক্ত নেয়া হচ্ছে । আমরা জানা শোনা হয়েও ঠেকাতে পারিনি, ভাবুন একবার যারা কথা বলতে পারে না ! বেশি শিক্ষীত না তাদের কি হচ্ছে ??

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Ahasan Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ahasan Habib:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

About Ultra Boost

Ultra boosting digital solutions that help you reach more people in your business. Services: Ultra Boost, a subsidiary of Apto Technology, can be a complete digital solution for you! Are you surprised? Take a look 1. WordPress Theme Customization. 2. Web Design Design Development. 3. Domain & Hosting 4. Logo design 5. Posters, Facebook posts, banners and other designs 6. We can be your virtual assistant or social media manager. 7. Facebook Promote / Boost

"All services are in one place, no more problems" We are by your side. Visit for details. Web: www.aptotechnology.com email: [email protected] Phone: (+880) 1609-618158