Mandi BTV

Mandi BTV পেইজে ভিডিও গান,ভিন্ন ধরনের সংবাদ,ছবি,

28/04/2023

Natural

16/04/2023

ইস্টার সানডে নাইট সো গ্রামের কিংবদন্তিদের আড্ডা

Meghalaya superstar    now in Bangladesh
21/12/2022

Meghalaya superstar now in Bangladesh

18/11/2022

কালাচাঁদপুর ওয়ানগালা ২০২২, ঢাকা বনানী বিদ্যানিকেতন।

28/10/2022

মারিয়া মান্দার আজীবন সম্মাননা অর্জন।
অভিনন্দন মারিয়া

একা দ্বারে বহু কবি ইনি________}FB জাতীয় কবি #কাজী_হিরোজুল_ইসলাম 😂😊পল্লী কবি-  ্দিন বিশ্ব কবি  #হীরেন্দ্রনাথ #যতীন্দ্র_আ...
27/10/2022

একা দ্বারে বহু কবি ইনি________}
FB জাতীয় কবি
#কাজী_হিরোজুল_ইসলাম 😂😊
পল্লী কবি- ্দিন
বিশ্ব কবি #হীরেন্দ্রনাথ
#যতীন্দ্র_আলম_বাগচি 😭😃

অদ্য ইং-১৬/১০/২০২২ তারিখ হালুয়াঘাট থানা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় ২...
17/10/2022

অদ্য ইং-১৬/১০/২০২২ তারিখ হালুয়াঘাট থানা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক ০৩ জন আসামীকে গ্রেপ্তার করেন।

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হ্যাক somoynews.tv ⭕
16/10/2022

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হ্যাক somoynews.tv ⭕

ওষুধের নাম: injection antivenomওষুধের নামটা লিখে রাখুন আপনার ডায়েরিতে। এবং বাচাতে পারেন একটি মানুষের জীবন। যদি কোন মানু...
16/10/2022

ওষুধের নাম: injection antivenom
ওষুধের নামটা লিখে রাখুন আপনার ডায়েরিতে। এবং বাচাতে পারেন একটি মানুষের জীবন। যদি কোন মানুষকে সাপে কামড় দেয় তাহলে দেরী না করে Antivenom ইনজেকশন দিতে হবে। যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ফার্মেসিতে না পান তাহলে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর এম পিওদের ফোন করলেই পাবেন
এই বর্ষায় সর্বত্র সাপের উপদ্রব বেড়ে যায়৷
সাপ ছোবল মারলে ঠিক কি করা উচিত আর কি উচিত নয় জেনে নিন।
উচিৎ :
* অ্যাম্বুলেন্স ডাকতে হবে সবার আগে।
* ছোবলের শিকার যিনি হয়েছেন তাঁকে শান্ত করিয়ে একটা জায়গাতে বসাবেন।
* বেশী নড়াচড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।
* ক্ষতটিকে পানি দিয়ে পরিস্কার করবেন।
* ক্ষত স্থানটিকে পরিস্কার কাপড় দিয়ে মুড়ে দেবেন।
* চিকিৎসকের পরামর্শে দ্রুত এন্টিভেনম ইনজেকশন দিতে হবে৷
অনুচিত:
* ক্ষতস্থানে বরফ ঘষবেন না।
* ক্ষতস্থানটিকে কাটবেন না, তাতে শিরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
* ক্ষতস্থান থেকে মুখে করে রক্ত বের করবেন না।
* আহত ব্যাক্তিকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়াবেন না।
* ছোবল মারার পর এ্যালকোহল জাতীয় কোন কিছু পান করাবেন না, তাতে শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে।

সংগৃহীত

পূজা সেরি, এখন পূজা চেরী 😃
10/10/2022

পূজা সেরি, এখন পূজা চেরী 😃

Mymensingaa
22/09/2022

Mymensingaa

19/09/2022

18/09/2022
15/09/2022

নাটঃ আমার কাজ করতে অনেক কষ্ট হয়।
বল্টুঃ তাহলে কাজ করিস না।

নাটঃ আমার হাঁটতে অনেক কষ্ট হয়।
বল্টুঃ তাহলে হাঁটিস না বসে থাক।

নাটঃ পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়।
বল্টুঃ তাহলে, বাপ পাহাড়ে উঠিস না।

নাটঃ গোসল করব কিন্তু সাঁতার কাটা অনেক কষ্ট।
বল্টুঃ সাঁতার কাটবিনা সাঁতার শিখিস না।

নাটঃ আমার জ্বর নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়।
বল্টুঃ কষ্ট হলে নিঃশ্বাস নিবি না শুয়ে থাক বাপ😀।

30/08/2022

মধুপুরে (গারো)আদিবাসী মেয়ে ধর্ষণের আসামি ধর্ষক মামুন নকরেক গ্রেফতার।
#আদিবাসী_মেয়ে_ধর্ষণ
#ধর্ষক_গ্রেফতার

বুলি হাগিদক আন্তর্জাতিক সাহায্যকারী সংস্হা Ipas এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্...
26/08/2022

বুলি হাগিদক আন্তর্জাতিক সাহায্যকারী সংস্হা Ipas এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন । মিসেস হাগিদক তার এই অভাবনীয় সাফল্যে শুভানুধ্যায়ী ও নেটিজেনদের প্রশংসার সাগরে ভাসছেন । আন্তরিক অভিনন্দন!

Achikwood
18/08/2022

Achikwood

18/08/2022

রাজধানী ঢাকায় স্পিডবোট ভ্রমণ 😜https://youtu.be/rGMkebsNtEM
14/08/2022

রাজধানী ঢাকায় স্পিডবোট ভ্রমণ 😜
https://youtu.be/rGMkebsNtEM

রাজধানী ঢাকার গুলশান-১ লেক, হাতিরঝিল এবং রামপুরায় - জনপ্রতি মাত্র ২০/৩০ টাকা ভাড়ায় স্পিডবোট ভ্রমণ করতে পারবেন। ...

আমরা বাংলাদেশী  #গারো_আদিবাসী ।❤️
09/08/2022

আমরা বাংলাদেশী #গারো_আদিবাসী ।❤️

28/07/2022

✅দেখে-বুঝে টাকা ধার দিবেন!! এবং যারা টাকা ধার
নেন মিথ্যা কথা বলে টাকা ধার নেবেন না, আর
মিথ্যা আশ্বাস দিয়ে আরেকজনের কষ্টকরে
উপার্জিত টাকা ধার নেওয়ার চেষ্টা করবেন না ।🗯️

একজন ব্যক্তির মাসিক বেতন যদি ১২,০০০/- হয়।
তাহলে তার প্রতিটা দিনের রোজগার হয় ৪০০ টাকা।
আর যদি মাসিক বেতন ৮,০০০/- হয়, তাহলে সে
একদিনের মুজুরী হিসাবে পায় ২৬৬ টাকা মাত্র।
ধরলাম আপনি তার কাছ থেকে ধার নিলেন
১,০০০/-, তার মুজুরী যদি দিনে ৪০০ টাকা হয়,
তাহলে আড়াই দিনের টাকা আপনি নিয়ে নিলেন।
আর যদি ২৬৬ টাকা প্রতিদিনের মজুরি হয়, তাহলে
প্রায় ৪ দিনের মজুরি নিয়ে নিলেন তার।

সুতরাং, আপনারা যারা টাকা ধার দিবেন একটু
হিসাব-নিকাশ করে দিবেন কষ্টের টাকা শুধু শুধু
কাউকে ধার দিবেন না। মানুষ বুঝে ধার দিবেন।


✅উপকারী গাছের যেমন ছাল থাকে না৷ তেমনি ভাবে
উপকারী ব্যক্তির পিঠেরও চামড়া থাকে না৷
এইটার প্রমাণ অর্জুন গাছ।

- আপনি যত আবেগী হয়ে মানুষের বিপদে পাশে
দাঁড়াবেন, টাকা দিয়ে সহযোগিতা করবেন,
সার্বিকভাবে পাশে থাকবেন, ততবেশি আপনার দুর্বল
জায়গায় আঘাত করার চেষ্টা করবে কিছু অবুঝ
মানুষ। তার মানে এই নয় যে আপনি বিপদে কারো
পাশে দাঁড়াবেন না? অবশ্যই দাঁড়াবেন। কিন্তু
মীরজাফর, স্বার্থবাদি ব্যক্তি থেক সর্ব-সাবধান
এবং সর্তকতা অবলম্বন করতে হবে।

- তারপরও আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে,
কেউ যদি আপনার দ্বারা উপকৃত হয়?
আপনার এই কর্মের ফল সৃষ্টিকর্তা অবশ্যই
আপনাকে উত্তম জায়গায় দান করবেন।

✅আসলে সবাই মনের দুঃখ প্রকাশ করে না,
ভদ্রলোকের বিবেক আছে তাই তার সাথে যা
ঘটেছিল মনে মনে রেখে দিয়েছে। পরবর্তীতে দেখা
যাবে বলে।

-যিনিরা টাকা ধার নেই তাদের কিছু কৌশল আছেঃ
তারা বিভিন্ন সমস্যা তুলে ধরে খুব ইমোশনের
মাধ্যমে___ এমনকি ভালো জায়গায় কসম কাটে।

১/ বন্ধু একটা কথা ছিল, আমার কিছু টাকা লাগবে
দিতে পারবি? বউ অন্তঃসত্ত্বা হঠাৎ করেই অসুস্থ
হয়ে পরসে এখন কি করব বুঝতে পারছি না। হাতে
একটা টাকাও নাই কিছু টাকা দিবি? ১/২ হাজার
টাকা হলেই হবে আমি পরে দিয়ে দেব আগামী
মাসের ১০ তারিখে। বিশ্বাস কর তুই আমি দিয়ে
দেব।

এই যে মিথ্যা কথা বলে টাকা চাইলো, তাও আবার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে কসম করে।
২/ দোস্ত আমারে একটু হেল্প করতো- কাজ বন্ধ হয়ে
আছে আমার, কাজ করতে পারতেসি না,
কম্পিউটার নষ্ট ইমার্জেন্সি ঠিক করালাগবে কিছু
টাকা ধার দে এক-দের হাজার, ৫দিন পর দিয়া দিমু।

আসলে তার কম্পিউটার নষ্টই হয়নি।
৩/ ভাই একটু হেল্প করনা- আমারে কিছু টাকা ম্যানেজ
করে দে, সমস্যায় আছি বাসা ভাড়া দিতে পারতেসি
না, তোর ভাবী অসুস্থ ছিলো সেলারি কম পাইসে
এই মাসে। আগামী মাসে তোর টাকা ফেরত দিয়ে
দেবো।
আসলে সে যে টাকা ধার নিলো ভাবী জানেনই না।
৪/ দাদা আমাকে ৩০০টাকা ধার দেনা আমি পরে দিয়ে
দেবো। বাসায় কেউ নাইতো সবাই গ্রামের বাড়ি
গেছে একটু বাজার করবো। বাসায় বাজার নেই।

আসলে সে ৩০০ টাকার উপরেও চাইলো না এবং
৩০০ টাকার নিচেও চাইলো না। ৫০০ টাকাও চাইতে
পারতো, সত্যি কথা বলতে তার বাসায় ভরপুর
কাঁচাবাজার আছে, সে নিজকে বিরাট চালাক মনে
করেছে।
৫/ বন্ধু ৩৮০ টাকা ধার দেসনে বিকাশ করে, কয়েক দিন
পরে দিয়ে দেবোনে, ওষুধ কিনবো একটু জ্বর শরীরে

এই যে জ্বরকে কসম করে মিথ্যা বলে টাকা ধার চাই।
মাত্র ৩৮০/- কেন চাইলো বুঝতে হবে। ২০০ টাকাও
চাইলো না ৫০০ চাইলো না, সোজা ৩৮০/-😃।
৬/ ভাই আমারে একটু হেল্প করবেন? একটা কিস্তি ছিল
লোনের, ৩০০০ টাকা ম্যানেজ করে দিবেন? সংস্থার
কর্মী কিস্তির জন্য খুব জ্বলাইতাসে,দেন ভাই আগামী
মাসের ১৫ তারিখে দিয়া দিমু ভাই। এই মাসে
আপনার ভাবীর সমস্যার কারণে কিস্তি দিতে
ঝামেলা হয়ে গেলো একটু।
৭/ ভায়ু আমার একটা মোবাইল লাগবে ইমার্জেন্সি
কিন্তু টাকা শর্ট আমার কাছে। চিন্তা করলাম
কিস্তিতে একটা মোবাইল কিনে ফেলি, আমার NID
হারায়া গেসে, শোরুমে তোর NID জামিন দিয়া
একটা মোবাইল কিনি। তোর কোন ভয়নাই আমি
মোবাইল কিনতেসি কিস্তি তো আমি চালামু।

আসলে তার NID কোথাও হারিয়ে যায়নি, সে
মিথ্যা বলেছে। যেন কিস্তির চাপটা ভবিষ্যতে তার
উপর না আসে।
৮/ ভাই বিপদে পরসি একটু যদি উপকার করতেন আর
কি!হসপিটালে আমার রোগী আছে,আগামীকালকে
হসপিটাল থেকে রিলিজ করবো, ডাক্তার বলছে
আগামীকাল রোগীকে নিয়া যায়তে কিন্তু আমার
হাতে টাকা নাই। আপনি যদি একটু টাকা ম্যানেজ
করে দিতেন ভাই। আমি বেতন পেয়েই দিয়ে দেবোনে
আপনার টাকা।
রোগীর এত লোক থাকতে, রোগীকে নিয়ে তার
ভাবনা বেশি, আলগা পিরিতি।

৯/ এই ভাবে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে যারা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছ থেকে টাকা ধার নেয়,পরবর্তীতে তাদের বিপদ কেটে গেলে তারা ধার নেওয়া টাকা দিতে মনে থাকে না, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ভুলে যায়। এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে যার কাছ থেকে টাকা ধার নিয়েছে তার পাশ দিয়ে হেঁটে গেলেও তাকে চিনে না😆।

ফোন করলে ফোন ধরে না অতি ব্যস্ত দেখায় তারা।
মেসেঞ্জারে নক করলে মেসেজ সিন করে রিপ্লাই দেয় না। পরবর্তীতে এমনও হয় মেসেঞ্জার এবং ফোনে ব্ল্যাকলিস্টে রেখে দেয় পাওনাদারকে তারা।

আবার কিছু কিছু লোক নিজের সিম কার্ড চেঞ্জ করে ফেলে নতুন সিম ইউজ করে। ফলে সহজে হারিয়ে যায় পাওনাদারের কবল থেকে।

ভাই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে
বিশ্বাস। আপনি আপনার বিশ্বাস একবার ভেঙ্গে ফেলবেন জীবনে আর জোড়া লাগাতে পারবেন না।

আপনি বিপদে পড়ে টাকা ধার নিয়েছেন এবং যে আপনাকে ধার দিয়েছে সে বিশ্বাস করে দিয়েছে।
আপনি যখন টাকা নিয়েছিলেন আপনার বিপদের কথা শোনার সাথে সাথে তিনি টাকা দিয়েছিলেন আপনাকে।

কিন্তু যখন আপনি টাকা ফেরত দিবেন আপনি আর দিতে পারছেন না, আপনার বন্ধুকে বা আপনার আত্মীয়-স্বজনকে শুধু ঘুরাচ্ছেন আর ঘুরাচ্ছেন।

মনে রাখবেন বিপদ সারা জীবন থাকে মানুষের পিছনে লেগে। মানুষকে ঠকিয়ে যদি মনে করেন আপনি জিতে গেছেন ভুল ধারণা। আপনি নিজে চালাকি করতে গিয়ে নিজের ফাঁদে নিজেই ঠকে গেছেন।
আর কোনদিন যদি আপনি বিপদে পড়েন আপনার পাশে ওই ব্যক্তিকে আর পাবেন না এবং সে সাহায্য করবে না।

মনে রাখবেন যে টাকা ধার দিয়েছে সে বোকা না সে অতি চালাক এবং বুদ্ধিমান। আপনার সব কর্মকাণ্ড জেনেও তিনি না জানার ভান করে আছেন সব সময়।
একবার ধার দিয়ে শুধু আপনাকে ট্রাই করেছে আপনার চারিত্রিক এবং আপনি কেমন ব্যক্তিত্বের লোক❓

ভাই এবং বোনেরা বিশ্বাস কোনদিন ভাঙবেন না এবং বিশ্বাসঘাতকতা কারো সাথে করবেন না। কারো কাছে একবার বিশ্বাস ভঙ্গ করলে সেটা সারা জীবনের জন্য ভেঙে যায়। সে ব্যক্তি আপনার সাথে হয়তো মেলামেশা করবে কিন্তু জীবনে আর কোনদিন আপনাকে অন্তর থেকে মন থেকে বিশ্বাস করবে না।

[email protected]

প্রথম ছবিটি VFX ইন্ডিয়ান সিনেমা, বাহুবলি সিনেমার দৃশ্য।দ্বিতীয় ছবিটি বাংলাদেশে বাস্তব, সিলেটের দৃশ্য।
19/06/2022

প্রথম ছবিটি VFX ইন্ডিয়ান সিনেমা, বাহুবলি সিনেমার দৃশ্য।
দ্বিতীয় ছবিটি বাংলাদেশে বাস্তব, সিলেটের দৃশ্য।

19/06/2022

ভয়াবহতার আরেক নাম বন্যা, বাংলাদেশের উত্তরাঞ্চলের জনজীবন আর ভালো নেই। উত্তরাঞ্চলের মানুষ প্রকৃতির অস্বাভাবিক আচরণে অসহায় হাহাকার।

আমার বাবা আমাকে বলেছিলেন, খালি পায়ে বল নিয়ন্ত্রণ করা শিখতে, কারণ এতে বলটাকে অনুভব করা যায়। আমিও আমার বাবা কে কথা দিয়েছিল...
15/06/2022

আমার বাবা আমাকে বলেছিলেন, খালি পায়ে বল নিয়ন্ত্রণ করা শিখতে, কারণ এতে বলটাকে অনুভব করা যায়। আমিও আমার বাবা কে কথা দিয়েছিলাম, আমি এমন ভাবে বল কন্ট্রোল করবো, যেমনটা আগে কেউ করতে পারেনি। কিন্তু বাস্তবতা হল, এক জোড়া জুতা কিনে দেওয়ার টাকা আমার বাবার কাছে ছিলো না।

আমি যখন আমার প্রথম গোল্ডেন বল জিতি, তখন আমি আনন্দে কাঁদিনি, আমার বাবা না থাকায় কেঁদেছিলাম।

🗣️ -রোনালদিনহো

https://youtu.be/hdUly7lDg30
08/06/2022

https://youtu.be/hdUly7lDg30

স্থান: ঢাকা গুলশান, বারিধারা, ডিওএইচএস, নর্দ্দা-কালাচাঁদপুর।সেওরা-বিশ্বরোড সংলগ্ন কালাচাঁদপুর বউ বাজার এরিয়াই ....

সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং শেয়ার করুন ❤️ #একটি_মানবিক_সাহায্যের_আবেদন 🙏🏻🥺🥹...“মা”মানে বেচেঁ থাকারদ্বিতীয় অক্সিজেন।আ...
29/05/2022

সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং শেয়ার করুন ❤️

#একটি_মানবিক_সাহায্যের_আবেদন 🙏🏻🥺🥹...
“মা”
মানে বেচেঁ থাকার
দ্বিতীয় অক্সিজেন।

আমার সেই মা দীর্ঘ ৬ মাস ধরে অসুস্থ অবস্থায় আছেন,
আমার মায়ের দুইটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে,
বিগত ছয় মাস যাবত নিজ অর্থায়নে চিকিৎসার ব্যয় নির্বাহ করছি, আমার পরিবারের অর্থ উপার্জনকারী ব্যক্তি আমি একাই, চিকিৎসা ব্যবস্থা ব্যয় বহুল হওয়ার কারণে,
আমার একার পক্ষে, আমার মায়ের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না, বিধায় আমি আপনাদের কাছে মানবিক সাহায্যের জন্য আবেদন করছি 🙏🏻 🥺🥹,
আপনাদের প্রার্থনা এবং ক্ষুদ্র সাহায্যই পারে আমার মা'কে আমাদের মাঝে কিছু দিনের জন্য ভালো এবং সুস্থ রাখতে 🙏🏻🙏🏻🙏🏻...
নাম: নিরুপমা ম্রং,
পিতা: মৃত অন্দ্রের রেমা,
ঠিকানা:লাঙ্গলজোড়, ধৌবাউরা,ময়মনসিংহ
যোগাযোগ: ০১৯৫৭২৯২৫৯৫(বড় ছেলে)
বিকাশ নাম্বার: ০১৯৫৭২৯২৫৯৫

Address


Telephone

+8801860503743

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mandi BTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share