Anews.tv

Anews.tv সংবাদ, সংবাদ পর্যালোচনা, জনগনের মতামত প্রকাশ

স্বাধীনতার ৫০বছর Anews.tv পরিবারের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন
26/03/2021

স্বাধীনতার ৫০বছর Anews.tv পরিবারের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন

19/03/2021

নিজে সচেতন হোন

Anews.tv পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ
18/03/2021

Anews.tv পরিবারের পক্ষ থেকে সকলকে
শুভেচ্ছা ও মোবারকবাদ

18/03/2021

কথা গুলো বাস্তবতা সাথে মিলে যায়
বিতর্ক প্রতিযোগিতা

17/03/2021

স্বাধীনতা রক্ষা করে দেশকে এগিয়ে নেন
দূর্নীতি বন্ধ করেন
ঘুষ খাওয়া বন্ধ করেন

17/03/2021

গল্পটা উম্মুল কুরার মিশরীয় এক প্রফেসরের-

মিশরে অবস্থানকালে তিনি একদিন টেক্সিতে চড়ে দূরে কোথাও যাচ্ছিলেন । কথার ফাঁকে ড্রাইভার জানালেন তিনি আগে খ্রিস্টান ছিলেন, এখন আলহামদুলিল্লাহ মুসলিম ।

এ কথা শুনে প্রফেসর সাহেবের কৌতূহল হল ড্রাইভারের মুসলিম হওয়ার পেছনের গল্পটা শুনার । তিনি জানতে চাইলেন, কিভাবে তিনি ইসলামে দীক্ষিত হলেন?

ড্রাইভার জানালেন তিনি তার স্ত্রীর মাধ্যমে প্রভাবিত হয়ে ইসলামের ছায়াতলে এসেছেন।

প্রফেসর ভাবলেন, হয়তো কোন মুসলিম মেয়েকে বিয়ে করার শর্তে তিনি নিজেও মুসলিম হয়েছেন। প্রফেসর বললেন, তোমার স্ত্রী কি মুসলিমা ছিলেন ?

ড্রাইভার জবাব দিলেন, না । তারপর বলতে শুরু করলেন, ‘আমারা দুজনই নাসারা ছিলাম । আমার স্ত্রী আরবি সাহিত্যের একজন শিক্ষিকা । তার কাজের সুবিধার্থে আমরা কায়রো শহরে এক জায়গায় একটি ভাড়া বাসায় উঠি। সেই বাসার একেবারে পাশেই ছিল মুসলিমদের ইবাদাতের জন্য নির্মিত একটি মসজিদ। পাঁচ ওয়াক্ত আযান ও সলাতে তিলাওয়াতের আওয়ায খুব স্পষ্টই আমরা শুনতে পেতাম ।’

দীর্ঘ দুই বছর সেখানে অবস্থানের পর আমাকে একদিন আমার স্ত্রী বললেন, একটি বিষয় খেয়াল করেছো কি?

আমি বললাম কী?

সে বলল, মুসলিমদের প্রার্থনায় তারা একটি বিশেষ অংশ প্রতিদিনই আবৃত্তি করে। সন্ধ্যা ও রাতের ইবাদাতকালীন সময়ে একবারের জন্যও তারা এই বিশেষ অংশটি বলতে ভুল করে না । তাদের সেই প্রার্থনার প্রতিটি বাক্য আমার শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তবে সেই বাক্যগুলোর একটি কথা আমাকে খুবই অবাক করেছে !

আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করললাম, অবাক হওয়ার মত কী এমন পেলে সেই প্রার্থনায় ?

সে আমাকে বলল, ‘ইহদিনা বা আমাদের সঠিক পথের দিশা দাও – এই প্রার্থনাটা যখন আমি তাদের প্রতিনিয়ত বলতে শুনলাম তখন আমি আমাদের প্রতিবেশী এক মুসলিম মহিলাকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে।

সে আমাকে জানালো, তারা প্রতিদিন কমপক্ষে সতেরো বার এই একই দাবী তাদের প্রভুর কাছে করে। আর অতিরিক্ত প্রার্থনায় দন্ডায়মান হলেও সেই বিশেষ অংশের আবৃত্তি ছাড়া তাদের ইবাদাত শুদ্ধ হয় না বলেও শুনলাম।’

আমি তাকে বললাম, ‘তো তাতে অবাক হওয়ার কী আছে ?’

সে বলল, ‘কেউ যদি প্রতিনিয়ত এত শতবার তার রবের কাছে সঠিক পথের দিশা পেতে ব্যাকুল থাকে, তিনি কি তাকে সঠিক পথ না দেখিয়ে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? আমরা তো আমাদের সাপ্তাহিক ইবাদাতে এমনভাবে কখনোই আমাদের ইশ্বরের কাছে প্রার্থনা করি না। আর জানিও না আমরা কি আদৌ সঠিক পথে আছি কিনা ।’

তার এই কথা আমাকেও চিন্তায় ফেলে দিল । আমরা ইসলাম সম্পর্কে আরো জানতে আগ্রহী হলাম। এভাবেই আমি ও আমার স্ত্রী ইসলাম নিয়ে আরো গবেষণা করে এক পর্যায়ে আমরা ইসলামে দীক্ষিত হই।

প্রফেসর বললেন, তন্ময় হয়ে আমি তার কথা শুনছিলাম আর আল্লাহর কুরআনের মুজিযার কথা ভেবে অশ্রু সংবরণ করতে পারছিলাম না। সূরা ফাতিহার শুধু ‘ইহদিনা’ শব্দের গভীরতা উপলব্ধি করে একজন মহিলা ইসলামকে খুঁজে পেয়েছে ।

#ইন্টারনেইট থেকে
#গল্প #জীবনী

17/03/2021

দেশাত্মবোধক গান

17/03/2021

উর্দু নাতে রসূল সাঃ

16/03/2021

ধৈর্যই সাফল্যের চাবি কাঠি

16/03/2021

একটি গজল

15/03/2021

সূরা ফাতিহা
আয়াত সংখ্যা ৭
অবতীর্ণ হয়েছে মক্কায়

14/03/2021

বিসমিল্লাহির রহমানির রহিম

Address


Alerts

Be the first to know and let us send you an email when Anews.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share