N a F I U L

N a F I U L This page has created for the beginner and Pro level prorgammers. �
Please like and follow our page

04/09/2024
fact❤
03/09/2024

fact❤

31/07/2024

আলো দূষণ । light pollution | v.no.5

25/06/2024

Introducing....The official Introduction(intro) for my YouTube & page // version 2.0 // You should watch this // Soon we launce version3.0

ব্লকচেইন কি?ব্লকচেইন প্রযুক্তি একটি নতুন ধরণের ইন্টারনেটের মেরুদণ্ড তৈরি করেছে, যা ব্যাবহার করা যাবে কিন্তু কপি করা যাবে...
10/06/2024

ব্লকচেইন কি?
ব্লকচেইন প্রযুক্তি একটি নতুন ধরণের ইন্টারনেটের মেরুদণ্ড তৈরি করেছে, যা ব্যাবহার করা যাবে কিন্তু কপি করা যাবে না (ডিজিটাল তথ্য বিতরণ করার অনুমতির সাপেক্ষে)।
আসুন বিষয়টিকে আরো সহজ করে বোঝার চেষ্টা করি। ধরুন এক ভদ্রলোক প্রচলিত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রামে থাকা বাবাকে ৫ হাজার টাকা পাঠালেন। তো এই লেনদেন ব্যবস্থাটিকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে ভদ্রলোক হচ্ছেন প্রথম পক্ষ ও তার বাবা হচ্ছেন দ্বিতীয় পক্ষ অপরদিকে ব্যাংকিং সিস্টেম হলো তৃতীয় পক্ষ। তাহলে কি দাড়ালো এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে লেনদেন করা সহ প্রায় সব ধরণের কার্যকলাপ সম্পূর্ণ হয়ে গেলো। তারমানে দুইজনের কাছে অর্থ আদান প্রদান করতে যেসব সুযোগ সুবিধার প্রয়োজন পড়ে তার সবটাই ব্যাংক তার সেবার মাধ্যমে দিয়ে থাকে। যেটাকে আমরা ব্যাংকিং সিস্টেম বলে থাকি।
উপরের ব্যাংকিং সিস্টেম কে যদি আপনি বুঝতে পারেন তাহলে ব্লকচেইন বুঝতে পারাটা আপনার জন্য সহজ। ব্যাংকিং সিস্টেমকে ব্লকচেইনের সাথে তুলনা করতে পারেন তবে ব্লকচেইনের সিস্টেম মোটেও ব্যাংকিং সিস্টেমের মতো না। বিষয়টা একটু ক্লিয়ার করি চলুন। উপরের ভদ্রলোক ১০ জন বন্ধুকে টাকা পাঠাবেন এবং এই কয়েকজন একে অপরের সাথে সংযুক্ত হয়ে কোন এক মাধ্যমে টাকা লেনদেন করতে পারে।
একসাথে আন্তঃসংযোগ হয়ে টাকা হস্তান্তরের এই বিষয়টিকে ব্লকচেইনের ভাষায় আমরা বলি Open Ledger বা উন্মুক্ত লেনদেনের হিসাব। উন্মুক্ত হওয়ায় পুরো ব্লকচেইন সিস্টেমটি হচ্ছে Decentralized রাখা হয়েছে। ১০ জনের আন্তঃসংযোগের বিষয়টি খেয়াল করুন দেখুন যেহেতু তারা একে অপরের সাথে সংযুক্ত সেহেতু প্রত্যকেই প্রত্যেকের একাউন্ট সম্পর্কে ধারণা রাখে – ব্লকচেইনের আসল মজাটা আসলে এইখানেই কারণ প্রত্যেক লেনদেনের সময় সংযুক্ত প্রতিটি একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। স্বয়ংক্রিয় এই বিষয়টিই হলো Distributed Open Ledger যা Decentralized নামেও পরিচিত।
তবে এখানে আপনার একটি সংশয় থাকতে পারে – যেমন কেউ তো তাহলে ১০০ টাকা পাঠিয়ে ১০০০ টাকা পাঠিয়েছে বলতে পারে। এই জন্যই লেনদেনের পুরো সিস্টেমটিকে যাচাই বা ভেরিফাই করতে হয় আর এই ভেরিফিকশনের কাজটি যারা করে থাকেন তাদেরকে আমরা মাইনার (Miner) বলে থাকি।
সংক্ষেপে ব্লকচেইন —
ব্লকচেইন = ব্লক + চেইন এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়। প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।
ক্রিপ্টোগ্রাফিক টেকনোলজি ব্যবহার করে ব্লকচেইন নিয়ে সর্বপ্রথম কাজ করা হয় ১৯৯১ সালের দিকে, যদিও তা সফলতার মুখ দেখতে না পাওয়ার ফলে তার ব্যবহার বিস্তার লাভ করতে পারেনি। এর প্রকৃত ব্যবহারকে কাজে লাগান ২০০৮ সালে সাতোশি নাকামোতো নামে এক পরিচয় বিহীন ব্যক্তি। যিনি ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েনের লেনদেনের জন্য ব্লকচেইন টেকনোলজির ব্যবহার শুরু করেন । বর্তমানে যার ফলে ব্লকচেইন এর ব্যবহার সম্পর্কে আজ বিশ্বব্যাপি সচেতনতা বাড়তেই আছে।
যেহেতু ব্লকচেইন এর যাত্রা সফলভাবে শুরু হয়েছে বিটকয়েন ব্যবহারের মাধ্যমে, তাই সহজেই ব্লকচেইনকে বুঝতে হলে বিটকয়েন কিভাবে ট্রান্জেকশন হয় তা দেখা গেলে বিষয়টি সহজে বুঝা যায়।
ব্লকচেইন কিভাবে কাজ করে?
ব্লকচেইন মূলত একটি P2P নেটওয়ার্ক তৈরি করে যেখানে ব্লকচেইনের প্রত্যেকটি ব্লকের ডেটা ইন্টারনেটে কানেক্টেড থাকা যেকোনো ব্যাক্তি ব্লকগুলোকে ভেরিফাই করতে পারে।
সহজ ভাষায় ব্লকচেইন হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওপেন লেজার। আরেকটু সহজ ভাষায় বলি। আমরা দেখতে পাই বিভিন্ন অফিস-আদালতে একটি বড় খাতা থাকে যাতে বিভিন্ন তথ্যাদি লিপিব্ধ করা হয়। এই খাতাকে বলা হয় লেজার। যা শুধু সেই অফিসের স্টাফ ব্যতিত কেউ দেখতে পারে না। ঠিক ব্লকচেইন ব্যবহার করে যে ট্রান্জেকশন করা হয় তা চেইন স্টিমে একটি লেজারে স্টোর হয়ে যায়। যা সকলে দেখতে পারে।
মনেকরেন, আমি কোন ব্যক্তিকে ব্লকচেইনের মাধ্যমে কোন তথ্য বা সহজে বুঝতে গেলে বিটকয়েন পাঠাবো। তহলে আমি যখন সেই ব্যক্তির ঠিকানাই পাঠাবো তখন আমার সেই ট্রান্জেকশনকে একটি ব্লকের মধ্যে নেওয়া হবে। এরপর সেই ব্লকটিকে সিকিউরিটি পারপাসে একটি ( #) হ্যাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর এক একটি ব্লক অপরটির সাথে সংযুক্ত। প্রতিটি ব্লকে তার পূর্বের ব্লকের এ্যড্রেস থাকে এইভাবে একটি ব্লককে আরেকটি ব্লকের সাথে সংযুক্ত করা হয়।
অপরদিকে একই সময়ে যত ট্রান্জেকশন হয় তার সকল ট্রান্জেকশনকে একটি ব্লকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যার জন্য হাজার হাজার কম্পিউটার কাজ করে। এবং সকল কম্পিউটারে সেই ব্লকটির একটি করে কপি থাকে। এই ভাবেই শক্তিশালী নেটওয়ার্ক বা চেইনের সৃষ্টি হয়। আর চেইনের মাধ্যমে যে নতিপত্র ভবিষতরে জন্য জমা হয় এটিকেই লেজার বলা হয়। যেখান থেকে আমারা সকলেই লেনদেন গুলো দেখতে পাই।
ব্লকচেইনের সুবিধা :
ব্লকচেইন এমন একটি টেকনোলজি যা খুবই নিরাপদ এবং দ্রুতগামী। নিরাপদ এই কারনে যে, আপনি ব্লকচেইন ব্যবহার করে যে ট্রান্জেকশন করবেন তা হ্যাক করে এর মাঝে গড়মিল তৈরি করা অসম্ভব।
মনে করেন আপনি ব্লকচেইন ব্যবহার করে কাউকে কোন পেমেন্ট করলেন, তখন সাথে সাথেই আপনার এই তথ্যটি এই সিষ্টেমের সাথে জড়িত সকল কম্পিউটারে পৌছে যায়। আর তথ্যটিকে ভ্যলিডিটি দেওয়ার জন্য আপনার ট্রান্জেকশনের সাথে পুর্বের ট্রান্জেকশনের হ্যাস যোগ হয়ে যাবে। এইভাবে আপনার ট্রান্জেকশনের হ্যাসটি পরবর্তী ট্রান্জেকশনের হ্যাসের পূর্ব হ্যাস হিসেবে লিংক হয়ে যাবে। এই ভাবে চেইন সিষ্টেম চলতেই থাকে।
যদি কেউ ব্লকচেইন টেকনোলজিকে হ্যাক করে এর তথ্যের মাঝে কোন গরমিল করতে চাই তবে তা করা অসম্ভব। কারন তা করতে হলে, তাকে একই সময়ে হাজার হাজার কম্পিউটার হ্যাক করতে হবে। কারন আগেই বলেছি প্রতিটি ট্রান্জেকশন তৈরি হওয়া মাত্রই তার তথ্য হাজার হাজার কম্পিউটারে পৌছে যায়। আর ততোধিক ট্রান্জেকশন মিলে একটি ব্লক তৈরি হতে প্রায় সময় লাগে কমবেশি ১০ মিনিট মত। আর তাই একটি ব্লকের সম্পূর্ণ তথ্য পরিবর্তন করতে; হ্যাকারের হাতে ১০ মিনিটের কম সময় থাকবে। আর এই সময়েরে মধ্যে হাজার হাজার কম্পিউটার হ্যাক করা কাল্পনিক।
ব্লকচেইনের জনপ্রিয়তা :
ব্লকচেইন হ্যাক কতটা অসম্ভব তা উপরের তথ্য থেকে হয়তো সহজেই অনুমান করতে পারছেন। এছাড়া খুব কম সময়ের মাধ্যমে আপনি আপনার লেনদেন সম্পূর্ণ করতে পারছেন। এর ফলে দিন দিন ব্লকচেইনের জনপ্রিয়তা বাড়তেই আছে। যদিও এর সফলতা ক্রিপ্টোকারেন্সি লেনদেন এর মধ্য দিয়ে শুরু হয়েছে। কিন্তু এর ব্যবহার এখন অনেক কাজের জন্য করার পরিকল্পনা শুরু হয়ে গেছে। যেমন কিছু কিছু ব্যাংক এর ব্যবহার করা জন্য পরিক্ষা চালাচ্ছে। এই ভাবে দিন দিন এর ব্যবহার নিয়ে গবেষনা চলতেই আছে।
উদাহরণ হিসেবে বাংলাদেশ রেইলওয়ের অনলাইন টিকেটিং এর কথা চিন্তা করা যেতে পারে। এখানে আমরা মোবাইল অথবা ওয়েব এপের মাধ্যমে টিকেট কিনে থাকি। যেখানে পেমেন্ট গেটওয়ে প্রতি ট্রানজেকশনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অতিরিক্ত চার্জ করে। ব্লকচেইন এখানে রেলওয়ের এই পেমেন্ট গেটওয়ের প্রসেসিং ফি থেকে আমাদের বাঁচানোর সাথে সাথে টিকিটের পুরো প্রক্রিয়াটিই ব্লকচেইনের ভিতর স্থানান্তর করতে পারে। এখানে লেনদেনের দুটি পক্ষ - রেলওয়ে সংস্থা এবং যাত্রী। টিকিট একটি ডেটা ব্লক, যা টিকিট ব্লকচেইনে যুক্ত হবে। আর্থিক লেনদেনের রেকর্ড যেমন ব্লকচেইনে ইউনিক, স্বতন্ত্রভাবে যাচাইযোগ্য এবং অস্বীকারযোগ্য রেকর্ড (বিটকয়েনের মতো) হিসেবে থাকে, তেমনি আমাদের এই টিকিটও থাকতে পারে। সবচেয়ে মজার বিষয় সর্বশেষ টিকিট ব্লকচেইনে, যে কোনও ট্রেনের রুট অথবা পুরো ট্রেন নেটওয়ার্কের কোথায় কোন টিকিট বিক্রি হয়েছে বা কোন ট্রেনের জার্নি কখন কোথায় হয়েছে, তার সমস্ত লেনদেনের রেকর্ড থাকবে।
collected By MD Nafiul Azam
Source Internet.

আপনি কি হ্যাকিং বা সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে আগ্রহী তাই নিচের ব্লগগুলো পড়ুনKali Linux কালি লিনাক্স হল ডেবিয়ান ভি...
10/06/2024

আপনি কি হ্যাকিং বা সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে আগ্রহী তাই নিচের ব্লগগুলো পড়ুন
Kali Linux
কালি লিনাক্স হল ডেবিয়ান ভিত্তিক একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন যা বিশেষভাবে পেনিট্রেশন টেস্টিং এবং সিকিউরিটি অডিটিং কাজ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। যেহেতু এটি বিভিন্ন হার্ডওয়্যারে ব্যবহার করা যেতে পারে, এটি সাইবার নিরাপত্তা পেশাদারদের জন্য কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা মূল্যায়ন এবং উন্নত করার জন্য একটি বহুমুখী টুল। কালি লিনাক্স সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে একটি চমৎকার খ্যাতি অর্জন করেছে। আপনি এই ক্ষেত্রের একজন শিক্ষানবিসই হোন বা কালি লিনাক্সের ক্ষমতা সম্পর্কে কৌতূহলীই হোন না কেন,
এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
Table of Contents
1) What is Kali Linux?
2) History of Kali Linux
3) Key features of Kali Linux
4) Benefits of Kali Linux
5) Drawbacks of Kali Linux
6) Conclusion.
1) What is Kali Linux?
Ans:কালি লিনাক্স একটি ডেবিয়ান-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন যা বিশেষভাবে ডিজিটাল ফরেনসিক এবং অনুপ্রবেশ পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। এটি অনেক সরঞ্জাম এবং প্রোগ্রামের সাথে আগে থেকে লোড করে আসে, এটি সাইবার নিরাপত্তা পেশাদার, নীতিগত হ্যাকার এবং উত্সাহীদের জন্য একটি অপরিহার্য সম্পদ করে তোলে। "কালী" নামটি সময় ও পরিবর্তনের হিন্দু দেবী থেকে নেওয়া হয়েছে, যা বিতরণে অন্তর্ভুক্ত সরঞ্জামগুলির তরল প্রকৃতির প্রতীক।
2) History of Kali Linux
-কালি লিনাক্সের যাত্রা তার পূর্বসূরি ব্যাকট্র্যাক লিনাক্সের সাথে শুরু হয়েছিল, যা প্রাথমিকভাবে 2006 সালে প্রকাশিত হয়েছিল। ব্যাকট্র্যাক তার নিরাপত্তা সরঞ্জাম এবং বৈশিষ্ট্যগুলির বিস্তৃত অ্যারের কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যাইহোক, 2013 সালে, কালি লিনাক্স আনুষ্ঠানিকভাবে সফল হয়েছে, উন্নতি, আপডেট এবং আরও সুগমিত উন্নয়ন প্রক্রিয়া নিয়ে এসেছে।
কালি লিনাক্স হল একটি ওপেন সোর্স প্রজেক্ট যা সম্প্রদায়ের অবদান এবং ধ্রুবক আপডেটের মাধ্যমে উন্নতি লাভ করে। ডেভেলপার, অফেনসিভ সিকিউরিটি, সাইবার সিকিউরিটির গতিশীল ল্যান্ডস্কেপের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিস্ট্রিবিউশনকে ধারাবাহিকভাবে পরিমার্জন ও প্রসারিত করেছে।
3) Key features of Kali Linux
-কালি লিনাক্সের কেন্দ্রস্থলে রয়েছে এর অনুপ্রবেশ পরীক্ষার সরঞ্জাম। এই টুলগুলি সাইবারসিকিউরিটি পেশাদারদেরকে বাস্তব-বিশ্বের সাইবার অ্যাটাকগুলিকে অনুকরণ করতে, সিস্টেম এবং নেটওয়ার্কগুলির দুর্বলতাগুলি সনাক্ত করতে সক্ষম করে৷ Metasploit, Nmap, এবং Wireshark-এর মতো সরঞ্জামগুলি সহ একটি বিশাল অস্ত্রাগার সহ, কালি লিনাক্স হল নৈতিক হ্যাকিং এবং নিরাপত্তা মূল্যায়নের জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম৷ কালি লিনাক্স বিভিন্ন ফরেনসিক সরঞ্জামগুলির সাথে সজ্জিত যা ডিজিটাল ফরেনসিক এবং ঘটনার প্রতিক্রিয়া সহজতর করে৷ এই সরঞ্জামগুলি তদন্তকারীদের ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করতে, হারিয়ে যাওয়া ডেটা পুনরুদ্ধার করতে এবং ডিজিটাল ঘটনাগুলি পুনর্গঠন করতে সহায়তা করে। ডিস্ট্রিবিউশনটি বিভিন্ন ফাইল সিস্টেমকে সমর্থন করে এবং এতে দ্য স্লিউথ কিট এবং অটোপসি-এর মতো টুল রয়েছে। ওয়্যারলেস নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য নিযুক্ত পেশাদারদের জন্য, কালি লিনাক্স ওয়্যারলেস পেনিট্রেশন পরীক্ষার জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। এটি Wi-Fi পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য বা বেতার প্রোটোকল বিশ্লেষণের জন্যই হোক না কেন, কালি লিনাক্স একটি গো-টু প্ল্যাটফর্ম। Aircrack-ng এবং Reaver ওয়্যারলেস নিরাপত্তা পরীক্ষার জন্য উপলব্ধ সরঞ্জামগুলির কয়েকটি উদাহরণ মাত্র। কালি লিনাক্স নিরাপত্তা এবং গোপনীয়তার উপর জোর দেয়। অপারেটিং সিস্টেমটি অন্তর্নির্মিত সুরক্ষা ব্যবস্থার সাথে ডিজাইন করা হয়েছে, ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। উপরন্তু, কালি লিনাক্সে নাম প্রকাশ না করার জন্য এবং গোপনীয়তার জন্য টুল রয়েছে, যেমন টর এবং প্রক্সি চেইন, যা ব্যবহারকারীদের বিচক্ষণতার সাথে পরীক্ষা পরিচালনা করতে দেয়।
4) Benefits of Kali Linux.
-কালি লিনাক্সের প্রাথমিক সুবিধা হল এর বিস্তৃত টুলসেট, যা সাইবার নিরাপত্তা পেশাদারদের জন্য সাবধানে তৈরি করা হয়েছে। একটি ডিস্ট্রিবিউশনে বিস্তৃত সরঞ্জাম থাকা সময় এবং শ্রম সাশ্রয় করে যা অন্যথায় পৃথক প্রোগ্রামগুলি ইনস্টল এবং কনফিগার করতে ব্যয় করা হবে। কালি লিনাক্স বিকাশকারী এবং ব্যবহারকারীদের একটি সক্রিয় সম্প্রদায় থেকে উপকৃত হয় যারা সক্রিয়ভাবে এর উন্নতিতে অবদান রাখে। নিয়মিত আপডেট নিশ্চিত করে যে বিতরণটি সর্বশেষ সুরক্ষা সরঞ্জাম এবং কৌশলগুলির সাথে বর্তমান থাকে। নির্দেশিকা এবং সমস্যা সমাধানে সহায়তা চাওয়া নতুনদের জন্য সম্প্রদায়ের সমর্থন অমূল্য। কালি লিনাক্স ব্যবহারকারীদের উচ্চ মাত্রার কাস্টমাইজেশন প্রদান করে, যা তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বিতরণকে উপযোগী করতে দেয়। এটি নতুন টুল যোগ করার জন্য বা ইউজার ইন্টারফেস টুইক করার জন্যই হোক না কেন, কালি লিনাক্স নমনীয়তা অফার করে যা স্বতন্ত্র ব্যবহারকারীদের পছন্দকে মিটমাট করে।
5) Drawbacks of Kali Linux
-যদিও কালি লিনাক্স একটি শক্তিশালী টুল, এটির সীমাবদ্ধতা এবং সম্ভাব্য ত্রুটিগুলি স্বীকার করা অপরিহার্য। একটি উল্লেখযোগ্য দিক হল যে বিস্তৃত টুলসেট নতুনদের জন্য অপ্রতিরোধ্য হতে পারে। সাইবার সিকিউরিটিতে যারা নতুন তাদের জন্য শেখার বক্রতা খাড়া হতে পারে এবং সঠিকভাবে না বুঝে টুল ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে।
উপরন্তু, কালি লিনাক্স একটি সাধারণ-উদ্দেশ্য অপারেটিং সিস্টেম হিসাবে দৈনন্দিন ব্যবহার ছাড়া অন্য কিছুর জন্য উদ্দিষ্ট। সুরক্ষা সরঞ্জামগুলিতে এর ফোকাস করার জন্য নিয়মিত ব্যবহারের জন্য ডিজাইন করা অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলিতে পাওয়া আরও ব্যবহারকারী-বান্ধব বৈশিষ্ট্যের প্রয়োজন হতে পারে। ব্যবহারকারীদের বিভিন্ন কাজের জন্য কালি লিনাক্স এবং অন্য ওএসের মধ্যে স্যুইচ করতে হতে পারে।
6) Conclusion.
-কালি লিনাক্স হল সাইবার সিকিউরিটি পেশাদার এবং উৎসাহীদের জন্য একটি পাওয়ার হাউস। এর সমৃদ্ধ ইতিহাস, ব্যাপক টুলসেট এবং নিরাপত্তার উপর ফোকাস এটিকে নৈতিক হ্যাকিং এবং ডিজিটাল ফরেনসিকের ক্ষেত্রে একটি অপরিহার্য হাতিয়ার করে তুলেছে। যদিও এটি নতুনদের জন্য একটি শেখার বক্ররেখা থাকতে পারে, কালি লিনাক্স ব্যবহারের সুবিধাগুলি ত্রুটিগুলিকে ছাড়িয়ে যায়। তো, "কালী লিনাক্স কি?" এটা শুধু একটি অপারেটিং সিস্টেম নয়; এটি নৈতিক হ্যাকিং এবং সাইবার নিরাপত্তা দক্ষতার ক্ষেত্রে একটি প্রবেশদ্বার।
collected By MD Nafiul Azam

hahahahhahahahahahha🤣🤣🤣🤣🤣
19/12/2023

hahahahhahahahahahha🤣🤣🤣🤣🤣

🤣🤣🤣🤣🤣
18/12/2023

🤣🤣🤣🤣🤣

AIP=Application Programming Interface .
18/12/2023

AIP=Application Programming Interface .

🥲😢🥺😭😭😭
18/12/2023

🥲😢🥺😭😭😭

I make my  page QR CODE......scan
04/12/2023

I make my page QR CODE......scan

"Nafiul Vlogs" is now "The Code of Nafiul Azam ."
28/11/2023

"Nafiul Vlogs" is now "The Code of Nafiul Azam ."

PAGE NAME
19/11/2023

PAGE NAME

ALHAMDULILLAH 🥰🥰100 followers  done
18/11/2023

ALHAMDULILLAH 🥰🥰
100 followers done

Address


Telephone

+8801735635314

Website

https://www.youtube.com/channel/UCJPRSp4Q2I1tL4A8R-LLIIQ, http

Alerts

Be the first to know and let us send you an email when N a F I U L posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N a F I U L:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share