লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহীতা ইউনিয়নে একটি পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ায় কৃষকশ্রেণী পানিবন্ধি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধনে কৃষক বেল্লাল হোসেন ভিডিও আকুতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।
লক্ষ্মীপুরের রায়পুর মেঘনায় কোস্টগার্ডের অভিযানে ১৫'শ কেজি জাটকা আটক
লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ বেরেল (ড্রাম) ১৫'শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ১২ মার্চ সকাল সাতটার দিকে কোস্টগার্ড রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির কাটাখালি ঘাট সংলগ্ন হোগলা পাতার বনের সামনে মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে তল্লাশি করে ১২ বেরেল ড্রাম (১৫'শ কেজি) জাটকা জব্দ করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকা সংগ্রহ করা ব্যবসায়ীরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোষ্টগার্ডের কর্মকর্তা আরও বলেন, রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় ১২টি এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, পদ্মা-মেঘনায় জাটকা রক
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি পাটোয়ারি হাটে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আলীফ মিম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন আমু।
শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে ধরাধামের সকল মানবজাতি কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।
Vbnewsonline24
লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর দালাল জমিদার বাড়ির পশ্চিম-দক্ষিনের সিমানা নিয়ে বিতর্ক।
শতবর্ষ পূর্বথেকে নিন্মের ভিডিও ধারণকৃত গণেশ চন্দ্র রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তিবর্গের দখলে থাকা সম্পত্তি প্রত্নতত্ত্ববিদের জরিপে দখলচ্যুত হওয়ার আশংকায় নিন্মবিত্তের আট পরিবার হতাশায় ভুগছেন। সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
(বাকি অংশ আসছে)
Vbnewsonline24
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার নির্বাচনে কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ মহোদয় ও পুলিশ সুপার ড এএইচ এম কামারুজ্জামান মহোদয়। উনাদের ভিডিও বক্তব্য।
Vbnewsonline24
লক্ষ্মীপুরের কামান খোলা কুমড়োর গাছ রাতের অন্ধকারে উৎপাটন
ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর কামান খোলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিন থেকে রাতের অন্ধকারে কে বা কাহারা কয়েকটি কুমড় গাছ পরিকল্পিত ভাবে উৎপাটন করার খবর পাওয়া যায়। সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, গতকাল ১৬ জানুয়ারি দুপুরে উক্ত জমিনে গিয়ে দেখা যায় ৪ টি কুমড় গাছ, যাহার বয়সকাল দুই-তিন মাস হবে (ছবিতে প্রতিয়মান হয়)। উক্ত কুমড় গাছ গুলো রাতে আধারে দুর্বৃত্তরা তুলে ফেলেছে বলে জমিনের মালিক রনজীত মাস্টার জানান। তিনি আরো জানান এই সম্পত্তি বংশ পরম্পরায় শত বছরের ভোগ দখলে থাকা অবস্থায় কিছুদিন যাবৎ কামান খোলা হাই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের সম্পত্তি বলে দাবী করছেন।
উক্ত বিষয়ে কামান খোলা প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক জসিম মাস্টার বলেন, আমরা জানি ও দেখেছি এই সম্পত্তি দীর
Vbnewsonline24
লক্ষ্মীপুরের ১৩ বছরের মেয়ের সাথে ৪২ বছর বয়সী শহিদের অনৈতিক কান্ডে থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার- লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররোহিতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালার বাড়ির রানী বেগমের ১৩ বছরের কন্যা রেনু আক্তারের সাথে পাশ্ববর্তী এলাকার বাসিন্দা মৃত আলী আহম্মদ মেস্তরীর ছেলে শহিদ হোসেন (৪২) এর অনৈতিক আপত্তিকর যৌন হয়রানির বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি অভিযোগ ডায়ের হয়েছে বলে সূত্র থেকে জানাযায়।
উক্ত বিষয়ে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, অভিযোগ কারিনি রানী বেগম বলেন গত ৭ জানুয়ারি ২০২১ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে তিনি গ্রামের রাস্তায় দিনমজুর হিসাবে কাজে গেলে বাড়িতে ঐসময়ে তার ১৩ বছরের কন্যা রিমু আক্তার কে একাপেয়ে নারী লোভী শহিদ হোসেন প্রথমে তাকে টাকার প্রলোভন দেখায়, পরবর্তীতে ভিকটিম রাজী না হওয়ায় তার সাথে জোর জবরদস্তি করে একপর্যায়ে রিমুর সে
Vbnewsonline24
লক্ষ্মীপুর সদর উপজেলায় রাতের অন্ধকারে বৈঠকখানা ঘর উধাও
ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সর্দার বাড়ি নামক স্থানে মোঃ সাইদুর রহমান সাইদের নির্মিত বৈঠকখানা ঘরটি রাতের অন্ধকারে গত একমাস পূর্বে কে বা কাহারা উদ্দেশ্য প্রনোদিত হয়ে সরিয়ে নিয়েছে বলে ইউনিয়ন পরিষদের সদস্য হীরন মিঞার নিকট লিখিত অভিযোগ করেন বলে ভুক্তভোগী গণমাধ্যম কে জানান। তাহারই আলোকে হীরন মেম্বার পরিষদের গ্রাম পুলিশ শাকা মিঞাকে খোঁজ খবর নেয়ার জন্য বলেন। প্রায় একমাস কাল অতিক্রান্ত হওয়ার পর আজ ১১ জানুয়ারি মোঃ গাজী জমর্দার বাড়ির পুকুরে ঘরের খুঁটি, টিন, টিনের বেড়ার সন্ধান পেয়ে গ্রাম পুলিশ শাকা মিঞা ইউনিয়ন মেম্বার ও এলাকা বাসিকে তাৎক্ষণিক জানান।
এই বিষয়ে একই বাড়ির মরিয়ম বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ সাইদুর রহমান দের সাথে জায়গা জমিন নিয়ে বিরোধ চলে আসছ