Vbnewsonline24.com

  • Home
  • Vbnewsonline24.com

Vbnewsonline24.com delivered news at laxmipurlaxmipur to all over Bangladesh.

16/03/2024
01/07/2023

ভি বি রায় চৌধুরী -প্রকাশক ও সম্পাদক ভিবি নিউজ অনলাইন ২৪, কম।

22/04/2023
ঈদের দিনে একান্ত আলাপচারীতায় আমরা তিনজন সংবাদকর্মী।।
22/04/2023

ঈদের দিনে একান্ত আলাপচারীতায় আমরা তিনজন সংবাদকর্মী।।

22/04/2023

লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহীতা ইউনিয়নে একটি পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ায় কৃষকশ্রেণী পানিবন্ধি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধনে কৃষক বেল্লাল হোসেন ভিডিও আকুতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।

12/03/2023

লক্ষ্মীপুরের রায়পুর মেঘনায় কোস্টগার্ডের অভিযানে ১৫'শ কেজি জাটকা আটক

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ বেরেল (ড্রাম) ১৫'শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ১২ মার্চ সকাল সাতটার দিকে কোস্টগার্ড রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির কাটাখালি ঘাট সংলগ্ন হোগলা পাতার বনের সামনে মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে তল্লাশি করে ১২ বেরেল ড্রাম (১৫'শ কেজি) জাটকা জব্দ করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকা সংগ্রহ করা ব্যবসায়ীরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোষ্টগার্ডের কর্মকর্তা আরও বলেন, রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় ১২টি এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

উল্লেখ্য, পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, বেচাকেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

এই বিষয়ে রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন বরিশাল থেকে আসা জাটকা রায়পুর কোস্টগার্ডের কর্মকর্তার উপস্থিতিতে আটকানো হয়েছে। অভিযানের সময় টেরপেয়ে জাটকা নিয়ে আসা লোকজন পালিয়ে যায়। তিনি আরো বলেন ওয়ান পয়েন্ট ফাইভ কে টন জাটকা আটক হয়। নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক ১২ টা এতিম খানার এতিম ও অসহায়দের মাঝে বিতরন করা হয়েছে।

17/02/2023

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি পাটোয়ারি হাটে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আলীফ মিম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন আমু।

19/08/2022

শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে ধরাধামের সকল মানবজাতি কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

11/07/2022
11/07/2022

ইদুল আযহা উপলক্ষে সাংবাদিকদের সাথে নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আবুল বাশারের সাথে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী, সদস্য জনি সাহা, সমাজসেবক মোঃ সুমন হোসেন, প্রফেসর নির্মল সরকার, স্থানীয় আওয়ামিলীগ নেতা সহ ইদের দিনে সন্ধ্যা দালাল বাজার বাংলাদেশ ফার্মেসীতে।।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vbnewsonline24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vbnewsonline24.com:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share