Dorpon

Dorpon Reflection Of Life

02/12/2023

গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্বর্ণমুদ্রা। বাম হাতে ধনুক ধরে ঘোড়ার উপর বসা অবস্থায় দেখা যাচ্ছে তাকে। তার রাজত্বকাল ছিল ৩৭৫-৪১৫ খ্রিস্টাব্দ। ভারতবর্ষের হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস জানতে দেখুন আমাদের একটি ভিডিও। লিঙ্ক কমেন্টে।

02/12/2023
02/12/2023
02/12/2023

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন স্থানে...

02/12/2023

আমাদের শৈশবের ক্রিকেট খেলা ছিল ঠিক এমনই। সংখ্যার নিচে দাগ টেনে এরপর সেই সংখ্যাগুলো ব্যাট দিয়ে ঢেকে দিত যে লিখেছে। একটু দুষ্টু বুদ্ধির যারা, তারা দাগ ধরার আগে নিচু হয়ে বুঝতে চাইত ব্যাটের কোনদিকে কোন সংখ্যা আছে! ১ নাম্বার যার ভাগ্যে আসতো, তার চোখে খেলা করত বিশ্বজয়ের আনন্দ। ওদিকে, যে সবার শেষে থাকত, তার কেবল অপেক্ষা- কখন আগের সব উইকেট পড়ে তার ব্যাটিংয়ের পালা আসবে! বিকালে ক্রিকেট খেললে তো আরও চিন্তা তার, যদি সন্ধ্যা হয়ে যায়, যদি ব্যাটিং না পায়! আপনার শৈশবেও কি ক্রিকেট নিয়ে এমন মধুর স্মৃতি আছে? জানান কমেন্ট করে।

25/11/2023

মদীনায় অবস্থিত মসজিদে নববীর ভেতরের ছবিটি গত শতকের শুরুর দিকে তোলা।

25/11/2023

চীনের সাংহাইয়ে আজাদ হিন্দ ফৌজের প্রশিক্ষণ ক্যাম্প। ভারতবর্ষের ইতিহাস জানতে দেখুন আমাদের ভিডিও। লিঙ্ক কমেন্টে।

17/11/2023
16/11/2023
16/11/2023
16/11/2023

Recent archaeological findings in Nineveh, uncovered by a French expedition, have brought to the forefront a remarkable discovery near the main gate: a lamassu from the Royal Palace of Khorsabad. Lamassu, also known as šēdu and aladlammû, represent protective deities, intermediary spirits, and hybrid guardian figures found in numerous Mesopotamian cultures, notably the Assyrian civilization. These lamassu entities encompass the roles of gods and daimonic spirits, embodying the full range of divine attributes and serving various functions.

16/11/2023

প্রায় ২,০০০ বছরের পুরনো ব্রোঞ্জের তৈরি এই মোমদানীগুলো পাওয়া গিয়েছে চীন থেকে। এগুলোর গঠন বেশ বিচিত্র; হাঁসের মুখে মাছ ধরা। হাঁসের পিঠের জায়গায় মোমবাতি বা কুপিবাতি রাখা যেত। সেখান থেকে যে ধোঁয়া বেরোত, তা মাছের নিচের ফাঁপা জায়গা দিয়ে হাঁসের গলা দিয়ে একেবারে পেটের ওখানে চলে যেত। সেখানে রাখা থাকত পানি। এভাবে ধোঁয়া যেন ঘরে না ছড়িয়ে মোমদানীর মাঝেই শেষ হয়ে যায় সেই ব্যবস্থা করেছিল হাজার হাজার বছর আগের মানুষ!

14/11/2023
14/11/2023
14/11/2023
14/11/2023
14/11/2023
14/11/2023
14/11/2023
14/11/2023
14/11/2023
14/11/2023
14/11/2023

মিশরের ওয়াদি আল হিতান থেকে খুঁজে পাওয়া তিমির এই কঙ্কাল প্রায় ৬৫ ফুট লম্বা, এবং আনুমানিক ৩.৭ কোটি বছরের পুরনো। বর্তমানে এই এলাকা ধু ধু মরূভূমি হলেও এককালে এখানেই খেলা করেছে সাগরের নীল জলরাশি, যেখানে ঘুরে বেড়াত হরেক রকম বৃহদাকার সামুদ্রিক প্রাণী। তিমির কঙ্কালটি সেই লক্ষ-কোটি বছরের পুরনো দিনের সাক্ষী হয়েই টিকে আছে। মিশরের ইতিহাস জানতে দেখুন আমাদের ভিডিও। লিঙ্ক কমেন্টে।

07/11/2023
06/11/2023

#যুদ্ধজাহাজ_ভাসা
আমরা টাইটানিক জাহাজের ইতিহাস জানি। শোনা যায়, টাইটানিক তার প্রথম যাত্রাতেই হিমশৈলের ধাক্কায় মাঝসমুদ্রে ডুবে গিয়েছিলো। এই তথ্য নিয়ে আবার মতভেদও রয়েছে। আর রয়েছে এই নিয়ে একাধিক কনস্পিরেসি থিওরি।
টাইটানিকের ডুবে যাবার মতন বহুলপ্রচারিত না হলেও তেমনই আরেকটি জাহাজ-ডুবির ঘটনার সাক্ষী রয়েছে সমকালীন ইতিহাস। সময়টা ১৬২৮ সাল। দিনটা ছিল ১০ই আগস্ট। সুইডিস যুদ্ধ জাহাজ 'ভাসা'কে সেই দিনই যাত্রার জন্যে প্রথমবার সমুদ্রে নামানো হয়েছিল।
বন্দর থেকে যাত্রা শুরু করে সমুদ্রে মাত্র তেরোশো মিটার অতিক্রম করতে পেরেছিলো এই বিশালকায় যুদ্ধ জাহাজ। তারপরই চিরকালের(?) জন্যে সমুদ্রবক্ষে ডুবে গিয়েছিলো ভাসা। সেদিন ১৪৫ জন জাহাজী এবং সুইডিস নৌবাহিনীর ৩০০ জন সৈনিক নিয়ে বন্দর ছেড়েছিলো ভাসা।
১৬২৬ সালে সুইডেনের তৎকালীন রাজা গুস্তাভোস এডলফাস'এর নির্দেশে এই জাহাজ তৈরির পরিকল্পনা করা হয়। সুইডেনের সঙ্গে পোল্যান্ড-লিথুয়ানিয়া যুদ্ধের তখন মাঝামাঝি সময়। নৌযুদ্ধে সুইডেনকে এগিয়ে রাখার পরিকল্পনা থেকেই বিপুল ব্যয়ে ভাসা'কে নির্মাণ করা হয়। তবে শেষ রক্ষা হয়নি।
১৬২৮ সালে ডুবে যাবার পর কারণ অনুসন্ধানের জন্যে কয়েক বছর এই জাহাজকে মনে রাখলেও অচিরেই 'ভাসা' চলে যায় সকলের বিস্মৃতির আড়ালে। অবশেষে তিনশো বছরেরও বেশি সময় পার করে ১৯৫০ সালে আবার খোঁজ পাওয়া যায় এই জাহাজের। ১৯৬১ সালে 'ভাসা'কে সমুদ্রগর্ভ থেকে তুলে আনার প্রয়াস সফল হয়। আজ অবধি সারা পৃথিবীতে, ডুবে যাওয়া যত জাহাজ সমুদ্রের নিচ থেকে তুলে আনা সম্ভব হয়েছে তার মধ্যে এই সুইডিস যুদ্ধ জাহাজটিকে সবচেয়ে ইন্টাক্ট অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে জাহাজটিকে স্টকহোমের রয়াল ন্যাশনাল সিটি পার্কের অন্তর্গত ভাসা মিউজিয়ামে রাখা হয়েছে। আজকের দিনে পর্যটকদের কাছে তা এক দারুণ আকর্ষণ।
তবে তার ডুবে যাওয়া নিয়ে একটা রহস্য কিন্তু থেকেই গেছে...

#আর্কিও_মিস্ট্রি'র সব লেখা একসঙ্গে করে আসছে বই আকারে...

05/11/2023

ইংল্যান্ডের নরফোক কাউন্টির সেজফোর্ড গ্রাম থেকে ২০০৩ সালে মাটি খনন করে এই ৩২টি স্বর্ণমুদ্রার সন্ধান মেলে। অদ্ভুত ব্যাপার হলো- এক গরুর হাড়ের ভেতর ঢুকিয়ে সেগুলো মাটিচাপা দেয়া হয়েছিল। এগুলো প্রায় ২,০০০ বছরের পুরনো।

03/11/2023

মাত্র ১১৮ বছরের ব্যবধান 🛰

03/11/2023

সিসিটিভি ক্যামেরা থাকলে এ ঘটনার সঙ্গে জড়িতদের সহজেই শনাক্ত করা যেত।

03/11/2023
03/11/2023

ইসলামের আবির্ভাবের সাথে সাথে কুরআন অধ্যয়ন ও তেলাওয়াতের কেন্দ্রীয় কাজ হয়ে ওঠে। কুরআন ধ্রুপদী আরবিতে রচিত। প.....

03/11/2023

Taken in 1885, an antique photograph documents a remarkable historical event—the excavation of an immense Maya statue, an imposing 15 feet tall. This exceptional find occurred deep within the dense, enigmatic Honduran rainforests, enveloping the discovery in an air of curiosity and fascination.

Address


Telephone

+8801977025530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dorpon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dorpon:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share