সর্বশেষ বিশ্ব সংবাদ

  • Home
  • সর্বশেষ বিশ্ব সংবাদ

সর্বশেষ বিশ্ব সংবাদ বিশ্বের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থা?

গা জা র বাসিন্দাদের জন্য আকাশ থেকে ফেলা হচ্ছে খাবার...
28/07/2025

গা জা র বাসিন্দাদের জন্য আকাশ থেকে ফেলা হচ্ছে খাবার...

ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়।
25/06/2025

ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়।

17/06/2025

ইরা‌নে ফের হাম'লা চা‌লি‌য়ে‌ছে ইসরা‌য়েল || Iran-Israel live update ||

ইরানে বড় কিছু ঘট‌তে যা‌চ্ছে...• মঙ্গলবার কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যা‌চ্ছে...
17/06/2025

ইরানে বড় কিছু ঘট‌তে যা‌চ্ছে...

• মঙ্গলবার কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যা‌চ্ছেন তি‌নি।

• এরমধ্যেই যুক্তরা‌ষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি। হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক এই বৈঠক ডেকেছেন ট্রাম্প।

• এর আগে ট্রুথ স্যোশা‌লে দেওয়া পো‌স্টে ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন ট্রাম্প। তার এমন বিবৃতি ও নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধমে শঙ্কা তৈরি হয়েছে ইরান-ইসরায়েলের যুদ্ধে জড়া‌তে পারে যুক্তরাষ্ট্র!

• তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য ইতিমধ্যে মা‌র্কিন আট সিনেটর ভেটো দিয়েছেন। ট্রা‌ম্পের যু‌দ্ধে জড়া‌নো ঠেকা‌তে ‌সি‌নেটর বা‌র্নি স‌্যান্ডার্স মা‌র্কিন কং‌গ্রেসে এক‌টি বিল আন‌ছেন।

• ‌জেরুজা‌লেম ও তেল আ‌বি‌বে যুক্তরা‌ষ্ট্রের দূতাবাস ও কনস‌্যুলার ‌সেবা বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

• চীন তার নাগ‌রিক‌দের জর্ডান সীমান্ত দি‌য়ে অ‌বিল‌ম্বে ইরান ছাড়‌ার নি‌র্দেশ দি‌য়ে‌ছে।

• পু‌রো ইরান নিরাপত্তাহীন হ‌য়ে উ‌ঠে‌ছে জা‌নি‌য়ে নিজ নাগ‌রিক‌দের দে‌শে ফেরার পরামর্শ দি‌য়ে‌ছে দ‌ক্ষিণ কো‌রিয়া।

• মা‌র্কিন থিঙ্ক ট‌্যাঙ্ক প্রতিষ্ঠান স্টিমসন সেন্টা‌রের ফে‌লো বারবারা স্ল‌্যা‌ভিন ব‌লে‌ছেন, যুক্তরা‌ষ্ট্রের সাম‌রিকভা‌বে জ‌ড়ি‌য়ে পড়া ছাড়া ইরা‌নের পারমাণ‌বিক কর্মসূ‌চি ধ্বংস করার কোনও সক্ষমতা নেই ইসরা‌য়ে‌লের। ইসরা‌য়েল এখন সেটাই চাই‌ছে।

• যুক্তরা‌ষ্ট্রে নিযুক্ত ইসরা‌য়ে‌লি রাষ্ট্রদূত ইরা‌নের বিরু‌দ্ধে অ‌ভিযা‌নে আক‌স্মিক কিছু ঘট‌তে যাওয়ার ই‌ঙ্গিত দি‌য়ে‌ছেন। গত বছর লেবান‌নে হিজ'বুল্লার ব‌্যবহার করা ৩ হাজা‌রের বে‌শি পেজা‌রে এক‌যো‌গে বি‌স্ফোর‌ণ ঘটি‌য়ে‌ছিল ইসরা‌য়েল, ইরা‌নেও তেমন কিছু ঘট‌তে পা‌রে, ব‌লে‌ছেন তি‌নি।

• যুদ্ধ‌বির‌তি চে‌য়ে বার্তা দেওয়ার পর ইরান গত রা‌তে হামলার মাত্রা ক‌মি‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রে‌ছে ইসরা‌য়ে‌লি প্রতিরক্ষা বা‌হিনী।

• গত রা‌তে তিন দফায় ইসরা‌য়ে‌লে ১০‌টিরও কম ক্ষেপণাস্ত্র ছু‌ড়ে‌ছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরা‌য়ে‌লি সময় মাঝ রা‌তের পর, রাত সা‌ড়ে ৩টা এবং সা‌ড়ে ৪টায়।

ইসরায়েলি আয়রন ডোম কেন ঠেকাতে পারছে না ইরানি মিসাইল?গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ইসরায়েলের আকাশ প্র...
15/06/2025

ইসরায়েলি আয়রন ডোম কেন ঠেকাতে পারছে না ইরানি মিসাইল?

গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা দেখা গেছে। বিশেষ করে দেশটির সুপরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ‘আয়রন ডোম’ চাপে পড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গবেষক মুহাম্মদ সেলুম বলেন, ‘‘আয়রন ডোম মূলত স্বল্পপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য তৈরি। কিন্তু এখন ইরান থেকে যেসব হামলা হচ্ছে, তা হচ্ছে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও হাইপারসনিক মিসাইল। যেগুলো আটকানো আয়রন ডোমের সক্ষমতার বাইরে।’’

তবে তিনি বলেন, ইসরায়েলের কাছে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আছে। যেমন, অ্যারো-১ এবং অ্যারো-৩। যেগুলো প্রায় ১০০ কিলোমিটার উঁচুতে গিয়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। ‘ডেভিড স্লিং’ নামের আরেকটি ব্যবস্থা রয়েছে, যা মাঝারি দূরত্বে—২০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত আসা হামলাও প্রতিহত করতে পারে।

মুহাম্মদ সেলুম বলেন, ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সমন্বিত হলেও তা চরম মাত্রার হামলায় ভেঙে পড়তে পারে। আর গত ৪৮ ঘণ্টায় আমরা তারই উদাহরণ দেখেছি।

মাওলানা Donald J. Trump... নির্বাচনের আগে আরও এমন বাণী চাই দাদু...
27/10/2024

মাওলানা Donald J. Trump... নির্বাচনের আগে আরও এমন বাণী চাই দাদু...

এভাবে মানুষকে ব্যথা দেওয়া ঠিক না 🥲
15/09/2024

এভাবে মানুষকে ব্যথা দেওয়া ঠিক না 🥲

বাংলাদেশ থেকে আন্দোলন রপ্তানি করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে 😁 চালিয়ে যান, চালায় দেন।
27/08/2024

বাংলাদেশ থেকে আন্দোলন রপ্তানি করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে 😁 চালিয়ে যান, চালায় দেন।

😢
13/07/2023

😢

চাকরি হারানোর জেরে অফিসে ঢুকে এমডি ও সিইওকে তলোয়ার দিয়ে খুন করেছেন সাবেক এক কর্মী। বুধবার এমনই...

Why?
13/07/2023

Why?

যুক্তরাষ্ট্রের বিশ্লেষণ ও পরামর্শক প্রতিষ্ঠান গ্যালআপের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হলো আফগানিস্তা....

Address


Telephone

+8801728753597

Website

Alerts

Be the first to know and let us send you an email when সর্বশেষ বিশ্ব সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share