MHSMedia Box

MHSMedia Box All My Hits Collection...of movie,drama,gameshow,crimeprogram,
So-Please Stay Here & Watch Its.

Its a selfcreated social media channel... Like a All in One Entertainment Channel.

22/08/2024
08/07/2024

কোটাঃ-থাকা উচিত সর্বোচ্চ ১০%
যেমনঃ-
মুক্তিযোদ্ধা-যদি তার কোনো সন্তান না থেকে থাকে অথবা সে মুক্তিযোদ্ধা ভাতা নেয় না। অথবা তিনি অনুগ্রহ বা দয়া চান না তিনি যে কোনো চাকুরি করতে ইচ্ছুক হয় তাহলে-৪%
প্রতিবন্ধী-৩%
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-৩%
নারীদের কোনো কোটা থাকবেনা কারন নারীরা তো এমনিতেই সম অধিকার পাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশিও পাচ্ছে সুতরাং নারীদের কোনো কোটা থাকতে পারে না।
আপনাদের মতামত জানতে চাই।

আসলে এটাই কি বাঙ্গালির চরিত্র--???জানতে চাই,,,
05/07/2024

আসলে এটাই কি বাঙ্গালির চরিত্র--???
জানতে চাই,,,

01/07/2024

আমি মানসিক ভাবে কিছু টেনশন ও পেরেশানির মধ্যে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আল্আমিন যেনো আমাকে এই সমস্যা থেকে তার রহমত এর দ্বারা আমাকে সকল পেরেশানি ও টেনশন থেকে মুক্তি দাঁন করেন এবং সকল সমস্যার দ্রুত সহি সমাধানের ব্যাবস্থা করেন-আল্লাহ রাব্বুল আল্আমিন আমার অতীত জীবনের সকল ভুল ও পাপ কাজের জন্য আমাকে ক্ষমা করুন,,, আমিন।

হরিণ টার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছেন? এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে ...
28/06/2024

হরিণ টার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছেন? এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে যান। চিতা বাঘ গুলো মা হরিণ ও তার দুই বাচ্চাকে ধাওয়া করে। মা হরিণটা খুব সহজেই চিতা বাঘগুলোর কাছে নিজেকে ধরা দেয়। অথচ সে দৌড়ে পালিয়ে যেতে পারতো। কিন্তু সে তা না করে নিজেকে বলি দেয়, যাতে তার বাচ্চা দুটো পালিয়ে যেতে পারে। ছবিতে দেখা যাচ্ছে চিতা বাঘগুলোর খাবারে পরিনত হওয়া মা হরিণটি তার বাচ্চাদের দূরে নিরাপদে পালিয়ে যাওয়া অবধি তাকিয়েই আছেন। মা তো মাই!

পৃথিবীর ইতিহাসে মা একটি পবিত্র নাম। সন্তানের জন্য মায়ের কোল যেন জান্নাত। আসুন, সবাই আমাদের দুনিয়ার জান্নাতের সেবা করি এবং খুশি রাখি।

Twitter থেকে সংরক্ষণ করা "!

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভ...
25/06/2024

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো।

তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেলো।

তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো।

তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে।

২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে।

ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) রেলে হামলা করবে। নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।

তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো!

16/06/2024

আজ পবিত্র ঈদ উল আযহায় কোরবানির গরুর গোশত দিয়ে চুই ঝাল রান্না করলাম,,আলহামদুলিল্লাহ অনেক মজা সুস্বাদু হইছে।

15/06/2024

যারা আজ আমার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাকে স্মরণে রেখেছেন তাদের সকলের প্রতি রইলো অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই

15/06/2024

ঈদ মোবারক ত্যাগ এর মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন।
সবাইকে পবিত্র ঈদ উল আযহা'র শুভেচ্ছা ও অভিনন্দন।

31/05/2024

7 new items · Memory by Sujan Bhuiyan

Address


Telephone

+8801679598495

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHSMedia Box posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MHSMedia Box:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share