Easy Spoken English

  • Home
  • Easy Spoken English

Easy Spoken English Easy Spoken English হচ্ছে সহজে স্পোকেন ইংলিশ শেখার এক অতুলনীয় মাধ্যম।

21/05/2024

গুরুত্বপুর্ণ কিছু সমার্থক শব্দ-

মূল্যবান= Valuable, precious, costly, useful, beneficial,
চমৎকার= Excellent, superb, outstanding, splendid.
আন্তরিক= Cordial, friendly, affectionate, warm-hearted.
আকর্ষণীয়= Cute, adorable, pretty, catchy, appealing
বিরক্তিকর= Boring, tedious, dull, disgusting, annoying,
বিখ্যাত= Famous, popular, well known, prominent, famed.
মন্দ/খারাপ= Bad, inferior, unsatisfactory, nasty, imperfect.
সুখী/আনন্দিত= Happy, cheerful, cheery, merry, joyful, jovial
ধৈর্যশীল= Patient, tolerant, calm, forbearing, persistent,
বোকা/নির্বোধ= Silly, foolish, stupid, unintelligent, idiotic
দক্ষ = Efficient, proficient, skilled, competent, productive.
বিশ্বাস = Believe, trust, faith, confidence, admit, regard
সাহায্য = Help, aid, assist, support, serve, encourage, attend
দেখা = Look, see, notice, watch, observe, view, recognize,
আগ্রহী = Eager, keen, interested, fervent, enthusiastic,
ভুল/ত্রুটি= Wrong, incorrect, mistaken, error, fault,
কল্পনা করা= Imagine, fancy, fantasy, envision, envisage.
ধারনা করা= Idea, concept, belief, opinion, perception, view,
তৈরি/সৃষ্টি করা= Create, make, build, produce, generate
বড়/বৃহৎ= Big, large, vast, huge, immense, massive.
শুরু/আরম্ভ= Start, launch, begin, inception, dawn, opening
প্রশংসা করা= Admire, praise, appreciate, adore, honor,
সন্তুষ্ট= Satisfaction, pleasure, amusement, cheerfulness.
চিন্তা/উদ্বেগ= Worry, anxiety, concern, anguish, uncertainty,
Online English Language Club-OELC
শেষ= End, conclusion, termination, finish, close, edge,
সঠিক= Correct, perfect, appropriate, right, accurate, exact.
বিশেষ= Special, exceptional, exclusive, uncommon, extraordinary
গুরুত্বপূর্ণ= Important, significant, principal, momentous,
চেষ্টা/প্রচেষ্টা= Effort, struggle, attempt, intention, try
দ্রুত= Fast, quick, rapid, speedy, swift, brisk, fleet, active.
শান্ত= Calm, quite, cool, peaceful, tranquil, serene, mild
আবেগ= Emotion, sentiment, reaction, response, passion, feeling.
বিশস্ত= Faithful, devoted, loyal, trustworthy, reliable, trusty, true.
উপকারী= Beneficent, helpful, favorable, useful, beneficent.
ক্রয় করা= Buy, purchase, investment, acquisition, gain, deal.
বুদ্ধিমান= Intelligent, bright, smart, brilliant, creative, quick-witted.
ভদ্র, মার্জিত= Polite, well-mannered, modest, gentle, courteous.
English Therapy
হতাশ= Disappointed, upset, depressed, hopeless, let down.
অসাধারণ= Awesome, impressive, stunning, amazing, mind-blowing.
দুঃখিত= Sorry, sad, unhappy, sorrowful, downcast, penitent.
ধন্যবাদ= Thanks, gratitude, appreciation, gratefulness, thanksgiving.
আশাবাদী= Optimistic, hopeful, confident, promising, expectant.
খুশি /সন্তুষ্ট= Glad, pleased, happy, joyful, delighted, thrilled, merry.
ঘৃণা= Hate, loathing, detestation, dislike, distaste, antipathy.
যাওয়া = Go, proceed, move, recede, depart, fade, disappear, travel
মিথ্যা = False, fake, bogus, counterfeit, spurious, untrue
সামান্য = Little, tiny, small, diminutive, shrimp, runt, puny
বর্ণনা করা = Describe, represent, characterize, narrate, relate,
ধ্বংস = Destroy, ruin, demolish, raze, waste, slay, end
হাস্যকর = Funny, humorous, amusing, comic, comical, laughable
নতুন = New, current, recent, modern, unique, up-to-date, dewy
সব = all, full, whole, every, everyone, entire, total, complete
সর্বদা = always, constantly, ever, permanently, evermore, eternally
সুলভ = available, handy, convenient, common, attainable, obtainable,
সাধারণ = General, common, ordinary, usual, normal, simple, typical
বিশুদ্ধ = Pure, fresh, natural, Perfect, authentic, genuine
সক্রিয় = Active, effective, abuzz, operative, reactive, live, speedy
জয় = Win, victory, gain, success, conquest, conquest, achievement
উপহার = Gift, grant, presentation, reward, offering, gratuity
তুলনা করা = comparison, compare

21/05/2024

★RULE:42
ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা (Birthday greetings)
Happy birthday to you. (তোমাকে শুভ জন্মদিন)
Many many happy returns of this day. (এই দিন বার বার ফিরে আসুক)
Have a lovely birthday! (তোমার জন্মদিনটি আনন্দদায়ক হোক)
May Allah give peace & happiness of this day. (আল্লাহ্ এই দিনে শান্তি ও সুখ দান করুন।)
Wishing you a happy and cheerful birthday. (আপনাকে সুখি এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই।)
May your day be filled with great moments. (আপনার দিনটি দুর্দান্ত মুহুর্তময় হোক।)
Wishing you many years of joy and love. (তোমার জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল।)
You deserve all the happiness. (সকল সুখ আপনার প্রাপ্য।)
I wish you have a
wonderful time
on this Day. (এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক এই আমার প্রত্যাশা।)
I hope this birthday brings you many facilities. (আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুজোগ এনে দেবে।)
★RULE:43
Dare এর ব্যবহার;
How dare you?
তুমার সাহস কত?
How dare you say so?
তুমি কোন সাহসে বল?
How dare you do this?
তুমি কোন সাহসে এটা করলে?
How dare you go outside?
তুমি কোন সাহসে বাহিরে গেলে?
কোন কিছুতে বা কোন কিছু করতে অভ্যস্ত বুঝালে Used to ব্যবহার করতে হয়।
Structure : Subject +person অনুযায়ী am/is/are/was/were + used to + noun/verb1+ ing+ extension.
★RULE:44
Used to এর ব্যবহার
লোকটি চায়ে অভ্যস্ত।
The man is used to tea.
আমি শহর জীবনে অভ্যস্ত ।
I am used to city life.
আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত।
I am used to speaking in English.
আমি চা খেতে অভ্যস্ত।
I am used to taking tea.
সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল।
He was used to riding motorcycles.
আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম।
I was used to talking about life.
লোকটি ধুমপানে অভ্যস্ত।
The man is used to smoking.
সে সকালে হাঁটতে অভ্যস্ত।
She is used to walking in the morning.
তারা ফুটবল খেলায় অভ্যস্ত।
They are used to playing football .
আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়।
I am not used to talking to you.
ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত।
You should be used to learning English.
আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত।
My friend is used to reading newspapers.
আমি আমার জীবনকে ভালবাসতে অভ্যস্ত।
I am used to loving my life.
★RULE:45
I am being able- আমি পারছি
আমি ইংরেজিতে কথা বলতে পারছি।
I am being able to speak English.
সে মোটরসাইকেল চালাতে পারছে।
He is being able to ride a motorcycle.
পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে।
The boy with broken leg is being able to run.
আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি।
I am being able to write paragraphs in English.
তারা ফুটবল খেলতে পারছে।
They are being able to play football.
আমি অংকটি করতে পারছি।
I am being able to do the sum.
★RULE:46
Get down to--দেরি না করে শুরু কর।
দেরি না করে ইংরেজি শেখা শুরু কর।
Get down to learn English.
দেরি না করে খাওয়া শুরু কর।
Get down to eat.
দেরি না লিখা শুরু কর।
Get down to write.
দেরি না করে লিখা আরম্ভ কর।
Get down to write.
দেরি না করে গান করা আরম্ভ কর।
Get down to sing.
★RULE:47
ইংরেজিতে কিভাবে উৎসাহিত করবেন……….
✪ Good job – সাবাশ!
✪ Keep going - চলতে থাকো
✪ Don’t be afraid - ভয় পেয়ো না
✪ Never Give up - হাল ছেড়ো না
✪ That’s a good effort - এটা একটা ভালো প্রচেষ্টা
✪ There is nothing to fear - ভয়ের কোন কারন নেই
✪ I’m so proud of you - আমি তোমার জন্য গর্বিত
✪ Believe in yourself - নিজের ওপর বিশ্বাস রাখ
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
✪ Don’t get nervous - ঘাবড়াবে না
✪ Stay strong - শক্ত হও
✪ I’m behind you absolutely - আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি
✪ Rest assured - নিশ্চিন্তে থাকুন
✪ Don’t hesitate - সংকোচ করবে না
✪ Do your best - সাধ্যমতো চেষ্টা করো
✪ Don’t worry - চিন্তা করো না
✪ It doesn’t matter - এটা কোন ব্যাপার না
✪ That’s a real improvement - এটা বাস্তবে উন্নতি হচ্ছে
✪ Come on, you can do it - শোন, তুমি এটা করতে পারবে
✪ যদি তোমার ধৈর্য্য থাকে তবে সফল হবে
If you have the patience, so you will be succeed.
★RULE:48
কোন কিছু করতে বাধ্য হওয়া বোঝালে Compelled to +v1 বসে।
আমি ইংরেজি শিখতে বাধ্য।
I am compelled to learn English.
সে সেখানে যেতে বাধ্য ছিল।
He was compelled to go there.
সে বইটি পড়তে বাধ্য হয়েছে।
He has been compelled to read the book.
সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে ।
He has been compelled to learn English to pass the exam.
তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে।
You will be compelled to talk to me.
সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে।
He has been compelled to wark hard for life.
তোমাদের ইংরেজি শিখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত।
You should be compelled to work hard to learn English.
★RULE:49
There's nothing(মত...কিছুই নেই)
1. There's nothing you can proof = প্রমান করার মত তোমার কাছে কিছুই নেই।
2. There's nothing we can arrange = সাজিয়ে রাখার মত আমাদের কাছে কিছুই নেই।
3. There’s nothing you can appreciate = তুমি প্রসংশা করার মত কিছুই খুজে পাবে না।
4. There’s nothing he can allocate = তার কাছে বন্টন করার মত কিছুই নেই।
5. There’s nothing the scenery can allure = প্রলুব্ধ করার মত দৃশ্যটিতে কিছুই নেই।
★RULE:50
How about + verb(ing) + extension-কেমন হয়।
How about learning computer?
কম্পিউটার শিখলে কেমন হয়?
How about reading newspaper?
পত্রিকা পড়লে কেমন হয়?
How about going home?
বাড়ি গেলে কেমন হয়?
How about learning english?
ইংরেজি শিখলে কেমন হয়?
★RULE:51
বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন
Eat= খাওয়া, to eat= খাইতে
go = যাওয়া, to go = যাইতে
খাইতে আসো = Come to eat.
গুমাইতে যাও= Go to sleep.........
★RULE:52
বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।
যেমন:-
ঘুমন্ত বালক= Sleeping boy.
চলন্ত ট্রেন= Moving Train.
উড়ন্ত পাখি= Flying Bird.............
★RULE:53
বাংলা শব্দের শেষে যদি-- ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
Having been+ V.P.P করতে হয়।
যেমন
পদত্যাগ করিয়া - Having been Resigned.
নির্বাচিত হইয়া -Having been elected.
শিক্ষিত হইয়া- Having been educated......................
★RULE:54
কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে । Feel like+ V+ing
আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=
I feel like drinking tea.
আমার ঘুমাইতে ইচ্ছে করছে =
I feel like sleeping.
আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=
I don't feel like reading......................
★RULE:55 বাংলা বাক্যে যদি "কিনা" টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।
যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না = I don't know if he went.
জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don't know if you recall me, but you are always in my contemplation.
★RULE:56
প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি - এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।
Looking forward to+ verb+ ing
যেমন:-
তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়
আছি - I am looking forward to meeting you.
আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home........
★RULE :57
কিছু করতে গিয়ে ও করতে পারেনি এমন বুঝাতে,,,
sub+ couldn't about to + verb 1 + obj.
I couldn't about to tell you.
আমি তোমাকে বলতে গিয়ে ও বলতে পারিনি।
I couldn't about to forget you.
আমি তোমাকে ভুলতে গিয়ে ও ভুলতে পারিনি।
I couldn't about to tell the truth.
আমি সত্যটা বলতে গিয়ে ও বলতে পারিনি।
He couldn't about to come.
সে আসতে চেয়েও আসতে পারেনি।
★RULE:58
I know +how to +v1
1. I know how to swim.
= আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়।
2. I know how to cook.
= আমি জানি কিভাবে রান্না করতে হয়।
3. I know how to speak English.
= আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়।
★RULE:59
Do you know how to(তুমি কি জানো কিভাবে......?)
1. Do you know how to recite Holy Quran= তুমি কি জানো কিভাবে কুরআন তিলাওয়াত করতে হয়?
2. Do you know how to respect others?=তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়।
3. Do you know how to talk Sweetly?= তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়।
4. Do you know how to speak in English? তুমি কি জানো কিভাবে ইংরেজি তে কথা বলতে হয়?
5. Do you know how to play football?
তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়?
★60
Having a lot of fun= আনন্দ পাচ্ছি /মজা পাচ্ছি।
আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun learning English.
আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি=I am having a lot of fun helping the poor.
আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি=
We are having a lot of fun gossiping.
আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun reading this book.
তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে=They are having a lot of fun talking to Miraj.
★61
Yet to -- এখনো করা হয়নি।
আমি এখনো তাকে প্রপোজ করিনি।
I am yet to propose her.
আমার এখনো বাজারে যাওয়া হয়নি।
I am yet to go to market.
ইউসুফ এখনো আসেনি।
Yousuf is yet to come.
তারা এখনো শুরু করেনি।
They are yet to start.
আমরা এখনো চাঁদপুরে যাইনি।
We are yet to go to Chandpur.
★62
Did দিয়ে বাক্য তৈরি
তুমি কি ইংরেজি শিখে ছিলে?
Did you learn English?
গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে?
Did you practice English yesterday?
তুমি কি কলেজে গিয়েছিলে?
Dis you go to College?
তারা কি গতরাতে টিভি দেখেছিলো?
Did they watch television last night?
তুহিন কি মাদ্রাসায় এসেছিলো?
Did Tuhin come to Madrasah?
নুসরাত কি গরিবদের সাহায্য করেছিলো?
Did Nusrat help the poor?
★63
Cannot + resist + ing = আমি আর পারছি না।
ইংরেজি না শিখে আর পারছি না।
I cannot resist learning English.
তোমাকে না ভালবেসে আর পারছি না।
I cannot resist loving you.
আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।
I cannot resist talking to my Mom.
ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না।
I cannot resist turning on the fan.
ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।
I cannot resist drinking cold water.
স্পোকেন রুলস শিখতে মিরাজ ভাইকে ফলো না করে আর পারছি না।
I cannot resist following Miraj Bhai to learn spoken rules.
★64
It is no use+ ing( আসলে কোন লাভ নেই)
সময় অপচয় করে আসলে কোন লাভ নেই।
It is no use wasting time.
এখন ঘুমিয়ে আসলে কোন লাভ নেই।
It’s no use sleeping now.
বইটা কিনে আসলে কোন লাভ নেই।
It is no use buying the book.
মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে লাভ নাই।
It is no use misbehaving with people.
নামায ছাড়িয়া আসলে লাভ নেই
It is no good relinquishing prayer.
★ 65
Likely to= সম্ভাবনা আছে
আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবণা আছে= We are likely to go to Dhaka.
তুমি ও আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে=I and you are likely to practice english in the afternoon.
তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে=Today they are likely to catch fish in the pond.
এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে= It is likely to rain here.
সে সকালে বাজারে যাওয়ার সম্ভাবণা আছে= He is likely to go to market in the morning.
★66
Fond of= পছন্দ করি।
আমি ভ্রমণ করতে পছন্দ করি।
I am fond of traveling.
আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। I am fond of reciting Quran.
আমি মাছ ধরতে পছন্দ করি।
I am fond of catching fish.
সে পত্রিকা পড়তে পছন্দ করে।
She is fond of reading newspapers.
তারা ঘুরতে পছন্দ করে।
They are fond of roaming around.
রিমি গল্প বলতে পছন্দ করে।
Rimi is fond of telling stories.

21/05/2024

60 টি গুরুত্বপূর্ণ English to Bangla অর্থ দেওয়া হলোঃ
1. stand out = লক্ষণীয় হওয়া
2. collaborate = সহযোগিতা করা
3. ammunition = গোলাবারুদ
4. Kerb = প্রতিবন্ধক
5. calmer = শান্ত
6. room = অবকাশ, সুযোগ
7. haste = দ্রুত অগ্রসর হওয়া
8. deterioration = পতন, ক্ষয়
9. perspective = পরিপ্রেক্ষিতে
10. deficit = ঘাটতি
11. markedly = লক্ষণীয়ভাবে
12. burdensome = অসুবিধাজনক
13. subdue = দমন করা
14. stabilise = স্থির রাখা
15. imperative = বাধ্যতামূলক, অপরিহার্য
16. stabilisation = স্থিতিশীল
17.Nudge:ঠেলা দেওয়া
18.Brinkmanship:পর্ব
19.Walnut:আখরোট
20.Relentless:নিষ্করুণ/অবিরাম
31.Jaws:মুখ
32.Inescapable:অবশ্যম্ভাবী
33.Disembody:বিদেহী করা
34.Convergence:অভিসৃতি
35.Emanate:নি: সৃত হত্তয়া/উদ্ভুত হওয়া
36.Vulnerabilities:দুর্বলতা
37.Brewing:বানানোর
38.Diabolic:শয়তানসুলভ
39.Recalibrated:পুনঃক্রমাঙ্কিত
40.Hewing:কোপা ইয়া কাটা
41.Hew Down:ঘ্যাঁচ কারিয়া কাটা
42.Dragging:টেনে বের করা
44.Inexorable:অনিবার্য
45.Drag:টানা
46.Calibrate:শক্তির পরিমাপ করা
47. sink = ডুবে যাওয়া
48. turbulent sea = উত্তাল সাগর
49. floating = ভাসমান
50. utterly = সম্পূর্ণভাবে, একেবারে
51. beforehand = নির্দিষ্ট সময়ের পূর্বেই, আগে
52. deplorable = শোচনীয়, দুঃখজনক
53. unpredictable = অনিশ্চিত, অপ্রত্যাশিত
54 protagonist = প্রধান যোদ্ধা, নায়ক
55. sophisticated = অবিশুদ্ধ, অপ্রকৃত
56. unpardonable = ক্ষমাহীন
57. fringe = পাড়, কূল
58. miserable = করুন
59. primitive = প্রাচীন, প্রারম্ভিক
60. withstand = প্রতিরোধ করা, বাধা দেওয়া

16/05/2024

আজকে Break দিয়ে কিছু শব্দ শিখতে চাই:
1. Break down = ধ্বংস করা,
2. Break in = বলপূর্বক প্রবেশ করা,
3. Break loose = ছাড়ানো,
4. Break off = ভাঙ্গিয়া পৃথক করা,
5. Break one's mind = মনের কথা অপরকে জানানো,
6. Break one's neck = নিহত হওয়া,
7. Break open = ভাঙ্গিয়া খুলিয়া ফেলা,
8. Break out = হঠাৎ ঘটা,
9. Break out (of) = পালানো,
10. Break through = বলপূর্বক প্রবেশ,
11. Break with = বিবাদ করা,
12. Without a break = অনাবরত,
13. Breakable = ভঙ্গুর,
14. Breakage = ভাঙ্গান,
15. Breaking = ভাঙ্গা জিনিসপত্র,
16. Things broken = ভাঙ্গার জন্য ক্ষতি,
17. Breaker = যে ভাঙ্গে,
18. Breakneck = বিপজ্জনক,
19. Breakthrough = বাধা ভাঙিয়া ভিতরে প্রবেশ,
20. Break-up = ভাঙ্গন।

16/05/2024

Mandarin orange = মালটা
Golden apple = আমড়া
Rose apple = জামরুল
Wood apple = কৎবেল
Sugar apple = তাল
Elephant apple = চালতা
Cherimoya = আতাফল
Apricot = খুবানি
Sharon fruit = গাব
Shaddock = জাম্বুরা
Cluster fig = ডুমুর
Sugar palm = তাল
Karonda = করমচা
Gooseberry = আমলকী
Sapodila = সফেদা
Longan = লটকন
Muskmelon = বাঙ্গী
Carambola starfruit = কামরাঙ্গা
Belerica = হরতকি
Divine Bakeshop

09/05/2024

You are so picky -তুমি খুব খুঁতখুঁতে
I am so glad -আমি অনেক খুশি
It's so big- এটা খুব বড়
It's so cute-এটা খুবই সুন্দর
I hope so -আমি তাই আশা করি
I think so -আমি তাই মনে করি
Is that so-এটা কি তাই
I suppose so-আমারও তাই মনে হয়
I am so ashamed -আমি খুবই লজ্জিত
So long as -যদি না /যে পর্যন্ত না
It's so sad -এটা খুবই দুঃখজনক
How so? তা কি করে হয়
I assume so-আমি তাই অনুমান করি
I am so scared-আমি অত্যন্ত আতঙ্কিত
It's so lame -এটা খুব অসন্তোষজনক
I am so happy-আমি খুবই সুখী
That's so crazy -এটা খুবই পাগলাটে
Please do so-অনুগ্রহপূর্বক তাই করো
Do you think so? তুমি কি তাই মনে করো
So kind of you-এটা আপনার দয়া
I am so so-আমি মোটামুটি

09/05/2024

📚শিক্ষা সম্পর্কিত শব্দের অর্থ💯
✅Poem: (পয়েম) কবিতা
✅Poetry: (পয়েট্রি) পদ্য
✅Prose: (প্রোজ) গদ্য
✅Professor: (প্রফেসর) অধ্যাপক
✅Promotion: (প্রোমোশন) উন্নতি
✅Principal: (প্রিন্সিপাল) অধ্যক্ষ
✅resent: (প্রেজেন্ট) উপস্থিত
✅Question: (কোয়েশ্চন) প্রশ্ন
✅Reading: (রিডিং) পড়া
✅Result: (রেজাল্ট) পরীক্ষা ফল
✅Rough Book: (রাফ বুক) খসড়া খাতা
✅Recitation: (রিসাইটেশন) আবৃত্তি
✅Recess: (রিসেস) বিরতি
✅Roll Call: (রোল কল) নাম ডাকা
✅Success: (সাকসেস) সাফল্য
✅Sum :(সাম) অংক
✅Study-room :(স্টাডি রুম ) পড়ার ঘর
✅Subject: (সাবজেক্ট) বিষয়
✅Summation: (সামেশন) যোগাফল
✅Stipend: (স্টাইপেল্ড) বৃত্তি
✅Scholarship: (স্কলারশীপ) বৃত্তি
✅Teacher: (টিচার) শিক্ষক
✅Tutor: (টিউটর) গৃহশিক্ষক
✅Textbook: (টেক্সট বুক) পাঠ্যপুস্তক
✅Training: (ট্রেইনিং) হাতে-কলমে প্রশিক্ষণ
✅Transfer: (ট্রান্সফার) পরিবর্তন
✅Talent: (ট্যালেন্ট) মেধা
✅University: (ইউনির্ভারসিটি) বিশ্ববিদ্যালয়
✅Universe: (ইউর্নিভার্স) মহাবিশ্ব
✅Vacation: (ভ্যাকেশন) ছুটি

09/05/2024

কি হবে যদি আমি না খাই
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐞𝐚𝐭
কি হবে যদি আমি না আসি
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐜𝐨𝐦𝐞
কি হবে যদি আমি না বলি
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐲
কি হবে যদি আমি না পড়ি
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐫𝐞𝐚𝐝
কি হবে যদি আমি না যাই
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐠𝐨
কি হবে যদি আমি না খেলি
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐩𝐥𝐚𝐲
কি হবে যদি আমি না দেখি
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐟 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐰𝐚𝐭𝐜𝐡

09/05/2024

সারাদিন বলার জন্য Don’t দিয়ে ২৬ টি ইংরেজি বাক্য!
✅ Don't ask (ডৌন আস্ক)- জিজ্ঞেস করো না।
✅ Don't cry (ডৌন খ্রাই)- কেদো না।
✅ Don't talk (ডৌন ঠোক)- কথা বলো না।
✅ Don't be sad (ডৌন বি স্যাড)- কষ্ট পেয়ো না।
✅ Don't give up (ডৌন গিভ আপ)- হাল ছেড়ো না।
✅ Don't be angry (ডৌন বি এ্যাংরি)- রাগ করো না।
✅ Don't lie to me (ডৌন লাই ঠু মি)- আমাকে মিথ্যা বলো না
✅ Don't come again (ডৌন খাম আ'গেন)- আর এসো না
✅ Don't lose heart (ডৌন লুজ হা..ট)- হতাশ হয়ো না
✅ Don't oppose him - তার বিরোধিতা করো না
✅ Don't let me down - আমাকে হতাশ করবেন না
✅ Don't eat too much - বেশি খেয়ো না
✅ Don't listen to her - তার কথা শুনো না
✅ Don't eat like a pig - রাক্ষসের মত খেয়ো না
✅ Don't shut your eyes - চোখ বন্ধ করো না
✅ Don't talk like that - এভাবে কথা বলো না
✅ Don't worry about it - এটা নিয়ে দুশ্চিন্তা করো না।
✅ Don't be disappointed - নিরাশ হয়ো না
✅ Don't ask me for money - আমার কাছে টাকা চাবে না।
✅ Don't lose your temper - মাথা গরম করো না
✅ Don't tell anyone this - এটা কাউকে বলো না -
✅ Don't add too much salt - অতিরিক্ত লবন দিও না।
✅ Don't forget your stuff - জিনিস পত্রের কথা ভুলে যেওনা।
✅ Don't make fun of people - মানুষকে নিয়ে মজা করো না।
✅ Don't look at me that way - ওভাবে আমার দিকে তাকাবে না।
✅ Don't look down on others - কাউকে ছোট করো না।

09/05/2024

→ What is life?
= জীবন কি?
→Life is a challenge meet it.
=জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ-একে মোকাবেলা করো।
→Life is a gift-accept it.
=জীবন একটি উপহার-একে গ্রহণ করো।
→Life is an adventure-dare it
=জীবন হচ্ছে অভিযান-সাহসী হও।
→Life is a sorrow-overcome it.
=জীবন একটি দুঃখ-একে জয় করো।
→Life is a tragedy-accept it.
=জীবন একটি বিয়োগান্তক নাটক-একে গ্রহণ করো।
→ Life is a duty-Perform it.
=জীবন একটি দায়িত্ব-একে সম্পাদন করো।
→Life is a game-play.
=জীবন একটি খেলা-একে খেলো।
→Life is a mystery-unfold it.
=জীবন একটি রহস্য-একে উন্মোচন করো।
→Life is a song-sing it.
=জীবন একটি সঙ্গীত-গাও।
→Life is an opportunity-take it.
=জীবন একটি সুযোগ-লুফে নাও।
→Life is a promise-fulfill it.
=জীবন একটি প্রতিজ্ঞা-পূরণ করো।
→Life is a struggle-fight it.
= জীবন একটি সংগ্রাম-এর সাথে যুদ্ধ করো।
→ Life is a puzzle - solve it.
= জীবন একটি ধাঁধা-এর সমাধান করো।

09/05/2024

এই ২৫ টি বাক্য দিয়ে অজানা ইংরেজি বলুন! ⭐️
✪ I was just joking – আমি তো কেবল মজা করছিলাম
✪ Feeling nothing to do – কিছু করতে ইচ্ছে করছেনা
✪ How have you become so weak? – তুমি কিভাবে এত দুর্বল হয়ে পড়লে?
✪ They do not let me be better – ওরা আমাকে ভাল হতে দিলনা
✪ Won’t you come here – তুমি কি আসবেনা এখানে?
✪ Who doesn’t want to be great? – বড় হতে কে না চায়?
✪ I have to do whatever it needs – যা করার আমাকেই করতে হবে
✪ I have got nothing left to say – আমি কিছু বলার বাকি রাখি নাই
✪ I could not but laugh – আমি না হেসে পারলাম না
✪ Why would you not be the best while I am the worst? – আমি অধম বলিয়া তুমি উত্তম হইবেনা কেন ?
✪ Nothing happens without Reason – খালি খালি কিছু হয়না
✪ Oh! I am undone – মাগো! গেলাম!
✪ I am in a bit of a hurry – আমার একটু তাড়া আছে।
✪ Nothing is forever – কোন কিছুই চীরস্থায়ী না
✪ আমার কাছে কিছু লুকাচ্ছ তুমি – You are hiding something back to me
✪ I’m passing short time – আমার দিনকাল ভাল যাচ্ছে না।
✪ Oh! I nearly forgot – ঐ দেখ ভুলেই গিয়েছিলাম।
✪ Is anything new going on? – নতুন কোনো খবর আছে?
𝐖𝐡𝐚𝐭 𝐝𝐢𝐝 𝐲𝐨𝐮 𝐬𝐚𝐲? - তুমি কি বললে?
𝐈𝐭'𝐬 𝐢𝐧𝐜𝐫𝐞𝐝𝐢𝐛𝐥𝐞! - এটা অবিশ্বাস্য!
𝐈𝐭 𝐝𝐨𝐞𝐬𝐧'𝐭 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫. - এটা কোন ব্যাপার না।
𝐈𝐬 𝐢𝐭 𝐟𝐚𝐫? - এটা কি দূর?
𝐈𝐭'𝐬 𝐝𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭. - এটা আলাদা।

09/05/2024

কিছু ফলের নাম শিখি:-
🍁 Almond (আঃমনড) -- বাদাম
🍁 Amla (আমলা)-- আমলকী
🍁 Apple (অ্যাপল) -- আপেল
🍁 Black Berry (ব্ল্যাক বেরি) -- কালজাম
🍁 Banana (ব্যানানা) -- কলা
🍁 Berry (বেরি) -- জাম
🍁 Bokhara Plum ( বোখরা প্লাম) -- আলু বোখারা
🍁 Cashew Nut (ক্যাসুনাট) -- কাজুবাদাম
🍁 Citron (সাইট্রন) -- কাগজী লেবু
🍁 Coconut (কোকোনাট) -- নারিকেল
🍁 Cucumber (কিউকাম্বার) -- শসা
🍁 Custard Apple (কাস্টার্ড অ্যাপল) -- আতা
🍁 Date (ডেট) -- খেজুর
🍁 Fig (ফিগ) -- ডুমুর.
🍁 Grape (গ্রেপ) -- আঙ্গুর
🍁 Green Coconut (গ্রাউন্ড কোকোনাট) -- ডাব
🍁 Ground Nut (গ্রাউন্ড নাট) -- চীনা বাদাম
🍁 Guava (গোয়াবা) -- পেয়ারা
🍁 Jack Fruit (জ্যাক ফ্রুট) -- কাঁঠাল
🍁 Lemon ( লেমন) -- লেবু
🍁 Lime (লাইম) -- বাতাবী লেবু
🍁 Lychee (লিচি) -- লিচু
🍁 Mango (ম্যাংগো) – আম

09/05/2024

Helping Verb দিয়ে বাক্য গঠন করুন।
1. I do the work.
আমি কাজটা করি
2. I did the work.
আমি কাজটা করলাম।
3. I will do the work.
আমি কাজটা করব।
4. I am doing the work.
আমি কাজটা করতেছি।
5. I was doing the work.
আমি কাজটা করতেছিলাম।
6. I will be doing the work
আমি কাজটা করতে থাকব।
7. I have done the work.
আমি কাজটা করেছি।
8. I had done the work.
আমি কাজটা করেছিলাম।
9. I will have done the work.
আমি কাজটা করে থাকব।
10. I have been doing the work for an hour.
আমি এক ঘন্টা ধরে কাজটা করতেছি।
11. I had been doing the work for an hour.
আমি এক ঘন্টা ধরে কাজটা করতেছিলাম।
12. I will have been doing the work for an hour.
আমি এক ঘন্টা ধরে কাজটা করতে থাকব।
13. I can do the work.
আমি কাজটা করতে পারি।
14. I could do the work.
আমি কাজটা করতে পারতাম।
15. I may do the work.
আমি হয়ত কাজটা করতে পারি।
16. I might do the work.
আমি হয়ত কাজটা করতাম।
17. I must do the work.
আমি অবশ্যই কাজটা করব।
18. I will be able to do the work.
আমি কাজটা করতে পারব।
19. I am to do the work.
আমাকে কাজটা করতে হয়।
20. I have to do the work.
আমাকে কাজটা করতে হবে।
21. I had to do the work.
আমাকে কাজটা করতে হয়েছিল।
22. I should do the work.
আমার কাজটা করা উচিৎ।
23. I should have done the work.
আমার কাজটা করা উচিৎ ছিল।
24. I used to do the work.
আমি কাজটা করতাম।
25. I would like to do the work.
আমি কাজটা করতে চাই।

09/05/2024

☆You have no idea⇒তোমার কোন ধারণা নেই।
✵You have no idea about my father.⇒আমার বাবা সম্পর্কে তোমার কোন ধারণা নেই।
✵You have no idea about my hobby.⇒আমার শখ সম্পর্কে তোমার কোন ধারণা নেই।
✵You have no idea about my mother.⇒আমার মা সম্পর্কে তোমার কোন ধারণা নেই।
✵You have no idea about my study.⇒আমার অধ্যায়ন সম্পর্কে তোমার কোন ধারণা নেই।
✵You have no idea about my friend.⇒আমার বন্ধু সম্পর্কে তোমার কোন ধারণা নেই।

09/05/2024

Vocabulary (Mis সম্পর্কিত)
💠Mistake (মিসটেক) - ভুল করা, ভুল বোঝা
💠 Misguide (মিসগাইড) - ভুল পথে চালিত করা
💠Misbehave (মিসবিহ্যাভ) - অশোভন আচরন করা
💠 Miscall (মিসকল) - ভুল নামে ডাকা
💠 Misinterpret - ভুলভাবে ব্যাখ্যা করা
💠 Miscalculate (মিসক্যালকুলেট) - ভুল হিসাব/গননা করা
💠 Mish*t (মিসহিট) - ভুল আঘাত করা, লক্ষ্যভ্রষ্ট হওয়া
💠 Misdate (মিসডেট) - তারিখ ভুল করা
💠 Misuse (মিসইউজ) - অপব্যবহার
💠 Misinform (মিসইনফর্ম) - ভুল তথ্য দেওয়া
💠 Mistrust (মিসট্রাষ্ট) - অবিশ্বাস করা
💠 Misadvise (মিসএ্যাডভাইস) - ভুল পরামর্শ দেওয়া
💠 Misjudge (মিসজাজ) - ভুল বিচার করা
💠 Mispronunciation (মিসপ্রোনান্সিয়েশন) - অশুদ্ধ উচ্চারণ
💠 Mishap (মিসহাপ) - দুর্ঘটনা
💠 Misgiving (মিসগিভিং) - সন্দেহ, সংশয়
💠 Misfortune (মিসফর্চুন) - দুর্ভাগ্য
💠 Mislead (মিসলিড) - ভুল পথে চালানো
💠 Misquotation (মিসকোটেশন) - অশুদ্ধ উদ্ধৃতি
💠 Misrepresentation (মিসরিপ্রেজেন্টেশন) - অতথ্য/অসত্য/উপস্থাপনা

02/05/2024

100 টি গুরুত্বপূর্ণ Phrase শিখুন:
1. Pot luck (খাওয়ার যা কিছু আছে)
2. A trying time (দুঃসময়)
3. Caught on (আক্রান্ত হওয়া)
4. Taken in (নিয়ন্ত্রিত)
5. At stake (বিপদাপন্ন)
6. Took a fancy to (পছন্দ)
7. Broke out (প্রার্দুভাব)
8. Care for (গ্রাহ্য করা)
9. Do away with (হত্যা করা)
10. Few and far between (মাঝে মাঝে)
11. To turn the tide (ধারাবাহিকতা পরিবর্তন করা)
12. A castle in the air (আকাশ কুসুম কল্পনা)
13. In black and white (লিখিতভাবে)
14. Through thick and thin (বিপদে আপদে সব অবস্থাতেই)
15. A man of straw (দুর্বল চিত্তের লোক)
16. In vain (ব্যর্থ)
17. Put off (খুলে ফেলা)
18. Make to (সন্তোষজনক না হওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়া)
19. In consonance with (সামঞ্জস্য রেখে)
20. With a view to (উদ্দেশ্য)
21. Give in (আত্মসমর্পণ করা)
22. At par (সমানভাবে)
23. Go in for (নিজেকে কোন কাজে নিযুক্ত করা)
24. Owing to (জন্য)
25. A far cry (অসম্ভব প্রায়)
26. Out of question (প্রশ্নাতীত)
27. Look down upon (ঘৃণার চোখে দেখা)
28. See through (বুঝতে পারা)
29. Show off (অহংকার করা)
30. Put up with (সহ্য করা)
31. Benefit of the doubt (সন্দেহবশত)
32. Out and out (সম্পূর্ণরূপে)
33. In cold blood (স্থির মস্তিষ্কে)
34. Line up to (পথ)
35. On one’s own (নিজ দায়িত্বে)
36. All for (অত্যন্ত ব্যগ্র)
37. By dint of (উপায়ে)
38. Through and Through (সম্পূর্ণভাবে)
39. On the brink (প্রান্তে)
40. With a good grace (সুনজরে)
41. In the wake of (পশ্চাতে)
42. A fool’s paradise (বোকার স্বর্গ)
43. To all intents and purposes (বাস্তবিকপক্ষে)
44. A square pig in a round hole (বেখাপ্পা)
45. Swan song (শেষ কাজ)
46. Eat the humble pie (ভুল স্বীকার করা)
47. Get on with (খাপ খেয়ে চলা)
48. Bear out (উক্তি সমর্থন করা)
49. With an eye to (দৃষ্টি রেখে)
50. Come to terms (আপোষ করা)
51. Open secret (যে গোপন জিনিস সবারই জানা)
52. Cry in the wilderness (অরণ্যে রোদন)
53. Gain the upper hand (নিয়ন্ত্রণ নেওয়া)
54. Worth one’s while (লাভজনক)
55. Up and doing (সক্রিয় হয়ে)
56. Make a case (দাবীর পিছনে যুক্তি রাখা)
57. Let loose (খারাপ কিছুর সম্ভাবনা খুলে দেওয়া)
58. Half a chance (কোন কিছু করার সুযোগ দেওয়া)
59. To smell a rat (সন্দেহ করা)
60. Gain ground (অগ্রসর হওয়া)
61. Fresh and blood (রক্ত-মাংস বা মানবীয়)
62. At arm’s length (দূরে)
63. Draw the line (পুরোপুরি নিষ্ক্রিয় করা)
64. Break away (প্রবল চেষ্টায় পালিয়ে যাওয়া)
65. Fall through (ব্যর্থ হওয়া)
66. By fits and starts (অনিয়মিতভাবে)
67. A throne in one’s flesh (গলার কাটা)
68. To throw out of gear (অকেজো হয়ে পড়া)
69. Rank and file (সাধারণ সৈনিক)
70. Cast aside (অবহেলা করা)
71. Hang around (ঝুলিয়ে দেওয়া)
72. Hand in glove (ঘনিষ্ঠ)
73. Throw cold water (নিরুৎসাহিত করা)
74. An axe to grind (গুপ্তস্বার্থ সাধনের উদ্দেশ্য)
75. Put heads together (নিজেদের মধ্যে কোন কিছু নিয়ে আলোচনা করা)
76. Run short of (শেষ হয়ে যাওয়া)
78. Spare no pains (চেষ্টার ত্রুটি না করা)
79. Make good (ক্ষতিপূরণ করা)
80. Pick a quarrel with (ইচ্ছাকৃত ঝগড়া করা)
81. Make hay while the sun shines (সুযোগের সদ্ব্যবহার করা)
82. Tell upon (ক্ষতি করা)
83. Null and void (বাতিল)
84. In order that (কারণ)
85. So long as (যতক্ষণ)
86. Get along with (কারো সাথে ভালো সম্পর্ক থাকা)
87. Turn up (হাজির)
88. Feel like (কোন কিছু সম্পর্কে অনুভূতি)
89. In addition to (অধিকন্তু)
90. With might and main (যথাসাধ্য ক্ষমতা সহকারে)
91. Gift of the gab (বাগ্মিতা)
92. Look into (তদন্ত করা)
93. To the purpose (যথাযথভাবে)
94. Burning issue (আলোচ্য বিষয়)
95. Sorry figure (খারাপ ফল)
96. At a loss (কিংকর্তব্যবিমূঢ়)
97. Laughing stock (উপহাসের পাত্র)
98. Red handed (হাতেনাতে ধরা পড়া)
99. Burning question (আলোচিত বিষয়)
100. Make up one’s mind (মনস্থির করা)

27/04/2024

🔶No never=কখনো না।
🔷In my opinion=আমার মতে।
🔶Never mind=কিছু মনে করো না।
🔷Not to mentione=উল্লেখ করার দরকার নেই।
🔷Not a bit=একটুও না।
🔶Nothing else=আর কিছু না।
🔷Nothing new=নতুন কিছু না।
🔶Yes,by all means=হ্যাঁ,সব উপায়ে।
🔷Rest assured=নিশ্চিন্ত থাকুন।
🔶The way I see it=আমি যেভাবে এটা দেখি।
🔷See what happened=কি হচ্ছে তা দেখ।

27/04/2024

✹ আমি সন্তষ্ট- I’m satisfied
✹ আমি হতাশ- I’m disappointed.
✹ আমি আনন্দিত- I’m cheerful.
✹ আমি বিষন্ন- I gloomy.
✹ আমি আশাবাদী- I’m optimistic.
✹ আমি আশাহীন- I’m hopeless.
✹ আমি আগ্রহী- I’m interested.
✹ আমি বিরক্ত - I’m bored.
✹ আমি বাস্তববাদী- I’m realistic.
✹ আমি কল্পণাপ্রবণ- I’m imaginative.
✹ আসি সুস্থ্য- I’m healthy.
✹ আমি অসুস্থ্য - I’m sick.
✹ আমি প্রাণবন্ত- I’m lively.
✹ আমি ক্লান্ত- I’m tired.
✹ আমি আবেগপ্রবণ- I’m emotional.
✹ আমি অনুভূতিহীন- I’m impassive.
✹ আমি সক্রিয়- I’m active.
✹ আমি নিষ্ক্রিয়- I’m sluggish.
✹ আমি আনন্দিত- I’m delightful.
✹ আমি অসুখী- I’m unhappy.
✹ আমি উদ্বিগ্ন- I’m concerned.
✹ আমি উদ্বেগহীন- I’m unconcerned.

27/04/2024

আজ = Today
ভোর = Dawn
ভোরে = At dawn
সকাল = Morning
সকালে = In the morning
আজ সকালে = This morning
দুপুর = Noon
দুপুরে = At noon
আজ দুপুরে = This noon
বিকেল = Afternoon
বিকেলে = In the afternoon
আজ বিকেলে = This afternoon
সন্ধ্যা = Evening
সন্ধ্যায় = In the evening
আজ সন্ধ্যায় = This evening
রাতে = At night
আজ রাতে = Tonight
গতকাল = Yesterday
গতকাল রাতে = Last night
গতকাল সকালে = Last morning
গত সপ্তাহে = Last week
গত মাসে = Last month
গত বছরে = Last year
গত পরশু = The day before yesterday
আগামীকাল = Tomorrow
আগামীকাল সকালে = Tomorrow morning
আগামীকাল সন্ধ্যায় = Tomorrow evening
আগামীকাল রাতে = Tomorrow night
আগামি পরশু = The day after tomorrow
আগামি সপ্তায় = Next week
আগামি মাসে = Next month
আগামি বছর = Next year
আগের দিন = The previous day
পরের দিন = The next day
সকাল ৬ টায় = 6'o clock in the morning Or 6 a.m.
বিকেল ৩ টায় = 3'o clock in the afternoon Or 3 p.m.
রাত ৯ টায় = 9'o clock at night Or 9 p.m.

Address


Telephone

+8801752645760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Spoken English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share