Digital Marketing Consultant

  • Home
  • Digital Marketing Consultant

Digital Marketing Consultant Digital Marketing Consultant

10 টি কাজ যা সফল লোকেরা সকাল ৮ টার আগে করে
29/05/2023

10 টি কাজ যা সফল লোকেরা সকাল ৮ টার আগে করে

কমন দশটি কাজ, দশটি কার্যপদ্ধতি যা আমাদের সফলতার পথকে সহজ করবে, সেগুলো নিয়েই আজকের আলোচনা।

ক্যারিয়ারে কিভাবে অন্যের থেকে ৫ বছর এগিয়ে থাকবেন?
29/05/2023

ক্যারিয়ারে কিভাবে অন্যের থেকে ৫ বছর এগিয়ে থাকবেন?

ক্যারিয়ারে কিভাবে অন্যের থেকে ৫ বছর এগিয়ে থাকবেন? ক্যারিয়ারে অন্যের থেকে এগিয়ে পাঁচ বছর এগিয়ে থাকার জন্য আম...

08/05/2023

আমরা সবাই কম বেশি প্রজেক্ট ম্যানেজমেন্ট টার্ম টার সাথে পরিচিত।
বিভিন্ন প্রসেস, নলেজ, এক্সপেরিয়েন্স এবং স্কিল ব্যবহার করে একটা প্রজেক্ট কিভাবে সাকসেস্ফুল করা যায়, মেইনলি প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমরা সেটাই বুঝি। তাই, ম্যানেজমেন্ট সেক্টরগুলোর মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টা সবচেয়ে বেশি টাফ।
যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে লীড রোলে আছেন, তারা প্রায়ই টাস্ক কমপ্লিশনের ক্ষেত্রে বল পাসিং ইস্যু টা ফেস করেছেন। এর একটা মেইন রিজন হতে পারে যখন কোন নতুন প্রজেক্ট আসে, তখন প্রজেক্টের কোন কাজ গুলো কে করবে সেগুলো আগের থেকে এসাইন না করে রাখা, কাজের লায়াবিলিটি বুঝিয়ে না দেওয়া।
কিন্তু মজার ব্যাপার হলো, কিছু রুলস ফলো করলেই প্রজেক্ট ম্যানেজমেন্ট এর কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর সেরকমই একটা মডেল হলো R.A.C.I. ম্যাট্রিক্স। যারা টিম লিড করছেন বা প্রতিদিন অনেকগুলো প্রজেক্ট একসাথে হ্যান্ডেল করছেন, তাদের ম্যানিজিং পার্টকে প্রোডাক্টিভ করার জন্য এই R.A.C.I. ম্যাট্রিক্স মডেলটি অনেক পাওয়ারফুল হতে পারে।
এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি R.A.C.I. ম্যাট্রিক্স এর মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্ট টাস্ককে কিভাবে আরো স্মুথলি হ্যান্ডেল করা যায়, সেই টার্মগুলো তুলে ধরতে।আমাদের টিমের জন্য এই ম্যাট্রিক্স এর ফর্মুলা ভালোই হেল্পফুল ছিলো।

How To Generate Content Outline For Free In 30 Seconds (Bangla Tutorial)
08/05/2023

How To Generate Content Outline For Free In 30 Seconds (Bangla Tutorial)

কন্টেন্ট আউটলাইন জেনারেট করা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। কারণ আর্টিকেলে কি কি রাখবো, কি কি বাদ দিবো, কম্পিটিটরর....

An SEO Checklist for New Sites - Whiteboard Friday - Search Engine Optimization
08/05/2023

An SEO Checklist for New Sites - Whiteboard Friday - Search Engine Optimization

Hundreds of thousands of new domains are registered every day. Starting out with search engine optimization and keeping a well-optimized site after publishin...

What are LSI Keywords? Benefits? Tools? How to Find LSI Keywords?
08/05/2023

What are LSI Keywords? Benefits? Tools? How to Find LSI Keywords?

7 Day Semrush FREE Trial - https://www.bit.ly/semrush-disStruggling to understand what are LSI keywords? What is LSI keyword meaning? Are LSI Keywords differ...

04/12/2022
04/12/2022

আদর্শ ছেলে
-কুসুমকুমারী দাশ
আমাদের দেশে সেই ছেলে কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ হইতে হবে’- এই তার পণ।

বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চাই বল, কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ|

04/12/2022

আমাদের গ্রাম
বন্দে আলী মিয়া
আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালে যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ।


মাঠ ভরা ধান তার, জল ভরা দিঘী
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আমগাছ জামগাছ বাশঝাড় যেন,
মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পুবদিকে ওঠে
পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে।

আমার পণ– মদনমোহন তর্কালঙ্কারসকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।আদেশ করেন যাহা মোর গুরুজনে,আমি যেন ...
04/12/2022

আমার পণ
– মদনমোহন তর্কালঙ্কার

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারও দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারও সনে,
সকালে উঠিয়া আমি বলি মনে মনে।

তালগাছ– রবীন্দ্রনাথ ঠাকুরতালগাছ এক পায়ে দাঁড়িয়েসব গাছ ছাড়িয়েউঁকি মারে আকাশে।মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়,একেবারে উ...
04/12/2022

তালগাছ
– রবীন্দ্রনাথ ঠাকুর

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়,
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার, –
মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারাদিন ঝরঝর থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
যেন কোথা যাবে ও।
তার পরে হাওয়া যেই নেমে যায়,
পাতা কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি
যেই ভাবে, মা যে হয় মাটি তার
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।

04/12/2022

চল চল চল
কাজী নজরুল ইসলাম

কোরাসঃ
চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।

কোরাসঃ
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ-
খোল রে নিদ-মহল!

কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি'
যাস মুসাফির গান গাহি'
ফেলিস অশ্রুজল।

যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁস।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রীক রুশ,
জাগিল তা'রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল চল চল।।

ছড়া'' হাটে যাব ''আহসান হাবিবহাটে যাব হাটে যাব ঘাটে নেই নাওনিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও!নিয়ে যাব নিয়ে যাব কত কড়ি দেবে,...
04/12/2022

ছড়া
'' হাটে যাব ''
আহসান হাবিব

হাটে যাব হাটে যাব ঘাটে নেই নাও
নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও!
নিয়ে যাব নিয়ে যাব কত কড়ি দেবে,
কড়ি নেই কড়া নেই আর কিবা নেবে ?
সোনা মুখে সোনা হাসি তার কিছু
দিয়ো |
হাসিটুকু নিয়ো আর খুশিটুকু নিয়ো|

04/12/2022

আমাদের এই বাংলাদেশ
-সৈয়দ শামসুল হক

সূর্য ওঠার পূর্বদেশ
বাংলাদেশ!
আমার প্রিয় আপন দেশ
বাংলাদেশ!
আমাদের এই বাংলাদেশ!

কবির দেশ বীরের দেশ
আমার দেশ স্বাধীন দেশ
বাংলাদেশ!

ধানের দেশ গানের দেশ
তেরোশত এ নদীর দেশ
বাংলাদেশ!

আমার ভাষা বাংলা ভাষা
মা শেখালেন মাতৃৃৃভাষা
মিষ্টি বেশ!

মনে ভাষা জনের ভাষা
এই ভাষাতে ভালোবাসা
মায়ের দেশ!
বাংলাদেশ!
আমাদের এই বাংলাদেশ!

রৌদ্র লেখে জয়– শামসুর রাহমানবর্গি এলো খাজনা নিতে,        মারল মানুষ কত।পুড়ল শহর, পুড়ল শ্যামল        গ্রাম যে শত শত।হানাদ...
04/12/2022

রৌদ্র লেখে জয়
– শামসুর রাহমান

বর্গি এলো খাজনা নিতে,
মারল মানুষ কত।
পুড়ল শহর, পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত।

হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তিসেনা,
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।

আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা,
মা হয়ে যায় দেশের মাটি,
তার বুকেতেই থাকা।

কাল যেখানে আঁধার ছিল
আজ সেখানে আলো।
কাল যেখানে মন্দ ছিল,
আজ সেখানে ভালো।

কাল যেখানে পরাজয়ের
কালো সন্ধ্যা হয়,
আজ সেখানে নতুন করে
রৌদ্র লেখে জয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketing Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Marketing Consultant:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share