Abdulla Al Fahad

  • Home
  • Abdulla Al Fahad

Abdulla Al Fahad Welcome to My Page. This is me Abdulla Al Fahad. I want to share with you website-related work. Stay

15/07/2022

“শিক্ষা মানুষকে এক বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে বিশ দিনে তার চেয়ে বেশি শেখায়।”
—অ্যামব্রোস ফিলিপ

13/07/2022
09/07/2022

Tips for the interview for CSE Interns:
1. We are looking for how you see a problem and solve it.
2. Do you really want to change the world.

14/03/2022

সফলতা হচ্ছে এমন এক ঢাল, যে একাই হাজারো ব্যর্থতাকে বিলীন করে দিতে পারে।

08/03/2022

একটা দিন হয়ত নষ্ট হয়েছে, জীবন তো না?
ঘুরে দাড়ান, সময় আসবে।

We need growth mindset people instead of a fixed mindset.
04/03/2022

We need growth mindset people instead of a fixed mindset.

শুধু Link এ ক্লিক করার মাধ্যমে হ্যাক করা যায় ❓Ans: হ্যা যায়‼️আগে দেখি আপনার ডিভাইসের কি কি হ্যাক হতে পারে শুধু লিংকে Cli...
06/02/2022

শুধু Link এ ক্লিক করার মাধ্যমে হ্যাক করা যায় ❓
Ans: হ্যা যায়‼️
আগে দেখি আপনার ডিভাইসের কি কি হ্যাক হতে পারে শুধু লিংকে Click করার মাধ্যমে!
★হ্যাকার আপনার Contact list, message, location, Camera access পেতে পারে।
★আপনার Device এ Autometicly Spyware install হয়ে সেটা Execute হয়ে আপনার প্রায় পুরো ডিভাইস হ্যাক হতে পারে।
★যদি Execute না হয়,তাহলে লিংকে ক্লিক করতেই অটু ভাবে একটা picture,pdf,doc file, বা যেকোনো ধরনের ফাইল Download হতে পারে,এবং সেটাতে শুধু Click করার মাধ্যমেই আপনার Device এ Virus ডুকে যেতে পারে।
★হ্যাকার যদি Browsee exploit use করে, যেমন Beef! তাহলে আপনি Link এ ক্লিক করলে আপনার Browser এ Saved password হ্যাকার পেতে পারে। আপনার Location,contact list পেতে পারে,(যদি Password সেইভ না থাকে তাহলে আপনাকে Advance Phishing পেইজে নিয়ে আপনার Id pass hack হতে পারে।
★হ্যাকার Link Exploit Use করলে সেটার মাধ্যমেও আপনার কম্পিউটার হ্যাক হতে পারে।
আরো অনেক ভাবেই হতে পারে,,এখন চলুন বিস্তারিত আলোচনায় ডুকি। আমি শুধু ৪-৫ টা স্টেপ উল্লেখ করবো।
★আমাদের ফোনে অনেক সময় মেসেজ আসে "১০ জিবি ফ্রি নিনে নিন Mygp বা অন্য কোনো App link দিয়ে বলে Download দিতে"
এই কাজটা হ্যাকারও করতে পারে Bulk Sms বা sms spoofing করে। ,App এর ভিতরে Virus Bind করে দিবে! আপনি App Download দিবেন সেটা ঠিক ভাবেই চলবে,এবং ভাইরাসও ডুকে থেকে যাবে। App uninstall দিলেও ভাইরাস অন্য কোনো নামে ডিভাইসে রয়ে যাবে। (যদি Embed থাকে তাহলে অন্য কথা) আর আপনি হয়ে যাবেন হ্যাকড!!
★আমাদের কাছে ইমেইল আসে অনেক, বড় বড় কোম্পানি গুলো প্রতিদিনই ইমেইল চ্যাক করে। ধরুন কোনো কাস্টমার ইমেইল করলো,উনি কোনো ডেমু দিলো। বা লিংক দিলো বিস্তারিত জানার জন্য। কোম্পানি থেকে ইমেইল অপেন করতেই অটু একটা ফাইল Download হয়ে যাবে আর auto execute হয়ে যাবে,,,! এমনটা না হলে কোনো Error আসবে Display তে,সেটা Cancel বা ok যেটাই দিন। Execute হবেই ভাইরাস। ব্যাস,Pc hacked. Data leaked. অথবা মোটা অঙ্কের টাকা দাবি করে। অথবা Ransomeware Attack এ সব Data encrypted!
এভাবেই বড় বড় কোম্পানি গুলো হ্যাক হয় প্রতিনিয়ত। Freelancer রাও হ্যাক হয়। কারন সবাই Windows user

When you spend time worrying about someone else, you can't spend that time improving yourself!
06/02/2022

When you spend time worrying about someone else, you can't spend that time improving yourself!

19/01/2022

আমরা নিজেদের অবিশ্বাস করি আর বিশ্বাস করি অন্যদের।
এই জিনিসটা হাড়ে হাড়ে টের পাওয়া যায় যখন সিরিয়াস কোন ডিসিশন নিতে হয়। কারণ সিরিয়াস কোন ডিসিশন নেয়ার দরকার হলেই আমরা সাতজনের কাছ থেকে সতেরো রকমের ওপিনিয়ন জোগাড় করে কনফিউজড হয়ে বসে থাকি। আর সঠিক সময়ে সিদ্ধান্ত না নিয়ে খালি পেঁচাইতেই থাকি, পেঁচাইতেই থাকি, পেঁচাইতেই থাকি। আর মাসের পর মাস, বছরের পর বছর সময় নষ্ট করে ফেলি। এই প্যাঁচানোর--
১. প্রথম কারণ হচ্ছে-- আমরা সিদ্ধান্ত নিবো মাগার কোন রিস্ক নিবো না। কোন সমস্যা হবে, গায়ে ফুলের টোকা পড়বে, হাওয়া-বাতাস লাগবে। সেটা কোনভাবেই চাই না। সেটার সমাধান হিসেবে বিভিন্ন মানুষের কাছে গিয়ে ওপিনিয়ন চাই। সিদ্ধান্তের গ্যারান্টি চাই। অথচ একটু চিন্তা করেও দেখি না যে-- দুনিয়ার কোন মানুষই তোমাকে ১০০% গ্যারান্টি দিতে পারবে না। বরং সিদ্ধান্ত নিতে হলে কিছুটা রিস্ক তোমাকে মেনে নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। এবং তোমার আশেপাশে যতজনের সিদ্ধান্ত তোমার কাছে সঠিক মনে হয়। তারা সবাই কিছুটা কনফিউশন, কিছুটা রিস্ক নিয়েই সিদ্ধান্ত নিয়েছে। তোমাকেও সেটাই করতে হবে।
২. দ্বিতীয় কারণ হচ্ছে-- আমরা সঠিক সিদ্ধান্ত নিতে চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে দুনিয়ার কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বরং তারা একটা সিদ্ধান্ত নেয়। তারপর সেটার জন্য কাজ করতে করতে সেই সিদ্ধান্তকে সঠিক বানায়। যেমন ধরো, তুমি আজকে সিদ্ধান্ত নিলে: তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজনেস করবে, প্রোগ্রামার হবে, গ্রাফিক ডিজাইনার হবে, ইনফ্লুয়েন্সার হবে। তারপর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবে। তাহলে কোন লাভ হবে? না, হবে না। অথাৎ সিদ্ধান্ত তোমাকে কিছু দিবে না। সিদ্ধান্তের নেয়ার পরে সিরিয়াসভাবে চেষ্টা করলে কিছু হলেও হতে পারে।
৩. তৃতীয় কারণ হচ্ছে-- আমরা কখনোই নিজেরা নিজেদেরকে সিদ্ধান্ত নেয়ার ডেডলাইন দিই না। তাই একদিন একজনকে জিজ্ঞেস করি তারপর দুই সপ্তাহ ঘুমায় থাকি। আর সিদ্ধান্ত নেয়ার কাজটা ঝুলতেই থাকে। ঝুলতেই থাকে। ঝুলতেই থাকে।
৪. চতুর্থ কারণ হচ্ছে-- আমরা সিদ্ধান্ত নিতে গেলে শুধু ফ্যাক্ট আর লজিক খুঁজি। কিন্তু বাস্তবতা হচ্ছে ফ্যাক্ট আর লজিক দিয়ে সিদ্ধান্তকে সঠিক বানানো যায় না। সিদ্ধান্তকে সঠিক বানাতে হলে: ৪৯% ফ্যাক্ট/লজিক, ৫১% ইমোশন এর সাথে আরো ১০০% এফোর্ট লাগবে। এই তিনটার কম্বিনেশন এনশিউর করতে পারলেই: সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে যেসব বাধা আসবে সেগুলাকে ইমোশন আর এফোর্ট দিয়ে ফেইস করতে পারবে। এবং সিদ্ধান্তকে সঠিক বানানোর কাজটা ইজিয়ার হবে।
৫. পঞ্চম কারণ হচ্ছে-- আমরা কোন ভুল করতে চাই না। অথচ বাস্তবতা হচ্ছে-- ভুল তুমি করবেই। ঝামেলা তুমি পাঁকাবেই। এগুলা ইম্পরট্যান্ট পার্ট অফ দ্য জার্নি। তাদেরকে যত দ্রুত আলিঙ্গন করে নিবে। তোমার জার্নি তত সহজ হবে।
লাষ্ট কথা হচ্ছে-- অন্যের কাছে ভরসা খুঁজো না। নিজের কাছে ভরসা খুঁজো। সঠিক সিদ্ধান্ত এর জন্য অপেক্ষা করো না বরং হালকা একটু নড়বড়ে সিদ্ধান্ত হলেও সেটা নিয়ে কাজ শুরু করে দাও। তারপর কাজটা করতে করতে ভুল ভুল গন্ধ আসলে সেই অনুসারে এডজাস্ট করে নেয়ার মাইন্ডসেট রাখো। তাহলেই হবে।

01/12/2021

নিজেকে এতো বেশি সময় দিন, যাতে আপনার সময় অমুল্য হয়, নয়ত আপনি মূল্যহীন হয়ে পরবেন দিনশেষে।

26/11/2021

👉🏻একটি ব্যবসা শিখুন
-লোকেরা বলবে আপনার অন্যকিছু নিয়ে পড়ালেখা করা উচিত ছিল।

👉🏻একটি লাল গাড়ি কিনুন
-লোকেরা বলবে আপনার উচিত ছিল নীল গাড়ি কেনা।

👉🏻একটি ব্যবসা শুরু করুন
-লোকেরা আপনাকে বলবে চাকরি করা উচিত ছিল।

প্রত্যেকেরই সবকিছু সম্পর্কে মতামত আছে। এইটা না ঐটা, ঐটা না এইটা…! আপনি, আমি সবাইকে খুশি করার চেষ্টা করে করে পাগল হয়ে যাই। দয়া করে চেষ্টাও করবেন না। শুনুন, হাসুন, সম্মতি দিন এবং তারপরে তাই করুন। যা আপনি করছিলেন কিংবা করতে যাচ্ছিলেন।

25/11/2021

একটা মানূষের জন্যে সবচেয়ে মুল্যবান উপহার হচ্ছে সম্মান,
আর এই সম্মান আপনি তাকে দিতে পারবেন বিনামূল্যে।

একজন CEO কেন গড় বা সাধারণ কর্মচারীর চেয়ে 100 গুণ বেশি বেতন পাবেন?
21/11/2021

একজন CEO কেন গড় বা সাধারণ কর্মচারীর চেয়ে 100 গুণ বেশি বেতন পাবেন?

If you own, manage, monetize, or promote online content via Google Search, this guide is meant for you. You might be the...
08/11/2021

If you own, manage, monetize, or promote online content via Google Search, this guide is meant for you. You might be the owner of a growing and thriving business, the website owner of a dozen sites, the SEO specialist in a web agency or a DIY SEO expert passionate about the mechanics of Search: this guide is meant for you. If you're interested in having a complete overview of the basics of SEO according to our best practices, you are indeed in the right place. This guide won't provide any secrets that'll automatically rank your site first in Google (sorry!), but following the best practices will hopefully make it easier for search engines to crawl, index, and understand your content.

Search engine optimization (SEO) is often about making small modifications to parts of your website. When viewed individually, these changes might seem like incremental improvements, but when combined with other optimizations, they could have a noticeable impact on your site's user experience and performance in organic search results. You're likely already familiar with many of the topics in this guide, because they're essential ingredients for any web page, but you may not be making the most out of them.

This guide is meant for you if you own, manage, monetize, or promote online content via Google Search. You might be the owner of a growing and thriving business, the website owner of a dozen sites, the SEO specialist in a Web agency or a DIY SEO expert passionate about the mechanics of Search: this guide is meant for you. If you're interested in having a complete overview of SEO basics according to our best practices, you are indeed in the right place. This guide won't provide any secrets that'll automatically rank your site first in Google (sorry!), but following the best practices will hopefully make it easier for search engines to crawl, index, and understand your content.

05/11/2021

আপনার ফোনের স্ক্রিনশট ফোল্ডারে ঢুকে দেখেন তো। ঠিক কতগুলো স্ক্রিনশট নেওয়া? পরে দেখব - শুধুমাত্র এইভেবেই বেশির ভাগ স্ক্রিনশট নেওয়া। কিন্তু এই ' পরে ' টা আর আসেনা।
একই ভাবে একটা কাজটা পরে করব বললে আসলে আর করা হয়না। মায়ের জন্য একটা শাড়ি, পরে কিনব৷ সমুদ্রে ঘোরার সখ, পরে ঘুরব৷ প্রিয় মানুষটাকে ভালোবাসার কথা জানানো, পরে জানাব৷ নাহ। পরে বলে কিছু নেই৷ যা করার এখনই করুন৷ যা ইচ্ছা করুন৷ যেমন ইচ্ছা করুন৷ কিন্তু পরের জন্য ফেলে রাখবেন না৷ হয়তো আজকের দিনটাই শেষদিন৷ কারন এই ' পরে ' টা আর আসেনা।

04/11/2021

সেই আদি আমল থেকে খরগোশ আর কচ্ছপের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায় টা বেশি শুনেছি।
গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। হয়তো কেও শুনেছি, কেও শুনিনি।

🔴১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়।
প্রথমবার খরগোশ হেরে যাওয়ার পর বিশ্লেষণ করে দেখল হারার মূল কারণ-
'খরগোশ এর অতিরিক্ত আত্মবিশ্বাস।'

🟢সারাংশঃ
খরগোশ থেকে পেলাম-
অতি আত্মবিশ্বাস যে কারো জন্য ই ক্ষতিকর।
কচ্ছপ থেকে পেলাম -
লেগে থাকলে সাফল্য আসবেই।

🔴২য় অধ্যায়ঃ
হেরে যাওয়ার পর খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতা করতে বলে। কচ্ছপ এতে রাজী ও হয়। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল।
কচ্ছপ ও আস্তে আস্তে দৌড় শেষ করল।

🟢সারাংশঃ
খরগোশ থেকে পেলাম -
দ্রুত এবং অবিচল ভাবে নিজের কাজে মন থাকলে দ্রুত সফল হওয়া যায়।
কচ্ছপ থেকে পেলাম -
ধীর স্থির ভাবে চলাফেরা ভালো, তবে গতি ও নির্ভরতা বেশী ভালো।

🔴৩য় অধ্যায়ঃ
কচ্ছপ এবার হেরে যাওয়ার তার একটু মন খারাপ হল।
সে আবারো খরগোশ কে আরেকটি দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো।
খরগোশ ও নির্দিধায় রাজী হয়ে গেল।
তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড় দিয়েছি, এবার অন্য রাস্তায় হোক।"
খরগোশ বলল, "তাই হোক।"
নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু।
যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল।
কচ্ছপ ও তার পিছন পিছন আসতে শুরু করল।
কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারে নি।
কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি পানিপূর্ন খাল আছে।
কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।
আর খরগোশ তাকিয়ে তাকিয়ে দেখল।

🟢সারাংশঃ
খরগোশ থেকে পেলামঃ শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, বুদ্বিদীপ্ত আচরণ ও প্রয়োজন।
কচ্ছপ থেকে পেলাম-
প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুজে বের করতে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্পের এখানে শেষ নয়-

🔴চতুর্থ অধ্যায়ঃ
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়।
কচ্ছপ ও রাজী।
কিন্তু এবার তারা ২ জন ঠিক করল, এবার দৌড় তারা ২ জন প্রতিযোগী হিসেবে দিবে না।
এবার তারা দৌড়াবে সহযোগী হিসেবে।
শুরু হল প্রতিযোগিতা।
খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে চলে গিয়ে খালের সামনে থামলো।
কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে গেল।
এবার খরগোশ কচ্ছপের পিঠে উঠে খাল পার হল।
তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল।
এবার ২ জনের ই জয় হল।

🟢সারাংশঃ
স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ব হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়।
সংগ্রহীত

03/11/2021
https://www.somoynews.tv/news/2021-10-23/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A...
23/10/2021

https://www.somoynews.tv/news/2021-10-23/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2

২৩ অক্টোবর, ২০২১ | দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল। আগামী ডিসেম্বর নাগাদ এ পেমেন্ট সিস্টেম চালু হত....

23/10/2021

যদি কেউ আপনার মর্যাদা বুজতে না পারে, ব্যাথিত না হওয়াই শ্রেয়৷ অন্ধ তো মূল্যবান রত্ন স্পর্শ করেও পাথর ভেবে ফেলে দেয়৷

16/10/2021

আগামী ২৮ তারিখ এর ভিতরে সবাই সবার ফেইসবুক আইডি 2 step verification option চালু করে দিন। অন্যথায় ফেইসবুক থেকে আপনার একাউন্ট অটোমেটিক লক হয়ে যেতে পারে৷
কিভাবে আপনি আপনার ফেইসবুক আইডি হ্যাক থেকে রক্ষা করবেন?
১.ফেইসবুক আইডি হ্যাক থেকে রক্ষা পেতে যে অবশ্যই আপনি আপনার ফেইসবুকে দেওয়া জন্মতারিখ অনলি মি করে রাখুন৷
২, আইডিতে 2 step verification অন রাখুন।
৩, Choose 3 to 5 friends to contact if you get locked out থেকে আপনার পরিচিত ৫ জন পরিচিত মানুষ কে এড করে রাখুন৷
উপরের এই ৩ টি অপশন চালু থাকলে আশা করি আপনার আইডি হ্যাক হবে না৷

Your past doesn't determine your future...
15/10/2021

Your past doesn't determine your future...

𝑳𝒊𝒏𝒆 𝒐𝒇 𝒄𝒐𝒅𝒆𝒔 𝒖𝒔𝒆𝒅
14/10/2021

𝑳𝒊𝒏𝒆 𝒐𝒇 𝒄𝒐𝒅𝒆𝒔 𝒖𝒔𝒆𝒅

একটি Start-up এ বিনিয়োগ করতে গিয়ে একজন Investor কোন কোন বিষয়গুলোর সন্ধান করেন ?
11/10/2021

একটি Start-up এ বিনিয়োগ করতে গিয়ে একজন Investor কোন কোন বিষয়গুলোর সন্ধান করেন ?

Personal branding matters
05/10/2021

Personal branding matters

ঝুঁকি নিয়ে যদি কিছু করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপাপাশের মানুষ বরং আপনার থেকে বেশি কৃতিত্ব নেওয়া শুরু করে দিবে। উল্টোভা...
01/10/2021

ঝুঁকি নিয়ে যদি কিছু করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপাপাশের মানুষ বরং আপনার থেকে বেশি কৃতিত্ব নেওয়া শুরু করে দিবে। উল্টোভাবে ঝুঁকি নেওয়ার পর যদি কোন কারনে ব্যর্থ হন দেখবেন এর ১ ভাগ কেউ নিতে চাইবে না, বরং আপনি ব্যর্থ হবেন তারা আগে থেকেই জানতো এমন সুর মিলাবে।

🤣
12/09/2021

🤣

FREE_CLOUD_STORAGE👇
11/09/2021

FREE_CLOUD_STORAGE👇

That's a great suggestion.
10/09/2021

That's a great suggestion.

TOP FREE WEB HOSTING
09/09/2021

TOP FREE WEB HOSTING

Be Safe!!!!!!Read these and follow it strictly if you want your information to be private.
09/09/2021

Be Safe!!!!!!

Read these and follow it strictly if you want your information to be private.

Best_Programming_Resources👇
08/09/2021

Best_Programming_Resources👇

Address


Alerts

Be the first to know and let us send you an email when Abdulla Al Fahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdulla Al Fahad:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share