14/10/2025
এই বাংলাদেশ আগের মতো নেই।
এখন মানুষ জেগেছে—
বিক্রি হওয়ার দিন শেষ,
বিক্রির রাজনীতি শেষ।
ভোট এখন আত্মমর্যাদার প্রশ্ন,
ভোট এখন ন্যায়ের পক্ষে আওয়াজ তোলার অস্ত্র।
টাকার বান্ডিল দেখিয়ে আর মানুষকে ঠকানো যাবে না—
সচেতন জনগণ জানে, কার হাতে নিরাপদ থাকবে দেশ ও ভবিষ্যৎ।
#চানভাই
#নান্দাইল
#ফুলকপি