Free Fire Bangladesh Tournament Arena

  • Home
  • Free Fire Bangladesh Tournament Arena

Free Fire Bangladesh Tournament Arena We arrange tournament for players of the famous game Free Fire. Where you can earn MONEY as a winner or runners up from playing your FAVORITE game!

Don't wait up!!! Join our Facebook Group and participate and be the winner!!

10/08/2020
18/07/2020

We arrange tournament for players of the famous game Free Fire. Where you can earn MONEY as a winner or runners up from playing your FAVORITE game! Don't wait up!!! Join our Facebook Group and participate and be the winner!!

18/07/2020

Wath amigos Live!

We arrange tournament for players of the famous game Free Fire. Where you can earn MONEY as a winner or runners up from playing your FAVORITE game! Don't wait up!!! Join our Facebook Group and participate and be the winner!!

14/07/2020

আমাদের টুর্নামেন্টে রেজিস্ট্রেশনের পদ্ধতি। সামনের আসন্ন টুর্নামেন্টের দিন-ক্ষণ জানিয়ে দেওয়া হবে! ফ্রি ফায়ারের স্কিল ব্যাবহার করে জিতে নিতে পারবেন নগদ অর্থ পুরষ্কার!

(হেডফোন ব্যবহার করুন)

11/07/2020

আসসালামুআলাইকুম।
Free Fire গেমটি খেলায় আপনার স্কিল অসাধারণ? বন্ধুদের নিয়ে হারাতে পছন্দ করেন অন্য শক্তিশালী প্লেয়ারদের? দিনের অনেক সময় ব্যায় করছেন এই গেমে? ইনগেম টপ-আয়, ডায়মন্ড কিনতে গিয়ে পকেট খরচ শেষ? আপনাদের যাদের উত্তর 'হ্যাঁ' তাদের জন্য আমরা নিয়ে এসেছি Free Fire Bangladesh Tournament Arena! এখানে আপনারা আপনাদের স্কিল ব্যবহার করে জিতে নিতে পারেন নগদ এবং অন্যান্য পুরস্কার!!!


▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒বিস্তারিতঃ

Ϡ প্রথমত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে।
Ϡ টুর্নামেন্টের নির্ধারিত তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
Ϡ প্রতি টুর্নামেন্টে সর্বনিম্ন ২৫ টি Squad অংশগ্রহণ করতে পারবে, প্রতি টিমে ৪ জন করে প্লেয়ার থাকবে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার নির্ধারিত সময়ের আগেই অংশগ্রহণ করতে আগ্রহী সকলের আমাদের নির্ধারিত লিঙ্কে (গুগল ফর্ম লিঙ্কঃ https://forms.gle/Ap9BgLVoDiA2UYPN8) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
Ϡ প্রতি টুর্নামেন্টে শুধুমাত্র প্লেয়ারদের জন্য একটি নির্ধারিত গ্রুপ তৈরী করা হবে যেখানে টুর্নামেন্টে কোন টীমের খেলা কখন বা কার খেলা কার সাথে- এ জাতীয় আলোচনা করা হবে।
Ϡ যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল-আপ করবেন এবং এন্ট্রি ফী প্রদান করবেন সেই সকলটীমের লীডারদেরকে Secret Group-এ ইনভাইট করা হবে। রেজিস্ট্রেশন না করলে সেই গ্রুপে ইনভাইট করা হবেনা অর্থাৎ টুর্নামেনটে অংশগ্রহণ করতে পারবেনা।
Ϡ Guild leader নির্ধারণ করতে হবে যার মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করা হবে এবং বিজয়ীদের অর্থ পুরস্কার তাঁর বিকাশ একাউন্টেই পাঠানো হবে।
Ϡ টুর্নামেন্ট শেষ হবার পর ১০ থেকে ২০ মিনিটের মাঝে গিল্ড লিডারের বিকাশ একাউন্টে বিজিত টাকার এমাউন্ট পাঠানো হবে।


▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒এন্ট্রি ফি এবং পুরস্কারঃ

Ϡ ফর্ম ফিলাপের সময় এন্ট্রি ফি ৳৪০০, নির্ধারিত বিকাশ নাম্বারে নির্ধারিত সময়ের মধ্যে Send Money করতে হবে।
Ϡ চ্যাম্পিয়ন টিমের পুরস্কার ৳৩২০০ এবং রানার্স-আপ টিমের পুরস্কার ৳১৬০০। গিল্ড লিডারদের দেওয়া বিকাশ নাম্বারে টুর্নামেন্ট শেষের অল্প কিছু সময়ের মধ্যে উপরোক্ত পরিমাণ টাকা পাঠানো হবে।
Ϡ ফাইনাল ম্যাচের MVP/ Most Valuable Player/ ম্যান অফ দা ম্যাচের জন্য থাকবে ৫২০ Diamond পুরস্কার।
Ϡ ভবিষ্যতে অন্যান্য পুরস্কারের ঘোষণা পেইজ এবং গ্রুপে জানিয়ে দেওয়া হবে।


▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒টুর্নামেন্ট কিভাবে হবে?

Ϡ সর্বনিম্ন ২৫টি টিম অংশগ্রহণ করবে। এক গিল্ডের একাধিক টিম অংশগ্রহণ করতে পারবে।
Ϡ▒▒▒▒▒▒▒প্রথম রাউন্ডঃ (CLASSIC MATCH)
⨳ অ্যাামো, গ্লু ওয়াল, গ্রেনেড সহ সবকিছু লিমিটেড থাকবে, সাধারণ Rank/Classic ম্যাচের মত।
⨳ ২৫ জন থেকে ৫টি করে টিম সিলেক্ট করা হবে। (Random Selection)
⨳ ৫টি করে টিম একটি রুমে খেলবে।
⨳ এভাবে ২৫ টি টিম পর্যায়ক্রমে ৫টি রুমে খেলবে।
⨳ প্রত্যেক রুম থেকে First ও Second টিম পরের রাউন্ডে যাবে।
⨳ ৫টি রুমের সর্বমোট ৫টি First হওয়া টিম এবং ৫টি Second হওয়া টিম পরের রাউন্ডে যাবে। Third, Fourth এবং Fifth টিম বাদ পড়বে।
Ϡ ▒▒▒▒▒▒▒দ্বিতীয় রাউন্ডঃ (CLASH SQUAD)
⨳ অ্যাামো, গ্লু ওয়াল, গ্রেনেড সহ সবকিছু লিমিটেড থাকবে, সাধারণ Clash Squad/ Clash Squad Ranked ম্যাচের মত।
⨳ প্রথম রাউন্ডে ৫টি First হওয়া টিম এবং ৫টি Second হওয়া টিম এই রাউন্ডে খেলবে।
⨳ ঐ টিমগুলোর মধ্য থেকে যেকোনো টিমের সাথে যেকোনো টিমের খেলা হতে পারে। (Random Selection)
⨳ এভাবে ৫টি Clash Squad ম্যাচ অনুষ্ঠিত হবে।
⨳ পাঁচটি ম্যাচের ৫ জন বিজয়ী ফাইনাল খেলার জন্য তৃতীয় রাউন্ডে উঠবে। হেরে যাওয়া ৫টি টিম বিদায় নেবে।
Ϡ ▒▒▒▒▒▒▒তৃতীয়/ ফাইনাল রাউন্ডঃ (CLASSIC MATCH)
⨳ অ্যাামো, গ্লু ওয়াল, গ্রেনেড সহ সবকিছু লিমিটেড থাকবে, সাধারণ Rank/Classic ম্যাচের মত।
⨳ এই ম্যাচের বিজয়ী চ্যাম্পিয়ন ঘোষিত হবে এবং প্রথম পুরস্কারের জন্য মনোনীত হবে এবং Second হওয়া টিম রানার্স-আপ ঘোষিত হবে এবং দ্বিতীয় পুরস্কারের জন্য মনোনীত হবে।



▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒Rules & Regulation/ নিয়ম কানুনঃ

Ϡ কোনো প্রকার প্রতারণা, হ্যাকিং এর প্রমাণ পাওয়া গেলে, বা সন্দেহ হলে সেই টুর্নামেন্টের জন্য সেই গিল্ড এবং তাঁর মেম্বারদের disqualify/অযোগ্য ঘোষণা করা হবে এবং তাদের প্রদত্ত এন্ট্রি ফি অফেরতযোগ্য বিবেচিত হবে। পরবর্তী টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ থাকবে তবে পুনরায় একই কারণে দোষী হলে তাদের এন্ট্রি পার্মানেন্ট ব্যান করা হবে।
Ϡ ফর্ম ফিল-আপের মাধ্যমে রেজিস্ট্রেশনের পর নির্ধারিত সময়ের পূর্বে বিশেষ কারণে বিশেষ বিবেচনায় এন্ট্রি ফি রিফান্ড করা হবে। এক্ষেত্রে নিয়োজিত এডমিনদের সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে।
Ϡ একান্ত বিশেষ কারণে টুর্নামেন্ট পেছানো হলে বা বর্জন করা হলে এন্ট্রি করা প্রত্যেক টীম তাদের এন্ট্রি ফি ফেরত পাবে।
Ϡ সকলের প্রতি সম্মান প্রদর্শন ও মার্জিত ভাষার ব্যাবহার কাম্য। কোনো প্রকার কমপ্লেইন অথবা সাজেশন থাকলে এডমিনদের সাথে যোগাযোগ সাদরে আমন্ত্রিত।

27/06/2020
27/06/2020
27/06/2020

Address


Telephone

+8801748035579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Fire Bangladesh Tournament Arena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share