25/02/2023
লাইফে আপনার একটাই কনসার্ন হওয়া উচিত ‘টাকা’। আপনার ভালো মানুষ হওয়ার দরকার নাই, ট্যালেন্ডেড হবারও দরকার নাই, কনসেপ্ট ক্লিয়ার আপনার হইতে হবে ধনী।
কাউরে একটা লাত্থি মাইরা তার মুখে এক বান্ডিল টাকা ছুইড়া মারবেন, সে আপনার মুর্তি বানায়ে পুজো করবে। টাকা ব্যতীত আপনার সকল অবদান মূল্যহীন। আবার কখনও দুহাতে টাকা দিয়েছেন এখন আপনার নেই, না দাদা তা হবেনা, আপনার দিয়েই যেতে হবে।
সম্মান, অবস্থান, ভালবাসা, মূল্যায়ন সব টাকা দিয়ে কেনা যায়। যারা বলে যায়না তাদের মুখেও এক বান্ডিল ছুড়ে মারুন, মুখ বন্ধ হয়ে যাবে।