27/11/2024
ধরুন আপনি একটা গেমের টুর্নামেন্টে অনেকদিন যাবত কমেন্ট্রি করছেন!
এই ব্যাপারটা ফ্যামিলি রিয়ালাইজ করলো প্রায় ১ বছর পর।।
আপনি যে কাজটা করছেন সেটা খারাপ কিছু নয় এবং আপনার মা-বাবা তার চারপাশের মানুষ কিংবা আত্মীয়দের কাছে এই ব্যাপারটা গর্বের সঙ্গে বলতে দ্বিধাবোধ করেনা।
আপনার বাবা-মা সবার কাছে আপনার নতুন একটা পরিচয় দিয়ে বলে যে তার ছেলে/মেয়ে গেমে কমেন্ট্রি/ধারাভাষ্য দেয়, লাইভে অনেক মানুষ তাকে দেখে, সবাই তখন আপনাকে পজিটিভলি সাপোর্ট করে।।
কিন্তু হঠাৎ একদিন আপনি এমন একটি টুর্নামেন্টে কমেন্ট্রি করছেন, যেখানে বিনা দোষে একাধিক মানুষ প্রচুর হেট কমেন্ট ((🔸মা তুলে অকথ্য ভাষায় গালি🔸)) দিচ্ছে; ঠিক একই সময়ে পাশের রুমে বসে থাকা আপনার মা-বাবা যারা আপনার কার্যক্রমে গর্বিত কিংবা দূরে কোথাও থাকা আত্মীয় যখন সেই লাইভ স্ট্রিমটা আগ্রহের সঙ্গে দেখছে।।
১. আপনি তাদের সন্তান হয়ে ব্যাপারটা কিভাবে নিবেন?
২. আপনার বাবা-মা পাশের রুমে বসে ব্যাপার টা কিভাবে নিবে?
৩. দূরে বসে লাইভ দেখা আত্মীয় আপনার বাবা মায়ের গর্বের ছেলে/মেয়ে টা কে কি ভাবছে?
এই ৩ টা প্রশ্নের উত্তর ভাবুন, ভাবতে থাকুন। ভাবনা শেষ হলে ঘুমিয়ে পড়ুন।। 🤷