JOY BRO 五

JOY BRO 五 Streamer | E-Sports Caster | Analyst
Official Caster at Garena Free Fire 🇧🇩

দুনিয়াটা বড্ড স্বার্থপর, দিনশেষে সবাই নিজের ডিকটাই দেখে!
02/10/2025

দুনিয়াটা বড্ড স্বার্থপর, দিনশেষে সবাই নিজের ডিকটাই দেখে!

আজকের দিনটা বিশেষ, তবে বিশেষ দিনগুলোতে পরিবার পরিজনকে ছাড়া থাকাটা যেনো অভ্যাসে রূপান্তর হয়ে গিয়েছে।আজকে মা'কে অনেক মি...
02/10/2025

আজকের দিনটা বিশেষ, তবে বিশেষ দিনগুলোতে পরিবার পরিজনকে ছাড়া থাকাটা যেনো অভ্যাসে রূপান্তর হয়ে গিয়েছে।

আজকে মা'কে অনেক মিস করছি প্রচুর।
আমি ততদিন বাঁচতে চাই, যতদিন আমার মা থাকবে।

শুভ বিজয়া।। 🖤

01/10/2025

শক্তি দাও বিধাতা!

স্টেজে দাঁড়িয়ে আপনাদের ভালোবাসা পেতে যেমন ভাল্লাগে,ঠিক তেমনি আপনাদের হাতে কাগজ প্রিন্টের টিম লোগো দেখতেও ভাল্লাগে।। খু...
29/09/2025

স্টেজে দাঁড়িয়ে আপনাদের ভালোবাসা পেতে যেমন ভাল্লাগে,
ঠিক তেমনি আপনাদের হাতে কাগজ প্রিন্টের টিম লোগো দেখতেও ভাল্লাগে।।

খুব দ্রুতই দেখা হচ্ছে আপনাদের প্রাণের শহরে! বলুন তো কোথায়?

অনেককেই কথা দিয়েছিলাম দেশসেরা স্নাইপারকে সঙ্গে নিয়ে আসবো, জানিনা রাখতে পারব কিনা সেই কথা! তবে চেষ্টা থাকবেই।।💝

সবাই প্রস্তুত হয়ে যান!⚡

28/09/2025

আসেন সবাই আড্ডা দেই! ❤️

Disclaimer -

The characters in this video are imaginary and No one harmed while recording this video
It is not intended to hurt emotions and sentiments of anyone either.
This is solely for the purpose of entertainment.

Livestream is entertainment purpose only.

28/09/2025

FFWS BD 2025 এর নকআউট পর্বের সমাপ্তি হলো আজ।

এই আসরের প্রতিটি দিন ছিল ড্রামাটিক।

দলগুলো নিজেদেরকে ভেঙে গড়ার চেষ্টা করেছে বারবার।

আজ নকআউট পর্বের শেষ দিনে এসেও যাদের ভাগ্য সহায় হলো না, তাদের প্রতি আমার অনুরোধ - ভেঙে পড়বেন না। জানি আমার কথাগুলো খুবই তুচ্ছ আপনাদের কাছে।।

আপনাদের শান্তনা দেবার ভাষা আমার নেই, তবে আপনারা স্যালুট ডিজার্ভ করেন।

ইনগেম FFC MODE কোয়ালিফাই করে নিজেদের প্রমাণ করেছেন, এটা মোটেও ছোট কিছু নয়। আপনারা বারংবার দেখিয়েছেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।।

আমার দৃঢ় বিশ্বাস, সৃষ্টিকর্তা আপনাদের নিরাস করবেন না। সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে কখনোই নিরাস করেন না। ধৈর্য্য ধারন করুন।।

আবারো সময় আসবে ঘুরে দাঁড়ানোর। ততদিন পর্যন্ত নিজেকে শক্ত রাখুন। ❤️

ভালোবাসা নিবেন -
Tensai Esports
Team Infinity
Straw Hats Esports
Nova Knight
From The Future
Team Error Unite

Thanks a lot RBN bhai. 🖤
26/09/2025

Thanks a lot RBN bhai. 🖤

These two are gonna be my favorite casters! Honestly, onno sobar theke onek onek better, especially the female one, jototuku shunlam, she’s way ahead of many others!!

দাদা তো একটাই রে পাগল। 🖤আবারো দেখা হবে দুইভাই একসাথে, নতুন ঠিকানায়। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক দাদা। Illusionist YT
26/09/2025

দাদা তো একটাই রে পাগল। 🖤
আবারো দেখা হবে দুইভাই একসাথে, নতুন ঠিকানায়।

সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক দাদা। Illusionist YT

মৌলভীবাজারী বাই অখল, তুমরা সবাই খই! 🌱গ্রান্ড ফাইনালের মঞ্চ আর সিট প্রস্তুত, সবাই জলদি চলে আসো।।🖤📜 FREE FIRE REGIONAL MAD...
24/09/2025

মৌলভীবাজারী বাই অখল, তুমরা সবাই খই! 🌱
গ্রান্ড ফাইনালের মঞ্চ আর সিট প্রস্তুত, সবাই জলদি চলে আসো।।🖤

📜 FREE FIRE REGIONAL MADNESS - IMPACTx Productions
📍 মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।

আগেভাগে ফাইনালে উঠে বসে থাকতে কি এদের বোরিং লাগেনা?অভিনন্দন টপ ১ (না মানে FFWS BD এর ফাইনালে কোয়ালিফাই হওয়া প্রথম দল আ...
21/09/2025

আগেভাগে ফাইনালে উঠে বসে থাকতে কি এদের বোরিং লাগেনা?

অভিনন্দন টপ ১ (না মানে FFWS BD এর ফাইনালে কোয়ালিফাই হওয়া প্রথম দল আরকি 🤪)
RedHawks 🎖️

একইসাথে অভিনন্দন জানাই ফাইনালে কোয়ালিফাই করা দল Reflex United কে ও! 🖤

ইচ্ছে থাকলেই উপায় হয়! পিসি থেকে মোবাইলে কিংবা কাস্টার ডেস্ক থেকে গেমে, চাইলেই সম্ভব।😶‍🌫️•ছেলেটা সত্যিই ডেডিকেটেড! শুভ ...
20/09/2025

ইচ্ছে থাকলেই উপায় হয়!
পিসি থেকে মোবাইলে কিংবা কাস্টার ডেস্ক থেকে গেমে, চাইলেই সম্ভব।😶‍🌫️

ছেলেটা সত্যিই ডেডিকেটেড! শুভ কামনা ব্রো!💝

20/09/2025

FFWS Bangladesh 2025 Week 2 নকআউট স্টেজ Day 2 এখন লাইভ হয়েছে!
ব্যাটেল রয়্যাল গ্র্যান্ড ফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিতকারী প্রথম দুটি টিম হতে চলেছে কারা?

Address


Alerts

Be the first to know and let us send you an email when JOY BRO 五 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share