23/08/2021
Freelancing কে যদি অনেক তরুণ তাদের মূল পেশা বানিয়ে নিতে পারে তবে Gaming কে কেন নয়। বর্হিবিশ্বে যেখান Gaming উঠে এসেছে এক অন্য উচ্চতায়, আমাদের দেশে এখনো মুখ থুবরে মাটিয়ে ফেলে রাখার ব্যাবস্থা করা হচ্ছে। eSports সস্পর্কে যারা ন্যুনতম জ্ঞান রাখে তাদের হয়তো নতুন করে বোঝানোর প্রয়োজন পরবে না গেমিং করেও প্রচুর টাকা উপার্জন করা সম্ভব।কোন কোন দেশে দিয়ে ইস্পোর্টস এর উপরে পড়ালেখা করে ডিগ্রী অর্জন সম্ভব!
সম্প্রতি PUBG Mobile Game টি ব্যান করার রায় দেয়া হয় High Court থেকে। এতে করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমাদের দেশের তরুন কিছু গেমার্স। গেম এবং Streaming করেই যারা মূলত উপার্জন করে থাকেন। এটা কোন অন্যায় নয়, এটা কোন ক্ষতির কারণ নয়। উল্লেখ্য এই সমস্ত গেমিং প্রতিযোগীতায় ১৬ বছরের নিচে কেউ অংশগ্রহণ করতে পারেন না।
আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সরকারের কাছে শান্তিপূর্ণভাবে আবেদন জানাচ্ছি যে পাবজি মোবাইল ব্যান না করা হোক। করোনাকালীন সময়ে পাবজি মোবাইল ছিল আমাদের বিনোদন, সময় কাটানো ও অর্থ আয়ের মাধ্যম।
পাবজি মোবাইল এর মাধ্যমে আমি এখন স্ট্রিমিং করি অথবা সময় পাস করি অথবা খারাপ সঙ্গ থেকে দূরে থাকি।
সুতরাং সবার কাছে বিনীত অনুরোধ আপনারা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে পাবজি মোবাইল ব্যান না করা হোক তার জন্য আবেদন করুন। আশা করি আমাদের সম্মিলিত চাওয়া উপরমহলের সিদ্ধান্তকে একটু হলেও ভাবিয়ে তুলবে।
শুরু হোক শান্তিপূর্ণ প্রতিবাদ।
If the youths can take freelancing as their main profession why not gaming! While the gaming is getting a higher priority in the world, our country is crashing our gaming future into the ground. People who have a minimum knowledge of Esports, this is no wonder to them that gaming is one of the great sources of earning money. Even in many countries one can study in esports!
Recently Bangladesh high court has banned PUBG Mobile for three months, actions are being taken. PUBG Mobile is only earning source for many gamers. Being respectful to the high court’s decision, this will cut deep our thousands of gamers’ Dreams & future growth of many possibilities.
As a concerned citizen of Bangladesh, I urge Bangladesh govt. not to ban PUBG Mobile. During the corona Pandemic, it has been a great source of entertainment, pastime and earning money.
PUBG Mobile helps me to stay away from bad habits as well as bad company. It also helps to keep me sane and focused. I have made a lot of virtual friends who I talk when I feel alone and depressed.
So, I request all of you to urge Bangladesh govt. not to ban PUBG Mobile. I hope our collective efforts will help higher authority to reconsider their decision.
Let’s being peaceful protest!
*Please share this post from your personal profile if you care to save our gaming future.