Silker rajshahi - সিল্কের রাজশাহী

  • Home
  • Silker rajshahi - সিল্কের রাজশাহী

Silker rajshahi - সিল্কের রাজশাহী রাজশাহীর ঐতিহ্য ও উন্নয়ন

Silker rajshahi - সিল্কের রাজশাহী

কারো কিছু বলার আছে
17/12/2023

কারো কিছু বলার আছে

17/12/2023

নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি 😎
আপনাদের দোয়া ও সহযোগীতা একান্ত কাম্য 🙏
কেউ পার্টনার হতে চাইলে কমেন্ট করে জানাবেন!
আমার বেশ কিছু কর্মি লাগবে.. 🙋‍♀️🙋‍
অভিজ্ঞতার প্রয়োজন নেই.. কয়েকদিন আমি ট্রেনিং করিয়ে নিবো হাতে পায়ে...
পদের নাম :- ভিক্ষা করা 😜

গত দেড় মাস ধরে আন্দোলনের নামে শত শত বাস পুড়ায়ে পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের জীবন্ত পুড়িয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার ...
13/12/2023

গত দেড় মাস ধরে আন্দোলনের নামে শত শত বাস পুড়ায়ে পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের জীবন্ত পুড়িয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আজকে রেললাইনও তারাই কেটেছে, কারণ এর আগেও ৪-৫বার রেললাইন ও ট্রেনে আগুন লাগিয়েছে তারা, সৌভাগ্যবশত কেউ হতাহত হয় নাই৷ তো যারা স্রেফ নিজেদের ক্ষমতায় যাবার স্বার্থে সাধারণ মানুষের জানমাল ধ্বংস করে ও পুড়িয়ে মা রে, তারা দেশের শত্রু এবং জনগণের শত্রু।

সকলের নাস্তার দাওয়াত 🤭🤭
12/12/2023

সকলের নাস্তার দাওয়াত 🤭🤭

সাংবাদিকদের কিছু বলার নাই
06/12/2023

সাংবাদিকদের কিছু বলার নাই

02/12/2023

হাস্যরসের #উগান্ডা ও উগান্ডা #ক্রিকেট !!! _ Silker rajshahi - সিল্কের #রাজশাহী

ইহাই রাজশাহী 🥰🥰🥰🥰🥰
27/11/2023

ইহাই রাজশাহী 🥰🥰🥰🥰🥰

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী।
27/11/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী।

তুরস্ক থেকে আনা সুদৃশ্য ও দৃষ্টিনন্দন পোল ও সড়কবাতির আলোয় আলোকিত হলো রাজশাহী মহানগরীর একটি সড়ক। নগরীর তালাইমারী মোড় থেকে...
27/11/2023

তুরস্ক থেকে আনা সুদৃশ্য ও দৃষ্টিনন্দন পোল ও সড়কবাতির আলোয় আলোকিত হলো রাজশাহী মহানগরীর একটি সড়ক। নগরীর তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত সড়কটি সুদৃশ্য ও দৃষ্টিনন্দন পোলে সড়কবাতিতে আলোকায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত আলোকায়নের উদ্বোধন করা হয়েছে নগরীর বিহাস এলাকায়।

গোধুলীর আলোয় রাজশাহী নগরী
25/11/2023

গোধুলীর আলোয় রাজশাহী নগরী

তেরোখাদিয়া রাজশাহী ।সম্ভাব্য ডিজাইন 2030ভারত ও বাংলাদেশ যৌথভাবেক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ।
25/11/2023

তেরোখাদিয়া রাজশাহী ।
সম্ভাব্য ডিজাইন 2030
ভারত ও বাংলাদেশ
যৌথভাবে
ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ।

শীতের সকালে উষ্ণ রোদের বিচ্ছুরণ....
22/11/2023

শীতের সকালে উষ্ণ রোদের বিচ্ছুরণ....

ফিফা বিশ্বকাপ যদি ভারতে হয় 🐸
21/11/2023

ফিফা বিশ্বকাপ যদি ভারতে হয় 🐸

15/11/2023

ধাঁধা প্রশ্নঃ পড়াশোনায় দিচ্ছো না তো ফাঁকি , বলতো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকি ?

Awesome 🥀
09/11/2023

Awesome 🥀

05/11/2023
সিদ্ধান্ত আপনার!
05/11/2023

সিদ্ধান্ত আপনার!

31/10/2023

এবারের বিশ্বকাপে সেরা দলের নাম বলে যান

১ নেদারল্যান্ড
২ আফগানিস্তান

14/10/2023

তামিম ইকবাল হুদাই ইগো দেখালো।
ওপেনিং আর ৩-৪ নাম্বারের মধ্যে ডিফারেন্স
মাত্র ৫ মিনিটের!

রাজশাহী মানেই রাজকীয় 🖤🥰- Collected
13/10/2023

রাজশাহী মানেই রাজকীয় 🖤🥰
- Collected

জাদুঘরের দেয়ালে টাঙ্গিয়ে রাখার মতো একটা ছবি। প্রিয় সব অভিনেতা- অভিনেত্রী এক ফ্রেমে। চোখের শান্তি। ❤️
30/09/2023

জাদুঘরের দেয়ালে টাঙ্গিয়ে রাখার মতো একটা ছবি। প্রিয় সব অভিনেতা- অভিনেত্রী এক ফ্রেমে। চোখের শান্তি। ❤️

ম্যানেজার লাগবেপদঃ ১ জন।যোগ্যতাঃ- সদাহাস্যজ্বল ও সুন্দর আচরণ করতে হবে।- SSC and HSC A+- IELTS  minimum score 7.5 - ডাক্ত...
27/09/2023

ম্যানেজার লাগবে
পদঃ ১ জন।
যোগ্যতাঃ
- সদাহাস্যজ্বল ও সুন্দর আচরণ করতে হবে।
- SSC and HSC A+
- IELTS minimum score 7.5
- ডাক্তার কিংবা ফার্মাসিস্ট প্রাধান্য পাবে।
- দেখতে ফর্সা।
- উচ্চতা কমপক্ষে ৬ ফিট
- চেহারা বলিউডের নায়কদের মত হতে হবে।
- সিক্স প্যাক বডিবিল্ডার হতে হবে।
- অনর্গল ইংলিশে কথা বলতে জানতে হবে।
- ঘন চাপ দাড়ি থাকতে হবে।
- ক্যাটস আই হতে হবে।
- ভদ্র হতে হবে।
- গান জানলে ভালো (কাস্টমারকে মাঝে মাঝে গান শুনাবে)।
বেতনঃ ৬০০০ টাকা প্রতি মাস।
আর ৬৫০০ টাকা প্রতি মাস (মাস্টার্স বা পিএইচডি ডিগ্রী থাকলে )
ডিউটিঃ সপ্তাহে ৭ দিন সকাল ৯ টা থেকে রাত ১২ টা।

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ ...
25/09/2023

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ হলো, হার্টবিট বেড়ে যেতো।

অতঃপর হাসিমুখে উপস্থিত হতেন সুন্দরি উপস্থাপিকা।
আমন্ত্রণ জানাচ্ছি পূর্নদৈঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য, আমাদের আজকের ছায়াছবি......... শ্রেষ্টাংশে.......!

বুক ধকধক করতো, উত্তেজনায় প্রায়ই ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না!

শুক্রবার আসলেই সে কী ব্যস্ততা। চারপাশের সবাই ৩.০০ টার আগে কাজ শেষ করতেন। কারণ ৩.০০ টায় ছবি। আর ৮:৩০ বেজে উঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ।
উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লায়লার অপেক্ষা। বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে, আলিফ লায়লা শুরু হবার খবর নাই। ধৈর্য্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেতো সেই প্রিয় মিউজিক। শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন। just কাহিনীতে মনযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময়। তবু আনন্দের শেষ নেই!

এখনও সব আছে কিন্তু আর বুকে কাঁপন তুলে না। সেই উপস্থাপিকা ও আছেন, হয়তো আজ তার লিপিস্টিক আরো কড়া হয়েছে। তিনি এখনও আমন্ত্রণ জানান, কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনযোগী করে না। ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না। এখনকার পিচ্চিরা হয়তো আলিফ লায়লার নামও জানেনা। একসাথে ৩০/৪০ জন মিলে টিভি দেখার কল্পনা ও করা যায় না।

শুক্রবার আসে, চলে যায়, সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে, কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলে গেছে!

টেন মিনিট সময় নিয়ে!মসজিদে গিয়ে করো হালাল বিয়ে!এরপর নাচো আর গাও!ফুর্তিই ফুর্তি! ডিজে পার্টি দিয়ে!
18/09/2023

টেন মিনিট সময় নিয়ে!
মসজিদে গিয়ে করো হালাল বিয়ে!
এরপর নাচো আর গাও!
ফুর্তিই ফুর্তি! ডিজে পার্টি দিয়ে!

জাওয়ান মুভি দেখলাম। সিনেমাটির গল্প অতি সাধারণ হলেও গল্পের প্রতিটি প্লট হাই ইনটেন্স সামাজিক অস্থিরতায় ঘেরা।গল্পে শাহরুখ ত...
12/09/2023

জাওয়ান মুভি দেখলাম।

সিনেমাটির গল্প অতি সাধারণ হলেও গল্পের প্রতিটি প্লট হাই ইনটেন্স সামাজিক অস্থিরতায় ঘেরা।

গল্পে শাহরুখ তার সহকর্মীকে লুকিয়ে বিয়ে করে সংসার করে এবং তাদের একটি বাচ্চা হয়। একসময় তার বউ একটি নিউজ চ্যানেলে এসে সংবাদ সম্মেলন করে তাদের বিয়ে এবং বাচ্চার সম্পর্কে সবাইকে জানিয়ে দেয়। এই ঘটনার পরে, শাহরুখ ব্যথিত হৃদয় নিয়ে তার বউকে তালাক দিয়ে দেয়।

এর কয়েক বছর পর আরেক সহকর্মীকে একই ভাবে বিয়ে করে। এমত অবস্থায় শাহরুখ তার প্রথম স্ত্রীর সন্তানের জন্মদিনে এটেন্ড করে। রাগে, হিংসায় দ্বিতীয় স্ত্রী ফেসবুকে বড় পেটের ছবি ছেড়ে দেয়। এরপর তাকেও তালাক দেয়।

এতকিছুর পরেও শাহরুখ দুই বউ নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। এই টানটান সামাজিক অস্থিরতা পূর্ণ গল্পের শেষে, শাহরুখ দ্বিতীয় স্ত্রীর সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দেয়...

Again Congratulations Mohammad Naim Sheikhfor 1st ODI Hundred.
06/09/2023

Again Congratulations Mohammad Naim Sheikh
for 1st ODI Hundred.

ভাইরে ভাই,আমি ২৫ বছরেও এত ম্যাচিউর হতে পারলাম না ☹️
05/09/2023

ভাইরে ভাই,আমি ২৫ বছরেও এত ম্যাচিউর হতে পারলাম না ☹️

congratulations Mohammad Naim Sheikhfor 1st ODI Hundred.
03/09/2023

congratulations Mohammad Naim Sheikh
for 1st ODI Hundred.

ঘটনা সত্যি 😭😭😭
01/09/2023

ঘটনা সত্যি 😭😭😭

29/08/2023

বাসা ভাড়া নিতে গেছিলাম। বাড়িয়ালা জিজ্ঞেস করে কি করেন, ছাত্রলীগ নাকি ছাত্রদল?
কি যে উত্তর দিবো বুঝতে পারিনি.

12/08/2023


প্রতিদিন ভোর ৪/৫ টার মধ্যে বুয়া আসে রান্না করতে গ্যাস থাকেনা তাই, আর আমাদের অফিস আছে তাই,সব সময় দেখি বুয়ার সাথে বুয়ার স্বামিও আসে,শুধু ভোরে না প্রতি বেলাতেই স্বামীকে নিয়ে আসে,উনার স্বামীও বুয়াকে কাজে সহয়তা করেন,আজকে কথার ছলে জিজ্ঞাসা করলাম খালামনি, আংকেল সব সময় তোমার সাথে আসে কেনো তুমি কি একা ভয় পাও? উনি মুচকি হেসে বললেন, গরিব মাইনসের ডর কিসের,তোমার মামুর সাথে আমার লাইন আছিল ৪ বছর, সংসার করসি ৩০ বছর,৩৫ বছর ধইরা আমারে চোখের আড়াল করেনা, অবাক হয়য়ে জিজ্ঞাসা করলাম এতো ভালোবাসে কেনো? তারপর উনার উত্তর,আমগো বিয়ার এক বছর পর তোমার মামুর টাইফয়েড জ্বর হইছিল,কামাই রুজি আছিলোনা, গরিব মানুষ কেমনে কি করমু,বাপের বাড়িতে জায়গা বেইচ্চা চিকিৎসা করি,তখন তোমার মামু আমার গা ছুয়া কসম করছিলো আমারে জিবনেও ছাইড়া যাইতোনা,
আসলে উনাদের ভালোবাসার উদাহরণ দেওয়ার ভাষা আমার নেই একে অপরের পাশে থাকাই হলো ভালোবাসার প্রমান, কিভাবে বুঝবেন আপনি সত্যিকারের প্রেমে পড়েছে?যখন ভালোবাসার মানুষ্টি ছাড়া দুনিয়াতে আর কাউকেই ভালো লাগবেনা, সারাক্ষন তাকে নিয়েই ভাববেন,মনে হারানোর ভয় থাকবে, আর প্রচুর যত্ন নিবেন,এইগুলাই মুলত ভালোবাসার উদাহরণ।
তবুও বলছি ভালবাসা এমনি হওয়া উচিত।❤️

©সংগৃহীত

31/07/2023

দেখি কার লোকজন বেশি, কে জিতবে
১. খালেদা জিয়া
২. শেখ হাসিনা

এই মসজিদ কেউ চিনেন?
16/07/2023

এই মসজিদ কেউ চিনেন?

বাংলাদেশের আকাশে দেখা গেল রহস্যময় আলোর মালা, Starlink Satellite Chain Seen From Bangladesh, SpaceX
16/07/2023

বাংলাদেশের আকাশে দেখা গেল রহস্যময় আলোর মালা, Starlink Satellite Chain Seen From Bangladesh, SpaceX

11/07/2023

এভাবেই বাংলাদেশের মেয়েরা সব খেলাতেই হতাশ করে !🤣
😥😥

গর্ভে আসিবার আগে দৌঁড়াইলো মাটিতে৮ জুলাই আগামী কাল। পাউরুটি গতকালের।👉মানে উৎপাদন তারিখের দুই দিন আগেই বাজারে পৌঁছে গেল!কে...
09/07/2023

গর্ভে আসিবার আগে দৌঁড়াইলো মাটিতে

৮ জুলাই আগামী কাল। পাউরুটি গতকালের।
👉মানে উৎপাদন তারিখের দুই দিন আগেই বাজারে পৌঁছে গেল!
কেমনে, কেমনে, কেমনে সম্ভব???

(collected, ৭ তারিখের পোস্ট)

বাদ দেন ভাই, বেডি মানুষ😁😁😁
09/07/2023

বাদ দেন ভাই, বেডি মানুষ😁😁😁

Address


Alerts

Be the first to know and let us send you an email when Silker rajshahi - সিল্কের রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silker rajshahi - সিল্কের রাজশাহী:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Islam For ManKind

আমাদের দীন প্রচারের মাধ্যম সমূহ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আঙ্গিকে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন!