UpdateNews30.com

  • Home
  • UpdateNews30.com

UpdateNews30.com UpdateNews30.com

06/05/2023

দর্শক যুবলীগ নেতা মরহুম জামাল হোসাইন এর হত্যাকাণ্ডের এবার টার্গেট কার দিকে।

কুমিল্লার বৃহত্তর দাউদকান্দি বর্তমান তিতাস উপজেলা ১৯৯১ থেকে বর্তমান ২০০২৩।

১৯৯১ সালের সেপ্টেম্বরে তিতাস তৎকালীন বৃহত্তর দাউদকান্দি উপজেলার জিয়ার কান্দি গ্রামে দলীয় কোন দলের জেল ধরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মরহুম রিয়াজউদ্দিন মোল্লা।

১৯৯৬ সালে মরহুম নুরুজ্জামান চেয়ারম্যানের ছেলে আল ইমাম রমজানের ঈদের তিন দিন পূর্বে নিজ বাড়িতে স্বয়ং কক্ষে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

১৯৯৭ সালের পহেলা জুলাই গৌরীপুর বাজারে জিআরকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মরহুম নুরুজ্জামান চেয়ারম্যান কে বিনা দুপুরে প্রকাশ্যে গুলি করে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঐদিন তার বড় ছেলে শাহ আলম কেউ পিটিয়ে কুপিয়ে আহত করা হয়েছিল।

১৯৯৮ সালে মরহুম নুরুজ্জামান চেয়ারম্যান এর বড় ছেলে শাহ আলম কে গুম করা হয়েছে আজও পর্যন্ত তার কোন খোঁজ খবর হ দিস পাওয়া যায়নি।

১৯৯৮ সালের পহেলা ডিসেম্বর মরহুম নুরুজ্জামান চেয়ারম্যান এর বড়ভাই মরহুম নজরুল ইসলামের একমাত্র বড় ছেলে খোকনকে ঢাকা-চট্টগ্রাম মহাসকের গোমতা এলাকায় ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়। মরহুম নুরুজ্জামান চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনার পর জিয়ারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নুরুজ্জামান চেয়ারম্যানের ছোট ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম।

২০১১ সালের তেশরাই এপ্রিল রাতে আড়াইহাজারে বন্দুকযুদ্ধে রেবের হাতে নিহত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম।

২০০৮ সালের ২৮ শে জুলাই নিখোঁজ হয়ে একই বছরের একই মাসের ৩০ শে জুলাই দাউদকান্দি তিতাস দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীতে বাসমান অবস্থায় পাওয়া যায় তিতাস উপজেলা শ্রমিক দলের সভাপতি বদিউল আলম ভুইয়া। গোমতি নদীর কদমতলী এলাকা থেকে হাত পা বাধা অবস্থায় বৌদিউলের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।

২০১৪ সালের ক্যাটা বৃদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী রেজাউল করিম সেন্টু। তিতাস উপজেলার হারাই কান্দি গ্রামের স্থানীয় বাহার গ্রুপ ও ইব্রাহিম গ্রুপের মধ্যে সংঘর্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

২০১৫ সালের ২২ শে মে রাতে তিতাস উপজেলার হায়দর কান্দি স্থানীয় বাহার গ্রুপ ও ইব্রাহিম গ্রুপের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের সমর্থক শাহ আলম কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।

২০১৬ সালের ২৮ শে মে ইউপি নির্বাচনের দিন প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয় তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিনকে।

২০১৬ সালের নভেম্বরের ৮ তারিখ সকালে কুমিল্লায় হাজিরা দিতে যাওয়ার পথে গৌরীপুর বাস স্ট্যান্ড মরে গুলি করে ও নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয় জিয়ার কান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মনির হোসেন সরকার এবং তার সাথে ঢাকা মহিউদ্দিন নামের এক যুবককে।

২০১৭ সালের পহেলা এপ্রিল দাউদকান্দির গৌরীপুর জিয়ারকান্দি গোমতি ব্রিজের দক্ষিণ পার্শ গৌরীপুর হোমনা সড়কে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় মরহুম মনির চেয়ারম্যান হত্যাকান্ডের দুই আসামী মোহাম্মদ আলী ও আবু সাঈদ নামের দুই যুবককে।

২০১৫ সালের ১৫ই মে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও তিতাস উপজেলা জগতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে দুই পক্ষের সংঘষে ছাত্রলীগ নেতা মোঃ মাসুম সরকারক নিহত হন।

২০১৮ সালের ২৬ শে মার্চ রাতে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাজী মনিরকে। তিনি জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

২০২২ সালের ৬ ডিসেম্বর দুপুরে দুই পক্ষের সংঘর্ষে নিশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় মানিকান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে যুবলীগের নেতা মোঃ জহিরুল ইসলাম কে।

২০২৩ সালের ৩০শে এপ্রিল রাতে এশার নামাজ পড়তে যাওয়ার পথে ভাড়া বাসার সামনেই তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক জামাল হোসেনকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার বোরখা পড়ে তিনজন গুলি করে নৃশংসভাবে হত্যা করে।

প্রিয় বৃহত্তর দাউদকান্দি এলাকাবাসী আপনাদের নিকট প্রশ্ন ১৯৯১ সন থেকে ২০২৩ পর্যন্ত যতগুলো হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডগুলোর স্বীকার যারা হয়েছেন এবং তাদেরকে যারা হত্যা করেছেন সকলেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি অথবা বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন।

আওয়ামী লীগের কাউকে হত্যা করেছেন আওয়ামী লীগেরই কেউ না কেউ অথবা বিএনপি'র কাউকে হত্যা করেছেন বিএনপি' দলের কেউ না কেউ।
অথবা আওয়ামী লীগের কেউ না কেউ হত্যা করেছেন বিএনপি'র কাউকে হতে পারে বিএনপি'র কেউ হত্যা করেছেন আওয়ামী লীগের কাউকে।

কিন্তু অপরাজনীতির ফলে তিতাস দাউদকান্দি এলাকার অনেক যুবক অনেক তরুণ অনেক নেতা অকালে প্রাণ হারিয়েছেন এটাই সত্য।

কিন্তু যেই গ্রুপ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছেন হত্যাকাণ্ডে জড়িত এমন কাউকে কি দল থেকে বহিষ্কারের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে নাকি যারা হত্যাকাণ্ড করেছেন তাদেরকেই শক্তি হিসেবে রাজনীতিবিদরা তাদের পিছনে দাঁড় করিয়ে রাজনৈতিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ক্ষমতার মসনদে বসে আছে? যদি কোন রাজনীতিবিদ কোন হত্যাকারীকে তার পিছনে রেখে রাজনীতি কর্মকান্ড চালিয়ে যান তাহলে ওই রাজনীতিবিদ কখনোই ভালো কোন রাজনীতিবিদ হতে পারে না কেননা কোন হত্যাকারীকর সাথে সুসম্পর্ক রাখা মানুষগুলো কখনোই ভালো মানুষ হতে পারে না।
আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। যেই সন্ত্রাসীরা একে অপরকে হত্যা করেন আর এই সন্ত্রাসীদেরকে যারা ছায়া দেন এমন রাজনীতিবিদরা তারা নিজেরাই সবচেয়ে বড় সন্ত্রাস আসুন এই সন্ত্রাসদের অপরের রাজনীতি নির্মূলে সাধারন জনগণ ঐক্যবদ্ধ হই।

তা না হলে এমন চলমান হত্যাকাণ্ড একটার পর একটা গর্তেই থাকবে প্রতিদিনই কোন না কোন সন্তান অকালে তার বাবাকে হারিয়ে এতিম হতে হবে প্রতিদিনই কোন না কোন যুবতী বোন অকালেই তার স্বামীকে হারিয়ে বিধবার পোশাক পরিধান করতে হবে প্রতিদিনই কোন না কোন অসহায় পিতা-মাতার চোখের পানি জোড়বেন তাদের কলিজার টুকরা সন্তানদের অকালে হারিয়ে।

প্রিয় এলাকাবাসী আপনারা দেখবেন বড় বড় রাজনীতিবিদদের কোন এরকম হত্যাকাণ্ডের স্বীকার হওয়া লাগে না বরং যেই রাজনীতিবিদরা এমন খুন-খারাবিতে জড়িত সন্ত্রাসীদের পিছনে নিয়ে রাজনীতি করেন তাদের সাথে ঠিক তাদের সাথেই ওই পিছনে থাকা নেতাদের কাউকে না কাউকে হত্যা করেন তাদের পিছনে থাকা অন্য কোন না কোন নেতাকে দিয়ে। শুধু তাই নয় যদি কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ওই মামলা দ্বিতীয় নিজেদের সুবিধামতো ব্যবহার করেন রাজনীতিবিদেরা। নিজেদের স্বার্থ হাসিলে প্রতিপক্ষকে দাবিয়ে দিতে হত্যাকাণ্ডে জড়িত নেই এমন কাউকে আসামি করেন এবং হত্যাকাণ্ডে জড়িত আছে এমন কাউকে মামলায় না জড়ানো ঘটনা ঘটে।

সর্বোপরি রাজনীতিবিদরা এ সমাজে প্লেয়ার হিসেবে অবস্থান নিয়ে আছে আর ফুটবল হিসাবে ব্যবহার করছেন জামালের মত লোক থেকে শুরু করে ১৯৯১ সালের মরহুম রিয়াজ উদ্দিন মোল্লার মত মানুষেরা একের পর এক প্রাণ হারাতেই থাকবেন। যুবলীগ নেতা জামাল হোসেনের হত্যাকাণ্ডের বিষয়টির সত্য প্রকাশ করায় পরবর্তী টার্গেটে নাকি আমিও আছি এমন তথ্যই পাওয়া যাচ্ছে। সকলে দোয়া করবেন আমার জন্য আমার কোন দল নেই বল নেই বাড়ির জোর নেই টাকা পয়সা নেই আছে সৎ সাহস সত্য প্রকাশের আছে মানুষের পাশে থাকার অদম্য ইচ্ছা আছে দোয়া আর ভালোবাসা। দোয়ার ভালোবাসা ছাড়া দেবার মত আমার কাছে আর কোন কিছুই নাই তাই আপনাদের সকলকে দোয়া আর ভালবাসা দিয়ে বিদায় নিতে চাই। ভালো থাকবেন সবাই।

ঢাকা থেকে কক্সবাজার রেলপথে সবগুলো স্টেশনের নাম  এবং ঢাকা থেকে  দুরত্ব - ১) ঢাকা    ০০২) তেজগাঁও    ৬.৪৪৩) বনানী     ১০.৮...
09/04/2023

ঢাকা থেকে কক্সবাজার রেলপথে সবগুলো স্টেশনের নাম এবং ঢাকা থেকে দুরত্ব -

১) ঢাকা ০০
২) তেজগাঁও ৬.৪৪
৩) বনানী ১০.৮৬
৪) ঢাকা ক্যান্টনমেন্ট ১৩.২৭
৫) ঢাকা বিমানবন্দর ১৮.২৮
৬) টঙ্গী জংশন ২২.৯৩
৭) পুবাইল ৩১.৯৯
৮) নলছাটা বিলুপ্ত
৯) আড়িখোলা ৩৯.৬৩
১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭
১১) ঘোড়াশাল ৪৮.০৮
১২) জিনারদী ৫২.৫১
১৩) নরসিংদী ৫৭.৩৪
১৪) আমিরগঞ্জ ৬২.৫৭
১৫) খানাবাড়ী ৬৫.৭৯
১৬) হাঁটুভাঙা ৭০.২২
১৭) মেথিকান্দা ৭৩.৮৪
১৮) শ্রীনিধি ৭৭.৮৬
১৯) দৌলতকান্দি ৮৩.০৯
২০) ভৈরব বাজার জংশন ৮৭.১১
২১) আশুগঞ্জ ৯০.৩১
২২) তালশহর ৯৪.৭৩
২৩) ব্রাহ্মণবাড়িয়া ১০৩.৯৯
২৪) পাঘাচং ১১০.৮৩
২৫) ভাতশালা ১১৪.৮৫
২৬) আখাউড়া জংশন ১২০.০৮
২৭) গঙ্গাসাগর ১২৪.৫০
২৮) ইমামবাড়ী ১৩০.৫৪
২৯) কসবা ১৩৫.৩৭
৩০) মন্দাবাগ ১৪১.৮১
৩১) সালদানদী ১৪৩.৮২
৩২) শশীদল ১৪৭.৪৫
৩৩) রাজাপুর ১৫৩.৮৯
৩৪) সদর রসুলপুর ১৬১.১৩
৩৫) কুমিল্লা ১৬৭.৫৭
৩৬) ময়নামতি ১৭১.১৯
৩৭) লালমাই ১৭৯.৬৫
৩৮) আলিশ্বর ১৮৫.২৪
৩৯) লাকসাম জংশন ১৯১.১৯
৪০) নাওটি ১৯৮.৮৪
৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭
৪২) হাসানপুর ২০৯.৭০
৪৩) গুনবতি ২১৭.৭৫
৪৪) শর্শদী ২২২.৯৯
৪৫) ফেনি জংশন ২৩১.৪৪
৪৬) কালিদহ ২৩৬.২৭
৪৭) ফাজিলপুর ২৪১.৯০
৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩
৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭
৫০) মাস্তান নগর ২৫৭.২০
৫১) মীরের সরাই ২৬২.৮৩
৫২) বারতাকিয়া ২৬৮.০৭
৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০
৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২
৫৫) সীতাকুণ্ড ২৮৩.৭৬
৫৬) বাড়বকুণ্ড ২৮৯.০০
৫৭) কুমিরা ২৯৭.৮৫
৫৮) ভাটিয়ারী ৩০৭.১১
৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২
৬০) কৈবলাধাম ৩১৪.৭৭
৬১) পাহাড়তলী ৩১৬.৭৮
৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯
৬৩) চট্টগ্রাম ৩২০.৭৯
৬৪) ঝাউতলা ৩২৪.১
৬৫) চট্টগ্রাম পলিটেকনিক ৩২৫.৬৪
৬৬) ষোলশহর জংশন ৩২৬.৯৫
৬৭) জান আলীর হাট ৩৩৩.২৫
৬৮) গোমদন্ডি ৩৩৮.৩৩
৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩
৭০) ধলঘাট ৩৪৬.১৫
৭১) খান মোহনা ৩৪৮.৯৬
৭২) পটিয়া ৩৫১.৩৭
৭৩) চক্রশালা ৩৫৪.১৮
৭৪) খরনা ৩৫৫.৭৯
৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১
৭৬) খানহাট ৩৬১.০২
৭৭) হাসিমপুর ৩৬৪.২৪
৭৮) দোহাজারী ৩৬৭.৮৬

⭕ দোহাজারীর পর থেকে নতুন রেলপথ বসানো হচ্ছে, এ রুটে নির্মানাধীন স্টেশন সমুহ-

৭৯) সাত কানিয়া ৩৭৬.৬২১
৮০) লোহাগাড়া ৩৮৯.৪৬০
৮১) হারবং ৪০৫.৩৬০
৮২) চকোরিয়া ৪১৬.৯২৫
৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬
৮৪) ইসলামাবাদ ৪৪০.৪৪১
৮৫) রামু ৪৫৭.১০১
৮৬) কক্সবাজার ৪৬৯.৪৩০

দোহাজারী - কক্সবাজার রেলপথে ১০০ কিলোমিটার মধ্যে প্রায় ৭০কিমি রেললাইন বসানো হয়েছে,এবং স্টেশন ভবন নির্মানের কাজও এগিয়ে চলছে।

লেখা রাশেদ রাজু ভাই
ছবিঃ- সংগৃহীত।

29/03/2023
পুত্র সন্তানের মা হলেন মাহিপ্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ...
28/03/2023

পুত্র সন্তানের মা হলেন মাহি

প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহির ঘনিষ্ঠ সূত্র আপডেট নিউজ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এদিন সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন।

গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন মাহি। সেই বিয়ের খবর জানিয়েছিলেন ফেসবুকে।

সম্প্রতি দুই মামলায় গ্রেফতার হয়েছিলেন মাহি। অর্ধদিবস ছিলেন কারাগারে। বর্তমানে তিনি জামিনে মুক্তি আছেন।

এটা শিক্ষনীয়
25/03/2023

এটা শিক্ষনীয়

17/03/2023

দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ আজ শুক্রবার গৌরীপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে আসসে মাহে রমজান উপলক্ষে মুসলীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

11/03/2023

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট মুনাফ মার্কেটের আনোয়ার মোল্লার সুটকির আড়ৎ সরাসরি

তিতাসের গর্ব ডা. সাজেদা পলিন নড়াইলের সিভিল সার্জন নিজস্ব প্রতিবেদকঃতিতাসের মেয়ে ডা. সাজেদা পলিন নড়াইলের সিভিল সার্জন নিয...
08/03/2023

তিতাসের গর্ব ডা. সাজেদা পলিন নড়াইলের সিভিল সার্জন
নিজস্ব প্রতিবেদকঃ

তিতাসের মেয়ে ডা. সাজেদা পলিন নড়াইলের সিভিল সার্জন নিযুক্ত হয়েছেন বেশ কিছু দিন হলো।
তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে।

ডা. সাজেদা বেগম পলিন নড়াইলে সিভিল সার্জন হিসেবে নিযুক্ত হওয়ার আগে চাঁদপুর সদর উপজেলা এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বিশেষ করে করোনাকালে চাঁদপুর সদর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তার নিরলস পরিশ্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সে সময়ে করোনার উপসর্গে আক্তান্ত লোকজনের নমুনা সংগ্রহ, রোগি শনাক্ত, চিকিৎসা সেবা, মৃতদের দাফন, জোম আইসোলেশন ও লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তার স্বামী ডা. সুজাউদ্দৌলা রুবেলও করোনাকালে নিরলস পরিশ্রম করে রোগিদের সেবা দিয়ে প্রশংসিত হয়েছিলেন। এই দম্পতিকে নিয়ে করোনাকালে দেশের শীর্ষস্থানীয় সকল গণমাধ্যমে বিশেষ সংবাদ, সাক্ষাৎকার ও প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। ডা. সুজাউদ্দৌলা রুবেল তখন সদর হাসপাতালের আরএমও ছিলেন। কিছুদিন আগে তিনি চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন।

উল্লখ্য তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোতালেব হোসেন সরকারের মেঝো বোন ঝর্ণা বেগম এবং দুর্গাপুর গ্রামের গণপূর্ত অধিদপ্তর এর অবসরপ্রাপ্ত চাকুরিজীবী জনাব হানিফ ভূঁইয়ার সন্তান ডা. সাজেদা বেগম পলিন
দুই বোন ও দুই ভাই এর মধ্যে তিনি মেঝো। তাঁর বড় ভাই, কামরুল হাসান ফারুক একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। আরেক বোন লুৎফা খানম জলি ঢাকা পলিটেকনিকে সিনিয়র ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছেন এবং ছোট ভাই ফুয়াদ হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে সপরিবারে কানাডায় থাকেন।

পলিন ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি তাঁর একাগ্রতা সকলের নজর কেড়েছিলো। তেজগাঁও আদর্শ স্কুল থেকে এস এস সি পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ভর্তি হন, এইচ এস সি তে। পরে প্রত্যাশিত রেজাল্ট করে মেডিকেল পরীক্ষায় অংশ নিয়ে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি হন এবং সাফল্যের সাথে সেখানে এমবিবিএস শেষ করে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বৈবাহিক জীবনে এক সন্তানের জননী।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম পলিনকে নড়াইল জেলার সিভিল সার্জন হিসেবে নিযুক্ত করায় তিতাসবাসি তাঁর জন্য গর্বিত

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত নিজস্ব প্র...
06/03/2023

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান
মেজর অবঃ মোহাম্মদ আলী বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান
মেজর (অবঃ) মোহাম্মদ আলী বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা বাছাই কমিটি জেলা থেকে বিভাগীয়, ৮টি বিভাগ থেকে দীর্ঘ এক মাস বাছাইয়ের পর আজ সোমবার আনুষ্ঠানিক ভাবে এ ফল প্রকাশ করা হয়।

ভিবিন্ন সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান
মেজর অবঃ মোহাম্মদ আলী তার
বাবার পথ ধরে জনসেবা করার স্পৃহা ও সুপ্তবাসনা থেকে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে জনগণের বন্ধু হতে রাজনৈতিক ময়দানে আসেন। দাউদকান্দি-মেঘনার ৩বারের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি'র সুযোগ্য তনয় মেজর (অবঃ) মোহাম্মদ আলী। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দাউদকান্দি উপজেলা ১৭৭টি প্রাথমিক বিদ্যসলয়ে ল্যাপটপ ও শিশুদের কে আনন্দের সাথে পাঠ দানের ব্যবস্থস করেন। প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক কে বঙ্গবন্ধু জাদুঘর ও জাতীয় সংসদ এবং সমারাস্ত্র যাদুঘর শিক্ষা সফর নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন।
তিনি তার বাবাকে অনুসরন করে অল্প সময়েই দাউদকান্দির সর্বস্তরের মানুষের মন জয় করে দুই বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। অত্যান্ত নিষ্ঠার ও সততার সাথে তিনি জনগণের পাশে থেকে কাছ করছেন। জনসেবা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। করোনাকালীন সময়ে জনগণের কাছে গিয়ে করোনা প্রতিরোধে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। হয়েছেন জনতার প্রিয় মানবিক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্নহীনদের ঘরে ঘরে নিজেই পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। অসীম সাহসিকতার সাথে তিনি যেকোনো দুর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষের পাশে থাকেন। প্রথমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেম,যা এক বিরল সম্মাননা এই উপজেলাবাসিকে তিনি উপহার দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন সময়ে বীরত্বগাঁথা অবদানের জন্য তিনি চ্যানেল আই থেকে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ এ্যাওয়ার্ড পেয়েছিলেন।
মেজর (অবঃ) মোহাম্মদ আলী শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদাব রাখায় বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতি,সামাজিক,পেশাজীবীসংগঠন ও দাউদকান্দি-মেঘনা উপজেলার সর্বস্তরের জনগন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মেজর (অবঃ) মোহাম্মদ আলী সাথে আলাপকালে তিনি বলেন, এ গৌরব আমার একার নয়, আমার প্রান প্রিয় দাউদকান্দি বাসীর ভালোবাসা ও তাদের পূর্ন সহযোগিতা আজ আমি দেশ সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলা বাসীর সেবা করে যাবো ইনশাআল্লাহ।

চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনমেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে এবার চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন। বুধবার (১ মার...
01/03/2023

চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে এবার চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন। বুধবার (১ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে, উত্তরা থেকে উত্তর, আগারগাঁও, পল্লবী ও উত্তরা সেন্টার স্টেশন চালু হয়। মিরপুর-১০ নম্বর নিয়ে মেট্রোরেলের পঞ্চম স্টেশনের যাত্রা শুরু হলো।আগারগাঁও পর্যন্ত এখন বাকি চারটি স্টেশন - ‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’। চলতি মাসের মধ্যে এ স্টেশনগুলোও চালু হবে বলে আশা করা হচ্ছে।

গত মাসের ৯ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে। এছাড়া মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো অর্থাৎ পুরো ৯টি স্টেশনই চালু হবে। মার্চ মাসের মধ্যে সব কটি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর যোগদাননিজস্ব প্রতিবেদকঃকুমিল্লা মেডিকে...
23/02/2023

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর যোগদান
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করেছেন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি -২০২৩ খ্রিঃ) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন।

তিনি কুমিল্লার রত্নগর্ভা মা মরহুমা কাজী খাদিজা বেগম ও গর্বিত পিতা মো.আনোয়ারুল আজিম সিদ্দিকীর জেষ্ঠ্য সন্তান। তাদের পরিবারের ৪ ভাই ও ১ বোন সবাই ডাক্তার। কুমিল্লার এক পরিবারের মধ্যে ৫ জন ডাক্তার হওয়ার কারণে তাঁর মাকে রত্নগর্ভা পদকে ভূষিত করা হয়।

ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর বাড়ি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে। ডা.মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ১৯৮০ সালে কুমিল্লা হাই স্কুল থেকে সায়েন্স বিভাগ মেধা তালিকায় ১৭তম স্থান অর্জন করে এসএসসি পাশ করেন। ১৯৮২ সালে কোটবাড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ থেকে ৫ বিষয়ে লেটার মার্কসহ এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং ১৯৯৫ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন।

প্রথমে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন, মেহেরপুরের সিভিল সার্জন, প্রায় সাড়ে ৫ বছর ধরে তিনি বন্দর নগরী চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর, বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য অধিদফতরে কোভিড-১৯ ইআরপিপি প্রকল্প পরিচালক পদে দায়িত্ব পালন করেন। করোনায় ক্রিটিকাল অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি করোনায় আক্রান্ত হন। এতে ডা. আজিজুর রহমান সিদ্দিকীর প্রায় ৭৫ ভাগ লিভার আক্রান্ত হয়।

নিজ জেলা কুমিল্লা ম্যাটস এর প্রিন্সিপাল পদে কর্মরত ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর, ২০২২ তিনি ৩য় গ্রেডে পদোন্নতি পেয়ে নিয়মিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হন।

তিনি কুমিল্লা বিএমএর সাধারণ সম্পাদক ও স্বাচিপ কেন্দ্রীয় কমিটির দেড় যুগ টানা কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। তিনি বহু সামাজিক সংগঠন এবং লেখালেখিসহ নানাবিধ মানবিক কাজে জড়িত আছেন।

জানা যায়,ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী নীতি ও নৈতিকতার প্রশ্নে কখনও আপোষ করেনি। প্রায় সাড়ে ৫ বছর সময় চট্টগ্রামের সিভিল সার্জন দায়িত্ব পালন করার সময় অফিসের দেওয়া সরকারি গাড়ি দিয়ে নিজ জেলা কুমিল্লায় কখনও আসেনি। নিজের দিক থেকে শতভাগ সৎ ও নিষ্ঠাবান থাকার চেষ্টা করেছেন।

শোক সংবাদঃসুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লা...
19/02/2023

শোক সংবাদঃ
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ওনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই জীবনযুদ্ধে হেরে গেলেন।
মহান আল্লাহ তাকে মাগফিরাত দান করুন।

06/02/2023

দাউদকান্দিতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আগামন উপলক্ষে মত বিনিময় সভাটি উপজেলা মিলনায়তন থেকে সরাসরি

ঐতিহাসিক কুমিল্লা জেলার নব যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার ম্যাডাম কে বাংলাদেশ  হেলথ এ্যাসিস্টান্ট এসোসিয়েশন (B...
02/02/2023

ঐতিহাসিক কুমিল্লা জেলার নব যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার ম্যাডাম কে বাংলাদেশ হেলথ এ্যাসিস্টান্ট এসোসিয়েশন (BHAA) কুমিল্লার ১৭ উপজেলার পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় ০৯(নয়) সদস্য সহ ১১(এগার)টি চোরাই মোটরসাইকেল উদ্ধারকু...
02/02/2023

জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় ০৯(নয়) সদস্য সহ ১১(এগার)টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয় এর নির্দেশে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব রাজেস বড়ুয়া পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চিহ্নিত ও পেশাদার সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ০১। মোঃ শাকিব (৩৪), ২। মোঃ সৈকত (২২), ০৩। মোঃ শাহদাত হোসেন (৩৮), ০৪। আল আমিন (২৫), ০৫। মোঃ রিপন (৩৫), ০৬। মোঃ রাকিবুল হাসান (২৬), ০৭। মোঃ মাসুদ (২৮), ০৮। মোঃ আজাদ হোসেন আবাদ (৩১),০৯। মোঃ সায়মন (৩৩), দেরকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে চোরাইকৃত পুরাতন ১১ (এগার) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চোরাই ১১(এগার)টি মোটর সাইকেল এর বর্ণনাঃ

১। ০৪ (চার) টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন PULSUR মোটর সাইকেল। ২। ০১(এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন HERO SPLENDER PRO মোটর সাইকেল। ৩। ০২(দুই)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন DISCOVER মোটর সাইকেল। ৪। ০১ (এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন TVS STRYKER মোটর সাইকেল। ৫। ০১ (এক) টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন HERO HUNK মোটর সাইকেল। ৬। ০১ (এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন YAHAMA FZ-X মোটর সাইকেল। ৭। ০১(এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন FREEDON ROYALES মোটর সাইকেল।

দাউদকান্দির বারপাড়া ইউনিয়নের তফসিল ঘোষনানিজস্ব প্রতিবেদকঃকুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের তফসিল ঘোষণা করা হ...
24/01/2023

দাউদকান্দির বারপাড়া ইউনিয়নের তফসিল ঘোষনা

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেন। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন , ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১২ টি ইউনিয়নে এক বছর পূর্বেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও বিভিন্ন জটিলতার কারনে তিন ইউনিয়নে নির্ধারিত সময়ের এক বছর পর গত বছরের ২৯ ডিসেম্বর দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিন এবং দৌলতপুর ইউনিয়নের নিবার্চন অনুষ্ঠিত হয়। সর্বশেষ সোমবার ঘোষণা করা হলো বারপাড়া ইউনিয়ন পরিষদের তফসিল। তফসিল ঘোষনার সঙ্গে সঙ্গেই বারপাড়া ইউনিয়নের পাড়া মহল্লার মধ্যে আনন্দ মূর্হুতের আমেজ লক্ষ করা যায়।

এই মিছে দুনিয়ায় কিসের এতো অহংকার ক্ষনিকের জীবনে, বর্তমান সময়ের একটি বাস্তব ঘটনা তুলে ধরলাম.....----------------------...
18/01/2023

এই মিছে দুনিয়ায় কিসের এতো অহংকার ক্ষনিকের জীবনে, বর্তমান সময়ের একটি বাস্তব ঘটনা তুলে ধরলাম.....
-----------------------------------------------
দুইবারের সাবেক একজন সংসদ সদস্য মারা গেছেন। জাতীয় পার্টি এরশাদ সরকারের, ময়মনসিংহের, গফরগাঁওয়ের প্রভাবশালী এমপি জজ মিয়া। অর্থবিত্ত, প্রভাব-প্রতিপত্তি কোনকিছুরই কমতি ছিলনা। মানুষকে দান করেছেন উদারহস্ত।

অথচ কতো নিরবে এই দুনিয়া ছেড়ে বিদায় নিলেন!
দূর্বা থেকে শিশির ঝরার মত নিরবে ! কেউ জানলনা। টিভি-পত্রিকায় ঘণ্টায় ঘণ্টায় ব্রেকিং, আলোচনা নেই। জানাজার নামাজের জমায়েত নিয়ে ফেসবুকের ওয়ালেও কোন
আওয়াজ নেই।

কি কঠিন প্রস্থান!
শেষযাত্রায় পাশে ছিলনা কেও, কিছুই ছিলনা তার। রোগেশোকে কাবু একসময়ের প্রভাবশালী এমপি জজ মিয়া। জজমিয়ার তিনবেলা খাবারও ঠিকমতো জুটতনা। ছিলনা মাথার উপর একটু ছাউনিও। তারপর জায়গা হয় আশ্রয়ণ প্রকল্পের ঘরে। সেখানেই সে, শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জীবনে কিছুই নিজের করে রাখতে চাননি। সব উজার করে দিয়েছেন। প্রথম স্ত্রী, মেয়েকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়। সঙ্গে নিয়েছেন অঢেল টাকা পয়সা। সন্তান-স্ত্রীর সুখের কথা চিন্তা করে তিনিও সব দিয়েছেন। বিনিময়ে পেয়েছেন বিবাহ বিচ্ছেদ। এরপর দ্বিতীয় বিয়ে করেন, স্ত্রী নাছিমা হক। দুই কন্যা বাবার থেকে আলাদা হয়ে যান। ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজী পাড়ায় বিশাল দুটি বাড়ি তাদের নামে লিখে দেন জজ মিয়া। স্থানীয়ভাবে থাকা সম্পদ বিক্রি করেও টাকা দেন তাদের। সবশেষ নিজের সম্পত্তি বলতে ছিল ১২ শতাংশ জমি, তাও লিখে দেন মসজিদের নামে।

রোগশোকে কাবু জজমিয়া কেবল টিকে থাকতে তৃতীয় বিয়ে করেন। ততদিনে তিনি নি:স্ব। ছোট্ট এক সন্তান ও স্ত্রীকে নিয়ে একরুমের ভাড়া বাসায় কেটে যাচ্ছিল জীবন।
শেষ জীবনে অন্তিম মুহূর্তে কেউ আসেনি। নিভু,নিভু বয়ে চলা জীবনটাকে একটু উজ্জ্বল আলো দিতে ফিরে তাকায়নি সন্তানরাও। একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য দু’মুঠো খাবারের জন্য মানুষের কাছে হাত পেতেছেন। সাবেক সেনা কর্মকর্তা, একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও (সার্টিফিকেট নেননি) মাথা গোঁজার ঠাইয়ের জন্য আশ্রয়ণ প্রকল্পে জায়গা নিয়েছেন। ওষুধের টাকার জন্যেও ঘুরেছেন অন্যের দূয়ারে,দূয়ারে।

সংসদ সদস্য থাকাকালীন অজস্র মানুষকে চাকরি দিয়েছিলেন। সন্তানদের অভাব বুঝতে দেননি। বিবাহ বিচ্ছেদের পরেও সন্তানদের সুখের জন্য নিজের উপার্জিত সবটুকুই দিয়েছেন।
কিন্তু একটাবারও কেউ ফিরে তাকায়নি। কেউ খবর পর্যন্ত ও নেয়নি জন্মদাতা কেমন আছেন! দু:খ,কষ্ট, রোগ-শোক আর অভিমানে সেই আশ্রয়ণ প্রকল্পের ঘরেই মারা গেছেন জজ মিয়া। কিন্তু একটা শিক্ষা দিয়ে গেছেন আমাদের।

প্রকৃতি বড় নির্মম। ক্ষমতা চিরস্থায়ী নয়। সম্পদ হাতবদলের সঙ্গে সঙ্গে মালিকানাও স্থানান্তরিত হয়। কখনো সব উজার করে কাউকে দিতে হয়না। ঘুরে দাঁড়াতে যতটুকু দরকার, ততটুকু অন্তত রাখতে হয়। মানুষের আপন বলতে নিজে ছাড়া আদতে কিছুই নেই জীবনে। (কপি পোস্ট)

ত্যাগী নেত্রীকে পুরুস্কার করলেন শেখ হাসিনা অগ্নিকন্যা মতিয়া চৌধুরী সংসদ উপনেতা মনোনীত হয়েছেন। আজ জাতীয় সংসদে সরকারি দলের...
14/01/2023

ত্যাগী নেত্রীকে পুরুস্কার করলেন শেখ হাসিনা

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী সংসদ উপনেতা মনোনীত হয়েছেন। আজ জাতীয় সংসদে সরকারি দলের সভা কক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মাননীয় এমপি মেজর জেনারেল অব মোঃ সুবিদ আলী ভূইয়া মহোদয়ের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ উপনেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন।

13/01/2023

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহ গণপিটুনিতে নিহত পরিবারের ও কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান এর বক্তব্য।

ঢাকা ওয়াসার এমডি তাকসিম ১৪টি বাড়ি!নিজস্ব প্রতিবেদকঃপরিবার-পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রের এই বাড়িতে থাকেন শেখ রেহানার দেবর ওয়া...
11/01/2023

ঢাকা ওয়াসার এমডি তাকসিম ১৪টি বাড়ি!

নিজস্ব প্রতিবেদকঃ
পরিবার-পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রের এই বাড়িতে থাকেন শেখ রেহানার দেবর ওয়াসার এমডি তাকসিম। গুগল ঘেঁটে জানতে পারলাম বর্তমানে এই বাড়ির বাজারদর সাড়ে ছয়শো কোটি টাকা। এছাড়াও যুক্তরাষ্ট্রে তার আরো ১৩টি বাড়ি রয়েছে। যাঁর পাঁচটির ঠিকানা এবং বাড়িগুলো কেনার সময়কাল আজকে সমকাল পত্রিকা প্রকাশ করেছে।

মাত্র কয়েক মাস আগে দুর্নীতির অভিযোগের বিষয় অস্বীকার করে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেছিলেন, ‘আমি সৎ মানুষ; আল্লাহর কসম, জীবনে এক টাকাও হারাম খাই না!’

যে মানুষটা জীবনে একটাও হারাম খাননি, সে মানুষটা মাসে ছয় লাখ পঁচিশ হাজার বেতন পেয়ে এক, দুইটা নয় চৌদ্দটি বাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্রে। যার একেকটির মূল্য সতের কোটি থেকে শুরু করে সাড়ে সাতশো কোটি টাকা পর্যন্ত! যাকে অল্প সময়ে বিপুল অর্থ লেনদেনের কারণে নজরদারিতে রেখেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিএআই।

আজকে শুধু আমেরিকায় কেনা তার চৌদ্দটি বাড়ির গল্প সবার সামনে এসেছে। এর বাইরে আরো কতশো কোটি টাকা পাচার করেছে, কে জানে!

এটা তো গেল একজন ওয়াসা এমডির গল্প, আরো কত এমডি-রাজনৈতিক নেতা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে তার ইয়ত্তা নেই।

যে সময় সরকার আর্থিক সংকটে সাড়ে চার বিলিয়ন ডলারের জন্য আইএমএফের ধারে ধারে ঘুরলো, ঠিক সে সময় ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীম দুইশো কোটি টাকা বিদেশে পাচার করছে। ঠিক এর কয়দিন আগে ভারতে গ্রেফতার হয় পিকে হালদার। যে একাই বাংলাদেশ থেকে ভারতে সাড়ে ১০ হাজার কোটি টাকা পাচার করেছে। সে টাকা ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করে অনুরোধ করেছিলো সরকার। কিন্তু তিনি কী জবাব দিয়েছে জানান? - এটি আইনি প্রক্রিয়ার ব্যাপার। অর্থ ফিরিয়ে আনা যাবে কীনা এটা পরবর্তী বিষয়।

এখন পর্যন্ত কী তার কোনো সুরাহা হয়েছে? হয়নি।

গত এক দশকে ডাক বিভাগের শুধাংশু শেখর ভদ্র ৫০০ কোটি, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা এসকে সুর ১০০০ কোটি, ওসি প্রদীপ কুমার ৩০০ কোটি টাকা পাচার করেছে ভারতে।

গত কয়েক বছর দেশে নির্মিত উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় বাড়িয়ে লুটপাট কেমন করেছে, তার কিছুটা ধারণা পাওয়া যাবে পদ্মাসেতু-মেট্রোরেল প্রজেক্টের খরচের হিসাব সামনে আনলে।

প্রস্তাবিত ২২ হাজার কোটি টাকার মেট্রোরেল এর খরচ বাড়িয়ে ৩৩ হাজার কোটি টাকা খরচ করা হলো, তাতেও কাজ সম্পন্ন হয়নি। সময় বাড়ালো ২০২৫ পর্যন্ত।

প্রায় ১০ হাজার ১৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের পদ্মাসেতু সম্পন্ন হলো ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকায়।

আর্থিক সংকটে যখন দেশের সব ব্যাংক প্রায় দিশেহারা তখন ইসলামি বিশস্ততার সাথে ভালোভাবেই ব্যাংকিং সেবা চালিয়ে যাচ্ছিলো, এই ব্যাংকটাও সরকার দখলে ‘নিঃস্ব’ করে দিল। শুধু নভেম্বর মাসের শুরুতে ভুয়া কাগজপত্র দাখিল করে আওয়ামী নেতাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের নামে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠান বেশিরভাগই ভুয়া, শুধু নাম আর সাইনবোর্ড ছাড়া আর কিছুই নাই; ব্যবসা-বাণিজ্য তো পরের কথা। কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো নাম সাইনবোর্ডও নাই, ব্যাংকে দাখিল করা ঠিকানায় গিয়ে দেখা গেল ঐটা আবাসিক ভবন।

অবৈধ কাগজপত্র দেখিয়ে ঋণ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ছিলো নাবিল গ্রুপ। এই গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং যশোর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। নাবিল গ্রুপ ছাড়াও কাজী এ্যান্ড কাজী, মিনা বাজারের উনি মালিক। এই নাবিল গ্রুপ মর্টাস লিমিটেড এর নামে ৯৮১কোটি টাকা ঋণ নিয়েছে ভুয়া কাগজপত্র দেখিয়ে। অথচ মর্টাস লিমিটেড নামে তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানই নাই!

এই তো মাসখানেক আগে, ৪০দিনের প্রতিষ্ঠিত একটা কোম্পানির ২৪ বছর বয়সী চেয়ারম্যান ৩ কোটি টাকা মূলধনের বিপরীতে নয়শো কোটি টাকা হাতিয়ে নিল ইসলামি ব্যাংক থেকে।

এই অসহায় গরিব দেশে যে শহরে রাস্তায় হাজারো মানুষ অনহারে শীতের কনকনে গুঁজো হয়ে ঘুমিয়ে থাকে, আবার সেই একই শহরে আরেকদল এসি ছেড়ে দিয়ে ডাবল কম্বল গায়ে দিয়ে ঘুমায় বিলাসবহুল ফ্ল্যাটে।

বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, ব্যাংক— সব লুটপাট শেষ হলে আমাদের সাধারণ মানুষের রক্ত শুষে খায়েন, তার জন্য অগ্রিম আমন্ত্রণ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when UpdateNews30.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UpdateNews30.com:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share