'জার্নি বাই ট্রেন' রচনা লেখার অভিজ্ঞতা নিতে...
সিলেট-ভোলাগঞ্জ সাদা পাথরের পথে...
।।ভাষামাতৃকা।।
কলমে-মন মৈত্রেয়ী
আবৃত্তি : জয়িতা বন্দ্যোপাধ্যায়
আমি গর্বিত আমি তোমার অংশজাত, তুমি আমার 'মা',
তোমার স্নেহ-সুধায় সিঞ্চিত আমি, লালিত-পালিত করেছে তোমার জল-হাওয়া।
আমি গর্বিত আমার প্রথম হৃদয়মথিত শব্দ তুমি, আমার প্রাণের সেই ভাষা- যে ভাষা উচ্চারণে আজও শরীরের প্রতিটি শিরা-উপশিরা উজ্জীবিত হয়,
রক্তপ্রবাহের বেগ শত গুণ বৃদ্ধি পায়,
ক্ষিপ্র তেজে উড্ডীয়মান হয় বুকের বাম দিকের অলিন্দ-নিলয়।
আমি গর্বিত তুমি আমার মাতৃভাষা,
আমার আবেশ-আবেগ-আদর-সোহাগ- সবটা জুড়ে রয়েছে যার প্রথম ছোঁয়া।
আজও একুশের প্রথম প্রভাতে উদিত সূর্যের অরুণ আলোয় প্রতিটি বাঙালির বুকে ধ্বনিত হয় সেই কালজয়ী মুক্তিযুদ্ধের কাহিনী-
যা শুধুমাত্র গণঅভ্যুত্থান নয়, কোনো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতাও নয়,
এ আমাদের ভাষার স্বাধীনতা, আমাদের স্বাধীন চেতনার অভ্যুত্থান,
যার তরে
যে গানটি রচিত ও সুরারোপিত হয়েছিল ১৯৬৯ এর ফেব্রুয়ারীর ৫২'র শহীদ স্মরণের মিছিলে
সুবোধ সরকারের কবিতা - মোহর মাসি, পাঠ - স্বপ্না বসু। কন্ঠযোগ।
ঈশ্বর হোক সবার। মিনার বসুনীয়া। তিনি তো তোমাদের একার ঈশ্বর নন।
মাতৃভাষার (বিষ্ণুপ্রিয়া মণিপুরী) জন্যে দ্বিতীয় নারী ভাষা শহীদ সুদেষ্ণা সিংহ।
চল্লিশ বছর পেরিয়ে একচল্লিশে-লিথিসি। লিটল থিয়েটার, সিলেট এর শুরুর কথা । আব্দুল কাইয়ূম মুকুল