Uttam Kumar Sinha-উত্তম কুমার সিংহ

  • Home
  • Uttam Kumar Sinha-উত্তম কুমার সিংহ

Uttam Kumar Sinha-উত্তম কুমার সিংহ Dreamer, Independent Film Maker, Producer & Story Teller

15/12/2023

'জার্নি বাই ট্রেন' রচনা লেখার অভিজ্ঞতা নিতে...

সিলেট শহরের বাজারের চিত্র! প্রায়ই দুপুরের পর থেকে রাত অবধি চলে এই বাজার!
13/12/2023

সিলেট শহরের বাজারের চিত্র!
প্রায়ই দুপুরের পর থেকে রাত অবধি চলে এই বাজার!

26/08/2022

সিলেট-ভোলাগঞ্জ সাদা পাথরের পথে...

07/03/2022

জয় বাংলা

21/02/2022

।।ভাষামাতৃকা।।
কলমে-মন মৈত্রেয়ী
আবৃত্তি : জয়িতা বন্দ্যোপাধ্যায়
আমি গর্বিত আমি তোমার অংশজাত, তুমি আমার 'মা',
তোমার স্নেহ-সুধায় সিঞ্চিত আমি, লালিত-পালিত করেছে তোমার জল-হাওয়া।
আমি গর্বিত আমার প্রথম হৃদয়মথিত শব্দ তুমি, আমার প্রাণের সেই ভাষা- যে ভাষা উচ্চারণে আজও শরীরের প্রতিটি শিরা-উপশিরা উজ্জীবিত হয়,
রক্তপ্রবাহের বেগ শত গুণ বৃদ্ধি পায়,
ক্ষিপ্র তেজে উড্ডীয়মান হয় বুকের বাম দিকের অলিন্দ-নিলয়।
আমি গর্বিত তুমি আমার মাতৃভাষা,
আমার আবেশ-আবেগ-আদর-সোহাগ- সবটা জুড়ে রয়েছে যার প্রথম ছোঁয়া।
আজও একুশের প্রথম প্রভাতে উদিত সূর্যের অরুণ আলোয় প্রতিটি বাঙালির বুকে ধ্বনিত হয় সেই কালজয়ী মুক্তিযুদ্ধের কাহিনী-
যা শুধুমাত্র গণঅভ্যুত্থান নয়, কোনো রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতাও নয়,
এ আমাদের ভাষার স্বাধীনতা, আমাদের স্বাধীন চেতনার অভ্যুত্থান,
যার তরে হারিয়েছি না জানি কত অরুণ বরুণ সালাম-রফিক-বরকত এর প্রাণ।

17/08/2021

ভিজেই যাচ্ছি...

15/08/2021

পিতা

30/07/2021

করোনা কালের দিনলিপি। বৃষ্টি।
পকেট সিনেমা।

Good night
24/07/2021

Good night

সবুজ
24/07/2021

সবুজ

'ভাইরাল ফুড়ি'আইলারে নয়া দামান আসমানেরও তেরাবিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেরা,দামান বও দামান বও।।'গানটি নিয়ে সম্প্রতি আল...
04/05/2021

'ভাইরাল ফুড়ি'

আইলারে নয়া দামান আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেরা,
দামান বও দামান বও।।'

গানটি নিয়ে সম্প্রতি আলোচনার ঝড় বইছে।অনেকেই নিজের মতো আলোচনা করছেন।রচয়িতা হিসেবে বিভিন্ন জনের নাম জুড়ে দিচ্ছেন।নতুন করে আলোচনায় এলেও প্রকৃত অর্থে এটি সিলেট অঞ্চলের কোনও এক অজানা লোককবি রচিত বহুল প্রচলিত একটি প্রসিদ্ধ লোকগীতি বা বিয়ের গীত।

১৯৭২/৭৩ সালে সিলেট বেতারে সংগীতজ্ঞ ওস্তাদ আলী আকবর খানের সুরে (কথা সংগ্রহ) প্রথমে ইয়ারুন্নেছা খানম এবং পরে সমবেতকণ্ঠে গীত হয়। পরবর্তীকালে ১৯৮০/৮৫ সালের কোনও এক সময় এটি ওস্তাদ আলী আকবর খানের সুর ও সংগীত পরিচালনায় বেতারে ধারন করা হয়।

লেখাঃ Shamsul Alam Salim

Tosiba Begum

পোষ্টার ওয়ার্কঃকোন পোষ্টারটি আপনার পছন্দ হয়েছে...শুভাশিস সিনহা দাদার রচনা ও পরিচালনায়- আলো আমার আলো শীঘ্রই আসিতেছে... #আ...
22/03/2021

পোষ্টার ওয়ার্কঃ

কোন পোষ্টারটি আপনার পছন্দ হয়েছে...

শুভাশিস সিনহা দাদার রচনা ও পরিচালনায়- আলো আমার আলো শীঘ্রই আসিতেছে...

#আলোআমারআলো #আলো_আমার_আলো

শুভ জন্মদিন জাতির জনক... জয় বাংলা।
17/03/2021

শুভ জন্মদিন জাতির জনক... জয় বাংলা।

15/03/2021

ভাষার জন্যে জীবন দান:

পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষার জন্যে জীবন দানের ইতিহাস আমরা জানি। সেই দিনটি (১) ১৯৫২ সালের ২১ফেব্রুয়ারী (৮ই ফাল্গুন) 'আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃত।

বাংলাদেশে বাংলা ভাষা ছাড়াও মায়ের ভাষার জন্যে আরো জীবন দানের ঘটনা পৃথিবীতে আছে:

(২) ১৯ মে ১৯৬১ শিলচর, আসাম, ভারত। বাংলা ভাষার আন্দোলনে 'কমলা ভট্টাচার্য' শহীদ হন। উল্লেখ্য, প্রথম নারী ভাষাশহীদ- কমলা ভট্টাচার্য।

(৩) ১৬ মার্চ ১৯৯৬ সালে ভারতের আসাম রাজ্যে 'বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা' স্বীকৃতির আন্দোলনে শহীদ হন-সুদেষ্ণা সিংহ। সুদেষ্ণা সিংহ প্রথম আদিবাসী ভাষাশহীদ এবং দ্বিতীয় নারী ভাষাশহীদ।

শহীদ সুদেষ্ণা দিবসের কথা:

১৬ মার্চ ১৯৯৬ -

"মোর রকতলো অইলেউ মি আজি ইমারথারহান আনতৌগাগো চেইস" নিজের (ইমারথারে) মাতৃভাষায় (বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায়) সুদেষ্ণা সিংহ সহচরী প্রমোদিনীকে দ্বিধাহীন জানিয়ে যান মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবীতে নেওয়া কর্মসূচীতে যোগ দেবার আগে।বাংলা ভাষায় যার অনুবাদ- " দেখিস, আমার রক্ত দিয়ে হলেও আজকে আমি আমার মাতৃভাষাকে কেড়ে আনবো"।

মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবীতে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে গত শতকের পঞ্চাশের দশক থেকে প্রায় অর্ধশত বছর ধরে সংঘটিত হয়েছে এক রক্তক্ষয়ী আন্দোলন। সেই আন্দোলনের চরম পর্যায়ে পুলিশের গুলিতে এইদিনে আত্মাহুতি দিয়েছিল সুদেষ্ণা সিংহ।

তথ্যসূত্রঃ কুঙ্গ থাঙ (kungothang)

01/03/2021

মাত্রই ২২ বছর পেরিয়েছেন তখন হায়দার হোসেন চৌধুরী (মুকতা)। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের সাথে জড়িত। ১৯৭১ সালে মুকতা মদন মোহন কলেজের ছাত্র। কলেজে পরীক্ষা চলাকালীন সময়েই ১৯৭১ সালের ১লা মার্চ তারা পাকিস্তানের প্রেসিডেন্টের (জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান) বেতারে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা শুনতে পান। সেইদিন থেকেই ৭ই মার্চ পর্যন্ত তাঁর বয়ানে শুনবো রেসকোর্সের বঙ্গবন্ধুর ভাষণের কিছু স্মৃতিকথা...

04/02/2021

একুশের গানঃ
Youtube: https://youtu.be/FtylthXPCg4

যে গানটি রচিত ও সুরারোপিত হয়েছিল ১৯৬৯ এর ফেব্রুয়ারীর ৫২'র শহীদ স্মরণের মিছিলে-

আবার এসেছে আবার এসেছে একুশে ফেব্রুয়ারী
নিযুত কন্ঠে ঝলসায় তাঁর সত্যের তরবারী,
সূর্য্যের হাতে ঘুমের পাড়ায়
তারি ডাকে ঐ তন্দ্রা তাড়ায়
ভরে উঠে দিক তৃপ্ত সাড়ায়
নেই আর আহাজারী
আসে জব্বার রফিক সালাম
বরকত লাখে লাখে
মিছিলে মিছিলে তোলে কল্লোল
নেচে যায় বাঁকে বাঁকে
পৃথিবীতে যারা কন্ঠ ছড়ায়
একুশ তাদের বক্ষে জড়ায়
প্রাণ বৈরীর ভিত্তি নড়ায়
ভীরুতার বুক ফাঁড়ি।
কথাঃ কবি দিলওয়ার
সুরঃ হিমাংশু বিশ্বাস
১৯৬৯ সালের এক মিছিলেই রচিত ও সুরারোপিত।

বিজয়ের দিন...
16/12/2020

বিজয়ের দিন...

"জয় বাংলা"বিজয় দিবসের শুভেচ্ছা
15/12/2020

"জয় বাংলা"

বিজয় দিবসের শুভেচ্ছা

আগ্রহীদের জন্যে...
13/12/2020

আগ্রহীদের জন্যে...

২০১৯-২০ জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত শিশুকিশোরদের মনোজগৎ নিয়ে ''মুকুলের যাদুর ঘোড়া'' সিনেমার 'মুকুল' চরিত্রটির জন্য আমরা শিশুশিল্পী খুঁজছি। আপনার সন্ধানে ৮-১০ বছরের কোনো কৌতুহলী ছেলে যে অভিনয়ে আগ্রহী, তার ভিডিও, ছবি আমাদের ফেইসবুক পেইজে কিংবা [email protected] এ পাঠিয়ে দিন বা তার সম্পর্কে জানান।
ফোনঃ 01781540442
01880415539
(ছড়া/কবিতা আবৃত্তি/অভিনয়ের ভিডিও-চিত্র পাঠালে সুবিধা হয়)

05/12/2020

বিশ্বজুড়ে চলমান মহামারির এক বছর পেরিয়েছে! এখন আমাদের দেশে এর দ্বিতীয় ওয়েব এর কথা জোরে শোরেই শুনা যাচ্ছে। সাথে সাথে এর প্রতিরোধের ভ্যাকসিনের কথাও আলোচনায় আসতেছে। এই সময়টাতে আমরা নিজেরাই আরো একটু সচেতন হলেই এই মহামারী থেকে পুরো দেশকে রক্ষা করতে পারি।

নিজের সচেতনতাটা জরুরী। সামাজিক দূরত্ব মানি। মাস্ক পরে চলাফেরা করি।
যথাযথ, প্রশাসনের বার্তা মতো চলে নিরাপদ থাকি-নিজ নিজ অবস্থান থেকে মহামারির সাথে লড়ি।

#আমরার #আমরারসিলেট #পথেপথে #সিলেট

14/08/2020

বঙ্গবন্ধুর কথা...
জাতির জনককে নিবেদিত কবিতা।

কবিতাঃ আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,
কবিঃ নির্মলেন্দু গুণ।
আবৃত্তি- মানবেন্দ্র কিশোর দেবরায়।

12/08/2020

#কন্ঠযোগ

কবি কণ্ঠে কবিতা পাঠ
কবিতা - পোস্ট বক্স
আয়শা রুনা

#কণ্ঠযোগ

19/07/2020

#কন্ঠযোগ

কবিতাঃ নারী
কাজী নজরুল ইসলাম

পাঠ - জোবায়দা গুলশান আরা সিনথীয়া

জ্যোতি অভিনীতকরোনার দিনগুলিতে প্রেম-
30/05/2020

জ্যোতি অভিনীত
করোনার দিনগুলিতে প্রেম-

সাধারণ ছুটির কারণে ঘরে বসেই সময় কাটাচ্ছেন সংস্কৃতিকর্মীরা। আর দশজনের মতো মণিপুরী থিয়েটারের কর্মীরাও ঘরে বসে আছ.....

26/05/2020

#কন্ঠযোগ

অভ্র ভট্টাচার্যর কবিতা - আমি ঈশ্বরকে সব বলে দিব
পাঠ - জায়েদা শারমিন স্বাতী।

23/05/2020

#কন্ঠযোগ

সুবোধ সরকারের কবিতা - মোহর মাসি
পাঠ - স্বপ্না বসু (কলকাতা)।

কৃতজ্ঞতাঃ Ambarish Datta

10/05/2020

#কন্ঠযোগ

কবিকন্ঠে কবিতা পাঠ: অসমাপ্ত কবিতা।
হোসনে আরা হেনা।

কৃতজ্ঞতাঃ
Ambarish Datta
Hosneara Hena
Anjon Singha
Dipanwita Sinha

10/05/2020

'গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।'

কবিতা 'সোনার তরী'।
রবীন্দ্রনাথ এটি রচনা করেছিলেন, ফাল্গুন ১২৯৮ শিলাইদহ। নৌকায় বসে।

পাঠ - অম্বরীষ দত্ত।

#রবীন্দ্রপাঠ

09/05/2020

রবীন্দ্রনাথ ঠাকুরের "আমি" কবিতার পাঠ- ফারজানা সিদ্দিকা রনি।

#রবীন্দ্রপাঠ
Ambarish Datta
Farjana Siddika Rony

কবি প্রণামসত্যজিৎ রায়ের আঁকা কবির প্রতিকৃতি।
08/05/2020

কবি প্রণাম
সত্যজিৎ রায়ের আঁকা কবির প্রতিকৃতি।

Address


Telephone

+8801712565555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttam Kumar Sinha-উত্তম কুমার সিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttam Kumar Sinha-উত্তম কুমার সিংহ:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share