Mst.Tofsira

Mst.Tofsira Mst. Tofsira is ready to give you full computer skill development and freelancing service. Our team

04/12/2023

#আপনার_যোগ্যতা_অনুযায়ী_চাকরি_আছে_তো?🤔
তাহলে উপায় কি আছে?😀 👇

💁‍♂️ পড়ালেখার পাশাপাশি নিজের স্কিল বাড়িয়ে আপনিও হয়ে উঠতে পারেন "ফ্রিলান্সার"

💁‍♂️ যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।
ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারেন।

💁‍♂️ বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন। ১০০% সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।
চাকরি খোঁজে নয়
👉 উদ্দোক্তা হয়ে নিজের স্কিল গড়ুন💪
তাই উক্ত ফ্রি সেমিনারটি করতে এখুনি ইনবক্স করুন...!💯

18/10/2023

অনলাইনের যুগে অনলাইনে যার দক্ষতা বেশী সে ক্যারিয়ারে তত এগিয়ে আছে। তাহলে আপনি কেনো পিছিয়ে থাকবেন?
অনলাইনে অযথা সময় নষ্ট না করে। আপনি আপনার হাতের ফোনটাকে কাজে লাগাতে পারেন।

চাকরি থেকে আপনার অবসর গ্রহণ করতে হবে। কিন্তু অনলাইন দক্ষতা থাকলে আপনি তখনও ঘরে বসে ইনকামের পাশাপাশি লাইফটাকে উপভোগ করতে পারবেন। বোরিং ফিল হবে না।💯

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি নিজেকে দক্ষ করে তুলুন। বাড়তি ইনকাম করুন ঘরে বসেই‌। 💖

ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হলে আমাকে ইনবক্স করুন।👈

09/10/2023

#ফ্রিল্যান্সিং শিখে নিজের কেরিয়ার গড়তে চান।❤️
কিন্তু কোন গাইডলাইন পাচ্ছেন না যে, কখন? কিভাবে? কোথা থেকে? কোন সেক্টর নিয়ে শিখলে ভালো হবে🤔 বা সঠিক গাইডলাইন চান!💯
তাহলে ইনবক্স করতে পারেন, ইনশাআল্লাহ সুন্দর একটা গাইডলাইন
দেওয়ার চেষ্টা করবো!💯

25/08/2023

🪐বর্তমান সবচেয়ে বহুল প্রচালিত সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক । 🪐

💫সোশ্যাল মিডিয়ার ফেসবুক এখন সবচেয়ে জনপ্রিয়। ✨

তবে অনেকে এই ফেসবুক কে ঘিরে যে মার্কেটিং করা হয় সেটাকে আমরা ফেসবুক মার্কেটিং বলি । 🌟

এখন আমাদের অনেকের মনে প্রশ্ন ফেসবুকে কীভাবে মার্কেটিং করে ইনকাম করা যায় ?😲

☘️ফেসবুক মার্কেটিং হলো এমন একটা যোগাযোগ মাধ্যম যেখানে যেকোন পন্য, সেবা এবং কোম্পানির মার্কেটিং করা হয়। 📲

আর এই মার্কেটিং এর জন্য যত কাস্টমার আছে সব ফেসবুক ইউজার ।

চাইলেই ঘরে বসে যেকোন ধরনের পন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা যায় নিজেকে স্কিল আপ করে । ❄️

💁‍♀️তাই শুধু শুধু ফেসবুক স্ক্রোল করে সময় নষ্ট না করে যে সময়টুকু ফেসবুকে দেই সেটাকে আমরা সকলে কাজে লাগাই ।🌸✨

 #সম্পন্ন_করার_আগে_সবকিছুই_অসম্ভব_মনে_হয়।Ex: চিন্তা করে দেখেন তো, আপনি যখন ক্লাস ৫ এ ছিলেন, তখন ক্লাস ৫ এর সকল বই আপনার ...
19/08/2023

#সম্পন্ন_করার_আগে_সবকিছুই_অসম্ভব_মনে_হয়।

Ex: চিন্তা করে দেখেন তো, আপনি যখন ক্লাস ৫ এ ছিলেন, তখন ক্লাস ৫ এর সকল বই আপনার কাছে সবচেয়ে অনেক কঠিন বই মনে হতো।
আর যখন ক্লাস ৫

💁‍♂️স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।💯

💁‍♂️আর সেই স্বপ্ন, স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি কারণে - সেটি হচ্ছে
অজুহাত!😣
যে মুহূর্ত থেকে আপনি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করে দিবেন সে মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!

💁‍♂️আর "অজুহাতকে" উল্টো আপনি নিজেই কাজের অজুহাত দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

👆আর এই কথাগুলোর জলজ্যান্ত উদাহরণ আমি নিজেও।☺️💪

15/08/2023
12/08/2023

👉👉সাফল্যের জন্য সবাই কে ৩টি মূল্য দিতে হয় : ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া, লেগে থাকা।"💪💪


11/08/2023

💁‍♂️যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য কিছু কথা 👇👇

👉ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে কাজ শিখতে হবে। কিন্তু সমস্যা হল আমরা না শিখে ইনকাম করতে চাই, আপনি কাজ না শিখলে কিভাবে কাজ করে ইনকাম করবেন?
💁‍♂️এই কারনে অনেকে ফ্রিল্যান্সিং সেক্টেরে এসে ২-৩ মাস পর ছেড়ে দেয়।

👉বর্তমানে বাংলাদেশে মানুষ ১৫-২০ বছর পড়ালেখা করে বেকার বসে আছে। একটা সামন্য চাকরির জন্য ১৫-২০ বছর পড়ালেখা করে লাখ লাখ স্টুডেন্ট চাকরি পাচ্ছে না।

ফ্রিল্যান্সিং শিখার জন্য প্রয়োজন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান।

ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ শিখলে বেকার বসে থাকার সম্ভাবনা খুবই কম।পাশাপাশি আপনি যদি কোথাও কাজ নাও পেয়ে থাকেন তাহলে আপনার পরিশ্রম এবং আপনার যোগ্যতা দেখিয়ে সেই কোম্পানিতেই চাকরির সুযোগ করে নিতে পারেন। বাংলাদেশে এমন ও প্রতিষ্ঠান আছে যেখানে ১ মাস কাজ শিখার পর আগ্রহীদের সেই কোম্পানিতেই কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সুযোগ থাকবে কাজ শিখার পর লাইফটাইম সেই কোম্পানিতেই পার্ট-টাইম/ ফুল-টাইম কাজ করার।
ধন্যবাদ।



👉ফ্রিল্যান্সিং -এর ভবিষ্যৎ কেমন?ফ্রিল্যান্সিং-এর  #ভবিষ্যৎ নিঃসন্দেহে  অনেক ভালো। বর্তমানে পৃথিবী উন্নত থেকে উন্নতর হচ্ছ...
07/08/2023

👉ফ্রিল্যান্সিং -এর ভবিষ্যৎ কেমন?

ফ্রিল্যান্সিং-এর #ভবিষ্যৎ নিঃসন্দেহে অনেক ভালো। বর্তমানে পৃথিবী উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হচ্ছে। আর এই প্রযুক্তি যা কিনা আইসিটির একটা অংশ।

✅বিভিন্ন কোম্পানি তাদের আইসিটি বিষয়ক কাজ করানোর জন্য ফ্রিল্যান্সার খুজে থাকেন।
একজন দক্ষ ফ্রিল্যান্সারের মার্কেটপ্লেসে অনেক চাহিদা।

#ফ্রিল্যান্সিং করার আরো একটি সুবিধা হচ্ছে, এই সেক্টরে বয়স কোনো বাধা নয়।যেকোনো বয়সের ছেলে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারে।
১৮ বছরের নিচের ছেলে মেয়েরা ও ফ্রিল্যান্সিং করতে পারে এবং কোনো সার্টিফিকেট ছাড়াই।

ফ্রিল্যান্সিং করতে প্রয়োজন দক্ষতা। তাই আপনি ও ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন,যদি ইচ্ছাশক্তি থাকে💝

 #আসসালামু_আলাইকুম 🧕আপনি যদি একজন চাকুরিজীবী বা student হয়ে থাকেন তাহলে আপনার জন্য থাকছে দারুন সুখবর। ★ক্যারিয়ার হিসেবে ...
06/08/2023

#আসসালামু_আলাইকুম 🧕

আপনি যদি একজন চাকুরিজীবী বা student হয়ে থাকেন তাহলে আপনার জন্য থাকছে দারুন সুখবর।

★ক্যারিয়ার হিসেবে ফ্রিলান্সিং কেনো চুজ করবেন?
★জব থেকে কি ফ্রিল্যান্সিং বেস্ট?
★কোন বয়সে শুরু করবেন?
★কেনো ফ্রিল্যান্সিং করা দরকার?

ইত্যাদি বিষয়ে A to Z জানতে জয়েন করুন আামাদের ফ্রিল্যান্সিং বিষয়ক অনলাইন ফ্রি সেমিনারে।

👉১০০% গাইডলাইনের মাধ্যমে আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করা এবং ইনকাম না করা পর্যন্ত full support দেওয়া হবে। 💯

আমাদের কোর্সের সুবিধাঃ
1. Zoom এ লাইভ ক্লাস করার সুযোগ।
2. প্রতিটা ক্লাসের ব্যাকআপ ভিডিও।
3. প্রতিটা ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব।
4. লাইফটাইম সাপোর্ট
5. সর্বোপরি কোর্স চলাকালীন সময়ে ইনকাম গ্যারান্টি।

আর যেহেতু কোর্স শেষে আমাদের সাথে কাজ করার সুযোগ থাকছে তাই কোর্স কমপ্লিট করার পর আপনাকে কাজ খুজে বেড়াতে হবে না।

❑ শুধু প্রশিক্ষনই নয়,💯 প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা দিয়ে আপনাকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য ।

তাই আর দেরি না করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিলাপ করে সেমিনারে আপনার আসনটি নিশ্চিত করুন। বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাকে।


 #তথ্য-প্রযুক্তির_এই_যুগে_ফ্রিল্যান্সিং_শিখে_বদলে_নিতে_পারেন_আপনার_জীবন।👉 বর্তমান বিশ্বের সাথে তাল  মিলিয়ে নিজেকে টিকিয়ে...
09/07/2023

#তথ্য-প্রযুক্তির_এই_যুগে_ফ্রিল্যান্সিং_শিখে_বদলে_নিতে_পারেন_আপনার_জীবন।

👉 বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে টিকিয়ে রাখার প্রতিযোগিতায় সবাই ব্যস্ত।🏃‍♂️ তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? তাই সবার থেকে নিজেকে এগিয়ে রাখতে আপনিও শুরু করুন আপনার প্রতিযোগিতা। 🏃‍♂️

👉 আপনি যদি এই প্রতিযোগিতা সফল হতে চান। নিচের এই পাঁচটি বিষয় যদি থাকে তাহলে আপনাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না।
(১) ইচ্ছা (২) ধৈর্য (৩)সময় (৪)সঠিক গাইডলাইন অথবা মেন্টর 🕵️‍♂️ (৫)নিজের প্রতি আত্মবিশ্বাস।

👉 কষ্ট, ধৈর্য আর ঝুঁকি( Risk) ছাড়া ভালো কিছু করা সম্ভব নয়। জীবনে Risk নিতে শিখুন। দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু feedback দিবে, ইনশাআল্লাহ।❤️🥰

👉 ইংরেজি একটা প্রবাদ আছে :- "No risk, no gain " অর্থাৎ ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না।

👉যারা ঝুঁকি নিতে সাহস করে এবং বিপদ ও অসুবিধার মধ্যেও তাদের প্রচেষ্টা ছেড়ে না দিয়ে Skill development করে তারা কখনোই বিফল হয়না।

👉তাই যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বাট কারো সহোযোগিতা বা গাইডলাইন পাচ্ছেননা।
তারা চাইলে আমকে ইনবক্স করতে পারেন।
ইনশাআল্লাহ, সহোযোগিতা করার চেষ্টা করবো। 💯



💁‍♂️বর্তমান সময় একটি প্রতিযোগিতাপূর্ণ সময়।তাই জীবনে সফলতা আনার জন্য প্রতিটি ক্ষেত্রে  প্রয়োজন হয় দক্ষতার।💁‍♂️কিছু ক্ষেত্...
25/06/2023

💁‍♂️বর্তমান সময় একটি প্রতিযোগিতাপূর্ণ সময়।
তাই জীবনে সফলতা আনার জন্য প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হয় দক্ষতার।

💁‍♂️কিছু ক্ষেত্র রয়েছে যেখানে দক্ষ হওয়া ছাড়া বিকল্প বলতে কিছুই নেই। এই ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম ক্ষেত্র হচ্ছে – কম্পিউটার স্কিল, যা অর্জন করলে তাকে পরবর্তী ধাপসহ ক্যারিয়ারের সর্ব ক্ষেত্রে এগিয়ে থাকতে সহায়তা করে।

💁‍♂️ফ্রিল্যান্সিং কোর্স হোক সবার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে বদলে নিতে পারেন আপনার জীবন।

‍💁‍♂️যাদের Freelancing সন্মন্ধে কোনো ধারনাই নেই তারাও ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে কাজ শিখে রাখতে পারবেন। তাহলে আর দেরি কেন? সময়ের মূল্য দিয়ে হন ধন্য🤗

💁‍♂️আর Freelancing শিখা নিয়েও যদি কারো সহোযোগিতা প্রয়োজন হয়, তাহলে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ সঠিক পথ ূেখিয়ে দিতে পারবো।💯


সব সমস্যাকে সাথে নিয়েই বহুদূর এগিয়ে যাওয়ার তৎপরতায় হলো ফ্রিল্যান্সিং লাইফ।💪💪
17/06/2023

সব সমস্যাকে সাথে নিয়েই বহুদূর এগিয়ে যাওয়ার তৎপরতায় হলো ফ্রিল্যান্সিং লাইফ।💪💪

15/06/2023

#আসসালামু_আলাইকুম

#প্রশ্ন ফ্রিল্যান্সিং এর জন্য ডিজিটাল মার্কেটিং কেমন হবে

উওর
ফ্রিল্যান্সিং এর জন্য ডিজিটাল মার্কেটিং একটি খুব ভালো সেক্টর হতে পারে। এই সেক্টরে কাজ করার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে যেমনঃ

১. সামাজিক মাধ্যম মার্কেটিং: আপনাকে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে মার্কেটিং করতে হবে। এটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন ইত্যাদি থেকে হতে পারে।

২. পেইড সার্চ মার্কেটিং: আপনি পেইড সার্চ ক্যাম্পেইন পরিচালনা করতে পারেন, এটি গুগল এ্যাডস এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে হতে পারে।

৩. কন্টেন্ট মার্কেটিং: আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রকাশ করে মার্কেটিং করতে পারেন, এটি আপনার ওয়েবসাইট, ব্লগ, ইমেইল মার্কেটিং ইত্যাদি হতে পারে।

৪. ডিজিটাল এনালিটিক্স: আপনাকে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন এর সফলতা পর্যবেক্ষণ করতে হবে।👍👍

Congratulations!!🌹Ayrin Akter Ripa For Your Achievement!💪 #মেয়েরাও_চাইলে_পারে_সকল_বাধা_অতিক্রম_করে_নিজের_গন্তব্যে_পৌঁছাত...
14/06/2023

Congratulations!!🌹
Ayrin Akter Ripa
For Your Achievement!💪

#মেয়েরাও_চাইলে_পারে_সকল_বাধা_অতিক্রম_করে_নিজের_গন্তব্যে_পৌঁছাতে!💪

*লোকাল মার্কেটপ্লেসে Fourth Rank Achieved!😱
আলহামদুলিল্লাহ, সফলতার দিকে একটু একটু করে একইভাবে এগিয়ে যেতে হবে।💪

*পৃথিবীতে অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেয়ার কারনে, এমন অনেক মানুষ আছে যারা হার মেনে নেওয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয় পতাকার কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
আমি মনে করি, মানুষ কখনও ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়।

*ব্যর্থতার গন্ডি ডিঙ্গিয়ে সফলতা ছোঁয়া মানুষগুলি একটু বেশি ই সুন্দর হয়।
ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইলো, যেনো এইভাবে আরো অনেকদূর যেতে পারেন মতো!
তাই শুবোকামনা রইলো যেনো আপনার আগামীর পথচলা যেনো আরো সুন্দর হয়।❤️,💖💖

Success Biz Family
The Future Begins Here!❤️

💁‍♂️বাংলাদেশের তরুণদের মধ্যে বর্তমানে ক্যারিয়ার হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং। নিজের সুবিধামতো সময়ে সৎ উপায়...
13/06/2023

💁‍♂️বাংলাদেশের তরুণদের মধ্যে বর্তমানে ক্যারিয়ার হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং। নিজের সুবিধামতো সময়ে সৎ উপায়ে ঘরে বসেই আয়ের সুযোগ থাকায় ক্রমশই তরুণরা এই সেক্টরে ঝুঁকছেন। ফ্রিল্যান্সিং-এ আগ্রহী প্রত্যেকেরই কিছু সাধারণ প্রশ্ন থাকে। “ফ্রিল্যান্সিং কীভাবে শিখবো”, “ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কী প্রয়োজন”, “ফ্রিল্যান্সিং এ কী কী কাজ করা যায়”সকল প্রকার তথ্য জানতে সাথেই থাকুন।💪💪

12/06/2023

💥Lifetime support + ১০০% গাইডলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতে চাইলে ইনবক্স করুন...সাথে থাকছে কোর্স চলাকালীন অবস্থা থেকেই ইনকাম গ্যারান্টি..💯

বি.দ্র. : শুধুমাত্র সীমিত সংখ্যক ব্যক্তি উক্ত সুযোগটি পাবেন।💪💪

ধন্যবাদ ??

🥰

11/06/2023

তুমি বেকার...?

_17-18 বছর পড়াশোনা করেও বেকার শব্দ শুনতে হয় কারন এই 17-18 বছর আমরা শুধু পড়াশোনাই করেছি কিন্তু কোনো দক্ষতা অর্জন করতে পারিনি।

_ দিন শেষে আপনার সার্টিফিকেট এক সাইডে রেখে আপনার কোনো দক্ষতা বা কোনো কাজে অভিজ্ঞতা আছে কিনা সেটা দেখে চাকরি দেয়া হয়,
_চাকরি পেতে হলে সার্টিফিকেট এবং দক্ষতা ২ টাই প্রয়োজন।

_তাই আমরা চাইলেই পড়াশোনার পাশাপাশি ঘরে বসে অনলাইন কাজ করে দক্ষতা অর্জন করতে পারি এবং ইনকাম ও করতে পারি।

👉চলুন ফ্রিল্যান্সিং শিখি ঘরে বসে কাজ করে দক্ষতা এবং ইনকাম করি....💪💪


10/06/2023

#আসসালামু_আলাইকুম...🧕
🔴 অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে কোন সময় যে কোন বয়সে আসতে পারে আপনার সাফল্য 🔵

🔰 আজ না হয় কাল অবশ্যয় আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে ।। তাই আজকে কালে না করে এখন থেকে শুরু করুন।।
দক্ষ মানুষ কখনও বেকারত্বে পড়তে হয় না,

✅ ইনশাআল্লাহ আপনার সফলতা একদিন কথা বলবে ⚜️




 #আসসালামু_আলাইকুম   👉ইনকাম শুরু হোক স্বাধীনভাবে, ফ্রিল্যান্সিং শিখে আপনিও আয় করুন ঘরে বসে। আমরা নিয়ে এসেছি ডিজিটাল মা...
05/06/2023

#আসসালামু_আলাইকুম

👉ইনকাম শুরু হোক স্বাধীনভাবে, ফ্রিল্যান্সিং শিখে আপনিও আয় করুন ঘরে বসে। আমরা নিয়ে এসেছি ডিজিটাল মার্কেটিং এর উপর যাবতীয় তথ্য নিয়ে অনলাইনে একটা ফ্রী সেমিনার। আপনি নিজের ক্যারিয়ার গড়তে অংশ নিতে পারেন আমাদের এই ফ্রী সেমিনারে ।👇



04/06/2023

#আসসালামু_আলাইকুম
#ফ্রিল্যান্সিং শুরু করার আগে জানতে হবে ফ্রিল্যান্সিং কি?

💁‍♂️ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা বা রিমোট জব। কোন একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা-কে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন

👉প্রথমত আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে করতে হয়। ফ্রিল্যান্সিং করতে অবশ্যই আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন।
ফ্রিল্যান্সিংয়ের অনেক গুলো সেক্টর আছে এবং আপনি কোন সেক্টরে কাজ করতে চান সেটা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে লেখা লেখি, ডেটা এন্ট্রি, প্রোগ্রামিং, মার্কেটিং, টাইপিং, ওয়েব ডিজাইনি, গ্রাফিক্স ডিজাইন, ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, ডেভেলপমেন্ট, ভার্চুয়াল এসিস্ট্যান্ট সহ অনেক সেক্টর আছে।

আপনার পছন্দ অনুযায়ী যেকোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনি ইউটিউব বা গুগলের সাহায্য নিতে পারেন।
তবে সবচেয়ে ভালো হবে কোনো দক্ষ ফ্রিল্যান্সারের সাহায্য নিয়ে বা ভালো কোনো ফ্রিল্যান্সিং লার্নিং ইন্সটিটিউট থেকে কোর্স সম্পন্ন করে দক্ষতা অর্জন করা।

নিয়মিত চার পাঁচ ঘন্টা সময় ব্যয় করে চার পাঁচ মাসে আপনি মোটামুটি ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ে শেখার শেষ নেই। প্রতিটা কাজই নতুন নতুন অনেক কিছু শেখাবে। দক্ষতা অর্জন করার পরে আপনি যখন ইন্টারনেশনাল মার্কেটপ্লেস বা লোকাল মার্কেটপ্লেসে কাজ করবেন তখন ধীরে ধীরে আরো বেশি দক্ষ হয়ে উঠবেন। ইনশাআল্লাহ 💯💯

#সাফল্য_তাদের_কাছেই_ধরা_দেয়_যারা_এর_সন্ধানে____সর্বদা_ব্যস্ত_থাকে



digital marketing

23/05/2023

ফ্রিল্যান্সিং💰শিখতে চান কিন্তু সঠিক 🤔 গাইডলাইন এর অভাবে এখনো ফ্রিল্যান্সিং শুরু করতে পারতেছেন না।
তারা ইনবক্স করতে পারেন,💯
ইনশাল্লাহ হেল্প করবো 🤟

21/05/2023


#ক্যারিয়ার_গড়ুন

👨‍💻 ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের 💪 সফল হওয়ার জন্য ৩ টা বিষয় লক্ষ্য করতে হবে।
১. 👨‍💼মেন্টরের সাপোর্ট এর মাধ্যমে এগিয়ে যাওয়া যায়।
২. ✅ সঠিক প্লাটফর্ম সিলেক্ট করে সেখানে র জন্য নিজেকে প্রস্তুত করা।
৩. 🧑‍💼 নিজের প্রতি বিশ্বাস রেখে, ধৈর্য্য সহকারে শেখার মন মানসিকতা 💻

✅সঠিক গাইডলাইন এর মাধ্যমে 🧑‍💻ফ্রিল্যান্সিং শিখতে 🥰আমার সাথে যোগযোগ করতে পারেন। আমার সাধ্যমত ফ্রিল্যান্সিং শিখতে সাহায্য করার 💪 চেষ্টা করবো ইনশাআল্লাহ।

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায় ! কিন্তু ,যখনই শোনে যে 7থেকে 8 হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়,  প্রিয়  ভাই ও বো...
13/05/2023

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায় ! কিন্তু ,যখনই শোনে যে 7থেকে 8 হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়, প্রিয় ভাই ও বোন হতাশ হওয়ার কিছুই নেই এখনে !

👉আজকাল মানুষ 7/8 হাজার টাকাকে টাকাই মনে করে না, বিভিন্ন সময় অযথা কাজে অপচয় করে !

🟥 কিন্তু এটাও সত্য যে আবার এই টাকাটাই অনেকের কাছেই বিরাট কিছু কিন্তু ,এই টাকার বিনিময়ে যদি আপনি যোগ্যতা সম্পন্ন হতে পারেন ,এবং লক্ষ টাকা ইনকাম করতে পারেন সমস্যাটা কোথায় ?

🖐️আমরা অহেতুক কত টাকা নষ্ট করে ফেলি যেটা আমাদের কাজে আসে না !
🗣️আর এই টাকাটা ভালো কাজে ব্যয় করলে আমাদের কাজে আসবে, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ।
👉আমরা ১৫/১৭ বছর পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ও চাকরির জন্য ছুটে ও চাকরি পাইনা।

🔵আর ফ্রিলান্সং এমন একটি মুক্ত পেশা যেখানে ৪/৫ মাস কাজ শিখে ভালো একটি ক্যরিয়ার গড়া যায় যদি সত্যিই কেউ মন থেকে ফ্রিল্যান্সিং নিয়ে উঠে পড়ে লাগে তো,
🗣️আমি বলবো পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রিলান্সিং এর বিভিন্ন বিষয় শিখা হবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং চাকরীর বাজারেও দক্ষতা প্রদর্শন করলে চাকরী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।💪
❤️

🥰

🧑‍🏫পছন্দের ক্যারিয়ারে যেতে স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ একটি ধাপ। 🔎আমরা সকলেই চাই ভালো একটি ভবিষ্যৎ। নিজের পছন্দের ক্য...
12/05/2023

🧑‍🏫পছন্দের ক্যারিয়ারে যেতে স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ একটি ধাপ।

🔎আমরা সকলেই চাই ভালো একটি ভবিষ্যৎ। নিজের পছন্দের ক্যারিয়ার, সেই লক্ষ্যে আগানোর জন্যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট এর দিকে গুরুত্ব দেয়া উচিত। কারণ বর্তমানে চাকরীর বাজার অনেক প্রতিযোগিতা মূলক।

👨‍🏫বিভিন্ন কোম্পানি তাদের চাহিদা অনুযায়ী দক্ষ লোক পাচ্ছে না। সেই জন্যে তারা অন্য দেশের দক্ষ কর্মীদের নিয়োগ করছে। সেই কারণে দেশের অনেক মানুষ বেকার থেকে যাচ্ছে। আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাছাড়া বেশিদূর যাওয়া সম্ভব হবে না।

✍️যেমন ধরুন আপনি লিখতে ভালবাসেন, অন্য আরেকজন লেখার সাথে সাথে লেখাটি SEO friendly করে লিখতে পারে। এখন জব মার্কেটে উনি আপানার চেয়ে এগিয়ে থাকবে শুধু তার একটি স্কিলের জন্য। কারণ তার লেখা মানুষের কাছে পৌঁছানো সহজ।

কখনো কি ভেবে দেখেছেন,কেনো আমরা পিছিয়ে আছি এবং অবহেলা করছি?🤔

🙆‍আমাদের অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে থাকার প্রধান কারণ হল আমরা অন্যের অর্জন দেখে অনুপ্রাণিত হই। কিন্তু আমরা চিন্তা করে দেখিনা তারা কিভাবে সেই সাফল্য অর্জন করেছে। আমাদের উচিত তাদের ফলো করা। সমালোচনা না করে নিজের স্কিল ডেভেলপ করা। কারণ, কষ্ট করলেই সাফল্য আসবে।

💁‍আরেকটি কারণ হল আমরা নিজেদেরকে অবহেলা করি। সময় দিতে হবে যেকোন কিছুর জন্যে। প্রচুর ঘাটাঘাটি করতে হবে সকল বিষয় নিয়ে। এতে করে নিজের আগ্রহ কোন বিষয়ে সেটি জানতে পারবেন। এরপর সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য এগিয়ে যেতে হবে।

🤷‍অনেক ধরনের স্কিল রয়েছে, বর্তমানে আপনি আপনার কাজ বা ইন্টারেস্টের উপর নির্ভর করে স্কিল ডেভেলপ করতে পারেন।

🪩বর্তমান যুগে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিছু টেকনিক্যাল স্কিল জানা থাকলে কর্মক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন : ডিজিটাল মার্কেটিং,এসইও,গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন,এফিলিয়েট মার্কেটিং,ভিডিও এডিটিং,কন্টেন্ট রাইটিং ইত্যাদি
🧏‍এই সকল স্কিল গুলোর মধ্যে যদি আপনি যেকোনো একটি সেক্টর নিয়ে আপনার স্কিল ডেভেলপ করেন, তাহলে কর্ম ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে।

💁আমাদের উচিত নতুন কিছু শেখা।

ধন্যবাদ 💝💖

* আমরা জীবনে যাই করি না কেন, সবকিছুর প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে।☺️হয়তো কাল, না-হয় পরশু আসবেই।* আমি নিজেও বিশ্বাস ...
10/05/2023

* আমরা জীবনে যাই করি না কেন, সবকিছুর প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে।☺️
হয়তো কাল, না-হয় পরশু আসবেই।

* আমি নিজেও বিশ্বাস করি, আমার জীবনেও আরো ভালো কিছু হতে যাচ্ছে!🥰

* জীবনে যাই হয়ে যাক না কেন, যেরকমি খারাপ পরিস্থিতিই আসুক না কেন, এর ভালো দিকটা খুঁজে বের করুন।
যা হচ্ছে, যা হবে এবং যা ইতিমধ্যে হয়ে গেছে সব কিছুই আপনার ভালোর জন্য হয়েছে।
এই মানসিকতা থাকলে যেকোনো পরিস্থিতিতে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন।❤️
ইতিবাচক থাকুন, নিজের উপর বিশ্বাস ধরে রাখুন, আজ নয়তো কাল আপনার জীবনেও সাফল্য আসবেই।💪

* যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয়।💯

* আপনি যদি সফল হতে চান....সফল মানুষের গুনাবলী নিজের জীবিত ধারন করে লেগে থাকুন, যারা লেগে থাকে তারাই ভাগিদার হয়। 💯💯💯

02/05/2023

💰ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গঠন করতে চান, এমন কয়েকজন ব্যক্তি প্রয়োজন।
ইনশাআল্লাহ হেল্প করবো ❤️

14/04/2023

💁‍♂️পড়ালেখা করে যে শুধুমাত্র চাকরিই করতে হবে এই প্রথাগত চিন্তা চেতনা থেকে বের হতে হবে।

💁‍♂️সাকিব আল হাসান - যদি ক্রিকেট ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র‍্যাজুয়েশন করতো তাইলে আজকে সে হয়তো ২০ হাজার টাকার মালিক হতো।

💁‍♂️কিন্তু, ১৪ বছরে গ্র‍্যাজুয়েশন শেষ করে সে আজ ২০০ কোটি টাকার মালিক।
টাকা কামানোর জন্য পড়া-লেখা করা আসলেই সবচেয়ে দুর্বল ইনভেস্টমেন্ট (প্রমাণিত)।

💁‍♂️বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে। পড়ালেখার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে +ছাত্র থাকা অবস্থায় ইনকাম সোর্স বের করতে হবে। ক্যারিয়ার ব্যাক-আপ রাখতে হবে অন্যতায় পড়ালেখা শেষ করে 20 হাজার টাকার চাকরির
জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে।

💁‍♂️তাই এখন থেকেই ফ্রিল্যান্সিং শিখেই, নিজের স্কিলটা বিল্ডআপ করা শুরু করে দেন।💪
ইনশাআল্লাহ কেরিয়ারটা আরো সুন্দর হবে।❤️

07/04/2023

"ডিজিটাল মারকেটিং বা ফ্রিলান্সিং করতে যারা আগ্রহী তারা আমাকে ইনবক্স করতে পারেন।
ইনশাআল্লাহ ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো💯"

30/03/2023

📓 যারা পড়াশোনা / অন্যান্য পেশার পাশাপাশি/ ঘরে বসেই, 💰 ফ্রিল্যান্সিং শিখে নিজেকে স্কিলআপ করে 💯 ইনকাম করতে চান।
তারা ইনবক্স করতে পারেন। ভালো একটা সুযোগ আছে, ফ্রিল্যান্সিং শিখার জন্য✌️

25/03/2023

#যারা ফ্রিল্যান্সিং শিখে 📖 নিজের ক্যারিয়ার💰 গড়তে চান বাট কোনো গাইডলাইন পাচ্ছেন না তারা আমাকে ইনবক্স করতে পারেন।
ইনশাআল্লাহ হেল্প করবো💯

💥💥প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন দরকার তেমনি ও এই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে কিভাবে সমাজের কাছে জীবনটাকে সুশীল হিসেবে গড়ে ...
21/03/2023

💥💥প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন দরকার তেমনি ও এই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে কিভাবে সমাজের কাছে জীবনটাকে সুশীল হিসেবে গড়ে তুলতে হবে সেই সোপাতে সবাইকে কাজ করতে হবে।

👉আপনি কি চান বা আপনার ভবিষ্যৎ কী সেটা নিয়ে আপনার ভাবনা চিন্তা করে এগুতে হবে।

আপনি একবেলা খাবার না খেলে কয়জন আছে আপনার খবর নেওয়ার।
একমাত্র আপনার মা ও বাবা আছেন যারা আপনার সুখ দুঃখের আপনার পাশে থাকবে।
আপনি তাদের জন্য কিছু করতে পেরেছেন।
আপনি ভেবেছেন তাদেরকে নিয়ে একটি সুন্দর এবং সুশীল পরিবার গঠন করতে।
এটা তখনি সম্ভব যখন আপনি নিজেই বিল্ড‌আপ হবেন।
আপনি কি চিন্তা করেছেন, কি করলে আপনি পরবর্তিতে লাইভ চেঞ্জ করতে পারবেন।
হ্যা,আমি বলবো একটাই আছে তা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই কোর্সটি করতে পারলে আপনি আপনার লাইভ চেঞ্জ করতে পারবেন।
আর এমন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কোর্সটি সম্পন্ন করতে হবে যারা কিনা ফেমেলির মতো আপনাকে গাইড করবে।
Success Biz Family
Harbour Institution

20/03/2023

💁‍♂️ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং শেখার শুরুটা হতে হবে ডিজিটাল মার্কেটিং দিয়ে।

💢এলোমেলোভাবে না শিখে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ নিয়ে পারফেক্টলি যাত্রা শুরু করান আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর।

আপনি কোন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখবেন বুঝতে পারছেন না। সেক্ষেত্রে আমাদের একটি ফ্রি ক্লাসে অংশগ্রহণ করে A-Z বিস্তারিত জেনে নিয়ে তারপর শুরু করতে পারেন।

যারা আমাদের ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে আগ্রহী আমার সাথে ইনবক্সে যোগাযোগ করুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mst.Tofsira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mst.Tofsira:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share