Joadsify

Joadsify A complete digital marketing solution offered by Joadsify. Our services include Facebook Ads, Google ADS, Instagram ADS, FB pixel setup, And Email Marketing.

একটা এড কতটুকু সাকসেস হবে সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে অন্যতম হচ্ছে, রাইট অডিয়েন্স সিলেক্ট।এরপর মোস্ট ইম...
21/12/2021

একটা এড কতটুকু সাকসেস হবে সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে অন্যতম হচ্ছে, রাইট অডিয়েন্স সিলেক্ট।
এরপর মোস্ট ইম্পরট্যান্ট হচ্ছে এড ক্রিয়েটিভ আকর্ষণীয় হওয়া। ভাল মানের এড ক্রিয়েটিভ একটা এডের রেজাল্টের পজিটিভ
ইফেক্ট আনতে সক্ষম।
এছাড়াও শধু একটা এড ক্যাম্পেইন রান করলেই যে ভাল রেজাল্ট এসে পড়বে এরকমটা কখনোই নয়। এড রান করার এক দুই
দিন পর CTR, Quality Ranking, Conversation Rate Ranking এবং COST PER RESULT
যদি ঠিকঠাক থাকে তাহলে তো ঠিক আছে। আর এগূলোর রেজাল্ট যদি আশানুরূপ না হয় তাহলে এডকে নতুন করে আপডেট
করতে হবে।

ব্যবসায়ের সফলতার দুটি ধাপ রয়েছে- 'মার্কেটিং এবং পণ্যের গুনগত মান' "মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন যেমন প্রয়োজন,ঠিক তে...
21/05/2021

ব্যবসায়ের সফলতার দুটি ধাপ রয়েছে- 'মার্কেটিং এবং পণ্যের গুনগত মান' "

মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন যেমন প্রয়োজন,ঠিক তেমনি বিজনেসে সাকসেস পাওয়ার জন্য মার্কেটিং একটা বড় ফ্যাক্ট।
প্রাচীনকালে যেকোন প্রোডাক্টস কম তৈরি হতো বলে,বাজারে প্রতিযোগিতা ও কম ছিল।কিন্তু ক্রমান্বয়ে ক্রেতার চাহিদার সাথে পণ্য উৎপাদনকারী কোম্পানি জ্যামিতিক হারে বাড়ার ফলে,মার্কেটিং ছাড়া রানিং জনপ্রিয় কোম্পানি ও কয়েক মাসে পথে নেমে পড়বে।
তো বুঝতেই পারছেন, একটি নতুন ব্যবসায়ী তার বিজনেসে মার্কেটিং ছাড়া সেল করতে গেলে আসলে রেজাল্ট শূন্যের কোঠায় ই থাকবে।

একটা পণ্যের কথা বলি, হ্যা?! ১৯৫৩ সালের দিকে (আনুমানিক! মূল সালটা মনে নেই!) সিগারেট কোম্পানিগুলো মার্কেটিং করতো পরিসংখ্যা...
20/05/2021

একটা পণ্যের কথা বলি, হ্যা?!
১৯৫৩ সালের দিকে (আনুমানিক! মূল সালটা মনে নেই!) সিগারেট কোম্পানিগুলো মার্কেটিং করতো পরিসংখ্যানের উপর ভিত্তি করে। যার ফলে, তখনকার দিকে সিগারেট কোম্পানিগুলো পোস্টার ও অ্যাডে সিগারেট খায় 'কত মানুষ' এটা নিয়ে পরিসংখ্যান দেখাতো। তারা কিন্তু এটা বলতো না যে, সিগারেট খেলে আপনার ক্যান্সার হবে!
তারপর বাজারে এসে ঢুকলো মার্লবোরোর সবচেয়ে সেরা ব্র্যান্ড, 'মার্লবোরো ম্যান!' অ্যাডে দেখানো হয়েছে, একটা স্বাস্থ্যবান পুরুষ ঘোড়ায় চড়ে এসে বৃষ্টির মধ্যেও মার্লোবোরো সিগারেট ধরালো!
জাস্ট এতটুকুই ছিলো অ্যাডটা! কোনো পরিসংখ্যান নেই, কোনো তথ্য নেই আর!
ফলাফল কি হয়েছে জানেন?
১ বছরের মধ্যে মার্লবোরো সিগারেট সবচেয়ে পেছন থেকে উঠে এসে আমেরিকার সবচেয়ে সেরা চারটা সিগারেট কোম্পানির মধ্যে একটা হয়ে গেলো!
১০ বছরের মধ্যে মার্লবোরো সারা পৃথিবীর সবচেয়ে সেরা সিগারেট হয়ে গেলো। বর্তমানেও সবচেয়ে সেরা সিগারেট কোম্পানিগুলোর মধ্যে একটা হচ্ছে মার্লবোরো।
মার্লবোরো তাহলে কি করেছে এখানে?
তারা আসলে সঠিক অডিয়েন্সের কাছে, সঠিক অ্যাকশন আর ইমোশন দিয়ে তীর ছুঁড়েছে।
তারা এটাই দেখিয়েছে যে, স্বাস্থ্যবান মানুষগুলোও সিগারেট খায় এবং এতে তাদের স্বাস্থ্য ঠিকই থাকে!
মার্লবোরো আর যাই করুক, মার্কেটারদের জন্য একটা সেরা শিক্ষা রেখে গিয়েছে, আর সেটা হচ্ছেঃ ডোন্ট সেল প্রোডাক্ট, সেল ইমোশন!
🔥

03/02/2021
01/02/2021

Friendship never die😍

Address


Alerts

Be the first to know and let us send you an email when Joadsify posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joadsify:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share