RakibSfancy

RakibSfancy Hi,
Thanks you much to visit our page, We make videos to provide you with a variety of information a

Hi Dear Visitor,
Thank you so much to visit our channel, for your information, this is the {RakibSfancy} FB page. We make videos to provide you with a variety of information and entertainment. So please stay tuned with us by clicking the Like or Following button to Get the next serve for you. We are grateful to you for the Like or Following to our {RakibSfancy} FB page. Once again Thanks you by,
R

akibSfancy Team
Email: [email protected]


হ্যালো প্রিয় দর্শনার্থী,
আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এটি {RakibSfancy} (রাকিবসফ্যান্সি) ফেসবুক পেইজ। আমরা আপনাকে বিভিন্ন তথ্য সরবরাহ করতে এবং বিনোদন দেওয়ার জন্য ভিডিও তৈরী করে থাকি। দয়া করে আপনার জন্য পরবর্তী পরিষেবাটি পেতে পেইজের লাইক অথবা ফলো বোতামটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। আমাদের "RakibSfancy” (রাকিবসফ্যান্সি) পেইজটি লাইক অথবা ফলো করার জন্য আমরা আপনার কাছে আমরা কৃতজ্ঞ।

আবারও আপনাকে ধন্যবাদান্তে
রাকিবসফ্যান্সি টিম
ইমেইল: [email protected]

বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে নামে খ্যাত বরেন্য অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন। (ইন্নালিল্...
16/04/2021

বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে নামে খ্যাত বরেন্য অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুভ জন্মদিন মহানায়ক  #মান্না
14/04/2021

শুভ জন্মদিন মহানায়ক #মান্না

নব্বই-শূন্য দশকের জনপ্রিয় নায়ক শাহীন আলম আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ৮ই মার্চ (সোমবার)...
08/03/2021

নব্বই-শূন্য দশকের জনপ্রিয় নায়ক শাহীন আলম আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ৮ই মার্চ (সোমবার) রাত ১০:০৫ মিনিটে মাত্র ৫৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তার কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ই মার্চ থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

১৯৮৬ সালের নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহীন আলম। তখনই নজরে পড়েন ‘বে-দ্বীন’–খ্যাত নির্মাতা এস এম শফির। তিনি তাঁর স্বপ্নের প্রকল্প ‘মাসুদ রানা’ ছবিতে মাসুদ রানা হিসেবে নির্বাচিত করেন শাহিন আলমকে। সেই ছবির শুটিংয়ে তিনি যুক্তরাষ্ট্র ও জাপানে যান। তাঁর সহশিল্পী ছিলেন গোলাম মুস্তাফা, অলিভিয়া, ওয়াসীম ও রোজিনা। কিন্তু ব্যয়বহুল ছবিটির ৩০ শতাংশ শুটিং হওয়ার পর কাজ আর এগোয়নি। যদিও শফির সঙ্গে চুক্তি ছিল, শাহিন আলম পাঁচ বছরের মধ্যে অন্য কোনো ছবিতে কাজ করতে পারবেন না। কিন্তু এরকম একটি ড্রিম প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার পর এস এম শফি শাহিন আলমকে অনুমতি দেন অন্য নির্মাতাদের ছবিতে কাজ করার জন্য।

প্রথম ছবি মুক্তি পায় ১৯৯২ সালে, আবুল খায়ের বুলবুল পরিচালিত 'মায়ের কান্না'। চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি মঞ্চ নাটকে কাজ করতেন। পরিচালক শফি তাঁকে পরামর্শ দিয়েছিলেন, একক নায়ক ছাড়া ছবি না করার জন্য। শাহিন আলম সেই কথা মানেননি, এ জন্য সারাজীবন আক্ষেপ করেছেন। তিনি ‘মায়ের দোয়া’ ছবিতে রুবেলের সঙ্গে সেকেন্ড লিড চরিত্র করেন। এরপর একক নায়কের জন্য তাঁকে আর কেউ ডাকেননি। সেকেন্ড লিড নায়ক হিসেবে তিনি নির্ভরযোগ্য হয়ে ওঠেন নির্মাতাদের কাছে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তাকে জসিম, রুবেল, ইলিয়াস কাঞ্চন, মান্না, আলেকজান্ডার বো, অমিত হাসান, শাকিব খান-দের সাথে দ্বিতীয় নায়কের ভূমিকায় দেখা গেছে, তবে গল্পে তার চরিত্রের যথেষ্ট গুরুত্ব থাকত। নিজে মূল নায়ক ছিলেন ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘আলিফ লায়লা’, ‘পাপী সন্তান’ প্রমুখ ছবিতে।

মাঝে অশ্লীলতা ঢালিউডের ঘাড়ে চেপে বসলে একজন স্ট্রাগল করা অভিনেতার ভাগ্যে যা হয়, তার ক্ষেত্রেও তাই হয়েছে। যা পেয়েছেন দেদারছে সেই কাজই করেছেন। গণহারে অশ্লীল চলচ্চিত্রে অভিনয়ের কারণে গায়ে লেগে গেছে অশ্লীল নায়কের তকমা। পরবর্তীতে অশ্লীলতা দমন কর্মসূচিতে কোনো পরিচালক, প্রযোজক বিতারিত না হলেও... তার মতো নায়ক-নায়িকারা এফডিসি থেকে বিতারিত হন।

এরপর কলেজপড়ুয়া মেয়ের আত্মহত্যা তার জীবনটাকে সম্পূর্ণ বদলে দিলো। সিনেমার জগত ছেড়ে বাকি জীবনটা তিনি ব্যবসায়ী হিসেবে কাটিয়েছেন। ঢাকার গাউছিয়ায় তাঁদের পৈতৃক দুটো শোরুম ছিল। অভিনয় ছাড়ার পর এই শোরুমগুলোতে ব্যবসা শুরু করেন তিনি। একটি শোরুম ভাড়ায় চলে। আরেকটি শোরুমে নিজে ব্যবসা করেন। আগে নিজেই শোরুমে বসতেন। তবে গত চার-পাঁচ বছর যাবত এই কিডনির রোগ তাকে প্রচন্ড ভোগাচ্ছিল, তাই এরপরের সময়টায় তাঁর ভাতিজা দোকানে বসতেন।

গতবছর দৈনিক প্রথম আলো তার একটি ইন্টারভিউ নিয়েছিল। সেখানে শাহিন আলম জানালেন, সিনেমার লোকদের মধ্যে অমিত হাসান ও মিশা সওদাগর নিয়মিত তাঁর খোঁজখবর নেন। অনেক দিন আগে শিল্পী সমিতির কয়েকজন তাঁকে দেখতে এসেছিলেন। কেউ কেউ তাঁকে বলেছেন, চিকিৎসার সহযোগিতার জন্য শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু শাহিন আলম তা করেননি। সরকারের কাছ থেকে চিকিৎসা সহায়তা নেওয়ার জন্যও তদবির করেননি। অথচ তিনি গত পাঁচ বছর ধরেই গুরুতর অসুস্থ।

কারণ হিসেবে তিনি বলেছিলেন, তার মনে হয়েছে, যারা দুস্থ, তার চেয়েও যাদের বেশি প্রয়োজন, তারা প্রধানমন্ত্রীর কাছে যাক। এত দিন আল্লাহ একভাবে তাকে চালিয়ে নিয়েছেন। সহায়তার কথা ভাবেননি। তবে করোনায় ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় পরবর্তীতে তিনি চেয়েছেন সরকার যেনো তাদের দিকে তাকায়।

শাহীন আলম তার পরিবারে স্ত্রী এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলেকে রেখে রেখেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

©ফাহিম মুনতাসীর

DB = ডেঞ্জারাস বেডি(এখন অনেকেই তার হাতে এ্যারেস্ট হইতে চাইবে) 😂
06/03/2021

DB = ডেঞ্জারাস বেডি

(এখন অনেকেই তার হাতে এ্যারেস্ট হইতে চাইবে) 😂

টিনএজ/ তরুণ বয়সে মহানায়ক মান্না
06/03/2021

টিনএজ/ তরুণ বয়সে মহানায়ক মান্না

পপ শিল্পী জানে আলম আর আমাদের মাঝে নেই।কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ইন্না লিল্লাহি ওয়া...
02/03/2021

পপ শিল্পী জানে আলম আর আমাদের মাঝে নেই।কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১ মাস আগে করোনায় আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে আইসিইউ তে ভর্তি ছিলেন পরে নিউমোনিয়ায় ও আক্রান্ত হন আজকে অবস্থা অবনতি হওয়ায় লাইফে সাপোর্টে দেয়ার পরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এর পক্ষে থেকে তার পরিবার ও অনুরাগীদের সহমর্মিতা জানাচ্ছি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,সকল ভাষা শহীদের আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
20/02/2021

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,
সকল ভাষা শহীদের আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আজ মহানায়ক মান্নার ১৩ তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের আজকের এইদিনে আকস্মিকভাবে বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাঁদিয়ে চলে যান ন...
17/02/2021

আজ মহানায়ক মান্নার ১৩ তম মৃত্যুবার্ষিকী।
২০০৮ সালের আজকের এইদিনে আকস্মিকভাবে বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। তার বিদেহী আত্মার মােগফেরাত কামনা করছি।

#মান্না বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে চির অম্লাণ হয়ে থাকবেন।

19/01/2021

তারকাদের দৃষ্টিতে কেমন ছিলেন মান্না?

26/12/2020

মহানায়ক মান্নার মৃত্যুর পিছনের লুকানো রহস্য।
মামলার অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও কেন এত বছর ধরে ঝুলে আছে আসামীদের বিরুদ্ধে দায়ের করা মামলা।

03/12/2020

আফসোস! কোন দিকে যাচ্ছে আমাদের সাংস্কৃতিক গৌরবউজ্জল ধারা

06/11/2020

দেখুন মহানায়ক মান্না মৃত্যুর পর তার সম্পার্কে তারকা অভিনেতা রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা ইলিয়াজ কাঞ্চন, সাত্তার, অমিত হাসান, আমিন খান, রিয়াজ, শাকিব খান, তারকা অভিনেত্রী কবরী, ববিতা, আনোয়ারা, মেীসুমী, পপি, শাবনুর, অপু বিশ্বাস, দোয়েল, শিশু শিল্পী দিঘী ও পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, এফ আই মানিক, পি এ কাজল, রায়হান মুজি, চাষী নজরুল ইসলাম সহ তার অনান্য সহকর্মীবৃন্দ তার সম্পার্কে কে কি মন্তাব্য করেছিলো

Address


Alerts

Be the first to know and let us send you an email when RakibSfancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RakibSfancy:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share