Buysmartbazar

  • Home
  • Buysmartbazar

Buysmartbazar Welcome to my buysmartbazar page. Welcome to my page.

05/03/2024

WISTER এর এই গ্লুকোমিটারের এমআরপি প্রাইস ১৮০০টাকা, আমরা সর্বোচ্চ অফার প্রাইসে দিচ্ছি মাত্র ১২৫০টাকায়।
কোনো প্রকার কোডিং সেট করা ছাড়া ঘরে বসে নিজেই নিজের ডায়াবেটিস টেস্ট করুন মাত্র ৫ সেকেন্ডে।
আপনার সর্বশেষ ৫০০টি টেস্ট রেজাল্ট সেভ করে রাখতে পারবে, তাই লগবুকে লিখে রাখতে ভুলে গেলেও সমস্যা হবে না।
USA টেকনোলজির বিশ্বখ্যাত WISTER ব্র্যান্ড এর Glucometer বাজারের অন্যতম সেরা কোয়ালিটির ডিভাইস।
এটা কিনে আপনি লাভবান হবেন, সেই গ্যারান্টি আছে ইনশাআল্লাহ।
লাইফটাইম ওয়ারেন্টি
এটা কিনে আপনি লাভবান হবেন, সেই গ্যারান্টি আছে ইনশাআল্লাহ।

আমরা সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। তাই প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করুন নিশ্চিন্তে। আরও যা যা সাথে থাকবে।
নিডল পেন, ইউজার ম্যানুয়াল, লগবুক
এছাড়া এর সাথে রয়েছে ১০টি Strips
১০টি Needle ফ্রি
পাবেন ১টি বহনকারী ব্যাগ
লাইফটাইম ওয়ারেন্টি

শরীরের ক্লান্তি কাটিয়ে মন মেজাজ ফুরফুরে রাখতে ব্লাক কফি অনেকটাই সাহায্য করে। তাই অনেকেরই সারা দিনের সঙ্গী এক কাপ কফি। তব...
28/02/2024

শরীরের ক্লান্তি কাটিয়ে মন মেজাজ ফুরফুরে রাখতে ব্লাক কফি অনেকটাই সাহায্য করে। তাই অনেকেরই সারা দিনের সঙ্গী এক কাপ কফি। তবে দুধ, ক্রিম, চিনি মিশ্রিত কফিতে হয়তো স্বাদ থাকতে পারে, কিন্তু উপকারিতা অনেকটাই কমে যায়। নিয়মিত এই ভাবে কফি খেলে, লাভের চেয়ে ক্ষতিই বেশি। তাই কফি খাওয়ার এই অভ্যাসে করুন।
কফির স্বাদ সবচেয়ে ভাল পাওয়া যায় কালো কফিতেই।

প্রিমিয়াম ব্ল্যাক টি র স্বাস্থ্য সুবিধাগুলি আজই আবিষ্কার করুন:✅ কোলেস্টেরল নিয়ন্ত্রণ: গবেষণায় দেখা গেছে যে ব্ল্যাক টি...
15/02/2024

প্রিমিয়াম ব্ল্যাক টি র স্বাস্থ্য সুবিধাগুলি আজই আবিষ্কার করুন:
✅ কোলেস্টেরল নিয়ন্ত্রণ: গবেষণায় দেখা গেছে যে ব্ল্যাক টি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং একটি স্বাস্থ্যকর হৃদপিণ্ড আপনাকে উপহার দিতে পারে।
✅ রক্তচাপ নিয়ন্ত্রণ: ব্ল্যাক টি র অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তনালীগুলির ভাল কার্যকারিতায় অবদান রাখে এবং সর্বোত্তম রক্তচাপের মাত্রা সমর্থন করে।

AirPods Pro Made In Dubai With 100% ANC & Transparencyঅরিজিনাল টার মতন পপ আপ সাপোর্ট করে,ANC এবং ট্রান্সপারেন্সি দুইটাই ...
15/02/2024

AirPods Pro Made In Dubai With 100% ANC & Transparency

অরিজিনাল টার মতন পপ আপ সাপোর্ট করে,
ANC এবং ট্রান্সপারেন্সি দুইটাই আছে এবং ফোন থেকে সুইচ কর‍তে পারবেন,
ডিজাইন কমপ্লিট Apple Airpods Pro 2nd Generation এর মাস্টার কপি,
বক্সে লাইটনিং ক্যাবল পাবেন।
ওয়্যারলেস চার্জ সাপোর্ট করবে।

12/02/2024

প্রিমিয়াম ব্ল্যাক টি র স্বাস্থ্য সুবিধাগুলি আজই আবিষ্কার করুন:
✅ কোলেস্টেরল নিয়ন্ত্রণ: গবেষণায় দেখা গেছে যে ব্ল্যাক টি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং একটি স্বাস্থ্যকর হৃদপিণ্ড আপনাকে উপহার দিতে পারে।
✅ রক্তচাপ নিয়ন্ত্রণ: ব্ল্যাক টি র অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তনালীগুলির ভাল কার্যকারিতায় অবদান রাখে এবং সর্বোত্তম রক্তচাপের মাত্রা সমর্থন করে।
এছাড়াও ব্ল্যাক টি স্বাস্থ্য র নিচের উপকার গুলিও করে –
• মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়
• ক্যান্সারের ঝুঁকি কমায়
• দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে
• টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে
• ব্ল্যাক টি ত্বকের উন্নতি ঘটায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
🌈 কেন আমাদের ব্ল্যাক টি বেছে নিবেন?
🔒 প্রিমিয়াম কোয়ালিটি: শ্রীমঙ্গল এর উৎকৃষ্ট চা বাগান থেকে প্রাপ্ত, আমাদের ব্ল্যাক টি স্বাদে সমৃদ্ধ এবং স্বাস্থ্য-বর্ধক বৈশিষ্ট্যে পরিপূর্ণ।
🌱 প্রাকৃতিক সৌকর্য: কোনো সংযোজন বা সংরক্ষক নেই (No additives and preservatives) - শুধু খাঁটি, স্বাস্থ্যকর চা পাতা।
☕ বহুমুখী উপভোগ: আপনি গরম বা ঠান্ডা যেটাই পছন্দ করুন না কেন, আমাদের ব্ল্যাক টি আপনার দৈনন্দিন রুটিনে একটি আনন্দদায়ক সংযোজন হবে।
🎁 স্টক সীমিত: স্টক সীমিত, তাই জীবন রক্ষ্যা কারি প্রিমিয়াম ব্ল্যাক টি দ্রুত সংগ্রহ করুন ! 🌟 এখনই সংগ্রহ করুন এবং আপনার স্বাস্থ্যের জন্য একটি ইতিবাচক পরিবর্তন করুন।
চা বিপ্লবে যোগ দিন! প্রতিটি চুমুকের সাথে সুস্থতাকে আলিঙ্গন করুন। 🌿

2/আপনি কি উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের সাথে লড়াই করছেন? অথবা আপনি কি ভবিষ্যতে আপনাকে এবং আপনার পরিবার কে এসব ঝামেলা থেকে মুক্ত রাখতে চান? আমরা আপনার ব্যথার বিষয়গুলি বুঝতে পারি এবং সেই কারণেই আমরা আপনাকে ব্ল্যাক টি র অবিশ্বাস্য উপকারগুলির সাথে পরিচয় করিয়ে দিতে চাই! এটি শুধুমাত্র আপনার ও আপনার পরিবারের জন্য গেম-চেঞ্জার হতে পারে যা আপনি অনুসন্ধান করছেন:

✔️হার্ট-স্বাস্থ্যকর অ্যালিক্সির: ❤️ ব্ল্যাক টিতে ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা খারাপ কোলেস্টেরল (LDL) এর মাত্রা কমাতে সাহায্য করে। ব্ল্যাক টি এর প্রতিটি প্রশান্তিদায়ক চুমুকের সাথে আপনার হার্টের স্বাস্থ্যকে উন্নত করুন!

✔️রক্তচাপ বুস্টার: 🌊 ব্ল্যাক টি তে পাওয়া প্রাকৃতিক যৌগগুলি রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করতে পারে, রক্তচাপের মাত্রা কমাতে অবদান রাখে।

✔️কোলেস্টেরল ব্যবস্থাপনা: 📉 গবেষণাতে দেখা গেছে যে ব্ল্যাক টি নিয়মিত পানে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে। প্রতিদিনের চায়ের আচারে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন!

✔️স্ট্রেস রিলিফ: 😌 উচ্চ রক্ত চাপ দুশ্চিন্তার সাথে সম্পর্ক যুক্ত। ব্ল্যাক টি তে এল-থেনাইন রয়েছে যা স্ট্রেস থেকে শরীরকে রক্ষ্যা করে।

✔️অ্যান্টিঅক্সিডেন্ট বুস্ট: 🌿 ব্ল্যাক টি তে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে বাঁচতে সহায়তা করে।

🍵 ব্ল্যাক টি পানের সাথে আপনার স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করুন: ⚡️ ব্ল্যাক টি র পলিফেনল এবং ক্যাটেচিনের সংমিশ্রণ কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে। আপনার হার্ট এবং সামগ্রিক জীবনীশক্তির জন্য ব্ল্যাক টি আনতে পারে আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন!

🍑 ⋆ 🍒 🎀 ব্ল্যাক টি প্রেমীরা কেন আমাদের প্রিমিয়াম ব্ল্যাক টি র স্বাদ নিবেন? কারনঃ আমাদের প্রিমিয়াম ব্ল্যাক টি –
✔️ সম্পূর্ণ প্রাকৃতিক, এতে কোন ধরনের কৃত্রিম রং, কশ ও ফ্লেভার যোগ করা হয়না।
✔️ এই স্পেসাল চা প্রচলিত বাজারে পাওয়া যাইনা, Export quality – র চা। পরিমানে কম লাগে তাই সাশ্রয়ী।
✔️ কচি পাতা দিয়ে তৈরি বাগান সতেজ (Garden fresh) চা পাতা।
✔️ নিম্ন মানের পাতা দিয়ে Blended না, এটি কেবল একটি চা বাগানের কচি পাতা থেকে তৈরি।
✔️ ডাস্ট মুক্ত চা পাতাকে ধীরে ধীরে প্রসেস করা হয় যেন চা এর গুনাগুন অটুট থাকে।
✔️ চা এর রাজধানী খ্যাত শ্রীমঙ্গল এর সেরা চা বাগানের চা। 🎀 🍒 ⋆ 🍑
❻. ব্ল্যাক টি বিপাক বৃদ্ধি এবং চর্বি ভাঙ্গন প্রচার করে ওজন ব্যবস্থাপনায় সাহায্য করতে পারে

💥নতুন বছরের অবিশ্বাস্য  অফার!!! 🔥 সর্বোচ্চ ডিস্কাউন্টে কিনুন লাইফটাইম ওয়ারেন্টির ডায়াবেটিস মেশিন।🏠 ফ্রি হোম ডেলিভারি  সা...
04/02/2024

💥নতুন বছরের অবিশ্বাস্য অফার!!!
🔥 সর্বোচ্চ ডিস্কাউন্টে কিনুন লাইফটাইম ওয়ারেন্টির ডায়াবেটিস মেশিন।
🏠 ফ্রি হোম ডেলিভারি সারাদেশে সীমিত সময়ের জন্য।
কোনো প্রকার কোডিং সেট করা ছাড়া ঘরে বসে নিজেই নিজের ডায়াবেটিস টেস্ট করুন মাত্র ৫ সেকেন্ডে।
USA টেকনোলজির বিশ্বখ্যাত WISTER ব্র্যান্ড এর Glucometer বাজারের অন্যতম সেরা কোয়ালিটির ডিভাইস। এটা কিনে আপনি লাভবান হবেন, সেই গ্যারান্টি আছে ইনশাআল্লাহ।
📌এই Glucometer আপনার সর্বশেষ ৫০০টি টেস্ট রেজাল্ট সেভ করে রাখতে পারবে, তাই লগবুকে লিখে রাখতে ভুলে গেলেও সমস্যা হবে না। WISTER এর এই ডিভাইসটির ওয়ারেন্টি লাইফটাইম। কখনো মেশিনের কোনো সমস্যা হলে পুরাতন মেশিন ফেরত দিয়ে নতুন মেশিন নিতে পারবেন। এছাড়া এর সাথে রয়েছে ১০টি Strips ও ১০টি Needle ফ্রি। এছাড়া পাবেন ১টি বহনকারী ব্যাগ, নিডল পেন, ইউজার ম্যানুয়াল, লগবুক ইত্যাদি।
WISTER এর এই গ্লুকোমিটারের এমআরপি প্রাইস ১৮০০টাকা, আমরা সর্বোচ্চ অফার প্রাইসে দিচ্ছি মাত্র ১২০০টাকায়। বাজারের সস্তা ৩০০/৪০০টাকার লোকাল ডিভাইস কিনে প্রতারিত হবেন না। এগুলো কখনই আপনাকে একুরেট রেজাল্ট দিতে পারবে না। তাই অনুরোধ থাকবে দাম একটু বেশি দিয়ে হলেও সঠিক প্রোডাক্ট কিনুন।
🚛আমরা সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। তাই প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করুন নিশ্চিন্তে।

03/02/2024

বর্তমান গ্যাস দুর্ঘটনার ভয়াবহতা চুলা ব্যবহার কারীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে,
এই দুশ্চিন্তা দুরকরে নিশ্চিন্তে নিরাপদে রান্নার জন্য buysmartbazar.com এর সেপ্টি সেন্সর গ্যাস রেগুলেটর।
মনে রাখবেন গ্যাস দুর্ঘটনার প্রধান কারন:-
#চুলার সংযোগ পাইপ, ফেটা যাওয়া,
# লিকেজ হওয়া,
# লুজ কানেকশন থাকা বা
# রেগুলেটরের গোড়া দিয়ে গ্যাস বেড় হওয়া।
# সংযোগ পাইপ এ ছিদ্র থাকা।
‌‌√ এধরনের কোন দুর্ঘটনায় buysmartbazar.com সেপ্টি সেন্সর গ্যাস রেগুলেটরটি সঙ্গে সঙ্গে সিলিন্ডার হতে গ্যাস সাপ্লাই অটো বন্ধ হয়ে যাবে ফলে গ্যাস দুর্ঘটনা একেবারেই ঘটবেনা ইনশাআল্লাহ।
সেটিং পদ্ধতিঃ
১. গ্যাস সংযোগ পাইপটি চুলা ও রেগুলেটরের সাথে ভালোভাবে লাগিয়ে পাইপের ক্লিপ দুটি এটে নিন।
২. রেগুলেটরের লক বাটনটি চেপেরেখে সিলিন্ডারের মুখ ঢুকিয়ে নিন ও ক্লিক শব্দ না হলে রেগুলেটরের উপরে চাপ দিন।
৩. রেগুলেটরের পুশ বাটনটি পুশ করে চুলা অন করুন।
মনে রাখবেন কোন ধরনের লিকেজ ও পুনরায় সিলিন্ডার পরিবর্তন ছাড়া আর পুশ করা লাগবেনা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Buysmartbazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Buysmartbazar:

  • Want your business to be the top-listed Media Company?

Share