Md.Ruhul Amin Hanafi

  • Home
  • Md.Ruhul Amin Hanafi

Md.Ruhul Amin Hanafi আমার ফেসবুক পেইজে আপনাদের সবাইকে স্বাগতম।

23/07/2022

আস্তাগফিরুল্লাহাল আজিম

13/01/2021

🔰 #খাওয়ার সময় সালাম দেয়া বা সালামের উত্তর দেয়া কি নিষেধ?
------------------
🌎আপনারা খাচ্ছেন বলে সালাম দিলামনা, কিছু মনে করবেন না... এরকম কথা আমরা প্রায়ই শুনি! কমন সেন্সে এটাও ভাবেন অনেকে খেতে বসে এত গল্প- কথা বলা গেলে সালাম দেয়া যায়না কেনো?
ইসলামে পানাহারের সময় সালাম আদান-প্রদানের ব্যাপারে মুলত কোন নিষেধাজ্ঞা নেই। বরং হাদিসে সালাম দেয়ার ব্যাপারে যত বক্তব্য এসেছে সেগুলো খাদ্য গ্রহণের সময়কেও শামিল করে।
পানাহারের সময় সালাম দেয়া বা উত্তর দেয়া যাবে না মর্মে আমাদের সমাজে যে ধারণা প্রচলিত রয়েছে এবং কোন কোন ফিকহের (মা'সালা ও অযীফার কিতাব) কিতাবে লেখাও হয়েছে তার কোন দলিল বা ভিত্তি নাই। আর দলিল বিহীন ভাবে কোন কিছুকে হারাম বা মাকরুহ বলার সুযোগ নেই।
উপরন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণের সময় দুনিয়াবি কথা বলেছেন। গল্প করেছেন। একবারে মূখ বন্ধকরে খাওয়া ইহুদীদের আমল বলা হয়েছে। সুতরাং পানাহার রত ব্যক্তিকে সালাম দেয়া বা এই অবস্থায়ও সালামের উত্তর প্রদান বৈধ হওয়র বিষয়টি আরও অধিকতর যুক্তিযোগ্য। যেখানে দুনিয়াবি কথা বলাও নিষিদ্ধ নয়।
শায়খ আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহ কে প্রশ্ন করা হয়, কেউ যদি এমন লোকদের পাশ দিয়ে গমন করে যারা খাদ্য গ্রহণ করছে তাদেরকে কি সালাম দিবে? কারণ আমরা শুনেছি, এটা জায়েজ নাই

🛑তিনি উত্তরে বলেন,
نعم يسلم عليهم، والذي قال: لا يسلم غلط، يسلم عليهم، إذا جاء لقوم وهم يأكلون أو يقرءون أو يتحدثون يسلم عليهم، يقول: السلام عليكم، أو السلام عليكم ورحمة الله، أو ورحمة الله وبركاته، ولا يكره ذلك بل يشرع، وهم يردون عليه

"হ্যাঁ, তাদেরকে সালাম দিবে। যে বলেছে সালাম দিবেনা সে ভুল বলেছে। যখন কেউ এমন লোকদের নিকট আগমন করবে যারা খাওয়া-দাওয়া, পড়াশোনা
ও কথাবার্তায় লিপ্ত আছে তখন তাদেরকে সালাম দেবে। বলবে, আসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
এটা মাকরুহ নয় বরং শরিয়ত সম্মত। আর যাদেরকে সালাম দেওয়া হবে তারাও উত্তর দিবে।
🍚
তবে মুখের মধ্যে খাবারের লোকমা থাকলে তৎক্ষণাৎ উত্তর দেওয়া আবশ্যক নয়। বরং তা গিলে খাওয়ার পর উত্তর দিলেই যথেষ্ট হবে।" [Binbaz. Org.sa]
🕳️
ইমাম নববী বলেন,
إذا كان يأكلُ واللقمة في فمه، فإن سلَّم عليه في هذه الأحوال لم يستحقّ جواباً
"খাদ্য গ্রহণের সময় মুখে লোকমা থাকা অবস্থায় সালাম দিলে জবাব দেয়ার হক রাখে না।" (কিতাবুল আযকার)। ইমাম শাওকানি এ কথাকে সমর্থন করেছেন।
🏵️
তবে মুখের খাদ্যদ্রব্য গিলার পর সালামের জবাব দিতে হবে। মুখে লোকমা না থাকলে সালামের জবাব দেয়া খানার মাজলিসেও ওয়াজিব।
আল্লাহ তায়ালাই অধিক জ্ঞাত।

11/12/2020

🔰 #فِْيْ_مَوْلِدِ_النُّوْرِطٰهٰ

 #প্রতি_রাতে_যিনি_প্রিয়_নবীজি_সাল্লাল্লাহু_আলাইহি_ওয়া_সাল্লামের_দিদার_লাভে_ধন্য_হতেন🌿খাদিমুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ও...
11/10/2020

#প্রতি_রাতে_যিনি_প্রিয়_নবীজি_সাল্লাল্লাহু_আলাইহি_ওয়া_সাল্লামের_দিদার_লাভে_ধন্য_হতেন

🌿খাদিমুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আনাস ইবনে মালেক রাদিআল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরেও দিদার লাভে ধন্য হতেন, সুবহানাল্লাহ।

🌼মুসান্না বিন সাঈদ আদ দাররা থেকে বর্নিত তিনি বলেনঃ আমি আনাস রাদিআল্লাহু তাআ'লা আনহুকে বলতে শুনেছিঃ
سمعت أنس بن مالك يقول ما من ليلة إلا وأنا أري فيها حبيبي صلي الله عليه وسلم ثم يبكي.
এমন কোন রাত নেই যে রাতে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখিনা, অতঃপর এতটুকু বলে তিনি কাঁদলেন।
{আল বিদায়া ওয়ান নিহায়াঃ ৯ম খন্ড ৯৮ পৃষ্ঠা}

💐ইবনু সা'দ তার "তবকাতে"র মধ্যে বর্ননাটি নকল করেছেন। এই রেওয়ায়েতের সকল রাবি সিকাহ্।

আবু বকর মোহাম্মদ সালেহ আল হানাফি

30/09/2020

🔰সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।

Address


Telephone

+8801772361402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Ruhul Amin Hanafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Ruhul Amin Hanafi:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share