Mim'S daily lifestyle USA

  • Home
  • Mim'S daily lifestyle USA

Mim'S daily lifestyle USA Don’t lose Sabr, One day Allah will give you what you need🖤. Inshaallah🤲🏻

09/11/2023

something special for you 😌

07/11/2023

Winter skin care 💜✨

05/11/2023

পুরাণ ঢাকার মাটন কাচ্চির বিরিয়ানি

31/10/2023

প্রথমবার temu shopping করছি কম দামে এত সুন্দর জিনিস 😱😌

What I ordered vs what I received from Temu🥰😌

First time temu shopping so nice things at low price😱😌

What I ordered vs what I received from Temu🥰😍

15/10/2023

ঘরোয়া ভাবে চিকেন বিরিয়ানি /তেহেরী মজা করে রান্নার করার টিপস - Easy biriyani Recipe | Recipe |

Tahajjud ❤💫Wake up 10-20 minutes before the start of Fajr time and pray Tahajjud namaaz. Once you start praying Tahajjud...
12/10/2023

Tahajjud ❤💫

Wake up 10-20 minutes before the start of Fajr time and pray Tahajjud namaaz. Once you start praying Tahajjud namaaz at least one a week, you will honestly see a difference in the way you are. Tahajjud is the best time to ask Allah for whatever your heart desires, as long as it is good for you. Tahajjud gives you inner strength, a connection with Allah at a time
where it is just you and Him. That's the beauty of Tahajjud, Allah comes down to the lowest heaven and accepts the du'aas/prayers of those who wake up solely to pray and ask him for what they want. Subhaan'Allah, we underestimate the power of Tahajjud and the Fajr, May Allah always give us the
ability to wake up and pray to Him.

10/10/2023

I am editing a video with my own voice for the first time in my life and then I have a slight cold so I don't feel like listening to the voice😕 Don't take a bad attitude🙂

মাসালেদার দেশি পাস্তা উপকরণ: জল তেল/মাখন স্বাদ অনুযায়ী লবণ 1 বাটি পাস্তা কিছু জিরা (জিরা - ঐচ্ছিক) 2টি সূক্ষ্মভাবে কাটা...
21/09/2023

মাসালেদার দেশি পাস্তা
উপকরণ:
জল
তেল/মাখন
স্বাদ অনুযায়ী লবণ
1 বাটি পাস্তা
কিছু জিরা (জিরা - ঐচ্ছিক)
2টি সূক্ষ্মভাবে কাটা রসুনের কোয়া
1টি মাঝারি আকারের সূক্ষ্ম কাটা পেঁয়াজ
চিমটি হলুদ গুঁড়ো (হালদি)
লাল লঙ্কা গুঁড়ো (স্বাদ অনুযায়ী)
কিছু শাহী পনির মসলা/গরম মসলা/টিক্কা মসলা
সূক্ষ্ম কাটা ক্যাপসিকামের ছোট টুকরা
3টি টমেটো পিউরি
প্রায় 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম/দহি
কিছু গ্রেটেড পনির

পদ্ধতি:
পাস্তা সিদ্ধ করার জন্য প্যানটি গরম করুন, এতে জল দিন
স্বাদ অনুযায়ী কিছু তেল এবং লবণ যোগ করুন
পানি ফুটতে শুরু করলে ১ বাটি পাস্তা যোগ করুন (যেকোনো পাস্তা ব্যবহার করুন)
আল দান্তে পর্যন্ত রান্না করুন (রান্না করা কিন্তু নরম নয়)
গ্রেভি তৈরি করতে অন্য একটি প্যান গরম করুন, কিছু তেল/মাখন যোগ করুন
কিছু জিরা যোগ করুন (জিরা - ঐচ্ছিক)
2টি সূক্ষ্মভাবে কাটা রসুনের লবঙ্গ যোগ করুন
1টি মাঝারি আকারের সূক্ষ্ম কাটা পেঁয়াজ যোগ করুন
স্বাদ অনুযায়ী লবণ দিন এবং ভাল করে ভাজুন
এক চিমটি হলুদ গুঁড়ো (হালদি) যোগ করুন
লাল মরিচের গুঁড়া যোগ করুন (স্বাদ অনুযায়ী)
কিছু শাহী পনির মসলা/গরম মসলা/টিক্কা মসলা যোগ করুন এবং মিশ্রিত করুন
সূক্ষ্ম কাটা ক্যাপসিকামের একটি ছোট টুকরা যোগ করুন
3টি টমেটো পিউরি যোগ করুন এবং ঢাকনা ঢেকে সবজি রান্না করুন
তারপরে প্রায় 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম/দহি যোগ করুন এবং এটি মেশান
(আপনার গ্রেভি ঘন হলে জল যোগ করুন)
পাস্তা হয়ে গেলে ছেঁকে নিন
গ্রেভিতে যোগ করুন এবং এটি ভালভাবে মেশান
একটি সার্ভিং প্লেটে পাস্তা নিন, কিছু গ্রেট করা পনির যোগ করুন
উপরে ধনে পাতা দিয়ে দিন
এখানে আপনার সুস্বাদু, মাসালেদার দেশি পাস্তা রেডি!!! Masaledar Desi Pasta
Ingredients :
Water
Oil/butter
Salt as per taste
1 bowl pasta
Some cumin seeds (jeera - optional)
2 finely chopped garlic cloves
1 medium sized finely chopped onion
Pinch of turmeric powder (haldi)
Red chilli powder (as per taste)
Some shahi paneer masala/garam masala/tikka masala
Small piece of finely chopped capsicum
3 tomato puree
Approx 1 tbs fresh cream/dahi
Some grated cheese

Method :
Heat up the pan to boil pasta, add water in it
Add some oil and salt as per taste
When water begins to boil add 1 bowl pasta (use any pasta)
Cook until al dante (cooked but not soft)
Heat up another pan to make gravy, add some oil/butter
Add some cumin seeds (jeera - optional)
Add 2 finely chopped garlic cloves
Add 1 medium sized finely chopped onion
Add salt as per taste and roast well
Add a pinch of turmeric powder (haldi)
Add red chilli powder (as per taste)
Add some shahi paneer masala/garam masala/tikka masala and mix it
Add a small piece of finely chopped capsicum
Add 3 tomato puree and cover the lid to cook veggies
Then add approx 1 tbs fresh cream/dahi and mix it
(add water if your gravy is thick)
When pasta is done, drain to a strainer
Add in the gravy and mix it well
Take pasta on a serving plate, add some grated cheese
Top with a coriander leave
Here's your Yummilicious, Masaledar Desi Pasta ready!!!

You’re my 1 in 7 billion🥹💚
14/09/2023

You’re my 1 in 7 billion🥹💚

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
06/09/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

02/09/2023

অনেক গুলা Bettar Option পেয়েও যখন একজনের প্রতি Loyal থাকবেন, তাকে আঁকড়ে ধরে থাকতে চাইবেন! তার জন্য ফ্যামিলি'তে ফাইট করলেন! তার জন্য ফ্যামিলি'তে খারাপ হইলেন! দিন শেষে ওই মানুষ'টাই ignore করবে, Important পাবেন নাহ! আপনাকে সে ছেড়ে যাবে নাহ, But এমন ভাবে Force করবে যেনো আপনি তাকে ছেড়ে দিন! আর আপনি বাধ্য হয়ে ছেড়ে দিবেন যখন তখন বলবে "বেঈমান" Force করবে আবার দোষ ও দিবে!

বেঈমান শুনা'টা কষ্টের না, সব'চেয়ে কষ্ট আপনার ওই'খানে লাগবে যে মানুষ'টার জন্য নিজের ফ্যামিলি'তে ছোট হলাম, তাদের সমনে কোন মুখ নিয়ে দারাবেন? দিন শেষে একটা কথাই বলবো, যার জন্য ফ্যামিলি'তে ফাইট করবেন, একটু ভেবে চিন্তায় করবেন, মানুষটা কি আধো চায় আপনাকে? ভালোবাসে? আপনার প্রাপ্ত সম্মান আপনাকে দিবে তো? যেনো পরে এমনটা না হয় যে ফ্যামিলির সামনে আপনি মাথা উচু করে কথা বলতে লজ্জাবোধ করে!🖤🌸

31/08/2023

ছোট বেলায় বৃহস্পতিবার অনেক স্পেসাল ছিলো! বৃহস্পতিবার ভাবনা শুরু করতাম, কাল শুক্রবার! সকালে মসজিদ বন্ধ, সাথে স্কুল ও! পুরা দিন খেলা - ঘুরাঘুরি!

সেই শৈশবের প্রিয় বৃহস্পতিবার 'আমি তোমাকে ভিষণ মিস করছি'!'🖤

31/08/2023

Last day of August, I pray September to be better In Shaa Allah ✨

30/08/2023

কি রকম বেহায়া হলে মানুষ যার নামে নিন্দা করে তার সাথে গিয়েই আবার পিরীত মারে!🙂

30/08/2023

লক্ষ লক্ষ টাকা দিয়ে বাচ্চাকে ইংরেজি শিখাও,
অথচ কুরআন শিখাতে হুজুর কে ৫০০ টাকা দিতে পারোনা!

তুমি বৃদ্ধাশ্রমে যাবে না তো কোথায় যাবে?🙂

29/08/2023

মজার ব্যাপার হলোঃ আল্লাহ জানেন আপনার মন কি চায়। আপনি যা প্রার্থনা করবেন, আল্লাহ্ তা সবচেয়ে সুন্দরতম উপায়ে আপনাকে দিবেন ইনশাআল্লাহ !🤲

29/08/2023

‘ডিভোর্স হয়ে যেতে পারে বা স্বামী মারা যেতে পারে, তাই সব মেয়েদের উচিত অনার্স আর মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করে রাখা’—এটা কি আমার মত? কস্মিনকালেও নয়।

আমার আগের লেখায় যদি আমি বোঝাতে ব্যর্থ হই সেটা আমার অপারগতা। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যেন এরজন্যে আমাকে ক্ষমা করেন। আর, কেউ যদি জোর করে তা আমার ওপর চাপিয়ে দেয় তাদেরকেও যেন মহান রব ক্ষমার চাদরে আবৃত করে নেন।

আমি যেটা বলতে চেয়েছি সেটা আমাদের সমাজের একটা করুণ বাস্তবতা। শুধু ডিভোর্সের কারণেও নয়, অন্য অনেক কারণও এখানে হাজির করা যায়। দুজন মেয়ের কথা জানি যাদেরকে ছোটোবেলায় রেখে তাদের বাবা মারা যায়। মেয়েগুলো কলেজের গণ্ডি পার হওয়ার আগে তাদের মায়ের ক্যান্সার ধরা পড়ে। মামারা কিছুদিন সাহায্য সহযোগিতা করলেও পরে আর পেরে উঠে না। অসুস্থ মা আর দুটো বোন—এই তিনজন মানুষের দায়িত্ব নেওয়ার জন্যে আমাদের দেশে সত্যিকার কোন সংস্থা, কোন দাতব্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে?

অস্বীকার করতে চাইলে করা যাবে, কিন্তু এদের জীবনের আরেকটা করুণ বাস্তবতা হলো এই—ভালো আর স্বচ্ছল কোন পরিবারে মেয়েগুলোর বিয়ে হবে না। কেনো হবে না বলতে পারেন? কারণ মেয়েদুটোর বাবা নেই, মা-ও মৃত্যুশয্যায়। আমাদের দেশে একটা ছেলেকে বিয়ে করানোর আগে যে প্যারামিটারগুলো দেখা হয় তার মাঝে অন্যতম একটা হলো—মেয়ের বাপের বাড়ির অবস্থা কেমন, বাবা-মা কী করে ইত্যাদি। আমি বলতে চাইছি না যে এটা দেখা খারাপ, কিন্তু বাস্তবতা হলো এই মেয়েদের বাবা নেই আর মা’র ক্যান্সার বলে অধিকাংশ প্রস্তাব নাকচ হয়ে যাবে—দেশীয় বাস্তবতা।

আমি যা বলতে চেয়েছি তা হলো এই মেয়েগুলো বা জীবনের এমন পরিস্থিতির মুখোমুখি যারা পড়ে, তাদের জন্য বাস্তবতাটা ফেইসবুকের মতো ব্ল্যাক এণ্ড হোয়াইট কী না।

আমি একশতো ভাগ সহশিক্ষার বিরুদ্ধে। আমার স্ত্রীর বেলাতে আমি সেটাকে প্রশ্রয় দিইনি, আমার মেয়ের বেলাতেও দেবো না ইন শা আল্লাহ। কিন্তু আমার ঈমান, আমার তাওয়াক্কুল আর আমার সামর্থ্য দিয়ে আমি চারপাশের সবাইকে মাপতে পারবো, বলেন?

তার মানে যার ঈমানের জোর স্বল্প, তাওয়াক্কুলের পারদ কম আর সামর্থ্য সামান্য তাকে কি আমি সহশিক্ষায় ঢুকে যেতে বলছি বা এটাকে জায়েজ বলছি? অবশ্যই না। কিন্তু পরিস্থিতির কারণে যদি তাকে সেই সিদ্ধান্তে ঢুকতে হয়, তাকে উত্তম কোন বিকল্প আমি দিতে পারি?

(২)

আমার আগের লেখায় ডিভোর্স বা এ-সংক্রান্ত বিষয়ে সার্টিফিকেটের কথা প্রধানভাবে এসেছে কারণ এটাই সমাজে বিদ্যমান সহজ সমাধান। জানি এটা সেক্যুলার সমাজের বাতলানো সমাধান, কিন্তু আমরা যে সমাধানের কথা বলতে চাই সেটা আমাদের সমাজে কতোটুকু গড়ে উঠেছে? ডিভোর্সি নারীদের বিয়ের বিষয়টা আমাদের সমাজে কতোখানি জটিল আর কঠিন তা কি আমরা বোঝার চেষ্টা করবো না? বহুবিবাহ জিনিসটা আমাদের দেশে কি সেভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে? আমাদের দেশে কি কোন বিধবা নারী পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠেছে?

(৩)

দেখুন এই দেশে একজন পিতা তার কন্যাকে শারীয়াহসম্মতভাবে সম্পত্তির ভাগটুকু বুঝিয়ে দিতে চায় না। বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ভাইয়েরা বোনদের দিতে চায় না তার অংশটুকু। শুধু তো তাই নয়—বাবা-মা মারা গেলে ভাইদের বাড়িতে বোনদের প্রবেশাধিকারও নিষিদ্ধের পর্যায়ে চলে যায়। কিন্তু ইসলামের হুকুম মোতাবেক যদি আমরা আমাদের বোনদের, আমাদের কন্যাদের তাদের ভাগটুকু বুঝিয়ে দিতাম, যদি প্রতিটা স্ত্রী তাঁর স্বামীর সম্পত্তির প্রাপ্য অংশটুকু বুঝে পেতো—আজকে নির্ভরশীলতা, সামর্থ্যের সীমাবদ্ধতা এসব নিয়ে আমাদের ভাবতে হতো না।

আমাদের সমাজে ইসলামের এই কানুনগুলোর চর্চা গড়ে উঠেনি। অতি অবশ্যই আমরা সেগুলো গড়ে তোলার চেষ্টা করবো, কিন্তু বৃহৎ এই সমাজে সেটা রাতারাতি তৈরি হওয়ার মতো বিষয় নয়। এর পেছনে অনেক মেহনত দরকারি। সেই লক্ষ্যে অনেকে কাজ করছেন এবং অনেকে কাজ করবেন। কিন্তু এই সমাধানগুলো যতোক্ষণ পূর্ণরূপে তৈরি না হচ্ছে, ততোক্ষণ যে বিশাল একটা অংশ এই সেক্যুলার সমাধানে ঝুঁকবে—সেটাকে আমরা কী দিয়ে আটকাবো?

(৪)

একজন নারী কর্মক্ষেত্রে বারো ঘণ্টা বা ততোধিক সময় দিয়ে সংসারে সুষম সময় দেওয়ার সময় যে পাবে না সেটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়া লাগে না। যারা দাবি করেন যে তারা চাকরিও করেন আবার সংসারও ভালোভাবে সামলাতে পারেন তারা হয় পূর্ণ দৃশ্যটার কথা বলেন না, নাহয় লুকোচুরি করেন।

যে পরিবারে বাবা-মা দুজনেই চাকরিজীবী, তাদের সাথে দুইটা ঘটনা ঘটে। হয় তারা বাচ্চাকে দাদা-দাদী বা নানা-নানীর কাছে রেখে যান, নতুবা বুয়াদের কাছে। এর ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সেটা খুবই কম। এমন ঘটনা যদি প্রতিটা পরিবারে ঘটতে থাকে, আমাদের পারিবারিক ব্যবস্থা যে ভেঙে চুরমার হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। ইমাম আহমাদ ইবন হাম্বল রাহিমাহুল্লাহকে আমরা সকলে চিনি, কিন্তু একজন ইমাম আহমাদ ইবন হাম্বল তৈরিতে একজন মায়ের যে ভূমিকা—সেটা আমরা খুব কমই জানি।

আমি বলছি না যে প্রতিটা ঘরে ঘরে ইমাম আহমাদ ইবন হাম্বল তৈরি হতে হবে। সেটা কি আদৌ সম্ভব? কিন্তু সন্তানের সঠিক তারবিয়্যাহ, তার পরিচর্যা, তার আখলাক আর সুন্দর জীবনবোধ তৈরির কাজটা মোটাদাগে মা’কেই করতে হয়।

আমার স্ত্রী ঘরের বাইরে গিয়ে কাজ করবে এটা আমি সহ্য করতে পারবো না এবং ঠিক এই কারণে বিয়ের সিভিতে আমি লিখে দিয়েছিলাম—ক্যারিয়ার ওরিয়েন্টেড নন এমন কাউকেই জীবনসঙ্গী হিশেবে পছন্দ। যা আমি আমার স্ত্রীর বেলাতে পছন্দ করিনি, তা আমি অন্যদের বেলায় কীভাবে পছন্দ করবো? কিন্তু আমার পছন্দ আর অপছন্দ দিয়ে কি সমাজ চলবে? সমাজের সকলের বাস্তবতা আর আমার জীবনের বাস্তবতা কি এক?

(৫)

সূরা আন-নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা নারীদের পর্দার কথা বলার আগে পুরুষের দৃষ্টি অবনমিত রাখার কথা বলেছেন। খ্রিষ্টান ধর্মে শয়তানের ফাঁদে পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলার জন্য হাওয়া আলাইহিস সালামকে একলা দায়ী করা হয়, কিন্তু কুরআন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়কে এই কাজের জন্য দায়ী করে।

ইসলামের মৌলিক নীতি এটাই—ইনসাফ। ইসলাম কারো ওপর সামান্যতম জুলুমও সমর্থন করে না। যদি আমরা, মানে পুরুষেরা নিজেদের দায়িত্বটুকু ঠিকমতো পালন করতে পারি, যদি আমরা ঠুনকো থেকে ঠুনকো কারণে ডিভোর্সের মতো সিদ্ধান্তের দিকে না যাই, যদি আমরা স্ত্রীকে স্ত্রীর হক, কন্যাকে কন্যার হক বুঝিয়ে দিই, যদি আমরা ডিভোর্সি আর বিধবা মেয়েকে বিয়ে করাটাকে ট্যাবু বানিয়ে না রাখি এবং বহুবিবাহের বেলায় সকল স্ত্রীর মাঝে ইনসাফ করতে পারি—সমস্যাগুলোর তাহলে অনেকটাই সমাধান হয়ে যায়।

(৬)

আমি সহ-শিক্ষার বিরুদ্ধে। শুধু মেয়েদের জন্যে নয়, ছেলেদের জন্যেও। এই সমস্যার সমাধানকল্পে ইসলাম যে সমাধানগুলো বাতলায় সেগুলো জীবনে ধারণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমার স্ত্রী যাতে তাঁর হকটুকু বুঝে পান, আমার কন্যারা যাতে তাদের অধিকারটুকু থেকে বঞ্চিত না হয় সেদিকে আমার পূর্ণ খেয়াল এবং সে মোতাবেক আমি আমার জীবনটাকে গোছাতে চাই।

এই যে দায়িত্ববোধ—এটাও একটা সমাধান। কিন্তু এই দায়িত্ববোধ সমাজের কতোজন মানুষ নিজের মাঝে ধারণ করে? এটাই হচ্ছে বাস্তবতা এবং এই বাস্তবতাকে অস্বীকার করাটা বালির মধ্যে মুখ গুঁজে রাখার মতোই ঘটনা।

আমাদের যে-সকল ভাইয়েরা নারীদের বিকল্প শিক্ষা-ব্যবস্থা নিয়ে কাজ করছেন, চিন্তা করছেন তাদের জন্য আমার অফুরান দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা যেন তাদের কাজগুলোতে অনিঃশেষ বারাকাহ দান করেন। এগুলোই সত্যিকার কাজের কাজ। এসবে তো আমাদের কারো দ্বিমত থাকার প্রশ্নই আসে না। কিন্তু পাশাপাশি সমাজের অন্ধকার বাস্তবতাটাও আমাদের সামনে রাখতে হবে। এর বিপরীতে যদি আমরা আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখাই, তা তো কোন সুফল বয়ে আনবে না।

29/08/2023

নারী কিসে আটকায়? নারীরা কি চায়? কেন আটকায়? কেন চায়?

তাহলে আসেন আশা এই একটি পোস্টেই জানতে পারবেন সব কিছু।

নারী আটকায় পুরুষের দায়িত্বে, নারীর প্রতি শ্রদ্ধায়, সম্মানে, যত্নে এবং ভালোবাসায়...
তারা চায় দিন শেষে তাকে বুঝার মত একটা মানুষ, ভরসা করার মতো দুটি হাত, মাথা রাখার মতো একটি কাধ।

নারী আটকায় যেখানে ০% ও সম্মান নেই, ভালোবাসা নেই, যত্ন নেই , দায়িত্ত্ব নেই সেখানেও নারী আটকায় কারণ সেই পুরুষটার প্রতি মায়াতে আটকিয়েছে।
তারা চায় থেকে যেতে, হাজার অপমান, হাজার গালি সহ্য করেও।

নারী আটকায় তার প্রিয় মানুষটার থেকে একদম সামান্য একটু উপহারেও।
হ্যাঁ আবার নারী আটকায় টাকা-পয়সাতেও যাদের আপনরা বলেন Glod-Dig*ger , suger-daddy ধরসে, কারণ কি জানেন? তারা জানে এই দুনিয়াতে (ভালোবাসা,যত্ন, সম্মান)টাকার থেকেও খুব দামী জিনিস, এটার জন্য কান্না-কাটি করে ম*রে গেলেও সহজে পাওয়া যায় না।
তখন তারা চায় একটু শান্তি।

ভালোবাসা, যত্ন, সম্মান চাইলে Attention Seeker।
একা থাকতে চাইলে বলে Cheat করছে।
টাকা চাইলে Gold Dig*ger। (নারী যাকে ভালোবাসে/ভালোজানে তার পিছনে টাকাও খরচ করে, তাও তাদেরও এই ওয়ার্ডটা শোনা লাগে, নারীদের কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন)
চাকরি করতে চাইলে Competition।
না করলে যোগ্যতা নেই/অলস।
নিজের/বাপের/স্বামীর টাকা খরচ করলে সেলফিশ/বাপের-স্বামীর টাকা উড়ায়।
খরচ না করলে কিপ্টা।
Jealousy করলে Toxic।
Jealousy না করলে চুপ থাকলেও সমস্যা।
পাত্তা দিল/পোটে গেলে বা*রো-ভা*তারি।
পাত্তা না দিলে/না পোটেলে দেমাগ বেশি।
সাহায্য চাইলে কামচো*র।
অসুস্থ/ক্লান্ত হলে ঢং।
ফুর্তি করলে মনে রং।

মরে যাওয়া উচিত না?😅

নারীরা ভালোবাসা, যত্ন, সম্মান পেলে শান্ত নদী হয়ে যায়।
পুরুষরা নিঃস্বার্থ ভাবে একজন নারীকে ভালোবেসে দেখুন নিজেকে ভাগ্যবান মনে করবেন🌸✨😊

-

29/08/2023

বাপের অর্থ সম্পদ না থাকলে মেয়েদের শ্বশুড়বাড়িতে দাম থাকে না! 🙂

29/08/2023

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।

✍️সংগৃহীত

29/08/2023

আগামী ২০২৪ সালের মার্চ মাসের ১২ তারিখে প্রথম রোজা!😊

আলহামদুলিল্লাহ...!🌸❤

The first fasting on the 12th of March 2024!😊

Alhamdulillah...!🌸❤

আপনি কি আপনার সার্কেলে এই চেঞ্জটা খেয়াল করেছেন? আপনারো কি আমার মতো খারাপ লাগে?আজকাল বন্ধুদের সাথে আড্ডায় বসলে খালি ক্যার...
28/08/2023

আপনি কি আপনার সার্কেলে এই চেঞ্জটা খেয়াল করেছেন? আপনারো কি আমার মতো খারাপ লাগে?

আজকাল বন্ধুদের সাথে আড্ডায় বসলে খালি ক্যারিয়ারের গল্প । অমুক USA গেসে, তমুক স্কলারশিপ পাইসে, অমুকের বিসিএস হইসে, বসে না থেকে চাকরিতে ঢুকা উচিৎ- এগুলোই মেইন গল্প। এদিকে কারো বাবা-মা অসুস্থ,কোন ডাক্তারের কাছে নেওয়া উচিত,কি চিকিৎসা ভাল হবে এগুলো থাকে আরো একটা অংশে।

আমরা সবাই হঠাৎই ম্যাচুরড হয়ে গেসি।
আমি আমার বন্ধুদের দেখি। গত এক বছরে সবার বয়স বাড়সে মনে হয় দশ বছর। চোখে ভয়,কাঁধে অদৃশ্য বোঝা।ক্যারিয়ার গুছাও, টাকা কামাও, ঘর সংসার গুছাও, বাবা মায়ের জন্য কিছু করো...

আমাদের আড্ডায় তারুণ্যের উচ্ছ্বাস , ঘন্টার পর ঘন্টা আজাইরা কথাবার্তা বলে হাসতে হাসতে লুটায় পরা- এগুলো কবে জানি শেষ হয়ে গেছে। ☹️

সময়ের সাথে এমন হবারই ছিলো, জানি! তবুও...
সময় শুধু কেড়েই নেয়, কিছু ফিরিয়ে দেয় না!💔

Life was beautiful 2019🙂💔
25/08/2023

Life was beautiful 2019🙂💔

it’s true 🥰 I am really satisfied that this app has been successful for us all expats are getting rid of many hardships....
22/08/2023

it’s true 🥰 I am really satisfied that this app has been successful for us all expats are getting rid of many hardships.

এটা সত্য 🥰 আমি সত্যিই সন্তুষ্ট যে এই অ্যাপটি আমাদের জন্য সফল হওয়ায় সকল প্রবাসীরা অনেক কষ্ট থেকে মুক্তি পাচ্ছে।

✅ 𝐓𝐚𝐩𝐭𝐚𝐩 𝐒𝐞𝐧𝐝 এখনো অন্যদের তুলনায় বেশি রেট দিচ্ছে 🔔 𝑨𝑩𝑪𝑯 কোড ব্যবহার করলেই প্রথম ট্রান্সফারে $/€/£𝟏𝟎 বোনাস।কেন 𝐓𝐚𝐩𝐭𝐚𝐩 𝐒𝐞...
22/08/2023

✅ 𝐓𝐚𝐩𝐭𝐚𝐩 𝐒𝐞𝐧𝐝 এখনো অন্যদের তুলনায় বেশি রেট দিচ্ছে 🔔 𝑨𝑩𝑪𝑯 কোড ব্যবহার করলেই প্রথম ট্রান্সফারে $/€/£𝟏𝟎 বোনাস।

কেন 𝐓𝐚𝐩𝐭𝐚𝐩 𝐒𝐞𝐧𝐝 ব্যবহার করবেন?

ঘরে বসে নিজের মোবাইল দিয়ে সহজে ও সর্বোচ্চ রেটে প্রিয়জনদের/দেশে রেমিট্যান্স পাঠাতে 𝐓𝐚𝐩𝐭𝐚𝐩 𝐒𝐞𝐧𝐝 ব্যবহার করুন।
✅ 𝐍𝐨 𝐅𝐞𝐞 (টাকা পাঠাতে কোন অতিরিক্ত ফি নেই)
✅ 𝐈𝐧𝐬𝐭𝐚𝐧𝐭 𝐓𝐫𝐚𝐧𝐬𝐟𝐞𝐫 (মুহুর্তেই টাকা চলে যায়)
✅ 𝐁𝐞𝐬𝐭 𝐑𝐚𝐭𝐞 (অন্য অ্যাপের তুলনায় অনেক বেশি রেট)
✅ 𝐒𝐞𝐜𝐮𝐫𝐞 𝐓𝐫𝐚𝐧𝐬𝐚𝐜𝐭𝐢𝐨𝐧
✅ 𝐄𝐚𝐬𝐲 𝐭𝐨 𝐮𝐬𝐞 𝐓𝐚𝐩𝐭𝐚𝐩 𝐒𝐞𝐧𝐝 𝐀𝐩𝐩
✅ 𝐖𝐞 𝐜𝐚𝐧 𝐬𝐚𝐯𝐞 𝐦𝐨𝐧𝐞𝐲 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐟 𝐍𝐨 𝐅𝐄𝐄!
✅ 𝐒𝐞𝐧𝐝 𝐦𝐨𝐫𝐞 𝐫𝐞𝐦𝐢𝐭𝐭𝐚𝐧𝐜𝐞

Steps to Send Money using Taptap Send:
১. প্রথমে Taptap Send App টি গুগল প্লে স্টোর/অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন।
২. আপনার পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী ফোন নাম্বার/ইমেইল দিয়ে সাইন আপ করুন।
৩.অ্যাপটি ওপেন করুন, দেখবেন নিচের দিকে “HAVE A PROMO CODE?” নামে একটি অপশন আছে, ক্লিক করে ABCH কোডটি লিখুন, সাথে সাথেই $/C$/€/£ 10 ক্রেডিট এক্সট্রা বোনাস পেয়ে যাবেন । যা প্রথম মিনিমাম সেন্ড $২০ এর সাথে অ্যাড হয়ে যাবে।
৪. এর পর next click করে “Choose payment method” এ ব্যাংক অথবা বিকাশ সিলেক্ট করুন। সাথে যাকে টাকা পাঠাবেন তার ইনফরমেশন “Add new recipient” এ গিয়ে অ্যাড করুন। যাকে টাকা পাঠাবেন তার নাম(ব্যাংকে যেভাবে আছে/নামের বানানে খেয়াল করুন), ব্যাংকের নাম/মোবাইল ব্যাংকিং হলে যেমন বিকাশ, ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট করুন। সঠিকভাবে ইন্সফরমেশন দেয়া হলে, আপনি আপনার চেকিং একাউন্ট/ডেবিট কার্ড দিয়ে টাকা পাঠাতে পারেন। টাকা পাঠাতে কোন এক্সট্রা ফি লাগে না। এরপর সেন্ড ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে টাকা পাঠিয়ে দিন।
৫. প্রথমবার টাকা পাঠানোর সময় ভেরিফিকেশন করতে পারে, এজন্য কোন ইনফরমেশন চাইলে সাথে সাথে দিয়ে দিন।
৬. বিকাসে সাথে সাথেই টাকা চলে যায়, ব্যাংকে ১ মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যেই টাকা চলে যায় (ব্যাংক যেদিন খোলা থাকে), নতুবা একদিনের মধ্যেই চলে যায়।

Taptap এর মাধ্যমে টাকা পাঠানো খুবই সহজ। একবার এক্সপেরিয়েন্স করলে Taptap আপনার পছন্দের মাধ্যম হবে টাকা পাঠানোর।

20/08/2023

পছন্দের তিনটি লাইনঃ-

"ফা ইন্না মা'আল উসরি ইউসরা"
- নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে...!

"হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"
- আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট..!

"ইন্নালাহা মা'আস সবিরিন..!
- নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন..!

আলহামদুলিল্লাহ🤲

20/08/2023

"আয়াতুল কুরসি"
আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কইয়্যুম,,লা তা'খুযুহু সিনাতুউ ওয়ালা নাউম,,লাহু মা-ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ্,,মান যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,,ইয়া'লামু মা বাইনা আইদিহীম ওয়ামা খলফাহুম,, ওয়ালা ইউহিতুনা বিশাই'ইম্মিন ইলমিহী ইল্লা বিমা'শা'আ,, ওয়াছি"আ কুরসীইয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ্,, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা,,ওয়াহুয়াল আলিইয়্যুল আযীম।🖤

তেল চিপচিপে চুল আর ব্রনে ভরা মুখটা যখন আয়নায় দেখি তখন মনে হয়, আমাকে যে ভালোবাসে সেই মানুষটা আসলেই একজন সুপুরুষ। আজকালকার...
20/08/2023

তেল চিপচিপে চুল আর ব্রনে ভরা মুখটা যখন আয়নায় দেখি তখন মনে হয়, আমাকে যে ভালোবাসে সেই মানুষটা আসলেই একজন সুপুরুষ। আজকালকার ছেলে হয়েও সে মেকআপ করা চকচকে স্কিনের কোনো মেয়ের প্রেমে না পড়ে আমার মতন একটা সাদামাটা মেয়েকে ভালোবেসেছে।

ওয়েস্টার্ন ড্রেসের কোনো রমনী আজ পর্যন্ত তার মন ছুঁতে পারে নি। তার প্রথম প্রেম আমি। মেকআপ বিহীন সাদামাটা চেহারার এই মেয়েটাকেই তার পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলে মনে হয়।

এমন সুপুরুষের ভালোবাসা পাওয়ার জন্যও ভাগ্য লাগে। সবার কপালে এমন খাঁটি ভালোবাসা থাকে না। একজীবনে যেটুকু ভালোবাসা পেয়েছি সেটুকু আগলে রাখতে পারলেই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে দাবী করতে পারবো।

dowa🤲
20/08/2023

dowa🤲

20/08/2023

দোয়া কবুলের ইসমে আজম।

লা ইলাহা ইল্লা আনতাল মান্নান,
বাদীউছ সামাওয়াতি ওয়াল আরজ,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়ূম।

15/08/2023

"আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম"
"বিসমিল্লাহ হির রহমানির রাহীম"

* কালেমা তাইয়্যেবা
لا اله الا الله محمد رسول الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
* কালেমা শাহাদাত
اسهد الا اله الله واحده لاسريك له واسهد ان محمد عبده ورسوله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
* কালেমা তাওহীদ
لا اله الا انت واحدا لاشانى لك محمد رسول الله امام المتقين رسول رب المالمن
লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রাসূলু রাব্বিল আলামীন।
* কালেমা তামজীদ
لا اله الا انت نورايهدى الله لنوره من يساء محمد رسول الله امام المر سلين خاتم النبين
লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহ্ দিয়াল্লাহু লিনূরিহী মাই ইয়াশাউ মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতামুন্নাবিয়্যীন।
* ঈমানে মুজমাল
امنت بالله عماهو باسماىه وصفاته وقبلت جميم احقا مه وارعانه
আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহী ওয়া সিফাতিহী ওয়া কাবিলতু জামীআ আহকামিহী ওয়া আরকানিহী।
* ঈমানে মুফাসসাল
امنت بالله وملىقته وعتبه ورسله واليوم الاخر والمد رخيره وشره من الله تمالى واليمث ىمد الموت
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তা আলা ওয়াল বা'সি বা'দাল মাওত।

ইয়া আল্লাহ, ইয়া রাহমানুর রাহিম, ইয়া গাফুরুর রাহিম, ইয়া ফাত্তাহ,
তুমি আমাদের সকলের নফসকে হিদায়াত দান করো
তোমার দ্বিন কায়েম করার তৌফিক দান করো

আল্লাহ মরনের সময় জবানে কালিমা নিয়ে যেনো মরতে পারি সেই তৌফিক দান করুন

🤲আমিন🤲

15/08/2023

স্বাস্থ্য নিয়ে কিছু কথাঃ-

১. আপনার পাকস্থলী ভীত👉 যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

২. আপনার কিডনি আতঙ্কিত👉 যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

৩. আপনার গলব্লাডার ভীত 👉 যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত 👉 যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

৫. বৃহদান্ত্র আতঙ্কিত 👉 যখন আপনি ভাজাপোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

৬. ফুসফুস তখন ভীত 👉 যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

৭. লিভার ভীত 👉 যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

৮. হৃদপিন্ড ভীত 👉 যখন আপনি বেশি লবন এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

৯. প্যানক্রিয়াস আতঙ্কিত 👉 যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত 👉 যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন। এবং

১১. আপনার মস্তিষ্ক ভীত 👉 যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন এবং তাদের আতঙ্কিত করবেন না। কারণ এই সব অঙ্গপ্রত্যঙ্গ অত্যন্ত ব্যয়বহুল এবং বাজারে কিনতে পাওয়া যায় না। অতএব, নিজের অঙ্গ প্রত্যঙ্গসমূহকে সুস্থ রাখুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim'S daily lifestyle USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mim'S daily lifestyle USA:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share