ODVUT TARUN

ODVUT TARUN জিবন মানেই হেরে যাওয়া নয়! জিবন মানেই ভেঙে পড়া নয়! যত বাঁধা আসুক, আমাদের উঠতে হবে।

ODVUT TARUN is an inspiring and entertaining page that showcases the life journey of Tarun. Through engaging storytelling, Tarun shares how he overcame various challenges, providing valuable life lessons. Join the adventure as he explores vibrant lifestyles, and travels, and faces obstacles with unwavering determination. Get motivated, entertained, and empowered on this captivating journe

y of resilience and positivity.

জীবন মানেই হেরে যাওয়া নয়! জীবন মানেই ভেঙে পড়া নয়! যত বাঁধা আসুক, আমাদের উঠতে হবে। কাজে লেগে থাকতে হবে। সফলতা দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, তিনি আমাদের নিরাশ করবেন না! অবশ্যই আমরা সফল হবো।
আমাদের পেইজে আপনাকে সু-স্বাগত। আসুন সকল কষ্টকে এক পাশে রেখে একটু উৎসাহ নিয়ে কাজে নেমে পড়ি। জীবনটা
কে সফলতায় ভরিয়ে দেই।

30/01/2025

কথা না বুঝা মানুষের কাছে ব্যাথা প্রকাশ করা মূল্যহীন 😌💔

22/01/2025

অনেকদিন দেখা হবে না 😞😊
এইভাবে যাবে দিনের পর দিন
বছরের পর বছর
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না

22/01/2025

মুছে যাওয়া সেই দিন গুলি আজও মিস করি 😥
সেই স্কুল জিবন, বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা। বৃষ্টির দিনে সবাই মিলে ফুটবল খেলা। দিন শেষে হারিকেনের আলোয় পড়তে বসা। এই দিন গুলো আর হয় তো ফিরে পাবো না!
ফিরে পাবো না, সেই মধুর লগ্ন!
ভাবতেই চোখের কোণে জল চলে আসে।
চিৎকার করে বলতে ইচ্ছে হয়। আবার ফিরতে চাই। আমি মন খুলে হাঁসতে চাই। বাঁচতে চাই 🙂

21/01/2025

চরিত্র আর ব্যবহারের যত্ন নিন! দামী পোশাক, গাড়ি, বাড়ির মালিক হইলেই মানুষ হওয়া যায় না।
শুভ রাত্রি 🥰

ফুলের মাঝে আরেক ফুল ❤️💚💚💚
27/12/2024

ফুলের মাঝে আরেক ফুল ❤️💚💚💚

20/12/2024

-Tomar 𝗵𝗮𝗽𝗽𝗶𝗻𝗲𝘀𝘀 𝗸🥹❤️‍🩹-

19/12/2024

❤️Your ❤️ birthday ❤️ date ❤️

গত ডিসেম্বরেও যাদের ছাড়া নিজেকে কল্পনাও করা যেতো না,!এই ডিসেম্বরে তারা নেই। 🥀এই ডিসেম্বরে যারা পাশে আছে, জীবন টাকে মাতিয়...
19/12/2024

গত ডিসেম্বরেও যাদের ছাড়া নিজেকে কল্পনাও করা যেতো না,!
এই ডিসেম্বরে তারা নেই। 🥀
এই ডিসেম্বরে যারা পাশে আছে, জীবন টাকে মাতিয়ে রাখছে।পরের ডিসেম্বরে হয়তো তারাও থাকবে না।
জীবনটা এরকমই। হ্যাঁ কেউ থাকে না চিরদিন পাশে

19/12/2024

সর্বোচ্চ কত টাকা হারিয়ে ফেলার রেকর্ড আছে 🥱

মানুষ বড়-ই অদ্ভুত, কীসে তার সুখ, সে নিজেই জানে না!যা পায় তাকে আকঁড়ে  ধরে রাখে না, আর-যা তার দখলের বাহিরে, তা-নিয়ে হাজার ...
19/12/2024

মানুষ বড়-ই অদ্ভুত, কীসে তার সুখ, সে নিজেই জানে না!
যা পায় তাকে আকঁড়ে ধরে রাখে না, আর-যা তার দখলের বাহিরে, তা-নিয়ে হাজার জল্পনা-কল্পনা!

এই রঙিন ফানুসের ভিতরে কতো-অস্পষ্ট স্বপ্ন যে ভেসে উঠে, তা-কি কখনো প্রকাশ করা যায়..?

মানুষের জীবনটা অনেকটা মরিচীকার মতো! স্বপ্ন-বাস্তবতায় পরিনত করার ঠিক ধার-প্রান্তে এসে ছুটিরঘণ্টা বেজে ওঠে!
কিরে- যাবি না অসীমের পথে"?🖤

মা শিক্ষিত হোক বা না হোক🖤🖤 মা-ই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক❤️❤️
18/12/2024

মা শিক্ষিত হোক বা না হোক🖤🖤

মা-ই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক❤️❤️

18/12/2024

;২০২৪ সালে হারিয়ে যাওয়া একটা জিনিসের নাম বলে যান যেটা আর কখনও পাবেন নাহ......😌😐

18/12/2024

এত রাতে কে কোথায় থেকে পোস্ট দেখছেন?
আমি বাংলাদেশ থেকে,আপনি?
#আড্ডা পোষ্ট

15/12/2024

মুখের উপর মানুষ কত কিছুই বলে দেয়
অথচ আমি জবাব দিতে গেলে ভাবি থাক মানুষটা কষ্ট পাবে..!❤️‍🩹😅

হে আল্লাহ! এই শীতে ঘরে থাকা যায় না,, রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর কি অবস্থা।‌এই শীতে কেও ঘুমায় সমাজের উচু তলায় আর কেও ঘু...
12/12/2024

হে আল্লাহ! এই শীতে ঘরে থাকা যায় না,,
রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর কি অবস্থা।

এই শীতে কেও ঘুমায় সমাজের উচু তলায়
আর কেও ঘুমায় রাস্তায় আল্লাহ যেনো এই অসহায় অবুঝ পথ শিশুদের ও মানুষ গুলোকে
হেফাজতে রাখেন..
🤲আমিন🤲
দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে।
(আপনার যদি সামর্থ্য থাকে…
অন্তত এক'জন অসহায় মানুষ'কে হলে'ও… শীত বস্ত্র বিতরণ করুন!!)🤲
মানুষকে ভালোবাসায় সবচেয়ে খুশি হন আল্লাহ♥️💙

10/12/2024

ছেরে যাওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে
ভালোবাসা হয়ে এসো না...!!❤️😥
কারন,মানুষ না পাওয়ার যন্তাণা সহ্য করতে পারে,
কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারে না...!!💔😞🥲

10/12/2024

হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার তার প্রতি আর কোনো আগ্রহ থাকে না..!🖤

10/12/2024

-যুগের পর যুগ চলে যাবে, তবুও তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার ফুরাবে না!💔🙂

Address


Telephone

+8801786295367

Website

Alerts

Be the first to know and let us send you an email when ODVUT TARUN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ODVUT TARUN:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share