হসন্ত প্রকাশন

  • Home
  • হসন্ত প্রকাশন

হসন্ত প্রকাশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হসন্ত প্রকাশন, Publisher, .
(28)

নারীদের একাকী চলার স্বাধীনতা চাওয়া বোকামি, ফাতরামি আর ছ্যাঁচড়ামি ছাড়া অন্য কিছু না।বই: আজ ছুটি নিক দুঃখরা, পৃষ্ঠা: ১৪
23/06/2024

নারীদের একাকী চলার স্বাধীনতা চাওয়া বোকামি, ফাতরামি আর ছ্যাঁচড়ামি ছাড়া অন্য কিছু না।

বই: আজ ছুটি নিক দুঃখরা, পৃষ্ঠা: ১৪

23/06/2024

আসসালামু আলাইকুম
প্রিয় পাঠকরা আমাদের প্রকাশিতব্য বই দুটোর নাম বলুনতো?

জ্ঞানী, বুদ্ধিমান ও চিন্তাশীল লোকেরা যেন মনে রাখে, মহান আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন এবং সবাইকে নি...
23/06/2024

জ্ঞানী, বুদ্ধিমান ও চিন্তাশীল লোকেরা যেন মনে রাখে, মহান আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন এবং সবাইকে নিজ নিজ আমলের প্রতিদান দেবেন।

বই: জীবনের আয়োজন, পৃষ্ঠা: ২৫

আমাদের বইগুলো বুক ফাইল পেইজে থেকে সংগ্রহ করতে পারেন।
23/06/2024

আমাদের বইগুলো বুক ফাইল পেইজে থেকে সংগ্রহ করতে পারেন।

জীবনের উদ্দেশ্যকে জানতে শিখুন। খুঁজে বের করুন কেন আপনার এই আগমন। চার পায়ের প্রাণীও তো হতে পারতেন আপনি। হতে পারতেন বৃক্ষলতা। মানুষ হওয়ার কী প্রয়োজন ছিল আপনার? তবুও মানুষ হলেন। হলেন জগৎ শ্রেষ্ঠ উম্মাহ। অতএব, নিজেকে খুঁজে বের করাটাই যে এখন আপনার প্রধান দায়িত্ব।

বই: জীবনের ভাঁজে ভাঁজে
লেখক: এনামুল হক ইবনে ইউসুফ
প্রকাশনী: হসন্ত প্রকাশন

বইটি সংগ্রহ করতে "বুক ফাইলে" ইনবক্স করুন ❤️

আগামীকাল থেকে আমাদের বাংলাবাজারের ২ টা আউটলেট অপেন থাকবে ইন শা আল্লাহ ❤️আউটলেট ঠিকানা ১ম আউটলেটঃ-কওমী মার্কেট ২য় তলা বাং...
23/06/2024

আগামীকাল থেকে আমাদের বাংলাবাজারের ২ টা আউটলেট অপেন থাকবে ইন শা আল্লাহ ❤️

আউটলেট ঠিকানা

১ম আউটলেটঃ-
কওমী মার্কেট ২য় তলা বাংলাবাজার ঢাকা-১১০০

২য় আউটলেটঃ-
৩৮/২ তাজমহল মার্কেট (২য় তলা),ঢাকা -১১০০
ফোন: 01990000334/ 01790987766

23/06/2024

তুমি যেই ধর্ম, আদর্শ বিশ্বাস এবং নীতির অনুসারী হওনা কেন, আমি শুধু গর্ব করি ইসলামি বিধানের আদর্শ এবং বৈশিষ্ট্য নিয়ে।
আই অ্যাম মুসলিম!

ব‌ই : আমি মুসলমান

একবার আল্লাহ তাআলা আজরাইল আ.-এর কাছে জিজ্ঞেস করলেন, তুমি অদ্যাবধি কত লোকের জান প্রাণ সংহার করেছ, তার ইয়ত্তা নেই। এই প্র...
22/06/2024

একবার আল্লাহ তাআলা আজরাইল আ.-এর কাছে জিজ্ঞেস করলেন, তুমি অদ্যাবধি কত লোকের জান প্রাণ সংহার করেছ, তার ইয়ত্তা নেই। এই প্রাণ সংহার করতে গিয়ে কোনো লোকের ব্যাপারে তোমার দয়া ও মায়া হয়েছে তিনি বললেন, হ্যাঁ, দুই লোকের ব্যাপারে আমি দয়া ও মায়ার বশবর্তী হয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, কারা সেই দুই লোক?

তখন আজরাইল বললেন, একসময় সমুদ্রের মধ্যে প্রবল ঝড় ও তুফান চলছিল। ইতিমধ্যে একটি জাহাজ ডুবে গেল। অনেক নারী-পুরুষ যাত্রীও ডুবে গেল। কতক লোক জাহাজের চৌকাঠ ইত্যাদির ওপর ভর করে কোনোরকম জান বাঁচিয়ে রাখে।

তন্মধ্যে এক অন্তঃসত্তা নারীও ছিল, যার প্রস্রব বেদনা শুরু হয়ে গিয়েছিল। ইত্যবসরে তার সন্তানও ভূমিষ্ট হয়ে গেল। সেই নাজুক ও বেগতিক পরিস্থিতিতে সেই নারী তার সন্তানকে খুব যত্ন করছিলেন এবং বুকে আগলে রাখলেন। তখন ওই নবজাত শিশুটির জন্য কোনো আহার্য বন্দোবস্ত হলো না। এই মুহূর্তে আপনি আদেশ করলেন, এই মহিলার প্রাণ সংহার করো। তখন আমি দয়াপরবশ হলাম এবং ভাবলাম, তাকে যদি কবজা করে নিই, সন্তানে কী অবস্থা হবে!

তখন আল্লাহ তাআলা বললেন, দ্বিতীয় কোন ব্যক্তি যার প্রাণ সংহার করতে গিয়ে তুমি দয়াপরবশ হয়েছ?

মালাকুল মওত উত্তর দিতে গিয়ে বললেন— দ্বিতীয় ব্যক্তি যার ব্যাপারে আমি দয়ার্দ্র হয়েছিলাম, সে হলো শাদ্দাদ। সে ছিল আপনার এক অবাধ্য বান্দা। যাকে আপনি অঢেল সম্পদ, বিত্ত-বৈভব ও প্রতিপত্তির অধিকারী করেছিলেন। সে একপর্যায়ে দুনিয়ার প্রতি মোহগ্রস্থ হয়ে জান্নাত বানানোর ব্যাপারে বদ্ধপরিকর হয়। অবশেষে অনেক কষ্টেসৃষ্টে একটি জান্নাত বানায় সে। দুনিয়ায় যাবতীয় সৌন্দর্য-সৌকর্যে ও বিস্ময়কর জিনিস উদ্ভাবনে অনন্যসাধারণ এক প্রাসাদ নির্মাণ করে। অবশেষে যখন নির্মাণ কাজ সম্পন্ন করে এক পা মাড়িয়ে জান্নাতে প্রবেশ করতে লাগল, ঠিক সে মুহূর্তে তার প্রাণ সংহার করার ব্যাপারে আমি আদিষ্ট হই।

এ ঘটনা মনে পড়লে এখনো আশাবাদী হই, সে যদি একটুখানি তার নির্মিত জান্নাতে প্রবেশ করার সুযোগ পেত! তখন আল্লাহ তাআলা বললেন,
তুমি এক ব্যক্তির ব্যাপারে দুই বার দয়াপরবশ হয়েছ। শাদ্দাদ হলো সেই ছোট বাচ্চা, যার মাকে তুমি ঝড়- তুফানের সময় অন্ধকারাচ্ছন্ন রাতে প্রাণ সংহার করেছিলে। আমি তাকে যথাযথভাবে লালনপালন করেছি। তাকে অনন্য মেধা-মনন, প্রতিভা ও প্রজ্ঞার অধিকারী করেছি। একপর্যায়ে সে বড় হয়ে আমার অবাধ্য হয় এবং আমার মোকাবিলায় জান্নাত বানাতে প্রস্তুত হয়ে যায়।

তাহলে বুঝতে পারলাম, মৃত্যু একটি অনিবার্য পরিণতি।

আমাদেরকে ইচ্ছা-অনিচ্ছায় অবশ্যই গ্রাস করে নেবে। জন্য প্রিয়নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুকে অধিকহারে স্মরণ করার নির্দেশ দিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন--
হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা বেশি করে স্বাদ হরণকারী বিষয়, অর্থাৎ মৃত্যুর স্মরণ করো।

মৃত্যু আমাদের ইচ্ছাধীন নয়। কিছু সুন্দররূপে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের ইচ্ছার অন্তর্ভুক্ত।
তার পদ্ধতি হলো—নিজেকে সব ধরনের পাপাচার-দুরাচার থেকে নিবৃত্ত রাখা। কখনো শয়তাতের প্ররোচনায় গুনাহ হয়ে গেলে তাৎক্ষণিক তাওবা করে নেওয়া।

বই: জান্নাতে যাওয়ার সহজ পথ

বই ছবি ক্লিক পাঠকের।

22/06/2024

নিজেকে শেষ নয়, শুরু করুন ওখান থেকেই
“মানুষ আত্মহত্যা করতে ছাদে যায়। আপনিও যান, তবে আত্মহত্যা করতে নয়, রাতের আকাশ দেখতে। এই যে মাথার ওপর সুবিশাল আকাশ দাঁড়িয়ে আছে, মিটমিট করে আঁধার রাতে আলো জ্বলছে। চকচক করে আলো দিচ্ছে এত দূর থেকেও সুবিশাল চাঁদ। এসবের স্রষ্টা কে—আপনি জানেন। আপনি বুঝেন কে সব কিছু নিপুণভাবে সাজিয়েছেন। আপনি কেবল এই সহজ কথাটুকু বুঝেন না, আপনার সমস্যা মহান রব-এর কাছে কিছুই নয়, প্রয়োজন শুধু মন খুলে একবার ডাকার।
মানুষ তো মনখারাপে ছাদে উঠে আত্মহত্যা করে, আপনি না হয় আল্লাহর সৃষ্ট এত সুন্দর আকাশ দেখে মুচকি হেসে বললেন—আমার দুঃখ মিটিয়ে দেওয়ার জন্য এমন মালিকের কুন (হও) বলার ব্যাপার মাত্র।”
“বিহাইন্ড অব সুইসাইড” বই থেকে পোড়া অন্তরকে ছুঁয়ে দেওয়া কিছু কথা। কেন নিজেকে শেষ করে দেবেন ভাই/বোন? যেখানটায় শেষ করে দিতে চাচ্ছেন নিজেকে, ওখান থেকেই কি নতুনের শুরু কি করা অসম্ভব কিছু? মোটেও নয় কিন্তু। আদিব সালেহ আপনাকে সেটাই দেখাচ্ছেন, বলছেন সুইসাইডের পেছনের কারণ ও মুক্তির উপায়।

বই : বিহাইন্ড অব সুইসাইড

আমার আকাশ হবে...? ভালোবাসার বৃষ্টি দেবে-কাঁদব যখন মন খারাপে...? আমার আকাশ হবে...? পাশে থেকে ছায়া হবে-পুড়বে যখন হৃদয় আমার...
21/06/2024

আমার আকাশ হবে...?
ভালোবাসার বৃষ্টি দেবে-
কাঁদব যখন মন খারাপে...?

আমার আকাশ হবে...?
পাশে থেকে ছায়া হবে-
পুড়বে যখন হৃদয় আমার;
মন খারাপের তপ্ত রোদে।

আমার আকাশ হবে...?
হাত বাড়িয়ে আগলে নেবে-
ব্যাথার পাহাড় চাপবে যখন;
হতাশঘেরা নিঝুম রাতে।

আমার আকাশ হবে...?
ভালোবেসে থাকবে পাশে-
একাকিত্বে ছুড়বে যখন;
স্বার্থ শেষে মানুষ সবে।

আমার আকাশ হবে...?
সুখ-দুঃখে, সবকিছুতে-
আগলে নেওয়ার আকাশ হবে...?

বই : আজ ছুটি নিক দুঃখরা

~ আদিব সালেহ...!

বিয়ের উদ্দেশ্যে পরস্পরে একে অপরকে দেখার পর বিয়ের আগ পর্যন্ত ইসলামের দৃষ্টিতে তাদের সম্পর্কের রূপটা কী হবে? সোজা কথায়,...
21/06/2024

বিয়ের উদ্দেশ্যে পরস্পরে একে অপরকে দেখার পর বিয়ের আগ পর্যন্ত ইসলামের দৃষ্টিতে তাদের সম্পর্কের রূপটা কী হবে? সোজা কথায়, এখন তারা একে অপরের কী? এককথায় এর উত্তর হলো, কিছুই না! নিয়মতান্ত্রিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর দশটা অপরিচিত মানুষের মতোই তারাও একে অপরের নন মাহরাম। পুনরায় তাদের মধ্যকার দেখা-সাক্ষাৎ যাবতীয় সব জিনিসই হারাম হবে। এ পয়েন্টটা মাথায় রাখলে সমাজে প্রচলিত অনেক অপসংস্কৃতির বিধান আপনা-আপনিই স্পষ্ট হয়ে যায়।

সুতরাং বিয়ের আগে পাত্র-পাত্রী একে অপরকে চেনা-জানার জন্য (!) পরস্পরে পুনরায় দেখা-সাক্ষাৎ করা, একান্তে সময় কাটানো, ঘোরাঘুরি করা, কোনো কিছুই বৈধ নয়। তেমনিভাবে দুজনে ফোনে বা মেসেজে কথাবার্তা বলা, একে অপরকে ঘিরে অযাচিত কল্পনায় ডুবে থাকা অথবা অপরের ছবি দেখা; এগুলোও জায়েজ হবে না।

বই: সুন্দর সম্পর্ক
লেখক: আমান বিন সাইফ

20/06/2024

তো আমাদের সামনের আলোচনা ফুটে উঠবে যে, এই সকল হুমকির মধ্যেবেশিরভাগই বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সম্পর্কিত।

উদাহরণস্বরূপ, কয়েকটি
বড়ো হুমকি হল⸺
এক. পারমাণবিক বিপর্যয় (Nuclear Catastrophe)
দুই. পারমাণবিক যুদ্ধ (Nuclear Warfare)।
তিন. জলবায়ু পরিবর্তন।
চার. মানব বিচ্ছিন্নতা (Human Alienation) বা মানুষেরব্যক্তিগত সমস্যাসমূহ।

আপনি যদি এই তিনটি বিষয়ের দিকে তাকান, তাহলে আপনি দেখতেপাবেন, এগুলোর প্রত্যেকটির পিছনে প্রযুক্তির হাত রয়েছে।

এর অর্থ হল, বিশ্বের চিন্তাবিদ এবং দার্শনিকরা প্রযুক্তিকে একটি সমস্যা হিসাবে দেখছেন।

বই : মর্ডান টেকনোলজি

20/06/2024

★ অদ্বিতীয়া বইটি নিয়ে পাঠিকার মন্তব্য —

এক কথায় অসাধারণ 💝
বইটিতে সুন্দরমতো ভার্সিটিতে পড়াকালীন কিছু অদ্বিতীয়ার কথা বলা হয়েছে।কেউ নতুন করে দ্বীনের বসন্তস্নাত হয়,আবার কেউ মহামূল্য পরশ পাথর দ্বীন কে আকড়ে ধরে থাকতে পারে না 💔
সর্বোপরি জেনারেল পড়ুয়াদের জন্য অনেক ইফেক্টিভ 💝
আল্লাহ তায়ালা বইটির লেখক সহ যারা যারা বইটিতে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুক💝

20/06/2024

মানুষের বিবেক দুই রকম। একটি সচেতন বিবেক অপরটি অসচেতন বিবেক। মানুষের অধিকাংশ কাজ অসচেতন বিবেক দ্বারা সংঘটিত হয়। মনোযোগী কাজগুলো সচেতন বিবেকের মাধ্যমে সম্পাদিত হয়। আপনি ইচ্ছা করলে সচেতন বিবেককে প্রভাবিত করতে পারেন। যেমন ধরুন, আপনি একজন ব্যক্তির সামনে বসে আছেন।
কিছুক্ষণ পরপর আপনার দাড়িতে হাত বোলাতে থাকলেন। বেশ লম্বা সময় পরে দেখবেন সে ব্যক্তিও ঠিক আপনার মতো হাত বোলাচ্ছে। কেমন যেন এটি আপনার ভেতর থেকে আসা তার জন্য একটি বার্তা। আর এটাই হলো মানুষের স্বভাবজাত অভ্যাস। এজন্য মনোবিজ্ঞানীরা অন্তরের এই অবস্থার নাম দিয়েছেন, সচেতন মন বা অবচেতন মন।

বই -ঈমানের আলো নিফাকের আধার।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত আত্মীয়তার বন্ধন অটুট রাখার মর্ম হলো, প্রত্যেক নেক কাজে আ...
19/06/2024

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত আত্মীয়তার বন্ধন অটুট রাখার মর্ম হলো, প্রত্যেক নেক কাজে আত্মীয়-স্বজনদের শরিক করা।

ইমাম নববি রহ. বলেন, আল্লাহ প্রদত্ত নেয়ামতের আলোকে আত্মীয়-স্বজনদের উপকার সাধন করা, তাদের জন্য কল্যাণের পথ উন্মুক্ত করা, তাদের সম্মানের প্রতি যত্নশীল হওয়া, তাদের সুখকে নিজের সুখ মনে করা এবং তাদের দুঃখে অংশীদার হওয়া─ এটাই হলো আত্মীয়তা রক্ষার স্বরূপ, যার নির্দেশ দিয়েছে ইসলামি শরীয়ত।

একটি সুন্দর সমাজ তখনই প্রতিষ্ঠিত হয়, যখন সমস্ত আত্মীয় একে অপরের সাথে ভালবাসা, সম্মান ও দয়ার আচরণ করে; তা মৌখিকভাবে হোক, বা ব্যবহারিকভাবে, সুন্দর আচরণের‌ মাধ্যমে হোক, বা অর্থ ব্যয়ের মাধ্যমে, বা আত্মীয়দের সাথে দেখাসাক্ষাৎ করার মাধ্যমে কিংবা অন্তত সালাম দেওয়ার মাধ্যমে।

•বই: অটুট রাখুন আত্মীয়তার বন্ধন

বইটি পড়ে থাকলে অল্প কথায় অনুভূতি জানাতে পারেন কমেন্ট সেকশনে।
19/06/2024

বইটি পড়ে থাকলে
অল্প কথায় অনুভূতি জানাতে পারেন কমেন্ট সেকশনে।

19/06/2024

লেখক— Mustafiz Ebne Anir
ব‌ই—আই অ্যাম মুসলিম
বিষয়বস্তু—মুসলমানদের আদর্শ এবং বৈশিষ্ট্য

মুসলমানদের উৎকৃষ্ট আদর্শে মুগ্ধ হয়ে জগতের পথ-ভোলা দিগ্‌ভ্রান্ত অমুসলিমরা ইসলামের ছায়াতলে উচ্ছ্বসিত হয়ে ছুটে আসবে, এটিই ছিল সত্য সাক্ষ্য এবং কঠিন বাস্তব। সেখানে মুসলমানদের অমার্জিত দুর্বিনীত দুরাচরণের দরুন মুসলিম গৃহে জন্মলাভেও আজন্ম অভিশাপ কাঁধে নাস্তিকতার বেষ্টনীতে আবদ্ধ আর মুরতাদ বনে যাচ্ছে নিরন্তর বহু মানব। দোষ তাহলে কার! সমস্যা তবে কোন জায়গায়? মুসলমানদের সভ্যতা, আদর্শ এবং আচরণ বৈশিষ্ট্য আসলে কেমন ছিল? উত্তর রয়েছে বইটির আদ্যোপান্ত ঘিরে।

তুমি যেই ধর্ম, আদর্শ বিশ্বাস এবং নীতির অনুসারী হওনা কেন, আমি শুধু গর্ব করি ইসলামি বিধানের আদর্শ এবং বৈশিষ্ট্য নিয়ে।
আই অ্যাম মুসলিম!

বই : নারীর জান্নাত জাহান্নাম।বেহায়াপনা বিস্তারে আমাদের সম্মানের প্রতিক মা-বোনদের ব্যবহার করা হচ্ছে, পশ্চিমা সভ্যতার ফাঁদ...
18/06/2024

বই : নারীর জান্নাত জাহান্নাম।

বেহায়াপনা বিস্তারে আমাদের সম্মানের প্রতিক মা-বোনদের ব্যবহার করা হচ্ছে, পশ্চিমা সভ্যতার ফাঁদে পরে প্রতিনিয়ত পথ হারাতে হচ্ছে আমাদের বোনেরা। তাদের ঈমানি চেতনা বিদ্যমান থাকা পর্যন্ত উম্মাহর পতন সম্ভব নয়। তারা উপলব্ধি করেছে, মুসলিম নারীদের ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যাবে যখন গোটা সমাজ থেকে বিচ্ছিন্ন হবে ইসলাম, নষ্ট হবে পুরো প্রজন্ম, পচন ধরবে ইসলামি সভ্যতায়।
পশ্চিমারা চায় নারীদের ঘর হতে রাস্তায় বের করে, নগ্নতাকে লেলিয়ে দিয়ে চক্ষু ঠান্ডা করতে, আমাদের ইজ্জতের মুকুট নারীজাতীকে তারা পরিণত করেছে সস্তা পণ্যে।
বইটিতে সেই অধুনিকতার নোংরা স্রোত এবং নষ্ট-ভ্রষ্ট নারীবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলামের সহজ-সরল ও সুস্পষ্ট রাজপথটি দেখানোর চেষ্টা করা হয়েছে।
ইসলামি জীবনাদর্শের আলোকে নিজের জীবনকে ঢেলে সাজানোর চিত্র অঙ্কন করা হয়েছে বইটিতে।

18/06/2024

ডা. আবদুল হাই আরেফি রাহ. বলেন—

প্রথম যুগে আত্মশুদ্ধির জন্য অনেক কসরত ও মোজাহাদা করতে হতো। ফিলহাল লোকজন কম মনোবলসম্পন্ন। তাই এ যুগের লোকজন আগের মতো মেহমত ও মোজাহাদা করতে পারবে না। তাই আমি কিছু আমলের সাজেশন দিয়ে দিচ্ছি—যা সংক্ষিপ্ত, তবে উপকারী ও প্রভাব বিস্তারকারী। জীবনের পাথেয় হিসেবে কাজে আসবে। বলাই বাহুল্য, এই চারটি আমল শরিয়ত ও তরিকতের রুহ। এই আমলসমূহ এত সহজ যে, এসব সম্পাদন করতে জান- মাল ও বিত্ত-বৈভবের প্রয়োজন হয় না। কোনো ব্যক্তি যদি এই চারটি আমলে অভ্যস্ত হয়, তাহলে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। হৃদয়ের অবস্থার পরিবর্তন সাধিত হবে, অন্তর পরিশুদ্ধ হবে এবং আমলের প্রতি উৎসুক ও উদগ্রীব হবে। সে একপর্যায়ে এমন অবস্থানে উপনীত হবে যে, ইচ্ছা করলেও কোনো পাপ প্রকাশ পাবে না ।

এই চারটি আমল হলো—

১. শোকর তথা কৃতজ্ঞতা
২. সবর তথা ধৈর্য
৩. ইস্তেগফার তথা আল্লাহর কাছে পাপ মার্জনা করা
৪. ইস্তেআজা তথা তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করা

বই: জান্নাতে যাওয়ার সহজ পথ

সালাফে সালেহিনদের অভিজ্ঞতা হলো, একজন মানুষের মধ্যে যখন পরকালের চিন্তা সৃষ্টি হয়, তখন সে আমলমুখী হয়, রবমুখী হয়, ইবাদতমুখী...
17/06/2024

সালাফে সালেহিনদের অভিজ্ঞতা হলো, একজন মানুষের মধ্যে যখন পরকালের চিন্তা সৃষ্টি হয়, তখন সে আমলমুখী হয়, রবমুখী হয়, ইবাদতমুখী হয়, দুনিয়ার প্রতি তার মনোযোগ কমে যায়। এটাই তার ঈমানের আলামত।

বই: জীবনের আয়োজন, পৃষ্ঠা: ২৩

17/06/2024

২০০ টাকায় ০৫ টা বই কে কে অর্ডার করেছেন..?

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ...
16/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ: আল্লাহ আমাদের এবং আপনাদের ভালো কাজ গুলো কবুল করুন।

ইমাম ইবরাহীম ইবনে ইয়াজিদ (রহ.) বলতেন,সালাফে সালেহিন আর তোমাদের মাঝে অনেক পার্থক্য। সালাফে সালেহিনদের কাছে দুনিয়া হেয় ও অ...
16/06/2024

ইমাম ইবরাহীম ইবনে ইয়াজিদ (রহ.) বলতেন,
সালাফে সালেহিন আর তোমাদের মাঝে অনেক পার্থক্য। সালাফে সালেহিনদের কাছে দুনিয়া হেয় ও অপদস্থ হয়ে এলেও তারা পালিয়ে বেড়াতেন আর দুনিয়া তোমাদের থেকে পালিয়ে বেড়ায়, তারপরও তোমরা তার পিছন পিছন ছোটো।

কিতাবুজ জুহদ লি নুআইম ইবনে হাম্মাদ, পৃষ্ঠা: ৫৫১

বই: জীবনের আয়োজন, ২১

তবে একটা কথা তার মস্তিষ্কে গেঁথে রাখতে হবে যে, সে আর দশজন মানুষের থেকে আলাদা… আসক্ত ব্যক্তি যদি সত্যিই মুক্তি চেয়ে থাকে...
16/06/2024

তবে একটা কথা তার মস্তিষ্কে গেঁথে রাখতে হবে যে, সে আর দশজন মানুষের থেকে আলাদা… আসক্ত ব্যক্তি যদি সত্যিই মুক্তি চেয়ে থাকে এবং নিজের সময় বরবাদ করতে না চায় তাহলে এই কথাটি তার সারাজীবন মনে রাখতে হবে। কারণ আসক্ত ব্যক্তির কাছে পর্নোগ্রাফির স্বাদ থেকে যাবে যদিও সে কয়েক বছর মুক্ত জীবন অতিবাহিত করে। এই স্বাদ সময়ের পরিক্রমায় হয়তো কমে যাবে কিন্তু একেবারেই চলে যাওয়া কঠিন।

বই : পর্নাসক্তি—যেভাবে বেঁচে ফিরবেন
লেখক : যাহের

দুনিয়ার জীবনে সন্তানদের জন্য শ্রেষ্ঠ সম্পদ বাবা-মা। যার বাবা-মা বেঁচে নেই দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায়। বাবা-মা...
16/06/2024

দুনিয়ার জীবনে সন্তানদের জন্য শ্রেষ্ঠ সম্পদ বাবা-মা। যার বাবা-মা বেঁচে নেই দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায়। বাবা-মায়ের অভাব কখনো ধনসম্পদ দিয়ে পূরণ হয় না। বাবা-মায়ের অভাব পূরলে কোনোকিছুর সঙ্গে তুলনাও চলে না। সে কারণেই বাবা-মা জীবিত থাকুক আর না থাকুক তাদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করার বিকল্প নেই।

বই: আপন আশ্রয়

আসছে প্রি-অর্ডার ইন শা আল্লাহ ❤️বইগুলো হার্ড কভার নাকি পেপারব্যাক আসলে ভালো হয়।
15/06/2024

আসছে প্রি-অর্ডার ইন শা আল্লাহ ❤️

বইগুলো হার্ড কভার নাকি পেপারব্যাক আসলে ভালো হয়।

15/06/2024

আমি বড় হতে চাই।

চিন্তার পরিবর্তন করো।

কী রকম চিন্তার পরিবর্তন করব?

অহংকারী চিন্তার পরিবর্তন করো।

করলাম।

বিনয়ী হও।

কতটা বিনয়ী হব গুরু?

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো।

তিনি কতটা বিনয়ী ছিলেন?

রাষ্ট্রপ্রধান হয়েও তিনি সাদাসিধে জীবন আর অসহায়দের সাথে বসে আহার করতেন।

বই : চিন্তার পরিবর্তন

জীবন আমাদেরকে দর্শন শেখায়; জীবনদর্শন। আমরা উপলব্ধি করি, আমরা ভাবি। আমরা অনুধাবন, অনুসন্ধান করি। প্রশ্ন করি; কী কেন আর কী...
15/06/2024

জীবন আমাদেরকে দর্শন শেখায়; জীবনদর্শন। আমরা উপলব্ধি করি, আমরা ভাবি। আমরা অনুধাবন, অনুসন্ধান করি। প্রশ্ন করি; কী কেন আর কীভাবে?

এটা কেন? এভাবে কেন আর কেন নয়—এসব প্রশ্নের উত্তরগুলো আমাদের মস্তিষ্ক যখন জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে—প্রকৃতপক্ষে তখনই আমরা দৈবদর্শন লাভ করি।

এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ‘যে জানে আর যে জানে না, তারা কি কখনো এক হতে পারে?’ [৩৯ : ৯]
না, পারে না। সম্ভবই না। একজন স্কুলশিক্ষক জীবনে যত লেখাপড়াই করুক না কেন, ক্লাসে ঢোকার আগে অন্তত 10 মিনিটের জন্য হলেও সেদিনের লেকচারটায় তিনি যদি একবার চোখ বুলিয়ে না আসেন, তো সেদিনের ক্লাসে তার উপস্থাপনার ধরনটাই পালটে যায়।

তথাপি সব শিক্ষা কেবল বই পড়লেই আয়ত্ত করা যাবে, এমনও না। সাইকেল কীভাবে চালাতে হয়, সাঁতার কীভাবে কাটতে হয়, কীভাবে মাঠে লাঙল চালাতে হয়—পৃথিবীর কোনো পুস্তক এ সমস্ত বিষয়ে আমাকে প্রকৃত জ্ঞান ও উপলব্ধির জোগান দিতে পারবে না।
সন্তান যখন জন্মলাভ করে, তখন আনাড়ি এক তরুণীও কীভাবে যেন হঠাৎ করে মা বনে যান; অথচ তার না ছিল পূর্ব-অভিজ্ঞতা আর না পুস্তকজ্ঞান। তথাপি মাতৃত্বের এমন এক অনুপম দৃষ্টান্ত তিনি স্থাপন করে দেখান, যা হৃদয়ের সমস্ত তন্ত্রে ভাবনার বীজ বুনে দিয়ে যায়।

জীবনের দর্শন আসলে এমনই। ক্ষেত্রবিশেষে ভিন্ন ও অভিন্ন। কাস্তে আর কুড়ালে যে তফাত। রাত আর দিনেরও সেই একই তফাত। একই তফাত পুরুষ আর নারীতেও। তাদের উপলব্ধি ও চিন্তায়ও—জীবনের এই ক্ষুদ্র ক্ষুদ্র দর্শন ও উপলব্ধিকে পুঁজি করেই আমাদের এবারের আয়োজন ‘মুঠো মুঠো রোদ্দুর’।

জীবনের ভাঁজে ভাঁজে মুঠো মুঠো রোদ্দুর ছড়িয়ে পড়ুক। আঁধার ঘুচে গিয়ে স্বচ্ছ ও নির্মল আলোর ব্যাপ্তি ঘটুক। চিন্তাহীন চিন্তাজগতে ভাবনার অঙ্কুর জাগুক। সেই প্রত্যাশা।

ঈদের পর ইন শা আল্লাহ ❤️২০০ টাকায় ০৫ টা বই অফার কিন্তুু এখনো চলামন।আপনার সংগ্রহে আছে তো..??হসন্ত পাঠক পরিবার ( আমাদের পরি...
15/06/2024

ঈদের পর ইন শা আল্লাহ ❤️

২০০ টাকায় ০৫ টা বই অফার কিন্তুু এখনো চলামন।
আপনার সংগ্রহে আছে তো..??

হসন্ত পাঠক পরিবার ( আমাদের পরিবার)

15/06/2024

১৮৫৭ সালের স্বাধীনতা যুদ্ধে মুসলিম, হিন্দু, আর শিখরা একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তিন জাতিই চাইত, যে করেই হোক ইংরেজ বেনিয়াদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করা দরকার। ইংরেজরা সেই স্বাধীনতা যুদ্ধের নাম দেয় গাদ্দারির যুদ্ধ। মির্জা সম্পর্কে এই যুদ্ধসংক্রান্ত বিশেষ সংবাদ হচ্ছে, তার পিতা এই যুদ্ধে নিজের সর্বশক্তি দিয়ে ইংরেজদের পক্ষে লড়াই করেছিলেন। পঞ্চাশজন ঘোড়সওয়ার সরবরাহ করে দিয়েছিলেন। এ কথা নিজের থেকে বানিয়ে লিখছি না। মির্জা নিজেই তার এক বইয়ে এই তথ্য দিয়েছেন। আসলে আমার এই বইয়ের সকল তথ্য মির্জার লেখা বইগুলো থেকেই সংগ্রহ করে সাজানো হয়েছে। ইংরেজদের সেবাদাসরা তো কখনোই মুসলমানদের ভালো চাইত না। তবুও এমন লোকই যদি নবুওয়াতের দাবি করে বসে, তাহলে এ নিয়ে হতভম্ব না হয়ে পারা যায় না।

মির্জা আঠারোটি বছর ইংরেজদের সেবা করেছে। নিজের কলম দিয়ে ইংরেজদের অনেক প্রশংসা করেছে। তাদের প্রশংসায় বই লিখেছে। এ ক্ষেত্রে “তোহফায়ে কায়ছারিয়া” আর “সেতারায়ে কায়ছারিয়া” নামের বই দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দুই বইয়ে মির্জা ইংরেজদের প্রশংসায় আকাশ পাতাল এক করে ফেলেছে। এসব দেখে ইংরেজ সরকার ভেবে নিয়েছিল, এরা তো আসলেই ইংরেজদের বিশ্বস্ত। ইংরেজদের জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত। তাই ইংরেজ সরকার ফন্দি আঁটল, এদের দ্বারা মুসলমানদের পিঠে সহজেই ছুরি বিদ্ধ করা যাবে। এদিকে মির্জা আর্থিক অনটনে ভুগছিল। তাই ইংরেজরা তাকে আর্থিক সাহায্য করে নিজেদের কার্যসিদ্ধির পরিকল্পনা করল। তাকে বলা হলো নবি হওয়ার প্রস্তুতি নিতে।

বই: লোকটি ছিল মিথ্যুক
লেখক- ইশতিয়াক আহমাদ
অনুবাদ- মাহদি হাসান

14/06/2024

★হে সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না। অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়েনপড়বে। (সুরা মায়িদা:২১)

★পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাঁকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দীশনশীল।
( সুরা বনি ইসরাইল:১)
বই : ফিলিস্তিন সংকট

Address


Telephone

+8801628037591

Website

Alerts

Be the first to know and let us send you an email when হসন্ত প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share