06/08/2021
দুনিয়াতে পাওয়া আমাদের সবচেয়ে বড় পুরস্কারটি হচ্ছে সময়। এই সময়টাই আমাদের রিয়েল এস্টেট ব্যবসার একমাত্র পুঁজি। বাড়িটা জান্নাতের দখিনা কোন প্লটে হবে নাকি জাহান্নামের কিনারার দিকের প্লটটাতে হবে তা নির্ধারণ করে এই পুঁজির যথাযথ ব্যবহার।
বেঁচে আছি, সুস্থ আছি, নিরাপদ আছি আর হাতে আছে প্রতিদিনের লম্বা চব্বিশটা ঘন্টা। ব্যস! এর চাইতে আর বেশি কি প্রয়োজন ব্যবসার পুঁজির জন্য? জাহান্নামীরা নিজেদের জাহান্নাম নিজেরাই হালাল করে নেয়, নিজেরাই ঠিক করে নেয় নিজেদের স্থান; জান্নাতিরাও অনুরূপ। আল্লাহ সুবহানাহুতায়ালা জোর করে কারো উপর জান্নাত-জাহান্নাম চাপিয়ে দেবেন না। তারা নিজেরাই চাপাবে তাদের সময়টার ব্যবহার পদ্ধতি ঠিক করে।
যেহেতু বুকের বাঁম পাশটা ঈষৎ কেঁপে কেঁপে উঠে এখন পর্যন্ত আপনাকে জানান দিচ্ছে আপনি বেঁচে আছেন, সেহেতু নিশ্চিতভাবে একটা জানালা এখনও খোলা আছে আপনার জন্য। যে জানালাটা ফিরে যাবার, মাথা নুইয়ে দু'ফোঁটা জল ফেলে তাওবা করার।
আপনি যদি মহাপাপীর সর্দার হয়ে থাকেন/ নিজের পাপ নিয়ে এতটাই লজ্জিত থাকেন যে ভাবছেন আপনার মাফ চাওয়াটাও ঠিক হবে না, তাহলে মনে রাখবেন আপনি সেই রবের বান্দা যিনি-- আর-রাহমান, আর-রাহিম। আপনি আপনার নিজের উপর হয়তো আশা হারিয়ে ফেলেছেন- কিন্তু জেনে রাখুন তিনি এখনও হারাননি।
প্রমাণ?
আপনার হৃৎপিণ্ডে এখনও বয়ে চলা লিটার লিটার রক্ত ...