![Server change 100%!! 2nd postযারা আমার লাস্ট ভিডিও দেখেও প্রবলেমে পরেছেন তাদের জন্য এইটা।আমার মনে হচ্ছে আগের ট্রিক পাব্...](https://img4.medioq.com/582/160/160141985821600.jpg)
25/11/2020
Server change 100%!! 2nd post
যারা আমার লাস্ট ভিডিও দেখেও প্রবলেমে পরেছেন তাদের জন্য এইটা।আমার মনে হচ্ছে আগের ট্রিক পাব্জি বন্ধ করে দিয়েছে।
Server Selection Cool Down
যারা ভুলে অন্য সার্ভার সিলেক্ট করে ফেলেছেন বা যাদের কোন Bug/Error এর জন্য সার্ভার চেঞ্জ হয়ে গিয়েছে। অথবা কেউ সার্ভার চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য এই নোটিশ।
তারা গেম সেটিংস এ গিয়ে Basic থেকে Log Out এর পাশে Customer Service Select করবেন। তারপর Contact Us এ ক্লিক করে টপিক এ লিখবেন Server Change Issue. এটা লিখার পর যে অপশন দিবে তা থেকে No, They don’t help এ ক্লিক করে Main Conversion এ আপনার গেম আইডি নাম্বার লিখবেন আর লিখবেন, “Need help for server cool down. I want to change my server” প্রয়োজনে একটা স্ক্রিনশট যোগ করতে পারেন। আর এই যোগাযোগটা আগামী December 1 সকাল 6টার আগে করতে হবে।
এই প্রসেস Follow করে কাষ্টমার সার্ভিসে মেইল করার পর পাবজি থেকে হয় Customer Service অথবা In Game Mail এ আপনাকে একটা মেইল দিবে। ওই মেইলটা আসার পর আপনি Server Change করতে পারবেন।
এইবার চেঞ্জ করার সময় খেয়াল রাখবেন যেন আবার ভুল না হয়। কারন এইবার ভুল করলে আবার 60 Days পর চেঞ্জ করতে পারবেন।
ধন্যবাদ।
Big shoutout to Fairuz Sara ❤