Ome TV

Ome TV We are Entertainment & News channel. We upload latest news everyday and also upload entertainment videos....

CongratulationsBangladesh Cricket TeamFor Winning T20 Series against New Zealand.
08/09/2021

Congratulations
Bangladesh Cricket Team
For Winning T20 Series against New Zealand.

14/08/2021
11/07/2021

ব্রেকিং নিউজ / Breaking News
* কোপা আমেরিকার শিরোপা আর্জেন্টিনার
* ডি মারিয়ার গোলে হারিয়েছে ব্রাজিলকে
* ২৮ বছর পর কোন ট্রফি জিতল আর্জেন্টিনা
* দেশের হয়ে লিওনেল মেসির প্রথম শিরোপা

এই রোগীর জন্য O+  রক্তের প্রয়োজন। যিনি  দিতে চান যোজাযোগ করুন 01305748427 অথবা সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা। ওয়ার্ড নং 16...
19/11/2020

এই রোগীর জন্য O+ রক্তের প্রয়োজন। যিনি দিতে চান যোজাযোগ করুন 01305748427 অথবা সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা। ওয়ার্ড নং 16 বেড নং 52

18/11/2020

ময়মনসিংহের ভালুকার বাসিন্দা মোছাম্মদ বকুলা স্বামী মৃতঃ মুখলেসুর রহমান তিনি দীর্ঘদিন রোগে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সার্জারি ইউনিটের 16 নম্বর ওয়ার্ড এবং বেড নং ৫২ তে ভর্তি আছেন । 14 মাস আগে তিনি জরায়ু সমস্যার কারণে উত্তরা আধুনিক মেডিকেল এ ভর্তি হয়ে থাকে তিনটি অপারেশন করা হয় ।সেই অপারেশনে তাকে পায়খানার ব্যবস্থা প্যাট দিয়ে বের করে ব্যাগ এর মাধ্যমে করানো হয়।সেই ব্যাগ নিয়ে তিনি দীর্ঘ 14 মাস কোন গোসল করতে পারে না এবং ডান বা বাম কাঁধে শুতে পারেনা। সেখানে ইনফেকশন হয়ে গেছে যার কারণে তিনি আজ 15 দিন সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি।ডাক্তার বলেছেন তাকে অপারেশন করানো হলে সুস্থ হওয়া পর্যন্ত কমপক্ষে 1 লক্ষ টাকার মেডিসিন লাগবে ।যা তার পরিবারের পক্ষে অসম্ভব। এখন আপনারা তাকে দান করলেই সে হয়তো বা আবারও আগের মতো জীবন যাপন করতে পারবেন।যোগাযোগের জন্য তার ছেলে বাঁদন:০১৩০৫৭৪৮৪২৭
(bkash personal) .সরাসরি যোগাযোগ করার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্জারি ইউনিটের 16 নাম্বার ওয়ার্ড বেড .নং 52

01/08/2020

প্রতিবছর ঈদের সময়ে বাজারে নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক
নতুন ব্যাংক নোট: চাইলেই কি ইচ্ছে মতো টাকা ছাপানো যায়?
কিন্তু ঈদ আসলে নতুন নোট কেন আনা হয়?
টাকা কি নতুন করে ছাপানো হয়? নাকি আগেই ছাপানো থাকে?


bd taka, currency bd, bd currency, bangladesh currency,
bd news, bd taka news, bd money, taka, money,

you can follow me...
Youtube : https://www.youtube.com/channel/keuketatv
Instragram : https://www.instagram.com/keuketatv/
Twitter : https://twitter.com/Keuketatv

14/07/2020

চীনের জিনজিয়াংয়ে বসবাসরত লাখ লাখ মুসলমান সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়ন করে আসছে বেইজিং। কিন্তু বিষয়টি নিয়ে প্রথম থেকেই নীরব মুসলমান দেশগুলো। এ বিষয়ে দ্য গার্ডিয়ানের বিশিষ্ট ব্রিটিশ সাংবাদিক মন্তব্য করেছেন, মুসলমান দেশগুলো শুধু নিজেদের স্বার্থেই ‘মুসলিম ঐক্যের’ ধারণাটি ব্যবহার করে।
মুসলমানদের নীরবে নিপীড়িত হওয়ার প্রধান কারণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে দেশগুলো রুশদি, জিল্যান্ডস পোস্টেন এবং চার্লি হেবদোর বিরুদ্ধে ক্রোধে ফেটে পড়েছে, সেগুলো এখন নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছে। তারা ‘মুসলিম ঐক্যের’ ধারণাটি তখনই ব্যবহার করে, যখন নিজেদের স্বার্থে দরকার হয়।
জিনজিয়াংয়ে স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর অনুমতি দিতে চীনকে আহ্বান জানিয়েছিলো জাতিসংঘ। ২০১৯ সালের জুলাই মাসে পাকিস্তান, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব-আমিরাত, আলজেরিয়া এবং অন্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো, যারা নিজেদের ইসলামের রক্ষক হিসেবে দাবি করে, তারাই এ পশ্চিমা সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে তা রুখে দিয়েছিল। ইরান মাঝে মধ্যে সমালোচনা করলেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ে তারা চীনের সহায়তা চায় বলে খুব সতর্কতার সঙ্গে অভিযোগ জানায়।
জাতিসংঘে চীনের কণ্ঠ এখন আরও সক্রিয় এবং প্রভাবশালী হয়ে উঠেছে কারণ অসংখ্য দেশ চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামোগত প্রকল্পের কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগে লাভবান হচ্ছে। ২০১০ সালে নরওয়ে এবং চলতি বছর অস্ট্রেলিয়া কভিড-১৯ এর উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে চীনের বিরুদ্ধে গেলেই সাইবার হামলা এবং নিষেধাজ্ঞার শিকার হতে হয়। তাই সুফল ভোগ করা এবং সাজা এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে হয় তাদের কাছে।
সবশেষে ওই সাংবাদিক বলেন, চীনা বিশ্ব পাবলিসিটি থেকে পালিয়ে বাঁচতে চাওয়া নিপীড়কদের পছন্দ। আমরা আমাদের জনগণের সঙ্গে কী করি, তা নিয়ে তোমরা কিছু বলবে না এবং তাহলে তোমরা তোমাদের দেশের মানুষের সঙ্গে কী করো, তা নিয়ে আমরাও কিছু বলবো না।

keuketa tv আন্তর্জাতিক সংবাদ antorjatik sambad বিশ্ব সংবাদ bangla news khobor
keuketa tv আন্তর্জাতিক খবর ll ১২ জুলাই ২০২০ ll আন্তর্জাতিক সংবাদ ll antorjatik khobor ll আন্তর্জাতিক সংবাদ
আন্তর্জাতিক সংবাদ #আন্তর্জাতিকসংবাদ #আন্তর্জাতিক_সংবাদ আন্তর্জাতিক সংবাদ

you can follow me...
Youtube : https://www.youtube.com/channel/keuketatv
Instragram : https://www.instagram.com/keuketatv/
Twitter : https://twitter.com/Keuketatv

02/07/2020

উইঘুর মুসলিমদের উপর জন্ম নিয়ন্ত্রণের জন্য চাপ দিচ্ছে চীন সরকার

করোনায় গোটা বিশ্বের কাছে অভিযুক্ত চীন। তার উপর নিজের দেশেই উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষজনের কাছে নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাড়িঁয়েছে চীন
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশিত তথ্যে জানা গেছে, চীনের সংখ্যালঘু মুসলিম এবং চীনের পশ্চিমাঞ্চলের উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের বিষেশত মহিলাদের জন্ম নিয়ন্ত্রণের উপর চাপ সৃষ্টি করছে কর্তৃত্ববাদী চীনা সরকার।
চীনে মুসলিমদের উপর অত্যাচারের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা চীনা মুসলিমদের উপর নিদারুণ অত্যাচারের বিষয় প্রকাশ্যে এসেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এই বিষয়ে চীনকে সতর্কও করেছে বিট্রেন আমেরিকাও।
তবে ফের উইঘুর সম্প্রদায়ের মহিলাদের উপর চীনা সরকারের অত্যাচারের কাহিনী প্রকাশ্যে আসতেই হই চই পড়ে গিয়েছে দুনিয়া জুড়ে। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্যকে অসত্য বলে দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে গোটা বিষয়টিকে ‘ফেক নিউজ’ বলে এড়িয়ে যান তিনি।
যদিও মার্কিন তদন্তকারী সংস্থার দাবি, চীনের ‘এক সন্তান’ নীতির ফলে উইঘুর মুসলিম মহিলাদের ভয় দেখানো হচ্ছে। কেউ একের বেশি সন্তান নেয়ার চেষ্টা করলে তাকে বিভিন্ন রকম হুমকি, জরিমানা এবং সারাজীবন হাজতবাসের ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয়, চীনে এক সন্তান নীতি কার্যকর করতে উইঘুরসহ সংখ্যালঘু মুসলিম নারীদের উপর নজর রাখা হচ্ছে। এমনকি তারা অন্তঃসত্ত্বা কিনা? তা জানতে টেস্টও করা হচ্ছে। আর কেউ গর্ভাবস্থায় ধরা পড়লে তার ভ্রূণ নষ্ট করে দেয়াসহ বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
আর চীনের এই আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে সব মহলেই। চীনা সরকারের এমন অমানবিক কাজকে বিশেষজ্ঞরা ‘পরিকল্পিত গণহত্যা’ বলে দাবি করেছেন।
শুধু তাই নয়, গোটা চীনে এক সন্তান নীতি পুরোদমে কার্যকর করতে প্রতিদিন অন্তত এক হাজার মহিলার ভ্রূণ হত্যা করা হচ্ছে। এমনকি বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে খোঁজ নেয়া হচ্ছে কারও এক বা দুইয়ের বেশি সন্তান রয়েছে কিনা, এছাড়াও কেউ দুইয়ের বেশি সন্তান লুকিয়ে রেখেছে কিনা। আর কেউ যদি ধরা পড়ে যায় তাহলে তাকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা অথবা খাটতে হবে যাবজ্জীবন কারাদণ্ড।
চীনের পশ্চিমাঞ্চল শিংজিয়াং প্রদেশে বসবাসকারী এই উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের জীবনে গত তিন চার বছর ধরে নেমে এসেছে এমনই অদ্ভুত খাড়া। যা অমান্য করলে বা ধরা পড়লে রয়েছে কঠোর শাস্তির বিধান।
চীন সরকারের এই নীতির তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলগুলিও। তবু পিছু হটতে নারাজ চীন।
চীনা বংশোদ্ভূত উইঘুর মুসলিম ওমিরযখ জানিয়েছেন, তার তৃতীয় সন্তান জন্মানোর আগে তার স্ত্রীকে ভ্রূণ হত্যা করানোর চাপ দেয়া হয়েছিলো এছাড়াও একের বেশি সন্তান নেয়ার অপরাধে তাকে তিন বছর জেলে থাকতে হয়েছিল। আর গত বছর জেল থেকে পালিয়ে আসার পর সরকার তাকে ২.৬৮৫ ডলার জরিমানা করে।
শুধু তাই নয়, সরকারের অত্যাচারের ভয়ে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ মহিলা শিংজিয়াং প্রদেশের বিভিন্ন হাসপাতালে গর্ভপাত করাতে যান বলে জানা গিয়েছে। আর এই চিত্রটা শুধু উইঘুরদের জন্য নয় কর্তৃত্ববাদী চীনা প্রেসিডেন্ট এক সন্তান ধারনের বিধান সকল চীনা নাগরিকদের জন্য জারি করেছেন। যার ফলে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত উইগুর সম্প্রদায়ের মধ্যে জন্ম নিয়ন্ত্রনের হার গিয়ে ঠেকেছে ৬০ শতাংশে। চীনা সরকারের অদ্ভুত নীতির ফলে তা আরও তলানিতে চলে যেতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।
তবে যেকোনও রাষ্ট্র ব্যবস্থায় শাসক শ্রেণীর সমাজের গরীব, সংখ্যালঘু অসহায়দের উপর অত্যাচার এবং নিপীড়নের ছবিই বেশি ধরা পড়ে। যার ফলে আজও চীনা উইঘুরদের মতো সমাজের অবহেলিত মানুষদের কথা বার বার উঠে আসে সংবাদ মাধ্যমগুলিতে। এখন দেখার বিষয়, ‘এক সন্তান নীতিতে’ চীন কোনদিকে যায়।

you can follow me...
Youtube : https://www.youtube.com/channel/keuketatv
Instragram : https://www.instagram.com/keuketatv/
Twitter : https://twitter.com/Keuketatv

25/06/2020

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চতুর্থ বারের মতো শপথ নিয়েছেন। তাঁর বয়স এখন ৬৫ বছর।

তিনি যে রাশিয়াকে আবার পরাশক্তি হিসেবে গড়ে তুলতে চান, সে বিষয়ে এখন আর কোন রাখঢাক নেই।

মি: পুতিনের শৈশব কেটেছে এক কঠিন পরিবেশে। বর্তমানে সেন্ট পিটসবার্গ, যেটি এক সময় লেলিনগ্রাদ নামে পরিচিত ছিল, সেখানেই বেড়ে উঠেন মি: পুতিন।

মি: পুতিনের বাবা একটি কারখানায় কাজ করতেন এবং তাঁর দাদা ছিলেন একজন বাবুর্চি।

তিনি যেখানে বেড়ে উঠেছেন, সেখানে ছোট বয়সে তাঁর সাথে স্থানীয় ছেলেদের সংঘাত শুরু হয়ে যায়। সেজন্য পুতিন জুডো খেলা রপ্ত করেন।

স্কুলের পড়াশুনা শেষ করার আগেই মি: পুতিনের স্বপ্ন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করার।

তাঁর লড়াকু মনোভাব বিভিন্ন সময় নিজের কথাবার্তায় ফুটে উঠেছে।

You can follow me..
Youtube: https://www.youtube.com/channel/UCGfRHG-p1M7121IwHtCDpbw
Twitter: https://twitter.com/KeuketaT

23/06/2020

শ্রীলংকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় বলছে, করোনাভাইরাস মহামারির সুযোগ নিয়ে সেদেশের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করছে।

মুসলিম কেউ মারা গেলে তার মৃতদেহ দাহ করতে বাধ্য করা হচ্ছে – যা ইসলাম ধর্মে নিষিদ্ধ।

মে মাসের ৪ তারিখ তিন সন্তানের মা ৪৪ বছর বয়স্ক মুসলিম মহিলা ফাতিমা রিনোজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কোভিড -১৯ সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছিল।

You can follow me..
Youtube: https://www.youtube.com/channel/UCGfRHG-p1M7121IwHtCDpbw
Twitter: https://twitter.com/KeuketaT

19/06/2020

সীমান্তে ৪৫ বছর পর ফের চীন ও ভারতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯৭৫ সালের ২০ অক্টোবর অরুনাচলের গিরিপথে চীনা সেনাবাহিনীর বুলেটে ৪ ভারতীয় জওয়ান নিহত হন। এর পর সীমান্তে চীন-ভারতের মধ্যে যত সংঘর্ষ হয়েছে তাতে কোনো ধরনের গুলি বা বিস্ফোরক ব্যবহার করা হয়নি।

ইন্ডিয়া চীন যুদ্ধ,
চীন-ভারত সংঘর্ষ,
ভারতীয় সেনা নিহত,
বাংলা নিউজ,
চীনের সাথে সীমান্ত সংঘর্ষ,
india chaina news,
bangla news,

You can follow me..
Youtube: https://www.youtube.com/channel/UCGfRHG-p1M7121IwHtCDpbw
Twitter: https://twitter.com/KeuketaT

15/06/2020

রিল আর রিয়েল লাইফের আকাশ-পাতাল ফারাক। ফলে সিলভার স্ক্রিনের ওপারের দৃশ্যগুলো অধরাই থেকেই যায় দর্শকদের কাছে। সেখানে অনেক কিছু ঘটে যাচ্ছে যা ঘুণাক্ষরেও টের পাওয়া যায় না। সম্পর্কের টানাপড়েন, কাজের চাপ থেকে শুরু করে নানা রকম সমস্যা, যা শুধু ব্যাকগ্রাউন্ডেই ঘটে চলেছে। ফলে মানসিক অবসাদ, আত্মহত্যার মতো ঘটনা বার বার দেখেছে বলিউড। এই তালিকায় নতুন সংযোজন সুশান্ত সিংহ রাজপুত। এমনই কিছু অভিনেতার মৃত্যু সম্পর্কিত তথ্য রইল এই ভিডিও তে।

You can follow me..
Youtube: https://www.youtube.com/channel/UCGfRHG-p1M7121IwHtCDpbw
Twitter: https://twitter.com/KeuketaT

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ome TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ome TV:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share