Md Rabiul Hasan Rubel

Md Rabiul Hasan Rubel md Rubel -mi7dh

  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিত...
01/10/2024

সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।

১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, এফআই তে দেখানো হয়েছে

04/09/2024

৫ আগস্ট মানুষের আনন্দ মিছিল

13/07/2024

নিজে নামাজ পরেন। অন্যকে নামাজের দাওয়াত দেন

08/02/2024

"যে ব্যাক্তি তওবা করে ফিরে আসে,

আল্লাহ তা'য়ালা তার পূর্বের গুনাহ গুলোকে নেকী দারা পূর্ণ করে দেন।"সুবহানাল্লাহ
[সূরা:ফুরকান-৭০]

08/02/2024

▫️আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে খুব অল্পই হাসতে এবং খুব বেশি কাঁদতে - তিরমিজি হাদিস ২৩১৩

07/02/2024

যে যুবক যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে,

কিয়ামতের দিন আল্লাহ্ তাকে আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ

06/02/2024

হতাশ!!?
ভাবছেন দুআ করা ছেড়ে দিবেন??.
অভিমান হচ্ছে!!?
কান্না পাচ্ছে!!?
রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না দেখে_ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে না..???
তবে_মনে রাখুন...
আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে!!

__যেই রব আদম (আঃ) মা বাবা ছাড়া বানালেন!!
যে আল্লাহ মুসা (আঃ) কে তার শত্রুর ঘরে বড় করলেন!!
যে আল্লাহ মরিয়ম (আঃ)কে স্বামী ছাড়া সন্তান দিলেন.!!
যে আল্লাহ আর কত কত অসম্ভবকে সম্ভব করলেন!!
সেই আল্লহ আপনার দোয়া কবুল করতে পারেন না??...

ভুলে যাবেন না_ আরশের মালিক আপনার রব..!!!
তার কাছে অসম্ভব বলে কিছুই নেই!!
সঠিক সময়ে সব পেয়ে যাবেন__
ইং শা আল্লহ....
আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গলজনক...!!!

থেমে যাবেন না!!..
হতাশ হবেন না!!_
দোয়া করতেই থাকুন...
ওয়াল্লাহি শেষ হাসিটা আপনিই হাসবেন!

ইন-শা-আল্লাহ'

05/02/2024

২০২৪ ইজতেমার বিভিন্ন বয়ান থেকে প্রাপ্ত চুম্বক কথা,
"Take home message" নিচে উল্লেখ করা হলো:

১. যে ব্যাক্তি হালাল রিজকের উপর স্থির ও সন্তুষ্ট থাকে, তার রিজিক সারা দুনিয়া থেকে কালেক্ট করে তার সামনে ইজি ভাবে উপস্থাপন করা হয়।
হারামে নিযুক্ত ব্যাক্তির রিজিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, সে অস্থিরভাবে দিক-বেদিক ছুটে ছুটে তা সংগ্রহ করে থাকে, এমনকি এভাবে তার মৃত্যুও চলে আসে।

২. সাফল্যের একমাত্র মাপকাঠি আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি মধ্যে; মন্ত্রীত্ব বা পদ ও পজিশনে নয়, টাকাপয়সা বা সম্পদের মধ্যেও নয়।
যেমন, ক্ষমতা থাকা সত্বেও ফেরাউন ধংস হয়ে গেছে, আর সারা দুনিয়ার বাদশাহি করেও হযরত সোলাইমান (আ:) সাফল্য পেয়ে গেছেন।
হামান মন্ত্রী পদে থেকেও ধ্বংস হয়ে গেছে, অথচ হযরত ইউসুফ (আ:) মন্ত্রী পদে থেকেও সফল হয়ে গেছেন।
ক্বারুন বিশাল সম্পদের মালিক হয়েও মাটিতে ডেবে গেছে, আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা:) বিশাল ধনী হয়েও সাফল্য পেয়ে গেছেন।

৩. আল্লাহ যখন কারো ব্যাপারে জান্নাতের সিদ্ধান্ত নেন, তখন তার দুনিয়ার জীবন 'হায়াতে তাইয়্যেবাহ' দিয়ে বরকতময় করে দেন।

৪. দানা না ঢেলে 'খালি চাকতি ঘোরালে যেমন তার থেকে কোনো কিছু বের হয় না, বীজ বপন না করে শুধু বার বার হাল চাষ করেও যেমন কোনো ফসল পাওয়া যায় না; তেমনিভাবে ইলম অর্জন ছাড়া একই কাজ বার বার করেও কোনো ফায়দা পাওয়া যায় না।

৫. জান্নাতী মানুষের দুইটি বৈশিষ্ট্য -
ক. আল্লাহর ভয়ে অন্তর নরম থাকা,
খ. সুন্দর চরিত্র, ভালো আচরণ করা।

৬. 'ইলম' জাহিলিয়াত (মূর্খতা) দূর করে, আর 'আল্লাহর যিকির' গাফলত (অলসতা) দূর করে।
মানুষের আচরণ ও আমলগুলো তার ইলম অনুযায়ী হয়। সহীহ ইলম অর্জন করলে সুন্দর আচরণ ও ভালো আমল বের হবে। তাই প্রতিনিয়ত সঠিক ইলম অর্জন করা চাই। আলিমদেরকে অন্তর থেকে মোহব্বত করা চাই।

৭. ইলমের চাহিদা কি?
ইলমের অন্যতম চাহিদা হলো, নিজেকে অর্জিত ইলমের তাবে' করা অর্থাৎ অনুসারী করা।
নবীকেও এই হুকুম দেওয়া হয়েছে। বলা হয়েছে- فاتبع ما أوحي إليك অর্থাৎ, হে নবী, আপনার কাছে ওয়াহীর মাধ্যমে যে ইলম দেওয়া হয়েছে, আপনি তার অনুসরণ করুন।

Courtesy: Abdul Bari

04/02/2024

মাশাআল্লাহ,,,, মুফতি তকি উসমানি হাফিঃ কে বসিয়ে তাবলীগ জামাত নিয়ে চমৎকার একটা নাশিদ,,,

01/02/2024
31/01/2024

গোসলের ফরয ও সুন্নতসমূহ

১. ভালভাবে একবার কুলি করা। (সূরা মায়িদা, আয়াত নং ৬)

২. নাকের নরমস্থান পর্যন্ত একবার পানি পৌঁছানো। (ঐ)

৩. সমস্ত শরীরে একবার পানি পৌঁছে দেয়া, যেন কোথাও এক চুল পরিমাণ শুকনো না থাকে। (ঐ/ তিরমিযী, ১০৩; আল বাহরুর রায়িক, ১ : ৪৫/ শামী, ১ : ১৫১)

গোসলের সুন্নাত সমূহ

১. ফরয গোসলের পূর্বে ইস্তিঞ্জা অর্থাৎ পেশাব করা। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-১০২০)

২. শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া। (মুসনাদে আহমাদ, হাদীস নং-১২৬৯৪)

৩. পৃথকভাবে উভয় হাত কব্জিসহ ধোয়া। (বুখারী শরীফ, হাদীস নং-২৪৮)

৪. শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাকী লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেয়া। (মুসলিম শরীফ, হাদীস নং-৩২১)

৫. নাপাকী লেগে থাকলে বা না লেগে থাকলে সর্ব অবস্থায় গুপ্তাঙ্গ ধৌত করা। এরপর উভয় হাত ভালভাবে ধুয়ে নেয়া। (বুখারী শরীফ, হাদীস নং-২৪৯)

৬. সুন্নাত তরীকায় পূর্ণ উযু করা। তবে গোসলের স্থানে পানি জমে থাকলে, গোসল শেষ করে পা ধৌত করবে। (বুখারী শরীফ, হাদীস নং-২৬০)

৭. প্রথমে মাথায় পানি ঢালা। (বুখারী শরীফ, হাদীস নং-২৫৬)

৮. এরপর ডান কাঁধে। (বুখারী শরীফ, হাদীস নং-২৫৪)

৯. এরপর বাম কাঁধে। (বুখারী শরীফ, হাদীস নং-২৫৪)

১০. অতঃপর অবশিষ্ট শরীর ভিজানো।(বুখারী শরীফ, হাদীস নং-২৭৪)

১১. সমস্ত শরীরে এমনভাবে তিনবার পানি পৌঁছানো, যেন একটি পশমের গোড়াও শুষ্ক না থাকে। (আবু দাউদ, হাদীস নং-৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং- ৮১৩)

তবে নদী-পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই তিন বার পানি ঢালার সুন্নাত আদায় হয়ে যাবে। (আবু দাউদ, হাদীস নং-২৪৯/ মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস নং-৮১৩)

১২. সমস্ত শরীর হাত দ্বারা ঘষে-মেজে ধৌত করা। (তিরমিযী, হাদীস নং-১০৬)

উৎসঃ ইসলামী যিন্দেগী | কিতাবুস সুন্নাহ
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi

31/01/2024

প্রেম সর্বদাই তৃষ্ণাস্বরুপ! ইহা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে ! প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতই অনুসরন করে!

হযরত জালালউদিদীন রুমি রহঃ

30/01/2024

সময় হলে পোস্টটা একটু পড়বেন 🤗🤲

চমৎকার একটি ঘটনা

জিবরাইল (আ:) আল্লাহ তায়ালাকে একদিন জিজ্ঞেসা করলেন, আল্লাহ আপনি সবচেয়ে বেশি খুশি হন কিসে?

আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হয় তখন, যখন আমার বান্দা আমাকে সিজদা করে। অতঃপর জিবরাইল (আ:) আল্লাহ কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে। জিবরাইল (আ:) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি সিজদা দুনিয়ায় আর কেউ করতে পারবে না আল্লাহ তায়ালা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন।

জিবরাইল (আ:) আল্লাহ তায়ালার দিকে মতাজ্জির হয়ে রইলেন। কিন্তু আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোন সংবাদ জানানো হলো না। জিবরাইল (আ:) আল্লাহ তায়ালা কে জিজ্ঞেসা করলেন?

আল্লাহ আমি যে এত বড় সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি খুশি হন নাই। আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি তোমার প্রশ্নের জবাব দেবো। তার আগে তুমি একটু আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল (আ:) তাকিয়ে দেখলেন আল্লাহর - কুদরতি নূর দ্বারা লিখা রয়েছে _ " লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "।

জিবরাইল (আ:) আল্লাহ তায়ালা কে জিজ্ঞেসা করলেন!! হে আল্লাহ, আমার সিজদার সঙ্গে ওই কালেমার কি সম্পর্ক?

আল্লাহ তায়ালা বললেন ও জিবরাইল আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ায় মানবজাতি ও জ্বীন জাতি হেদায়েতের জন্য লক্ষাধিক নবী ও রাসুল কে পাঠাব।

সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স:) কে পাঠাব। ওই নবীর উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করব। আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ১৭ টা রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেক টা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে। আর প্রত্যেকটা সিজদার মধ্যে তিনবার করে " সুবহানা রাব্বিয়াল আলা " পাঠ করবে।

জিবরাইল তুমি জেনে রাখো আমার ওই মাহাবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহানা রাব্বিয়াল আলা" বলে আমাকে ডাক দিবে। জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছো। আমি আল্লাহ আমার বান্দর আমল নামায় তার থেকে ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব।

সুবহানাল্লাহ

ধীরে ধীরে আমরাপবিত্র রমজান মাসের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ........ মহান আল্লাহ তায়ালা আপনাকে আমাকে পবিত্র রমজান ম...
29/01/2024

ধীরে ধীরে আমরা

পবিত্র রমজান মাসের দিকে

এগিয়ে যাচ্ছি

আলহামদুলিল্লাহ........

মহান আল্লাহ তায়ালা আপনাকে আমাকে পবিত্র রমজান মাস অব্দি নেক হায়াত দান করুক এবং রমজান মাসের জন্য কবুল করুক

( আমিন)

26/01/2024

কোরআনের একটা আয়াত আমি পড়েছি এবং সেটার অর্থ হচ্ছে এইরকম :----

আল্লাহ বলেছেন, "তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমি রে''গে আছি তোমার উপর? না।আমি আল্লাহ। আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সবসময় কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে।তুমি বার বার, বার বার, হাজার বার, লক্ষ বার পথভ্রষ্ট হবে। কিন্তু আমি তোমাকে লক্ষ বার সুযোগ দিবো আমার কাছে ফিরে আসার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, আমার কাছে ফিরার। তুমি লক্ষ বার ভু'ল করে মাফ চাইবা, আমি লক্ষ বার তোমাকে মাফ করবো সুযোগ দিবো! আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা!'🖤

নিয়মিত এই রকম গল্প পড়তে পেইজটি ফলো দিয়ে রাখুন 🥰

24/01/2024

সময় হলে পোস্টটা একটু পড়বেন 🤗🤲

চমৎকার একটি ঘটনা

জিবরাইল (আ:) আল্লাহ তায়ালাকে একদিন জিজ্ঞেসা করলেন, আল্লাহ আপনি সবচেয়ে বেশি খুশি হন কিসে?

আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হয় তখন, যখন আমার বান্দা আমাকে সিজদা করে। অতঃপর জিবরাইল (আ:) আল্লাহ কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে। জিবরাইল (আ:) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি সিজদা দুনিয়ায় আর কেউ করতে পারবে না আল্লাহ তায়ালা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন।

জিবরাইল (আ:) আল্লাহ তায়ালার দিকে মতাজ্জির হয়ে রইলেন। কিন্তু আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোন সংবাদ জানানো হলো না। জিবরাইল (আ:) আল্লাহ তায়ালা কে জিজ্ঞেসা করলেন?

আল্লাহ আমি যে এত বড় সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি খুশি হন নাই। আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি তোমার প্রশ্নের জবাব দেবো। তার আগে তুমি একটু আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল (আ:) তাকিয়ে দেখলেন আল্লাহর - কুদরতি নূর দ্বারা লিখা রয়েছে _ " লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "।

জিবরাইল (আ:) আল্লাহ তায়ালা কে জিজ্ঞেসা করলেন!! হে আল্লাহ, আমার সিজদার সঙ্গে ওই কালেমার কি সম্পর্ক?

আল্লাহ তায়ালা বললেন ও জিবরাইল আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ায় মানবজাতি ও জ্বীন জাতি হেদায়েতের জন্য লক্ষাধিক নবী ও রাসুল কে পাঠাব।

সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স:) কে পাঠাব। ওই নবীর উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করব। আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ১৭ টা রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেক টা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে। আর প্রত্যেকটা সিজদার মধ্যে তিনবার করে " সুবহানা রাব্বিয়াল আলা " পাঠ করবে।

জিবরাইল তুমি জেনে রাখো আমার ওই মাহাবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহানা রাব্বিয়াল আলা" বলে আমাকে ডাক দিবে। জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছো। আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় তার থেকে ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব।

সুবহানাল্লাহ

14/07/2023

আল্লাহ যা চান তাই হয়।

কারণ আল্লাহর সাহায্য ব্যতীত
কোনো শক্তি নেই

সুবহানাল্লাহ
12/07/2023

সুবহানাল্লাহ

Address

Chittagong Division

Alerts

Be the first to know and let us send you an email when Md Rabiul Hasan Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rabiul Hasan Rubel:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong Division

Show All