Md Rabiul Hasan Rubel

  • Home
  • Md Rabiul Hasan Rubel

Md Rabiul Hasan Rubel md Rubel -mi7dh

14/07/2023

আল্লাহ যা চান তাই হয়।

কারণ আল্লাহর সাহায্য ব্যতীত
কোনো শক্তি নেই

সুবহানাল্লাহ
12/07/2023

সুবহানাল্লাহ

12/07/2023

সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ

12/07/2023

🕋🕋🕋🕋আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত আরও বৃদ্ধি করে দেন। এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি।🕋🕋🕋🕋🕋


আলহামদুলিল্লাহ♥️ ♥️♥️
আলহামদুলিল্লাহ♥️♥️♥️
আলহামদুলিল্লাহ ♥️♥️♥️

11/07/2023

ভালো কাজ করা আর ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা একই কথা।

তাই Follow দিয়ে সাথে থাকুন

11/07/2023

ভালো কাজ করা আর ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা একই কথা তাই Follow দিয়ে সাথে থাকুন

11/07/2023
এতো ভালবাস কেন মালিক আমায়।
10/07/2023

এতো ভালবাস কেন মালিক আমায়।

Check out Rubiul Hasan Rubel's video.

10/07/2023

সমাজে টাকা ওয়ালাদের দাম বেশি। হোক না সেটা সুদের টাকা কিংবা ঘুষের টাকা কিংবা ডাকাতির টাকা। কোনো সমস্যা নেই।

আসলে টাকা থাকাটাই হলো মূল বিষয়।

10/07/2023

আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন,

শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার,

ইনশা`আল্লাহ

05/07/2023

তাহিয়্যাতুল ওযু নামাজ সম্পর্কে হজরত ওকবা ইবনে আমের জুহানী (রা) হতে বর্ণিত ,হজরত মুহাম্মদ (সা) বলেছেন ,যে ব্যক্তি ওযু করার পর একাগ্রতা এবং আল্লাহর দিকে মনকে ধাবিত করে দুই রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। (মুসলিম ,হাদিস নং : ২৩৪)

হজরত ওমর (রা) হতে বর্ণিত , রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এভাবে (সুন্দর করে) অজু করবে, তারপর দুই রাকাত নামাজ আদায় করবে, যাতে (দুনিয়ার) কোনো খেয়াল করবে না, তার পেছনের সব (ছগিরা) গুনাহ মাফ করে দেওয়া হবে।’ (বুখারি, হাদিস : ১৫৯; মুসলিম, হাদিস : ২২৬)

23/06/2023

শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়।

গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো— তওবা করা। তাওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা।

পাপী বান্দাদের আল্লাহ তায়ালা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, ‘হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করছ, তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল। পরম দয়ালু।’ (সুরা জুমা, আয়াত : ৫৩)

22/06/2023

রাসূলুল্লাহ (সা.)বলেছেন, "প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে।

রাসূলুল্লাহ (সা.)বলেছেন, "
প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী,
আর অপরাধীদের মধ্যে
উত্তম লোক তারা যারা তওবা করে। (সুবহানাল্লাহ)

21/06/2023

মানুষ আল্লাহর সেরা সৃষ্টি। শুধু সেরা সৃষ্টিই নয় বরং সবচেয়ে প্রিয় সৃষ্টি হলো মানুষ। আল্লাহ মানবজাতিকে অনেক ভালোবেসে তার দাসত্ব বা গোলামী করার জন্য সৃষ্টি করেছেন। আবার মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন

‘সময়ের কসম! নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ওই সব লোক ব্যতিত যারা ঈমান গ্রহণ করেছে এবং নেক আমল করেছে।’ (সুরা আছর : আয়াত ১-২)

05/06/2023

হে ঈমানদারগণ, তোমরা সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরে আস, যাতে করে তোমরা সফল হতে পার।’ (নূর ৩১

04/06/2023

'হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝরনাসমূহ প্রবহমান। ' (সুরা-৬৬ তাহরিম, আয়াত: ৮)। 'নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।

02/06/2023

আপনি যখন আপনার সকল কাজে "রবের" উপর ভরসা রাখবেন..!
তখন দেখবেন অনেক অসম্ভব কাজও তিনি আপনার জন্য সম্ভব করে দিবেন..!
"ইনশাআল্লাহ্" ।

23/05/2023

পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো- যে তোমাকে জন্ম দিয়েছে, আরেকজন হলো-যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।

23/05/2023

তোমাকে সারাক্ষণ যতো হাজার বার
ভালোবাসি বলি ততোবার
চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি ততোবার
বুকের কম্পনও গুনি না…

. এর চেয়ে সুন্দর আর কি হতে পারে যখন আপনি আপনার পছন্দের মানুষটির প্রিয় মানুষ।
05/05/2023

. এর চেয়ে সুন্দর আর কি হতে পারে যখন আপনি আপনার পছন্দের মানুষটির প্রিয় মানুষ।

03/05/2023

স্ত্রী কে পানি ছিটিয়ে দেন। স্ত্রী সাথে মজা করুন

05/02/2023

সবাই ফলো দাও ইনশাআল্লাহ আমি ও
ফলো দিব

05/02/2023

যারা এখনো Follow দেননি,

Follow দিয়ে Done লিখুন🥰

Back দিবো সবাইকে🥰

05/02/2023

সবাই ফলো দিয়ে পাশে থাকুন 🌼
ফলো ব্যাক দিয়ে পাশে থাকবো সবসময় 🌻

29/01/2023

রফিক ইসলাম মাদানি

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Rabiul Hasan Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rabiul Hasan Rubel:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share