Book Bowzer

Book Bowzer Find and buy any of your favorite books, educational accessories, and many other things from us. We
(3)

H O O R A Y !We've reached the 1-year mark to celebrate the very first anniversary of our very small initiative. We've g...
28/09/2021

H O O R A Y !

We've reached the 1-year mark to celebrate the very first anniversary of our very small initiative. We've got so much supports from all of you guys and we hope it will last long. We will try to improve all our services in the future and be your own. Keep us in your prayers and wish us the best.

Thank you again from the family!


"This may be my last message, from today Bangladesh is independent.I call upon the people of Bangladesh, wherever you mi...
15/08/2021

"This may be my last message, from today Bangladesh is independent.
I call upon the people of Bangladesh, wherever you might be and whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved" ― Sheikh Mujibur Rahman

August 15, the darkest day of the history of Bangladesh. The father of the nation had been assassinated along with his family by some misguided military officers. The highest amount of gratitude and respect is being shown to him and his family. We are sad about losing our icon that unexpectedly. May Allah grant them Jannah. Ameen!




"The greatest of days before Allah is the Day of Sacrifice" ― Sunan Abu DawoodEid-al-Adha Mubarak to every Muslim across...
20/07/2021

"The greatest of days before Allah is the Day of Sacrifice" ― Sunan Abu Dawood

Eid-al-Adha Mubarak to every Muslim across the globe. Through this toughest time to live, may grant all our wishes and show mercy to us with the rewards of our sacrifices. And hope we will have great times together very soon. Happy Eid!




Books are not just a group of papers with words. Books are the best friend of human beings. Books have insights, books h...
14/07/2021

Books are not just a group of papers with words. Books are the best friend of human beings. Books have insights, books have life, books have motivation. That's why in the darkest periods we read books, we rely on books. And this story will be continued...


"A good father is one of the most unsung, unpraised, unnoticed and yet one of the valuable assets in our society" ― Bill...
20/06/2021

"A good father is one of the most unsung, unpraised, unnoticed and yet one of the valuable assets in our society" ― Billy Graham

Father is a word of strength, support, and love. Father is the place of all wishes for anyone from childhood. The roles of a father cannot be expressed through just words. And not just today, every day is his day, We love him always. Happy Father's Day to every father around the world!



"Women complain about premenstrual syndrome, but I think of it as the only time of the month that I can be myself." ― Ro...
28/05/2021

"Women complain about premenstrual syndrome, but I think of it as the only time of the month that I can be myself." ― Roseanne Barr

Every woman in the world deals with the monthly mensuration cycle, however, the need for hygiene is met with silence and neglect even today. To create awareness among people regarding menstrual hygiene, every year, May 28 is observed as World Menstrual Hygiene Day 2021. The main aim to mark this day is to change the social stigma and taboo associated with menstruation. According to the search, in developing countries, women's menstrual hygiene is limited by social norms, costs, and availability. Due to this school or college going girl is forced to stay at home during their menstruation period every month.

So to create adequate awareness and education among girls and women regarding hygiene, World Mensuration Hygiene Day was introduced. This special day was initiated by a German-based NGO WASH United in 2014. Not many know the reason behind opting for May 28 as Menstrual Hygiene, on average, the menstrual cycle for most women is 28 days and the period lasts for five days. This is how the date of this special day was decided.

Wishing all the best on this Menstrual Hygiene Day to all the girls and women across the world!





"Do not dwell in the past,Do not dream of the future,Concentrate the mind on the present moment."— Gautama BuddhaEvery y...
26/05/2021

"Do not dwell in the past,
Do not dream of the future,
Concentrate the mind on the present moment."

— Gautama Buddha

Every year, the first full moon of the Vaisakha month in the Hindu calendar is celebrated as the birth anniversary of Lord Gautam Buddha across the world. This day usually falls between the months of April and May according to the Gregorian calendar. On this auspicious day, Lord Buddha is remembered with love. Festivities for this day include visiting temples and offering prayers. Devotees are urged to celebrate this festival virtually and as a homely event, this year since visiting worship places won't be permitted this year as well due to lockdown restrictions.

Happy Buddha Purnima to all the Buddhists and every other around the world.



The Prophet Muhammad (ﷺ) said, "angels on the day of Eid stand at the alleys and paths and say, 'rush to the Generous Lo...
13/05/2021

The Prophet Muhammad (ﷺ) said, "angels on the day of Eid stand at the alleys and paths and say, 'rush to the Generous Lord who gives great blessings and forgives great sins."

Eid-Al-Fitr is an Islamic festival that comes after the Holy Month of Ramadan. It’s a day of rejoicing and bliss; it’s a day of blessing and peace; it’s a day to reflect and ponder; it’s a day to celebrate together. Eid days are meant to celebrate the goals and the achievements that make us happiest. The ideals we believe in, the dream we love the best. On this day before we ask for happiness and prosperity, we should ask for mercy. May Allah shower his mercy on us and may HE also sprinkle his wonderous blessings over us and our beloved ones. Happy Eid to the every Muslim around the world!




"Mother is the heartbeat in the home; and without her, there seems to be no heartthrob" — Leroy BrownlowMother is not ju...
09/05/2021

"Mother is the heartbeat in the home; and without her, there seems to be no heartthrob" — Leroy Brownlow

Mother is not just a bunch of words. This is the character of highest sacrifices existing in this world. You can be the happiest person of the world just with a happy mother. None in the world can make your life so perfect than her. Showing the most respect and heartiest love to all the mothers across the world. Happy International Mother's Day!




"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীরআপন প্রাঙ্গণতলে দিবসশর্বরীবসুধারে রাখে নাই খণ্ড ক...
07/05/2021

"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি"

— বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এই বিশ্ববিখ্যাত কবি ও সাহিত্যিক। তাঁর সম্পর্কে আসলে বলা শুরু করলে কথা শেষ হতে চাইবে না। তিনি এক কথায় বাংলা সাহিত্যের সবচেয়ে মূল্যবান সম্পদ। সাহিত্যের সকল শাখায় তাঁর বিচরণ আছে। যার ফলে বিশ্বব্যাপী আছে তাঁর সুনাম ও খ্যাতি। বিশ্বকবি, কবিগুরু বিভিন্ন নামে তিনি পরিচিত। এই রবীন্দ্র জয়ন্তীতে তাঁর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন ও রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।




"The miracle is not that we do this work, but that we are happy to do it" — Mother TeresaThe world's running and growing...
01/05/2021

"The miracle is not that we do this work, but that we are happy to do it" — Mother Teresa

The world's running and growing every day and every moment. The basis of the prosperity is productivity on work. No one can't make anything real without working. Different people works in different ways. Many of us invent ideas regularly, many of us are working physically to make those ideas make happen. So, not only today, we should show proper respect to all the workers around the world. That's how we can grow more and make our world more perfect and paced than ever.

Wishing all workers around the world the very best and Happy May Day!




🚨WE'RE OPEN DURING LOCKDOWN🚨If you have been bored staying lockdown, prefer reading good books to enjoy this home-stucke...
22/04/2021

🚨WE'RE OPEN DURING LOCKDOWN🚨

If you have been bored staying lockdown, prefer reading good books to enjoy this home-stucked life. You can bring back life through this. And you don't have to go out for collecting quality books. We're here to stand beside you. Find and buy any book from us including doorstep delivery. Staying home is an effective way to stop this pandemic. So, we're supporting the government and the World Health Organization (WHO) to make the situation better. We're serving through the strict maintenance of safety precautions. You should also maintain all the instructions. Don't forget to wear masks and sanitize properly. And utilize this leisure properly. Best wishes for all!

For more details about the COVID-19 pandemic:
👉 https://www.who.int/bangladesh/emergencies/coronavirus-disease-(covid-19)-update
👉 https://dghs.gov.bd/index.php/bd/component/content/article?id=5391
👉 https://corona.gov.bd




“Away, away, from men and towns,To the wild wood and the downs, —To the silent wilderness,Where the soul need not repres...
22/04/2021

“Away, away, from men and towns,
To the wild wood and the downs, —
To the silent wilderness,
Where the soul need not repress its music.”

— Percy Bysshe Shelley

Earth isn't just an ordinary planet. It's our home. And it's not all about urbanization. Urban life is easier but it must be eco-friendly. It's not that a smart work to hampering home by our own. We're making the earth worse day by day which will surely attack us very soon if we don't stop here and take steps for healing the damaged environment. One person, one locality or even one nation can't stop it. We all should work for the healing of the earth. We're trying to make some awareness about healthy environment and working on it by associating with the leading environmental movement earthday.org. Join the community and work for the world, work for our home. Happy living everyone!




"নিশি অবসানপ্রায়, ওই পুরাতনবর্ষ হয় গত!আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবনকরিলাম নত।বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,ক্ষমা ক...
13/04/2021

"নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত।"

― রবীন্দ্রনাথ ঠাকুর

পৃথিবীর প্রতিটি জাতিসত্তার কাছে সেই জাতির ঐতিহ্যগত নতুন বছরের সূচনা পরম পবিত্র বলে গণ্য হয়। বাঙালিও এর ব্যতিক্রম নয়। সাধারণ বাঙালি জীবনে বছরের যে কয়েকটি দিন সকল প্রকার ক্লেদ এবং গ্লানিকে ভুলিয়ে মনের অন্তঃস্থলে নতুন আনন্দের উচ্ছ্বাস জাগিয়ে তোলে, সেই দিনগুলির মধ্যে অন্যতম হলো বাংলা নববর্ষ। এই দিনটি হল বাঙালির বাঙালিত্বকে উদযাপন করার সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে যাতে কোনোভাবেই অপসংস্কৃতির কুপ্রভাব প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রতিটি স্তরে সকল বাঙালিকে সচেতন হতে হবে। সকলকে জানাই শুভ নববর্ষের ফুলেল শুভেচ্ছা।



"Fasting is a shield, it will protect you from the hellfire and prevent you from sins." ― Prophet Muhammad (ﷺ)Ramadan ta...
13/04/2021

"Fasting is a shield, it will protect you from the hellfire and prevent you from sins." ― Prophet Muhammad (ﷺ)

Ramadan takes us on a spiritual journey that ends right at the door of Allah where dwells endless mercy and immeasurable happiness. Ramadan isn’t only about fasting, it is abstinence from every lust and sin. The spirit of Ramadan enlightens our heart and helps us clearly judge between truths and false, or right and wrong. Let the divinity of this holy month erase all the sinful thoughts off our mind and fill it with a sense of purity and gratitude towards Allah. Ramadan Mubarak to the whole Muslim brotherhood across the world!



Join our official Facebook group to find all the books and courses of Robi 10 Minute School. Just click on the link and ...
07/04/2021

Join our official Facebook group to find all the books and courses of Robi 10 Minute School. Just click on the link and buy your wanted products from us. Enjoy special deals and multiple promo codes as well. And thank you all for the support you've shown so far. Stay with us for more.

Joining link for the group: https://www.facebook.com/groups/1078344009292243

Did you ever think you're alone? It's totally a misconception. Book is the best friend for every human being across the ...
28/03/2021

Did you ever think you're alone? It's totally a misconception. Book is the best friend for every human being across the globe. Books enlighten everyone, broaden mind and many more. If you don't believe, prove it by yourself right now. You're not alone. You're not weak. You're the strongest. You're the world.


"শর ভাবে, ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, শর, জান না সে কথা- আমারি অধীন জেনো তব স্বাধ...
26/03/2021

"শর ভাবে, ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, শর, জান না সে কথা- আমারি অধীন জেনো তব স্বাধীনতা।" — রবীন্দ্রনাথ ঠাকুর

স্বাধীনতা এক সোনালী প্রত্যাশা। ১৯৭১ সালের ২৬ মার্চের অমোঘ ঘোষণার মধ্য দিয়েই বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ এবং পেয়েছে পূর্ণ বিকাশের সুযোগ। জাতি হিসেবে এই স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ একটি অর্জন। বহু ত্যাগ-তিতিক্ষা ও এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা দিবসটি পেয়েছি। তাই ইহাকে তেমনি মর্যাদার সহিত রক্ষা করতে হবে। আমাদের এই স্বাধীনতা দিবসটি আমাদের সংগ্রামী শক্তিরই অবদান। স্বাধীনতা দিবসের এই গৌরবান্বিত মুহূর্তে উক্ত স্বাধীনতার পরশমনির স্পর্শে সোনার মত খাঁটি হোক সকলের জীবন।




"কোনও দেশ যদি তার নারীদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে এবং তার অর্ধেক নাগরিকের অবদানকে অস্বীকার করে তবে কোনও দেশই প্রকৃতপক্...
08/03/2021

"কোনও দেশ যদি তার নারীদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে এবং তার অর্ধেক নাগরিকের অবদানকে অস্বীকার করে তবে কোনও দেশই প্রকৃতপক্ষে উন্নতি করতে পারে না।" ― মিশেল ওবামা

একজন নারী আমাদের সকলের অন্যতম অনুপ্রেরণার উৎস। তাঁরা তাঁদের কর্ম-জীবন পরিচালনা এবং একই সাথে পরিবারের যত্ন নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত মেধাবী ও ধৈর্যশীল। তাই, নারীর ক্ষমতা এবং তাদের অধিকার রক্ষার জন্য, প্রতি বছর ৮ মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস' পালন করা হয়। গোটা মানবজাতিকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা এবং বিশ্বকে উন্নত করার জন্য প্রত্যেক নারীর ভূমিকা এবং অবদানকে স্বীকৃতি দেয়ার দিন আজ। যদিও আজকের দিনে নারী বলে তাঁদের জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন নেই। কারণ তাঁরা যে স্বয়ংসিদ্ধা। তাঁরা এখন কারও উপরে নির্ভরশীল নয়। উল্টে তাঁদের উপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনও তাঁদের উপরেই নির্ভর করছে কোনও দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ। তাই বিশ্ব জুড়ে নারীদের সম্মান জানাতে, তাঁদের যোগ্যতা ও মেধাকে কুর্নিশ জানাতে আমরা বিশ্বের সকল নারীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা অ ভালবাসা। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।




Every day is a great day to celebrate the amazing women in your life, but International Women's Day gives you an extra r...
08/03/2021

Every day is a great day to celebrate the amazing women in your life, but International Women's Day gives you an extra reason to do just that. Celebrated every year on March 8, the holiday encourages all people to actively choose to "celebrate women's achievements, raise awareness about women's equality, lobby for accelerated gender parity and fundraise for female-focused charities," according to the International Women's Day online portal.

Nobel Prize winner Malala Yousafzai said, "We realize the importance of our voice when we are silenced." So, women are not just like a doll. They are strong as the strongest in the universe. Happy Women's Day to everyone!




We're working on enhancing education at its best by making things easier and convenient with all our services from the v...
03/03/2021

We're working on enhancing education at its best by making things easier and convenient with all our services from the very first of our journey. In this way, we've made an affiliation with the largest online classroom of Bangladesh Robi 10 Minute School. You can find and purchase any products of them through using our services and many more. So, happy learning starts with us. Stay with us.



Actually, this doesn't matter to us wherever you live. We'll reach you at the doorstep with the products you purchase fr...
27/02/2021

Actually, this doesn't matter to us wherever you live. We'll reach you at the doorstep with the products you purchase from us through the largest home delivery network in Bangladesh. We've now collaborated with Paperfly to develop our delivery procedure at its best. Hope you'll enjoy it.


For everyone's betterment, we're trying to make life easier with our services. Our stock has been extended with all the ...
25/02/2021

For everyone's betterment, we're trying to make life easier with our services. Our stock has been extended with all the academic books for all the students from any curriculum. Just mention your needs to us. We'll conduct the whole remaining procedures considering all your circumstances. You can enjoy appropriate pricing, reliable payment procedures, and lower delivery costs as well. So, tell all your needs about books or any educational pieces of equipment to us and make your life far easier with our promising services. Good wishes to you all!


বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-স...
22/02/2021

বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে।

একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন। প্রত্যেকের জীবনেই একঘেয়েমি, দুঃখ-কষ্ট, অস্থিরতা, মানসিক সমস্যাসহ নানা সমস্যা থাকে। কিন্তু বই পড়লে সেসব চিন্তা মাথায় থাকে না। অবসর সময়গুলো বিনোদনের মাধ্যমে কাটানোর জন্য কত কিছুই না আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, কিন্তু বই পড়ার মতো নির্মল আনন্দের সমতুল্য হতে পারেনি কিছুই।

আমরা যদি মনোযোগ দিয়ে কোনো বই পড়ি, তাহলে সে বইয়ের বিষয়বস্তু বা ঘটনা কখনও ভুলে যাব না। তাই জীবনের অবসর সময়গুলো বইয়ের মাঝে ডুবে থাকা দরকার। জ্ঞানচর্চা মানুষকে যেমন মহৎপ্রাণ করে তোলে, তেমনি চিত্তকে মুক্তি দেয়। মানবাত্মাকে জীবনবোধে বিকশিত করে। জাগ্রত করে তোলে মনুষ্যত্ববোধে। সব বিষয়ে সুশৃঙ্খল ও পূর্ণাঙ্গ জ্ঞানার্জন এবং পরিপূর্ণ মানসিক প্রশান্তি লাভ করতে হলে অবশ্যই বই পড়তে হবে। কারণ সব জ্ঞানের উৎস বই।

একটি সুস্থ, সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বড় মনের মানুষ হওয়ার জন্য বইয়ের সান্নিধ্যে আসতেই হবে। একজন লেখক তার সুপ্ত ভাবনাকে লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন।

কবি-সাহিত্যিক-লেখকেরা তাদের সমস্ত জ্ঞান বইয়ের পাতায় ঢেলে দেন। বই পড়ে সেই জ্ঞানের আলো সংগ্রহ করা যায়। বই পড়া মানুষের কাছেই দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। যারা বড় হতে চায়, তাদের প্রয়োজন বেশি বেশি করে বই পড়া। আমাদের মনে রাখতে হবে, যত বেশি বই পড়ব, তত বড় হব।

যারা সমাজে অপকর্ম করে বেড়াচ্ছে, তারা বই পড়া থেকে দূরে রয়েছে। বই পড়া থেকে দূরে সরে গিয়েই বিভ্রান্তির পথে চলে যায় মানুষ। আমাদের জানতে হবে, বই শুধু মানুষের মেধা বা জ্ঞান বৃদ্ধি করে না, বরং বই পড়লে মানুষ হয়ে ওঠে কর্মোদ্যম, সহনশীল ও সহমর্মী। মানুষ বই পড়েই নিজেকে জানতে পারে এবং নিজের জীবনকে আলোকিত করে তুলতে পারে। একটি ভালো বই যে কোনো সময় যে কোনো মানুষকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে।

উন্নত জাতি ও রাষ্ট্র গড়তে হলে মানুষের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। হতে হবে আলোকিত মানুষ। এজন্য প্রয়োজন বই পাঠ করা। নতুন প্রজন্মকে যত বেশি বই পাঠে উৎসাহিত করা যাবে, ততই তারা জ্ঞানসমৃদ্ধ হবে।

দেশকে নেতৃত্ব দেয়ার, তরুণ প্রজন্মকে যোগ্য করে তোলার অন্যতম হাতিয়ার বই। তাই বই পাঠের বিকল্প কিছু নেই। দেশ গড়তে চাইলে, দেশকে ভালোবাসলে, নিজেকে ভালোবাসলে, জ্ঞানী হতে চাইলে, আলোকিত মানুষ হতে হলে অবশ্যই বই পড়তে হবে।

তাই প্রতিটি পুরস্কার হোক বই। প্রতিটি উপহার হোক বই। তবেই আমাদের জীবন হবে সুন্দর। বই এমন একটি উপকরণ যা পড়ার পড়ে যত্ন করে সাজিয়ে রাখা যায়। প্রজন্মের পর প্রজন্ম চাইলে সেই বই পড়তে পারে। তাই আসুন, আমরা বইকে ভালোবাসি এবং বই পড়ি।

Caption courtesy: Daily Jugantor


"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his language, that goes...
20/02/2021

"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his language, that goes to his heart" ― Nelson Mandela

21st February has been recognized by UNESCO as the 'International Mother Language Day' for the historical movement of 1952 by Bengali people for saving their mother tongue. Due respect to all the martyrs and the frontliners.


বাঙালি জাতির অন্যতম কৃতিত্বপূর্ণ ইতিহাসের অমর সাক্ষী এই একুশে ফেব্রুয়ারি যা বাংলার মানুষ এমনকি গোটা বিশ্ব কোনদিনও ভুলবে ...
20/02/2021

বাঙালি জাতির অন্যতম কৃতিত্বপূর্ণ ইতিহাসের অমর সাক্ষী এই একুশে ফেব্রুয়ারি যা বাংলার মানুষ এমনকি গোটা বিশ্ব কোনদিনও ভুলবে না। আমরা সেই জাতি যারা অহংকার করতে পারে তাদের মাতৃভাষা অর্জনের গৌরবময় ইতিহাসের জন্যে যা সারা বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের অর্জিত অধিকার ও সার্বভৌমত্বের ইতিহাস। এটি বাঙালি জাতির স্বাধীনতার পথ ও সম্মান অর্জনের শ্রেষ্ঠ দলিল। 'একুশ' কে মর্যাদা দেওয়ার অর্থ শুধুই একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়া কিংবা সাদা কালো পোশাকে সজ্জিত হয়ে সেলফি তোলা আর ফেসবুকে জ্বালাময়ী স্ট্যাটাস দেওয়া নয় । বরং একুশ বা ভাষার মর্যাদা বলতে বোঝায় শুদ্ধভাবে ভাষার চর্চা এবং সর্বস্তরে এর ব্যবহার নিশ্চিত করা । ছয় ভাষা শহীদের আত্মদানের সেই তুঙ্গস্পর্শী রক্তস্রোতে আমরা বাঙালিরা পেয়েছি বাংলায় কথা বলার অধিকার। তাই এই মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। পরিশেষে, বায়ান্নর সেই আত্মত্যাগী সকল শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা।


T H E   C L O C K   I S   T I C K I N G !Grab your favorite books and all other educational instruments from us and enjo...
19/02/2021

T H E C L O C K I S T I C K I N G !

Grab your favorite books and all other educational instruments from us and enjoy alluring discounts and many other special thanksgiving. Only 3 days left for one of the biggest sales of this year. So, don't be late. Sn**ch yours now.


"বাসায় ফিরলাম দু’দিন পর। বাসা ভর্তি মানুষ, দু’জন ডাক্তার। হুলুস্থুল ব্যাপার। মেয়ে বিছানায় শুয়ে। তার জ্বর ১০৫ এর কাছা...
03/02/2021

"বাসায় ফিরলাম দু’দিন পর। বাসা ভর্তি মানুষ, দু’জন ডাক্তার। হুলুস্থুল ব্যাপার। মেয়ে বিছানায় শুয়ে। তার জ্বর ১০৫ এর কাছাকাছি যেতেই তাকে বাথটাবে শুইয়ে দেয়া হয়। আমার অন্য দুই মেয়ের খূব মন খারাপ-এরকম মজার জ্বর তাদের হচ্ছে না কে? বড় মেয়েকে খুশী করার জন্যে তার বিছানার পাশে বসে গল্প গুলি লিখলাম। এক এক পাতা লেখা হয় সে বিছানায় শুয়ে শুয়ে পড়ে।আমি মেয়ের পাশে বসে থাকি। সে যখন গল্প পড়তে পড়তে খিল খিল করে হাসে তখন আনন্দে আমার চোখে পানি আসে। লেখকদের হাসি কান্না অদৃশ্য বলে আমার মেয়ে তা দেখতে পায় না।" ― হুমায়ূন আহমেদ, ভূত ভূতং ভূতৌ

বাংলা গদ্যসাহিত্য জগতে হুমায়ূন আহমেদ খুবই সমাদৃত একটি নাম। ছোট থেকে বড় সবাই তাঁর ভক্ত। এই বইটি মূলত কিশোর-কিশোরীদের জন্য রচিত। মজার এই বইটি ঘরে বসে পেয়ে যেতে অর্ডার করুন এখনই। আমরা ফ্রী হোম ডেলিভারী, নিশ্চিত উপহার, কুপন কোড ও স্পেশাল ডিসকাউন্ট সহ আরও অনেক প্রিমিয়াম পরিষেবা দিচ্ছি। ২১% ডিসকাউন্ট পেয়ে যেতে ২১শে ফেব্রুয়ারী ২০২১ এর মধ্যে সংগ্রহ করুন আপনার পছন্দের বইটি।

প্রোডাক্ট কোডঃ BBBHA75HB
অর্ডার করতে এখনই ইনবক্স করুন। আমরা আপনাকে সেরা পরিষেবা ও পণ্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।



"মানুষ রহস্যময়তা পছন্দ করে। কিন্তু বেশিরভাগ সময়ই সে সেটা বুঝতে পারে না। জীবনভর সে তার প্রিয়তম মানুষটিকেও পুরোপুরি বুঝে ফ...
03/02/2021

"মানুষ রহস্যময়তা পছন্দ করে। কিন্তু বেশিরভাগ সময়ই সে সেটা বুঝতে পারে না। জীবনভর সে তার প্রিয়তম মানুষটিকেও পুরোপুরি বুঝে ফেলতে চায়, কিন্তু পুরোপুরি বোঝা হয়ে গেলে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সে আসলে অবচেতনে সবসময়ই অনুদঘাটিত কিছু রহস্য উদঘাটন করতে চায়। যতক্ষণ অবধি সেই রহস্য থাকে, ততক্ষণ অবধি একটা প্রবল আগ্রহ, আকর্ষণ কাজ করে। রহস্য শেষ হয়ে গেলে আকর্ষণ ফুরিয়ে যায়। অথচ জীবনজুড়েই সে ভাবে, সে রহস্য পছন্দ করে না।" ― সাদাত হোসাইন, ছদ্মবেশ

গল্পের মানুষ হিসেবে পরিচিত সাদাত হোসাইন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন লেখক। তাঁর রচিত বেশ কিছু বই দেশের পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। তন্মধ্যে ছদ্মবেশ বইটি একটি অন্যতম বেস্টসেলার। এই মহামারীকালে ঘরে বসেই বইটি পেয়ে যেতে অর্ডার করুন এখনই। আমরা ফ্রী হোম ডেলিভারী, নিশ্চিত উপহার, কুপন কোড ও স্পেশাল ডিসকাউন্ট সহ আরও অনেক প্রিমিয়াম পরিষেবা দিচ্ছি। ২১% ডিসকাউন্ট পেয়ে যেতে ২১শে ফেব্রুয়ারী ২০২১ এর মধ্যে সংগ্রহ করুন আপনার পছন্দের বইটি।

প্রোডাক্ট কোডঃ CSH74HB
অর্ডার করতে এখনই ইনবক্স করুন। আমরা আপনাকে সেরা পরিষেবা ও পণ্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।



N E W   Y E A R   S A L E   2 0 2 1 !The awaited moment is over now. We're gonna launch the first offer of this new year...
31/01/2021

N E W Y E A R S A L E 2 0 2 1 !

The awaited moment is over now. We're gonna launch the first offer of this new year. The special number 21 is featuring the whole offer lineup. You'll enjoy all the advantages mentioned below and all kinds of reliable payment procedures as well. Hope this will be useful to all of our customers and newcomers. So, order your favorite book now to enjoy the festival. Be with Book Bowzer.


Address


Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 14:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801778772223

Alerts

Be the first to know and let us send you an email when Book Bowzer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Bowzer:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share