ICT Online Classroom

  • Home
  • ICT Online Classroom

ICT Online Classroom ICT online course for HSC students.

20/03/2024

কোন গেইটে সকল মৌলিক গেইট বিদ্যমান?

13/02/2024
16/10/2023

আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়েন, বা যাদের পরিচিত ভাই-বোন, বন্ধু, সহপাঠী আছে সবাইকে এই পেইজে ইনভাইট করতে পারেন। আমি আইসিটির উপর নিয়মিত লাইভ ক্লাস এবং বিভিন্ন সলভ ক্লাসের ভিডিও দিবো। সবাই নিয়মিত জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

05/07/2023

ICT Chapter-2, Communication System and Networking.

16/06/2023

🌼প্রকৃতি হলো শ্রেষ্ঠ শিক্ষক
=Nature is the best teacher.
🌼আমাদের প্রকৃতি থেকে শেখা উচিত
=We should learn from nature.
🌼প্রকৃতি হলো জ্ঞানের ভান্ডার
=Nature is the store-house of knowledge.
🌼সেই প্রকৃত বুদ্ধিমান যে দেখে শেখে
=He is the real intelligent, who learns to see.
🌼জীবনে শেখার কোন শেষ নেই
=There have no ending of learn in life.
🌼কোন নির্দিষ্ট বয়স নেই
=Haven't any age limitation.
🌼অধিকাংশ সময় আমরা মনে করি যে বড় হয়ে শেখাটা লজ্জা=Most of time,we think that learn in adult age is a matter of shy
🌼আসলে কিন্তু তা নয়
=Actually its not right.
🌼তাই আসুন আমরা ভয়,লজ্জা ত্যাগ করে সময়ের সঠিক ব্যবহার করি=So come on,we learn, to give up our fear and shy.
🌼সবার জন্য শুভ কামনা
=Best wishes for all.
🌼ভাল থাকবেন
=Be well.

16/06/2023

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা MCQ টেস্ট নিতে চাই, গুগল ফর্মের মাধ্যমে। তোমরা টেস্ট দিতে আগ্রহী?

15/06/2023

হাজারকে 'K' দ্বারা প্রকাশ করা হয় কেন? K-এর সম্পূর্ণ অর্থ কী?
"K" এসেছে kilo শব্দ থেকে।আমরা বলি এক কিলোগ্রাম=এক হাজার গ্রাম। এক কিলোমিটার= এক হাজার মিটার। এই Kilo মানে হচ্ছে হাজার।এটি একটি গ্রিক শব্দ। সংক্ষেপে তাই একে 'k' লিখে।

14/06/2023

Dear all, please invite all of your friends, like and share this page and posts. Thanks.

14/06/2023

HTML Images:





HTML Images
HTML images are defined with the img tag:




14/06/2023

HTML Links:





HTML Links
HTML links are defined with the a tag:

This is a link


14/06/2023

HTML Paragraphs:





This is a paragraph.
This is another paragraph.


14/06/2023

HTML Headings





This is heading 1
This is heading 2
This is heading 3
This is heading 4
This is heading 5
This is heading 6


14/06/2023




Page Title



This is a Heading
This is a paragraph.


13/06/2023

পূর্ণরূপ লিখ:
JPG, PNG,GIF,BMP
বন্ধুরা, পেইজে বন্ধুদের ইনভাইট করো আর সবার সাথে শেয়ার করো। ধন্যবাদ।

12/06/2023

দুটি সংখ্যা যোগ করার একটি প্রোগ্রাম লিখ।

12/06/2023

নেটওয়ার্ক টপোলজি কতো প্রকার ও কি কি?

12/06/2023

কারো কি জানা নাই, এর উত্তর কি হবে?

11/06/2023

Fill in the gap.

03/06/2023

কোন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সপার হয়?

03/06/2023

HTML এর জনক কে?

31/05/2023

Chapter 4: Topics-HTML Image
Subject: HSC ICT




















HTML Headingsএইচটিএমএল হেডিংঃ এইচটিএমএল হেডিং কে  থেকে  দ্বারা ডিফাইন করা হয়।নিচে উদাহরণের সাহায্যে দেখানো হলোঃ    ........
31/05/2023

HTML Headings
এইচটিএমএল হেডিংঃ এইচটিএমএল হেডিং কে থেকে দ্বারা ডিফাইন করা হয়।
নিচে উদাহরণের সাহায্যে দেখানো হলোঃ


.............



This is heading 1
This is heading 2
This is heading 3
This is heading 4
This is heading 5
This is heading 6




আউটপুটঃ এই এইচটিএমএল ফাইলটি যদি সেইভ করে কোনো একটি ওয়েব ব্রাউজার দিয়ে রান করেন তাহলে নিচের আউটপুটটি দেখতে পাবেন।

নোটঃ এইচটিএমএল এর সবচেয়ে বড় হেডিং হচ্ছে অর্থাৎ, এই ট্যাগ দিয়ে হেডিং লিখলে সেটির সাইজ হবে সবচেয়ে বড় এবং হচ্ছে সবচেয়ে ছোট।

31/05/2023

HTML Tags:

content goes here...
বর্ণনাঃ
এইচ.টি.এম.এল ট্যাগ নেইম এর উভয় পাশে একটি করে এঙ্গেল ব্রাকেট থাকে।
এটাকে ওপেনিং ট্যাগ বলে এবং এটাকে ক্লোজিং ট্যাগ বলে। ক্লোজিং ট্যাগ বোঝানোর জন্য '/'-এই চিহ্নটি ব্যবহার করা হয়।

31/05/2023

এইচটিএমএল-এর বেসিক স্ট্রাকচার এবং বর্ণনা

১.
২.
৩. ..........................................
৪.
৫.
৬. ............
৭.
৮.

বর্ণনাঃ
লাইন-১ঃ -এটাকে এইচ.টি.এম.এল পেইজের রুট এলিমেন্ট বলা হয়।
লাইন-২ঃ -এটি ডকুমেন্টের মেটা ইনফরমেশন ধারণ করে।
লাইন-৩ঃ -এটি ডকুমেন্টের টাইটেল নির্দেশ করে।
লাইন-৪ঃ -এখানে হেড ট্যাগের ভিতরে একটি ফরোয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এটি দ্বারা একটি ট্যাগের শেষ বোঝায়।
লাইন-৫ঃ -এটি ডকুমেন্টের সকল দৃশ্যমান কনটেন্ট ধারণ করে।
লাইন-৬ঃ এই ফাঁকা স্থানে অন্যান্য সকল ট্যাগ লিখা হয়।
লাইন-৭ঃ -এটি দ্বারা বডি ট্যাগের শেষ বোঝায়।
লাইন-৮ঃ -এটি দ্বারা এইচ.টি.এম.এল ট্যাগের শেষ বোঝায়।

31/05/2023

অধ্যায়: ৪
বিষয়: HSC ICT
HTML-এইচটিএমএল কি?
হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল, ইংরেজি: Hyper Text Markup Language) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত । ইন্টারনেটে, তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান । HTML5 এ ওয়েবসাইটে অডিও,ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ(স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।

ICT Online Classroom

31/05/2023

Global Village এর প্রবক্তা কে?

31/05/2023

GIF এর পূর্ণরূপ কি?

Address


Alerts

Be the first to know and let us send you an email when ICT Online Classroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ICT Online Classroom:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share