দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এখন বাংলাদেশের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়েছেন তারা, দেশকে ভাসিয়েছেন আনন্দের জোয়ারে। এই সাফল্যের নেপথ্যের কারিগর কোচ গোলাম রব্বানি ছোটন। অধিনায়ক সাবিনা খাতুন আসরে আট গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের পাশাপাশি নির্বাচিত হন সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। মারিয়া মান্ডা বরাবরের মতো আলো ছড়ান মাঝমাঠে।
স্টার স্পেশালের আজকের শোতে ছোটনের সঙ্গে সাবিনা ও মারিয়া শোনান তাদের গৌরবময় পথচলার গল্প। শিরোপা জয়ের মাহেন্দ্রক্ষণের অনুভূতির পাশাপাশি তারা তুলে ধরেন আগামীর প্রত্যাশাও।
বিস্তারিত: https://cutt.ly/nVbg23N
#StarSpecial #Sportsnews #Football
ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকেও রিটার্ন দিতে হবে
ডেস্ক্রিপশন: ওয়াহিদুল গণি বাংলাদেশের ঘরোয়া পর্যায়ের স্বনামধন্য কোচ। তার হাত ধরে মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরিফ, শাহরিয়ার নাফিসের মতো তারকারা উঠে এসেছিলেন। প্রচারবিমুখ এই ব্যক্তিত্ব এক সময় ছিলেন জাতীয় দলের স্পিনার। তিন দশক ধরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন। সেরা মানের খেলোয়াড় তৈরি করার জন্য সঠিক প্রক্রিয়ার ওপর তিনি জোর দিয়েছেন। তার মতে, টাকা-পয়সা আসতে থাকবে, তবে স্মরণীয় হতে ক্রিকেটারদের মেনে চলতে হবে শৃঙ্খলা।
দ্য ডেইলি স্টারের 'আমাদের স্টার'-এর আয়োজনে এবারের অতিথি ওয়াহিদুল গণি।
#আমাদেরস্টার
'এই মেয়েদের আরও পাঁচ বছর ধরে রাখতে হবে'
দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট এখন বাংলাদেশের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়েছেন তারা, দেশকে ভাসিয়েছেন আনন্দের জোয়ারে। এই সাফল্যের নেপথ্যের কারিগর কোচ গোলাম রব্বানি ছোটন। অধিনায়ক সাবিনা খাতুন আসরে আট গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের পাশাপাশি নির্বাচিত হন সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। মারিয়া মান্ডা বরাবরের মতো আলো ছড়ান মাঝমাঠে।
স্টার স্পেশালের আজকের শোতে ছোটনের সঙ্গে সাবিনা ও মারিয়া শোনান তাদের গৌরবময় পথচলার গল্প। শিরোপা জয়ের মাহেন্দ্রক্ষণের অনুভূতির পাশাপাশি তারা তুলে ধরেন আগামীর প্রত্যাশাও।
বিস্তারিত: https://cutt.ly/nVbg23N
#StarSpecial
সাফজয়ী মেয়েদের বাঁধভাঙ্গা উল্লাস
গোললাইন থেকে বল ফিরে আসলো। দুই দুই বার ফিরে আসলো বারপোস্টে লেগে। বল জালে জড়িয়েও গোল পাওয়া গেল না ফাউলের কারণে। মনে হচ্ছিল ভাগ্যই যেন বিরূপ হয়ে উঠছিল বাংলাদেশের জন্য। তবে শেষ পর্যন্ত ডেডলক ভাঙতে পেরেছে মারিয়া-মনিকারা। তাতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে সমর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা