20/03/2021
আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা রিপোটার্স ইউনিটে “প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃস্টি ও জীবনমান উন্নয়ন এবং কর্মরত জনবলের চাকুরী রাজস্বকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর’, বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য জনাব আরোমা দত্ত এমপি, বিশেষ অতিথি ড.মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টোর ও চেয়ারম্যান, বিশেষ শিক্ষা বিভাগ, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালন ও সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির মাননীয় সভাপতি জনাব ড.মোঃ রেজাউল কবির। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জন্মশত বার্ষিকি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতা, ভাষা শহীদ, স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদ , বুদ্ধিজীবী, সহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটির সভাপতি আলোচনা শুরু করেন। আলোচনার শুরুতে দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ এর আহবায়ক আলী হোসেন জাতির পিতার জন্মশত বার্ষিকি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন চান এবং অন্যান্য দেশের ন্যায় প্রতিবন্ধী ক্ষমতায়ন মন্ত্রণালয় ও মহান জাতীয় সংসদে ০৫টি আসন সুবর্ণ নাগরিকদের জন্য সংরক্ষিত করার দাবী জানিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী একজন সফল নেত্রী যিনি সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন। কাজেই সকল প্রকার বাধাঁ দূর করে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেন। তিনি আরও বলেন এই অধিদপ্তর হলে একদিকে যেমন প্রতিবন্ধী সেবায় নিয়জিত সাকুল্যে নিয়োগকৃত কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর হবে, তাদের সকল হতাশা দূর হবে চাকুরীর নিশ্চয়তা পাবে, ভাল সেবা দিতে পারবে তেমনী শিক্ষিত প্রশিক্ষিত সূবর্ণ নাগরিকের চাকুরীর ক্ষেত্র তৈরী হবে ।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরত শারীরিক প্রতিবন্ধী (হুইল চেয়ার ব্যবহারকারী) নারী ফুলমতি রোজারিও বলেন আমার চাকুরী রাজস্ব চাই, এজন্য তিনি প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর দ্রুত বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ