Nasir Khan

Nasir Khan Professional Graphic Designer
Digital Marketer
(1)

17/07/2022

Class 1
Interface & Preferences Settings
New Document Setup & New Tab or Window
Open Document as tabs or window
Free Transform
Color Mode

জুলাই ১ তারিখে যে গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার ওয়েবিনার থাকবে।আপনাদের জন্য সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো। অনেকেরই প...
27/06/2022

জুলাই ১ তারিখে যে গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার ওয়েবিনার থাকবে।
আপনাদের জন্য সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো। অনেকেরই প্রশ্ন থাকতে পারে। নিচে সেই টপিক গুলো তুলে ধরা হলো।

MAIN TOPIC -
✅ Passive Income
✅ Print on Demand
✅ Digital Business Idea
✅ Freelance Marketplace

SUB TOPIC -
☑️ Why i am arrange this webinar for you
☑️ The new revolution of the world
☑️ Most demand skills in future
☑️ Is graphic design will be demand in future
☑️ Future concept of graphic design
☑️ Different types of media
☑️ Concerning freelancing
☑️ Employee vs Freelancer
☑️ How to gain faster earning on freelancing
☑️ Warning of freelancing
☑️ Niche down and market research
☑️ Find your niche and skill development
☑️ About passive income
☑️ Future of passive income
☑️ How to balance freelancing with passive income
☑️ How to start up your digital business
🔥Question and answer
🔥🔥 Special Announcement 🔥🔥

এই গ্রুপে আর যারা ই-মেইল দিয়েছেন তাদের সবাইকে গুগল মিটের লিংক দিবো।
শুক্রবার, জুলাই ১ তারিখ; রাত ১০ টায়।
আশাকরি সবাই থাকবো। ইনশাআল্লাহ 💗

Join our Facebook group
www.facebook.com/groups/graphicdesignwithpassive

🔥 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴 𝗩𝗦 𝗣𝗮𝘀𝘀𝗶𝘃𝗲 𝗘𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 🔥🔥ফ্রিল্যান্সিং(𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴)মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ...
30/05/2022

🔥 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴 𝗩𝗦 𝗣𝗮𝘀𝘀𝗶𝘃𝗲 𝗘𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 🔥
🔥ফ্রিল্যান্সিং(𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴)
মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার(Employer)।
সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং(Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই।
নিজের ইচ্ছামত যেখানে সেখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।
এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।
🔥প্যাসিভ আনিং (𝗣𝗮𝘀𝘀𝗶𝘃𝗲 𝗘𝗮𝗿𝗻𝗶𝗻𝗴 / 𝗜𝗻𝗰𝗼𝗺𝗲)
“𝑰𝒇 𝒚𝒐𝒖 𝒅𝒐𝒏’𝒕 𝒇𝒊𝒏𝒅 𝒂 𝒘𝒂𝒚 𝒕𝒐 𝒎𝒂𝒌𝒆 𝒎𝒐𝒏𝒆𝒚 𝒘𝒉𝒊𝒍𝒆 𝒚𝒐𝒖 𝒔𝒍𝒆𝒆𝒑, 𝒚𝒐𝒖 𝒘𝒊𝒍𝒍 𝒘𝒐𝒓𝒌 𝒖𝒏𝒕𝒊𝒍 𝒚𝒐𝒖 𝒅𝒊𝒆”
----𝑾𝒂𝒓𝒓𝒆𝒏 𝑩𝒖𝒇𝒇𝒆𝒕𝒕
প্যাসিভ আর্নিং নিয়ে জানার আগে, উপরের উক্তিটি পড়ে নিন।
প্যাসিভ আর্নিং এমনই একটা ওয়ে, যেখান ঘুমিয়ে থেকেও উপার্জন করা সম্ভব।
তবে অবশ্যই, তার জন্য, যথেষ্ট পরিমাণ ধৈর্য আর দক্ষতা থাকতে হবে।
কোন একটা কাজ আপনি নির্দিষ্ট পরিমাণ করে, বারবার বিক্রি করে আয় করা যায়। সহজ ভাষায়, এটাই প্যাসিভ আর্নিং।
যেমন ধরুন আপনার পাঁচতলা বাড়ি আছে, প্রত্যেকটি ফ্ল্যাটে ভাড়াটিয়া আছে। প্রতিমাসে সেখান থেকে আপনি বাড়িভাড়া পেয়ে থাকেন।
বাড়ি একবার বানাইছেন, ভাড়া দিয়ে সবসময় আপনার উপার্জন হচ্ছে।
ঠিক তেমন ডিজিটালি কোন ডিমান্ডের কাজ করলেন, সঠিক জায়গায় সে কাজগুলো বারবার বিক্রি হলে। আপনি সেটা থেকে উপার্জন করতে পারবেন।
💢ডিজিটালি প্যাসিভ আর্নিং কয় ভাবে করা যায়?
✅ ইউটিউবিং
✅ ব্লগিং
✅ গ্রাফিক্স ডিজাইন
✅ ই-বুক
✅ অ্যাফিলিয়েট মার্কেটিং
✅ ফটোগ্রাফি সেল করা
✅ এপ ক্রিয়েট… ইত্যাদি
কেউ যদি ভেবে থাকে ফ্রিল্যান্সিং আর প্যাসিভ আর্নিং,
একসাথে করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল।
একজন দক্ষ মানুষ চাইলে তার,
একটি কাজকে দুই ভাবেই পরিচালনা করতে পারে।
আলহামদুলিল্লাহ 😇 সফল ভাবে আমি এভাবেই কাজ করে যাচ্ছি।
লেখালেখিতে তেমন অভ্যস্ত না। লেখায় ভুল হলে ক্ষমা করবেন।
তবে তথ্যগুলো ভুল ছিল না। 💯
কারো কোন প্রশ্ন থাকলে করতে পারেন ❓

My NFT work for my client
18/05/2022

My NFT work for my client

Line art project
18/05/2022

Line art project

Line art project
17/05/2022

Line art project

13/05/2022

জাস্ট আপনার মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে।

মাথায় রাখেন যেঃ

আপনি আজকে যা করবেন - সেটার ফল ভবিষ্যতে পাবেন। মানে আজকে কাজ করলে ভবিষ্যতে রিলাক্সড থাকতে পারবেন। আজকে কাজ না করলে - ভবিষ্যতে যখন শরীর খারাপ থাকবে, কাজ করার ইচ্ছে থাকলেও করতে পারবেন না - তখন আপনি আগেও যেহেতু কাজ করেন নাই - সুতরাং আপনার সেভিংস থাকবে না, নতুন ইনকাম থাকবে না আর হতাশায় ভুগবেন।

এখনকার সাময়িক হতাশা কোন সমস্যাই না - এইটা আপনার আমার সবার হয়, জাস্ট এইটাকে পাত্তা না দিয়ে আপনার প্রসেস ঠিক রাখুন এবং কাজ করে যান। কারণ কাজই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, হতাশার বিন্দুমাত্র শক্তি নেই আপনাকে সামনে নিয়ে যাওয়ার!

আমরা যেসব টাইপের কাজ (ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা সার্ভিস সেলিং অন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস) করি, সেসবে কোন জবাবদিহিতা নাই, নিজের ব্লগ/ওয়েবসাইট, তাই ইচ্ছেমত কাজ করি। এতে নিজের সাথেই ফাঁকি দেয়া হয়। এই ফাঁকির রেজাল্ট আজকে পাবেন না, যখন পাবেন (কয়েক মাস/বছর পর) তখন আফসোস করবেন আর বলবেন - "আহ! কয়েক বছর আগে থেকে যদি ফাঁকি না দিয়ে সিরিয়াস হতাম! বা "হতাশাকে পাত্তা না দিয়ে জাস্ট অনিচ্ছাসত্ত্বেও কাজ করে যেতাম!"

নিজেই নিজের বস হয়ে যান। যখন কাজ করতে মন চাইবে না - তখন নিজেই নিজেকে অটো সাজেস্ট করেন। নিজেই নিজেকে টেনে তুলে কাজে বসান। কাজ না করে বসে বসে ফেসবুকিং করা বা মুভি দেখা বেশ সহজ। কিন্তু ইচ্ছে না করলেও কাজে বসা এবং নিয়মিত রুটিনমাফিক কাজ করে যাওয়া একটু কঠিন।

আর এই একটু কঠিন জিনিসটা যারা প্রতিদিন করে তারাই দিন/মাস/বছর শেষে সফল।

সফলতা আর ব্যর্থতার মধ্যে ব্যবধান খুব সূক্ষ্ম - ঠিক এতোটুকুই!


18/04/2022

কেউ যদি কদরের রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)

(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)

(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

(৪)বেশী বেশী দুরুদ পড়া।

(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

15/04/2022

ভিন্নধর্মী রাস্তায় হেঁটে যাওয়া কখনোই সহজ নয়, তবে চেষ্টারত অবস্থায় থাকলে সফলতা একসময় ধরা দিতে বাধ্য।

Address


Telephone

+8801999304043

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasir Khan:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share