AP Social Welfare Organization BD

  • Home
  • AP Social Welfare Organization BD

AP Social Welfare Organization BD একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান।
সেবাই মানুষ এর আসল ধর্ম।

হারানো বিজ্ঞপ্তি ⁉️ হারানো বিজ্ঞপ্তি ⁉️আরাবির খোঁজ করছে তার বাবা.......... আমার কলিজার পাখি টা,  আরাবি ইসলাম সুবা (বয়স ১...
03/02/2025

হারানো বিজ্ঞপ্তি ⁉️ হারানো বিজ্ঞপ্তি ⁉️
আরাবির খোঁজ করছে তার বাবা..........

আমার কলিজার পাখি টা, আরাবি ইসলাম সুবা (বয়স ১১) আজ সন্ধ্যা ৬:০০ টার দিকে, মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে যায়, ওর পড়নে ছিলো কালো প্যান্ট ও গোলাপি রঙের টি সার্ট।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে দেখে থাকেন অবশ্যই নিম্নোক্ত নাম্বারে কল করার অনুরোধ রইল

📞 01712-985858 ( মেয়ের বাবা )
AP Social Welfare Organization BD

সাহায্য পোস্ট! আমার আম্মু আজকে সকাল ১১ টায় বনশ্রী সি ব্লক রোড no. 4 থেকে রাগ করে বের হয়ে যায়। উনি বের হয়ে গিয়েছে বু...
26/01/2025

সাহায্য পোস্ট!
আমার আম্মু আজকে সকাল ১১ টায় বনশ্রী সি ব্লক রোড no. 4 থেকে রাগ করে বের হয়ে যায়। উনি বের হয়ে গিয়েছে বুঝার পরপরই ৫ মিনিটের মধ্যে আমরা বাসার মানুষ উনাকে খুঁজতে বের হই। কিন্তু ৭ ঘণ্টা হয়ে গিয়েছে এখনো পাওয়া যাচ্ছে না।

নামঃ আরজু আক্তার নিলু
বয়সঃ ৫৯ বছর
বাসাঃ সি ব্লক, রোডঃ ৪ হাউস নাম্বার ৩২
Contact: ০১৭০৫৩২২৯৯১

কেও দেখে থাকলে বা খুঁজে পেলে প্লিজ ফোন করবেন।

সাহায্য পোস্ট, Monira Mahmud AP House Super Model Of The Year BD Season 1 এর 1st Runner-up হয়েছিলেন। তার এই বিপদে আমরা স...
22/01/2025

সাহায্য পোস্ট,
Monira Mahmud AP House Super Model Of The Year BD Season 1 এর 1st Runner-up হয়েছিলেন। তার এই বিপদে আমরা সবাই তার জন্য আপনাদের থেকে সহযোগিতা কাম্য করছি। 🙏

সাংস্কৃতিক অঙ্গনে তিনি বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিও করেছেন আজ এক সাংস্কৃতিক কর্মীর বিপদের জন্য আবেদন।

মনিরা,
বেশ কিছু দিন ধরে আমার মা খুবই অসুস্থ।
সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙ্গে গিয়েছে।

গত ১১-জানুয়ারী-২০২৫ তারিখে থেকে প্রতিনিয়ত পিজি'র নিউরো সার্জারি বিভাগের চারজন ডক্টর দেখানো হয়েছে। কিন্তু টেস্টের রিপোর্ট ছাড়া তাদের চারজনের চার ধরনের বক্তব্য ও চিকিৎসা আমাকে রীতিমতো হতাশ করেছে এবং অসুস্থ রুগী নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। যেটা পিজি'র পেইড সুপার প্রিমিয়াম বিভাগ হিসেবে একদমই অপ্রকাশিত ছিলো। ১০ দিনের ভোগান্তির পর দেখা গেলো আমরা আসলে তাদের বিভাগের রুগীই না। অর্থোপিডিক্স বিভাগের রুগী।

যাইহোক,
তারা তাদের বিভাগ থেকে আবার অর্থোপিডিক্স বিভাগে রেফার করেছেন। এবং বলেছেন যতদ্রুত সম্ভব অপারেশন করতে হবে। না হয় যত দেরি হবে তত বেশি সমস্যা তৈরি হবে। ইনফেকশন সহ দুর্বিষহ কষ্টের পাশাপাশি ধীরে ধীরে ক্ষতপূরনের কার্যকারিতা হারানোর সম্ভাবনা রয়েছে। এবং স্থায়ীভাবে পঙ্গু হওয়ার আসঙ্খা আছে।

সুতরাং দ্রুত অপারেশন করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ডক্টরের থেকে প্রাথমিক ধারণা অনুযায়ী ভলো কোনো হসপিটাল থেকে অপারেশন করাতে ৩ থেকে ৫ লাখের মতো খরচ হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার সেটা বহন করার কোন ধরনের সক্ষমতা নেই। কি করবো বুঝতে পারছি না। যে মা তার জীবনের সর্বোচ্চটা বিসর্জন দিয়ে আমাদের আগলে রেখেছেন তার এই কঠিন সময়ে যদি সন্তান হিসেবে কিছু করতে না পারি তবে পৃথিবীতে এর থেকে লজ্জা এবং ব্যার্থতার আর কিছু হতেপারে না।

পরিবারে আমিই একমাত্র উপার্জনকারী। ছোট দুই বোন, মা আর আমি এটাই আমার পরিবার। আপন বলতে দুইএকজন মামা-খাল আর গার্ডিয়ান বলতে মা ছাড়া পৃথিবীতে আমাদের আর কেউ নেই। ছোট থেকে পথশিশুর মতো বেড়ে ওঠা। বংশীয় বৈষম্যের নির্মম বর্বরতার সর্বোচ্চটুকু দেখা এবং সহ্য করার বাস্তব অভিজ্ঞতার দুর্ভাগ্য আমাদের হয়েছে।

অনেক কষ্ট করে মাত্রই সফলতার একটা রাস্তায় এসে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু যখনই এমন একটা রাস্তায় এসে পৌঁছে যাই তখনই কনোনা কোনো দমকা হাওয়া এসে সবকিছু ভেঙ্গেচুরে এলোমেলো করে দেয়। বারবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আগেই ভেঙ্গে যাচ্ছে।

ইমারজেন্সি আমাকে সাপোর্ট দেওয়ার মতো হাতে গোনা দুইএকজন ছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই নেই। কি করবো বুঝতে পেরেছি না। অনেক ভুলভাল চিন্তা মাথায় আসছে।

এই মুহূর্তে এখন আমার কি করা উচিৎ..????
কারো কাছে কোনো নির্ভরযোগ্য কোনো রাস্তা জানা থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাকে সহায়তা করুন।

City Bank
Name: RAKIBUL HASSAN
AC No: 2303621725001
Branch: Pragati Sarani.

BKash/Nagad: 01886633162

ডক্টর,
সহ-অধ্যাপক: ডক্টর তারিকুল ইসলাম!
সহ-অধ্যাপক: ডক্টর আবু নাইম ওয়াকিল উদ্দিন!
অধ্যাপক: ডক্টর সুকৃতি দাস!
অধ্যাপক এবং চেয়ারম্যান: ডক্টর ধীমান চৌধুরী!

উনাকে সাত মসজিদে পাওয়া গেছে। উনি কারো ফোন নাম্বার জানে না।উনার মেয়ের নাম:সালমা গার্মেন্টসে কাজ করেমেয়ের জামাই এর নামঃ সফ...
21/01/2025

উনাকে সাত মসজিদে পাওয়া গেছে। উনি কারো ফোন নাম্বার জানে না।

উনার মেয়ের নাম:সালমা গার্মেন্টসে কাজ করে
মেয়ের জামাই এর নামঃ সফিকুল রিকশা চালায়

উনার নাতির নাম: আলামিন
নাতির বউ এর নাম: কেয়া গার্মেন্টসে কাজ করে।

উনাকে মোহাম্মদপুর থানায় রেখে আসা হয়েছে এস আই নাজমুল স্যার এর তত্বাবধানে।

যদি কেউ উনাকে চিনে থাকেন তাহলে অতিদ্রুত মোহাম্মদপুর থানায় যোগাযোগ করুন।

আপডেট: আলহামদুলিল্লাহ গতকাল রাতে তার পরিবারের কাছে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ধন্যবাদ সবার সহযোগিতার জন্য।

⛑️ জরুরী ⛑️ছবিতে থাকা বয়োবৃদ্ধ লোকটি এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে কুর্মিটোলা এবং পরবর্তী...
02/01/2025

⛑️ জরুরী ⛑️

ছবিতে থাকা বয়োবৃদ্ধ লোকটি এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে কুর্মিটোলা এবং পরবর্তীতে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।

এখন তিনি সেখানেই প্রথমিক চিকিৎসা নিয়ে অবস্থান করছেন কিন্তু সাথে কোনো ফোন না থাকায় এবং তার কোনো নাম্বার মুখস্থ না থাকায় তার পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

আপনাদের সহযোগিতা প্রত্যাশায় এই পোষ্ট দেয়া হলো।

দূর্ঘটনার সময় ৯:১০
স্থান: কুড়িল

নাম: নূরুল ইসলাম (৭০+)
পিতা: ফজলুর রহমান
বোন: আবেদা
গ্রামের বাড়ি: নারায়ণগঞ্জ
বর্তমান ঠিকানা (উনার ভাষ্যমতে): শেওড়াপাড়া ফলের দোকানের পাশে

অনুগ্রহ করে কেও চিনে থাকলে যোগাযোগ করার অনুরোধ।

সোহেল: +880 1644-535003

তথ্যসূত্র: ইনবক্স থেকে প্রাপ্ত

পরিবারের খোঁজ পেতে সহায়তা করুন✋নিচের ছবিতে থাকা এই যুবককে অজ্ঞাত অবস্থায় বরিশাল সদর হাসপাতালের সামনে রাস্তায় কেউ ফেলে...
14/10/2024

পরিবারের খোঁজ পেতে সহায়তা করুন✋

নিচের ছবিতে থাকা এই যুবককে অজ্ঞাত অবস্থায় বরিশাল সদর হাসপাতালের সামনে রাস্তায় কেউ ফেলে রেখে গেছে। তিনি কোনো কথা বলতে পারছেন না এবং তার পরিচয় বা তার পরিবারের কোনো তথ্য জানা যায়নি। তাকে বর্তমানে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

যদি কেউ এই ছেলেটিকে চিনতে পারেন বা তার পরিবারের কোনো সন্ধান জানেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন। তার পরিবারের কাছে এই বার্তাটি পৌঁছানো খুবই জরুরি।

যোগাযোগের জন্য: [ আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম বা 01730-959920 ]

আপনার শেয়ার করা পোস্টটি তার পরিবারকে খুঁজে পেতে সহায়ক হতে পারে।

আলহামদুলিল্লাহ শুকরিয়া, ( সাইফান নামে) বাচ্চা শিশুটি কে সুস্থ অবস্থায় পাওয়া গেছে, তার স্বজনরা পোস্ট করে জানিয়েছে।।।  ধন্...
14/10/2024

আলহামদুলিল্লাহ শুকরিয়া, ( সাইফান নামে) বাচ্চা শিশুটি কে সুস্থ অবস্থায় পাওয়া গেছে, তার স্বজনরা পোস্ট করে জানিয়েছে।।। ধন্যবাদ সবাই কে।।

নোট - বাচ্চাটি আমার পরিবারের কেউ না, একজন সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেবার জন্য পোস্ট শেয়ার করে ছিলাম।। 🙏

 এনাকে কি কেউ চিনেন??কেউ খোজ দিতে পারেন? আপুটা চট্টগ্রামের ভাষায় কথা বলতেছেন। কথাবার্তায় শিক্ষিত বুঝা যাচ্ছে। তবে উনি মা...
14/10/2024


এনাকে কি কেউ চিনেন??
কেউ খোজ দিতে পারেন?
আপুটা চট্টগ্রামের ভাষায় কথা বলতেছেন। কথাবার্তায় শিক্ষিত বুঝা যাচ্ছে। তবে উনি মানসিকভাবে ভারসাম্যহীন। সম্ভবত প্রেমঘটিত কোনো বিষয়ে ট্রমাটাইজড হয়ে ভারসাম্য হারায়ে ফেলছেন। রিদয় ও শায়লা নামের দুইজনের কথা বলতেছেন।

আপনার আশেপাশে একটু দ্রুত খোঁজ-খবর নিন। আমার ফ্রেন্ডলিষ্টের চট্টগ্রামের মানুষজন একটু দেখেন আসেপাশে খুঁজে এমন কেউ মিসিং আছে কিনা!
উনি আপাতত নোয়াখালীর সোনাপুরের দত্তেরহাটের পেট্রোল-পাম্পের এইখানে আছেন।

খোঁজ পেলে দ্রুত যোগাযোগ করবেন
01875024601
আলজকি হোসেন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

(অনুগ্রহপূর্বক সবাই দ্রুত রেসপন্স করেন)

 বাচ্চাটার নাম সাইফান। সকাল ১১ টায় বাসায়  ডান পাশের এই মহিলা বাসায় আসে। মায়ের কেমন পরিচিত।  ওই মহিলা বাসা থেকে আমাদের সা...
13/10/2024


বাচ্চাটার নাম সাইফান। সকাল ১১ টায় বাসায় ডান পাশের এই মহিলা বাসায় আসে। মায়ের কেমন পরিচিত। ওই মহিলা বাসা থেকে আমাদের সাইফান কে নিয়ে চলে যায়। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছেনা। এই বাচ্চাকে কোথাও দেখলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কলিজাকে আমাদের কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন।
01766910130

আপডেট: অবশেষে বাচ্চাটাকে শরীয়তপুর থেকে পাওয়া গিয়েছে। যারা পোস্ট টি শেয়ার করেছেন তাদের কে ধন্যবাদ জানাই কারণ এই পোস্টটি শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পেরেছে এবং আল্লাহর রহমতে মায়ের কোলে ফিরেছে শিশুটি।

বাচ্চাটা তার বাবাকে খুজে পাচ্ছে না।মুরাদপুরে পাওয়া গেছে।বাচ্চার নাম মোহাম্মদ আনাছ..কেউ চিনে থাকলে যোগাযোগ করুন0187773460...
16/09/2024

বাচ্চাটা তার বাবাকে খুজে পাচ্ছে না।মুরাদপুরে পাওয়া গেছে।বাচ্চার নাম মোহাম্মদ আনাছ..কেউ চিনে থাকলে যোগাযোগ করুন
01877734601

  উত্তরা আজমপুর বড় দেওয়ান বাড়ি থেকে এই দুইটি শিশু নিখোঁজ । আজ ০১ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে তারা বাসার বাইরে খেলছিল...
01/09/2024


উত্তরা আজমপুর বড় দেওয়ান বাড়ি থেকে এই দুইটি শিশু নিখোঁজ ।
আজ ০১ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে তারা বাসার বাইরে খেলছিল । এরপর থেকে বাচ্চা দুটি নিখোঁজ। কেউ যদি দেখে থাকেন কোথাও, যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।

01882-237796
01534947128

ধারণা করা হচ্ছে হয়তোবা কেউ নিয়ে গেছে । কারো কাছে দেখলে অবশ্যই তাকে থামাবেন এবং উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ।

সবাইকে পোস্টটি শেয়ার দেওয়ার জন্য মানবিক অনুরোধ ।

24/08/2024

আমাদের আরো ভলিন্টিয়ার প্রয়োজন যারা কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন।
১. পুরাতন ঢাকা এরিয়ায় ১০ জন
2. নিউমার্কেট এরিয়ায় ১০ জন
3. ধানমন্ডি এরিয়ায় ১০ জন
4. মগবাজার এরিয়ায় ১০ জন
৫. পান্থপথ এরিয়ায় ১০ জন
৬. বাড্ডা এরিয়ায়
💥💥💥
আগ্রহীগনদের ইনবক্সে অথবা হট লাইনে নক করার জন্য অনুরোধ রইলো।
যোগাযোগ:
AP Social Welfare Organization BD
01847532595

আসসালামু আলাইকুম। বর্তমান বন্যা পরিস্থিতি জন্য সবার সাহায্য ও সহযোগিতার প্রয়োজন। আপনারা নিজ নিজ জায়গা থেকে কিছু কিছু ভাল...
23/08/2024

আসসালামু আলাইকুম।
বর্তমান বন্যা পরিস্থিতি জন্য সবার সাহায্য ও সহযোগিতার প্রয়োজন।
আপনারা নিজ নিজ জায়গা থেকে কিছু কিছু ভালোবাসা দিয়ে আমাদের সাথে শরিক হন। যাঁর যেমন সাধ্য আছে সে অনুযায়ী প্রেরন করুন।
AP Social Welfare Organization BD

21/08/2024

আসসালামু আলাইকুম।
বর্তমান বন্যা পরিস্থিতি জন্য সবার সাহায্য ও সহযোগিতার প্রয়োজন।
আপনারা নিজ নিজ জায়গা থেকে কিছু কিছু ভালোবাসা দিয়ে আমাদের সাথে শরিক হন।
আপনাদের সকালে সহযোগিতা কাম্য করছি। ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা যাঁর যেমন সাধ্য আছে সে অনুযায়ী প্রেরন করুন।
AP Social Welfare Organization BD
01848532595 ( বিকাশ মার্চেন্ট, Make payment )

11/08/2024

Address


Telephone

+8801847532595

Website

Alerts

Be the first to know and let us send you an email when AP Social Welfare Organization BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AP Social Welfare Organization BD:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share