Mitu's

Mitu's বৃষ্টি পরবে চালে,বাইরে ভরা বিষন্ন চাঁদ, অথচ! ঘরের বুকে গুজে দেয়া হবে ছোট্ট খেজুর পাতার ডাল।

11/06/2024

দোয়া' কবুলের জন্য আশ্চর্য আমল।
প্রতিদিনের আমল।

যেকোন হালাল বৈধ মনো বাসনা পূর্ণ হবেই ইনশাআল্লাহ।

১/এশার নামাজ আদায় করে জায়-নামাজে বসে যে কোন দূরুদ শরীফ ১০০ বার পড়বেন।

২/ لاحول ولاقوةالا بالله
(লা~ হাওলা ওয়ালা ক্বুুয়্যাতা ইল্লা বিল্লাহ)
৪৯৯ বার পড়বেন।

৩/لاحول ولاقوة الابالله العلي العظيم
(লা~ হাওলা ওয়ালা ক্বুয়্যাতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'জিম।
১বার পড়বেন।

৪/ পূনরায় আবার যেকোন দূরুদ শরীফ ১০০বার পড়বেন।

অতঃপর বুকভরা আশা নিয়ে মুনাজাতে কায়মনো বাক্যে আল্লাহ তায়ালার কাছে মনের কথা বলুন। আল্লাহ তায়ালা আপনার দোয়া কবুল করবেনই ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন আমীন।

04/06/2024

৮ জুন থেকে ১৭ জুন ইন শা আল্লাহ....
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২.৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪, সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

13/05/2024

হেদায়েত এমন এক নূর, যখন তা আপনার মাঝে আসবে-চারপাশে উপভোগ্য গুনাহের উপকরণ থাকলেও আপনি তা থেকে বাঁচতে দৌড়ে পালাবেন।🤍

- আদিব সালেহ

22/04/2024

কারো থেকে পাওয়া অপমান,অসম্মান এবং দুঃখ গিলে ফেলা শুধু কষ্টেরই না,কখনো কখনো অসম্ভবই বটে! এজন্যই তো রব হাশরের ময়দান রেখেছেন,রয়েছে মিজানের দাড়িপাল্লা এবং কড়ায় গন্ডায় সমস্ত হিসেব নিকেষ বুঝে নেবার সুযোগ। তিনি তো শুধু ক্ষমাকারী নন বরং ন্যায়বিচারকও।

ইশশশ কেউ যদি কাউকে এ দুনিয়ায় ক্ষমা না করে সেদিনের হিসাবের জন্য অপেক্ষা করে থাকে! কি ভয়ংকর!!


03/04/2024

কারো থেকে পাওয়া অপমান,অসম্মান এবং দুঃখ গিলে ফেলা শুধু কষ্টেরই না,কখনো কখনো অসম্ভবই বটে! এজন্যই তো রব হাশরের ময়দান রেখেছেন,রয়েছে মিজানের দাড়িপাল্লা এবং কড়ায় গন্ডায় সমস্ত হিসেব নিকেষ বুঝে নেবার সুযোগ। তিনি তো শুধু ক্ষমাকারী নন বরং ন্যায়বিচারকও।

ইশশশ কেউ যদি কাউকে এ দুনিয়ায় ক্ষমা না করে সেদিনের হিসাবের জন্য অপেক্ষা করে থাকে! কি ভয়ংকর!!

02/04/2024

একের পর এক গুনাহ করতে থাকলে, কুরআন আমাকে ছেড়ে চলে যায়। তাহাজ্জুদ আমাকে ছেড়ে চলে যায়। আল্লাহর ভয়ও আমাকে ছেড়ে চলে যায়। আল্লাহর যিকির আমাকে ছেড়ে চলে যায়। তারপর যায় মানসিক প্রশান্তি। এরপর আমার সলাতে শৈথিল্য দেখা দেয়। কিছুদিন পর সলাত ছুটেও যেতে থাকে।
একের পর এক দুঃখ-দুশ্চিন্তা এসে আমাকে গ্রাস করে নিতে থাকে। জীবন ও জীবিকা থেকে বরকত উধাও হয়ে যায়। স্থায়ী মানসিক অস্থিরতা দেখা দেয়। সহজ কাজও অতীব কঠিন হয়ে যায়। ঘর-সংসারে অস্থিরতা তৈরি হয়। বাড়িঘরে পরিবেশ অশান্ত হয়ে ওঠে।
গুনাহ এক ভয়ংকর মহামারী।
অন্তত একবার হলেও পড়িঃ
লা ইলাহা ইল্লাল্লাহ।
আস্তাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহ।
লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।

23/03/2024

এইযে এই উঠোনে দাঁড়ানো থাকলেও ভাল্লাগে,রমজানের এতসব পবিত্রতা চারপাশে মন ছুঁয়ে যাচ্ছে….
এই গাছ আকাশ বা সন্ধ্যে সবকিছু জানান দেয় আমি অল্পে ভেসে আসা ঢেউ,যাকে অবশ্যই যেতে হবে-তাইনা?

#মিতু

11/03/2024

ভয়ংকর রকমের কষ্টগুলো কেবলমাত্র শান্তির জন্য চুপ করে গিলে ফেলার নাম ত্যাগ,ছাড় দেয়া। আর মেয়েরা নির্দ্বিধায় এই কাজটা যুগের পর যুগ করে চলেছে বলেই পৃথিবী এত সুন্দর!
আশেপাশের সাজানো গোছানো সংসারগুলোর দিকে তাকালে খুঁজে পাওয়া যায় কোনো রমনীর অনেক অনেক না পাওয়া,ছাড় দেয়া,মানিয়ে নেয়া,ত্যাগ কিংবা ধৈর্য্যের গল্প।

এবং আপনি আমায় বলতে পারেন মেয়েরাই কেন এত ছাড় দিবে? কেন এত মানিয়ে চলবে? আজ থেকে সব পাল্টে যাবে। দেখবেন সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে,না নিজে শান্তি পাবে আর না সংসারের অন্য কেউ। একটা পর্যায়ের পর সবকিছু ধ্বংস হতে সে নিজেই আর দেখতে পারবেনা। কারন আল্লাহ তাআলা অপার সহ্যক্ষমতা দিয়ে নারীকে দুনিয়ায় পাঠিয়েছেন। তার বুকভর্তি কেবল মায়া।

সে চাইলেই গলা তুলে কথা বলেনা, কারো উপর রাগ ঝাড়ে না কিংবা বছরের পর বছর বুকে জমানো অসংখ্য স্বপ্ন ভুলে যাবে,বাবা মা অথবা কাছের মানুষদের জন্য কিছু করতে না পারার আক্ষেপ বুকে নিয়েই একদিন মেয়েটা চলে যাবে।

এবং পৃথিবীর সেসব কষ্টের দিনগুলোর বিনিময় হিসেবে আপন রবের থেকে উত্তম বদলাটা সে পাবেই পাবে ইনশাআল্লাহ্…

25/02/2024

আজ শবেবরাতের রাত ভাগ্য পরিবর্তনের আরেকটা রাত! আল্লাহ আপনার কাছে কত মানুষ কত কিছু চাইবে, সকলের মনের আশা পূরণ করিও,

আমিন! ❤️

⭕ রমাদান রিমাইন্ডার (আইয়ামে বীজের রোজা)চলতি শা'বান মাসের চাঁদের হিসাব অনুযায়ী আইয়ামে বীজের রোজা রাখার নির্ধারিত দিন হলো ...
23/02/2024

⭕ রমাদান রিমাইন্ডার (আইয়ামে বীজের রোজা)

চলতি শা'বান মাসের চাঁদের হিসাব অনুযায়ী আইয়ামে বীজের রোজা রাখার নির্ধারিত দিন হলো - হিজরি ১৩, ১৪ ও ১৫ তারিখ মোতাবেক ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখ; রোজ শনিবার, রবিবার ও সোমবার। যারা এ মাসের আইয়ামের বীজের রোজা রাখবেন নিয়ত করেছেন, তারা ২৪ তারিখ নির্ধারিত সময়ের মধ্যে সাহরি খেয়ে রোজা শুরু করবেন, ইনশাআল্লাহ্।

23/02/2024

পদ্মজা উপন্যাসের পদ্মজা হতে অনেকের ইচ্ছে হচ্ছে কিন্তূ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী পড়ে তার মতো হওয়ার চেষ্টা বা ইচ্ছে কারো হয়না।উপন্যাসের কুটিনাটি বিষয় মনের মধ্যে গেঁথে রেখে দেয়, অনেকেই সেই ঘোরের মধ্যেই থেকে যায় কিন্তূ নবীজির জীবনী পড়ার বিন্দু পরিমাণ ইচ্ছে আমাদের হয়না । তাইতো আজ অনেকেই জানিনা নবীজির জীবনের কতো অজানা ঘটনা।
#মিতু

19/02/2024

আমি অভিশাপ দিচ্ছি না..তবে আমি খুব করে চাই "আমার সাথে অন্যায় করা মানুষদের আল্লাহ তায়ালা নিজ হাতে শাস্তি দিক! আজ না হোক তবে আজ থেকে দশ বছর -দশ যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক! তারা উপলব্ধি করুক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না! তারা এইটা ও উপলব্ধি করুক,অন্যকে ঠকালে নিজেকে ও ঠকতে হয়! অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট নিজের কাছেও ফিরে আসে।🖤

02/02/2024

আরবিতে খুব সুন্দর একটা কথা আছে—

‘আল্লাহর দেওয়া কোনো নেয়ামতকে যদি জীবনে দীর্ঘ সময় ধরে রাখতে চান, তাহলে সেই নিয়ামতের কথা মানুষকে বলে বেড়ানো থেকে যথাসম্ভব বিরত থাকুন’।

—আরিফ আজাদ

27/01/2024

আমরা আল্লাহ্‌র ইবাদাত না করে ভাবি স্বাভাবিক জীবন কেটে যাচ্ছে - আল্লাহ্‌ কিছু মনে করছেন না।

বনী ইসরাইলের এক সাধু বলেছিলেন: হে আল্লাহ্‌! কতই তো আপনার অবাধ্য হই, আপনি তো কিছু করেন না।

আল্লাহ্‌ তাদের নবীকে বললেন: তাকে বলো, "কত শাস্তি তোমাকে আমি দিই, তুমি টেরও পাও না। আমার কাছে হাত তুলে মাফ চাওয়ার ক্ষমতা কি আমি তোমার থেকে কেড়ে নিইনি?" 😱😭💔

[আবু নু'য়াইম আল-ইসফাহানি রচিত হিলইয়াতুল আউলিয়া গ্রন্থে বর্ণিত]😅💔

26/01/2024

এই আয়াত টা কত ভয়ংকর!

"আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জ্বীন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো"!

[সুরা-আস সাজদাহ আয়াত -১৩]🌸

জীবিত থাকতে আমরা আমাদের অভিভাবকদের অভাবটা যতটা না বুঝতে পারি তারচে বেশি বুঝতে পারি যখন তারা থাকেন অনুপস্থিত!  চাচা আবু ত...
24/01/2024

জীবিত থাকতে আমরা আমাদের অভিভাবকদের অভাবটা যতটা না বুঝতে পারি তারচে বেশি বুঝতে পারি যখন তারা থাকেন অনুপস্থিত! চাচা আবু তালিব মারা যাবার পর প্রথমবার কুরাইশরা রাসুলুল্লাহ সাঃ এর সাথে খারাপ ব্যবহার করে, কুবাক্য দিয়ে আঘাত করে, গায়ে মাটি ছুঁড়ে মারে। আহ্!
বেদনাভরা অন্তরে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন,"হে চাচা,কত দ্রুতই না আপনার অভাব অনুভব করছি!!"

বাবা,মা,স্বামী সকলের শাসন তখন মনে পড়ে যখন আসলেই আর তারা থাকেনা। শৈশব থেকে এযাবত কত শত বিষয় রয়েছে যা নিয়ে মন খারাপ করেছি,বাবা মায়ের সিদ্ধান্তে কষ্ট পেয়েছি, জোরপূর্বক জীবনে কত ঘটনা ঘটেছে। অথচ যা কিছুই তারা করেছেন সেটা উত্তম ভেবেই করেছেন।

বাবা না থাকলে একটা ছেলে বুঝতে পারে বাস্তবতা কি জিনিস,সংসারের সকল দায়িত্ব যখন কাঁধে উঠে তখন ছেলেটা বুঝতে পারে বাবা কত মেহনত করে গেছেন।
শ্বশুরবাড়িতে আগুনের পাশে গরমে তাপ সইতে গেলেও একটা মেয়ে বুঝতে পারে মা কিভাবে একা সংসারের সবকিছু ম্যানেজ করতো, প্রতিটি ধাপে ধাপে সে ফিল করতো বাবা মায়ের কাছে সে কতটা নিশ্চিন্ত জীবনযাপন করেছে। একজন বিধবাই শুধু জানে স্বামী জীবনের কতখানি জুড়ে ছিলো!

আহারে কত সহজেই না আমরা অভিযোগ তুলি, কত সাবলীলভাবে বলে দেই তুমি আমার জন্য করেছো'টা কি? কি!!!

21/01/2024

আলহামদুলিল্লাহ কতোটা পরিপূর্ণ আমি। খাবার, জামাকাপড়, বিলাসিতা সবদিকে। কিন্তু কতো মানুষ খাবার টাও খেতে পায়না। তাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ❤️

20/01/2024

"শীঘ্রই এমন একটি যুগ আসবে, বাইরে থেকে মানুষকে মানুষই মনে হবে, কিন্তু ভেতর থেকে তারা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট!"

তাদের যুবকেরা হবে ধূর্ত, শিশুরা হবে অস্থির-অশান্ত, বৃদ্ধরা হবে সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ থেকে বিরত!

তাদের মাঝে পাপিষ্ঠরা হবে সম্মানিত ও প্রভাবশালী! আর মুমিনরা হবে অপমানিত ও অধীনস্থ!💔

ইবরাহিম ইবনু আদহাম (রহিমাহুল্লাহ)

- আমার তো মনে হয় চলেই আসছে এই যুগ। 😊

14/01/2024

শুধু টাকা থাকার মানে রিজিক নয়! নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।❤️

দুঃখ পেয়ে যখনই আমি সিজদাতে গিয়েছি তখনই সুখ নিয়ে ফিরে এসেছি।♡  আলহামদুলিল্লাহ
13/01/2024

দুঃখ পেয়ে যখনই আমি সিজদাতে গিয়েছি তখনই সুখ নিয়ে ফিরে এসেছি।♡

আলহামদুলিল্লাহ

13/01/2024

Aѕѕαlαmuαlαikum'♡🌻

আসসালামু আলাইকুম 💛

08/01/2024

হাশরের ময়দানে একজন পিতা'কে, "জান্নাতুল ফিরদাউসে" অর্থ্যাৎ "জান্নাতে'র সর্বোচ্চ স্থানে সম্মানিত করা হবে"।

তিনি ফেরেশতাদের'কে জিজ্ঞেস করবেন, আমি তো দুনিয়ার জীবনে এতো আমল করি নি, আমি এখানে কিভাবে এলাম.??

ফেরেশতারা উত্তর দিবেন,,: দুনিয়াতে আপনার সন্তানের "দোয়ার" জন্য আল্লাহ্‌ তায়া'লা আপনাকে ক্ষমা করেছেন এবং জান্নাতুল ফিরদাউসে সম্মানিত করেছেন।
(ইবনে মাজাহ ৩৬৬০)

সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ্‌!

পিতা মাতার খিদমত কারীর দোয়া কবুল হয়
(বুখারী--৫৯৭৪)
(আমীন)

02/01/2024

#বছরের_প্রতিটি_দিন_ভালো_কাটুক

Send a message to learn more

17/12/2023

কেয়ামতের দিন যাদের'কে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ওইসব ব্যক্তি, যারা সুখে-দুঃখে আল্লাহর প্রশংসা করেন।
আলহামদুলিল্লাহ ❤️

[ মিশকাতুল : ২৩০৮ ]

09/12/2023

আল্লাহ সিজদাহ্ কে এমন একটি জায়গা বলেছেন যেখানে আপনি সরাসরি আল্লাহ তা আলা সাথে কথা বলার সুযোগ পাবেন।
তাহলে কেন আপনারা এই সুযোগ কাজে লাগাচ্ছো না কেন।

07/12/2023

স্ত্রীকে সম্মান করতে না পারলে বিয়ে করো না, একটা মেয়ে দুবেলা ভাতের জন্য তোমার কাছে আসে না, আসে একটু সম্মান, ভালোবাসা আর আর যত্নের আশায়!🌸

04/12/2023

Dear 2024 , আর মন ভে-ঙে দিও না , ইচ্ছেপূরণের বছর হয়ে ধরা দিও , সবচেয়ে প্রিয় একটা বছর হয়ে এসো লাইফে, খুব বেশি কিছু চাই নাহ নতুন বছরে , একটু শান্তি চাই , মানসিক শান্তি ..🖤🌸

02/12/2023

"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?"

[সূরা আল-মুলক, আয়াত: ১৬]

30/11/2023

ভালোবাসার জন্য অন্ততকালের প্রয়োজন নাই,এক মূহুর্তের ও দরকার নাই,
ভালোবাসারই দরকার নাই।💔

29/11/2023

মাত্র ৬ দিনে আল্লাহ তায়ালা জান্নাত ও দুনিয়া সৃষ্টি করেছিলেন! তিনি আপনার অবস্থান ও এক সেকেন্ড পরিবর্তন করতে পারেন! চোখের পানিকে হাসিতে পরিণত করার ক্ষমতা একমাত্র উনার-ই আছে! সুতরাং আল্লাহর উপর ভরসা রাখুন!🖤

Address


Telephone

+8801859110663

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitu's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share