Way to Deen

Way to Deen আল্লাহর নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম।

05/08/2024
16/07/2024

ওপারে ভালো থাইকো ভাই তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না😰😥

16/07/2024

১৫ জুলাই অমানবিক নির্যাতনের কিছু ফুটেজ।

এই লুঙ্গি পরা লোকগুলো দেশকে স্বাধীন করেছে,, আর এখন শার্ট প্যান্ট  কোট পড়া লোক দেশকে লুটেপুটে খাচ্ছে।
14/07/2024

এই লুঙ্গি পরা লোকগুলো দেশকে স্বাধীন করেছে,, আর এখন শার্ট প্যান্ট কোট পড়া লোক দেশকে লুটেপুটে খাচ্ছে।

শহীদ আরমান দিবসভূলে গেলাম কিশোরগঞ্জের সেই শহীদ কিশোর আরমানকে!নাম তার আরমান, বয়স মাত্র ১৪ বছর।সে আজীমুদ্দিন হাইস্কুলের ৮ম...
01/07/2024

শহীদ আরমান দিবস

ভূলে গেলাম কিশোরগঞ্জের সেই শহীদ কিশোর আরমানকে!

নাম তার আরমান, বয়স মাত্র ১৪ বছর।
সে আজীমুদ্দিন হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।
আরমানের বাসা কিশোরগঞ্জ শহীদী মসজিদের পাশেই।
ছোটবেলা থেকেই সে শহিদী মসজিদে নিয়মিত নামাজ পড়তো।
স্কুলে নামাজের জায়গা ছিল না তাই কয়েকজন সহপাঠীকে নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নামাজের জন্য নির্ধারিত স্থানের ব্যবস্থা করিয়ে নেয়।
আরমান স্কুলে পড়লেও তার বন্ধুদের অধিকাংশ ছিল জামিয়া ইমদাদিয়ার ছাত্র।

তখন ১৯৯৪ সাল,বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন পবিত্র কোরআন ও ইসলাম সহ হযরত মুহাম্মদ সাঃ কে সে বিভিন্নভাবে কটুক্তি করছিল।ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সারা বাংলাদেশের আলেম উলামারা প্রতিবাদে জ্বলে উঠে, এর ব্যতিক্রম কিশোরগঞ্জও ছিল না।
তাসলিমার বিচার দাবিতে ৩০ জুন সারা দেশের মত কিশোরগঞ্জেও হরতাল ছিল।

৩০ জুন সকালে আরমান ফজরের আজান শুনেই সবাইকে ডেকে তুলে।
তার ডাক শোনে তার বাবা,মা ঘুম থেকে ওঠে নামাজ পড়ে।

নামাজ পড়ে আরমান বাসায় এসে মাকে বলল, আম্মু, মিছিল যাবো, কিছু খেতে দাও।
মা ভয় পেয়ে বললেন, বাবা মিছিলে যাসনে। মিছিলে মারামারি হতে পারে। তুই ছোট! তোর যাওয়া লাগবে না।’

‘আরমান বলে, মা আমি যাবোই। গতকাল সালাহউদ্দিন (জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস) হুজুরের কাছে জেনেছি, কুরআনের সম্মান রক্ষার জন্য মিছিলে গিয়ে কেউ মারা গেলে সে জান্নাতে যাবে।

সে মিছিলে চলে যায়, এবং সে মিছিলেই তার জীবনের শেষ মিছিল।
সকালে সুস্থ মানুষ মিছিলে গেল, দুপুরে ফিরে আসে লাশ হয়ে।
পরদিন সারা কিশোরগঞ্জে তার লাশ নিয়ে মিছিল হয়।

তার জানাজা নামাজে দেশ বিখ্যাত আলেমরা শরিক হয়েছিল। যেমনঃ
১. আল্লামা ফজলুল হক আমিনী রহঃ।
২. আল্লামা মহিউদ্দিন খান রহঃ।
৩. মাওলানা আতাউর রহমান খান রহঃ।

শহীদ আরমানের জানাজা নামাজে ইমামতি করেন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।

শহীদ আরমানের লাশ রক্ত মাখা শরিরেই দাফন করা হয়েছিল, লাশ গোসল করা হয়নি।

আজ তার ২৫তম শাহাদাৎ বার্ষিকি।
আল্লাহ রাব্বুল আলামীন আরমানকে শহীদ হিসাবে কবুল করুন আমীন!

19/06/2024

এই নিষ্পাপ সম্পর্কটা ও একদিন স্বার্থের টানে আলাদা হয়ে যায়।

18/04/2024

চিন্তিত হইয়ো না।🥰

নিশ্চয় আল্লাহ আমাদের সাথেই আছেন।❤️

18/04/2024

স্বামীকে তার মা'র সাথে থাকতে দিন। মায়ের পায়ের নিচেই স্বামীর জান্নাত। মনে রাখবেন, আপনিও একদিন শাশুড়ী হবেন!

16/04/2024

টাকা বাদে এমন কি আছে যেটা পেলে এই মুহূর্তে আপনি নিজেকে সুখী মনে করবেন?🙂

হলি যদি রঙ উৎসব হয় নারী তখন ধ-র্ষণের শিকার হয়। তার বাস্তব প্রমান।
12/04/2024

হলি যদি রঙ উৎসব হয় নারী তখন ধ-র্ষণের শিকার হয়।
তার বাস্তব প্রমান।

11/04/2024

শয়তান ছাড়া পাইছে😁

09/04/2024

__সীমা'হীন কষ্টে থাকা হৃদয়'গুলোতে
আল্লাহ তায়ালার রহমত নাযিল হোক__🥀

_আমিন!

08/04/2024

আমার মনে হয় আজকে অতিবাহিত হচ্ছে লাইলাতুল কদরের রাত।🌸

হাদিস অনুযায়ী এই চারটি আলামত টা আমার কাছে মনে হয়েছে

রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।

নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।

সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।

সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।

আর কিছু আলামত রাত হতে ভোর পর্যন্ত হতে পারে ‌❤️

08/04/2024

ঈদ পালন করতে সবাই তো গ্রামের বাড়িতে যাব,
তাই জেনে রাখা ভালো ঢাকা হতে আমাদের সবার গ্রামের
দূরত্ব কত কিলোমিটার
১| শেরপুর ------------ ২০৩ কিঃমিঃ
২| জামালপুর--------------- ১৮৭ কিঃমিঃ
৩| মানিক গন্জ -------------- ৬৪কিঃমিঃ
৪| গাজীপুর -------------------৩৭ কিঃমিঃ
৫| নরসিংদী ------------------৫২কিঃমিঃ
৬| ময়মনসিংহ ---------------১২২কিঃমিঃ
৭| কিশোরগঞ্জ-----------১০২ কিঃমিঃ
৮| নেত্রকোণা ---------------১৫৯কিঃমিঃ
৯| টাংগাইল -----------------৯৮কিঃমিঃ
১০| মুন্সিগঞ্জ---------------২৭ কিঃমিঃ
১১| নারায়ণগঞ্জ --------------------১৭কিঃমিঃ
১২| ফরিদপুর -----------------১৪৫ কিঃমিঃ
১৩| মাদারীপুর -----------------১১১ কিঃমিঃ
১৪| গোপালগন্জ ---------------২৩২ কিঃমিঃ
১৫| রাজবাড়ি----------------- ১৩৬কিঃমিঃ
১৬| শরিয়তপুর ---------------৭৫ কিঃমিঃ
১৭| চট্টগ্রাম --------------------২৬৪ কিঃমিঃ
১৮| কক্সবাজার-------------- ৪১৪ কিঃমিঃ
১৯| নোয়াখালী ------------- ১৬৩ কিঃমিঃ
২০| লক্ষীপুর -----------------২১৬ কিঃমিঃ
২১| ফেনী -------------------১৫১ কিঃমিঃ
২২| কুমিল্লা -----------------৯৭ কিঃমিঃ
২৩| চাঁদপুর ----------------১৬৯ কিঃমিঃ
২৪| ব্রাক্ষণবাড়ীয়া------------১২৭ কিঃমিঃ
২৫| সিলেট------------------ ২৭৮কিঃমিঃ
২৬| সুনামগন্জ------------- ৩৪৬কিঃমিঃ
২৭| মৌলভীবাজার ----------- ২১৪কিঃমিঃ
২৮| হবিগন্জ--------------- ১৭৯কিঃমিঃ
২৯| রাংগামাটি---------------৩৪০কিঃমিঃ
৩০| খাগড়াছড়ি--------------২৭৫ কিঃমিঃ
৩১| বান্দরবান--------------৩৩৮ কিঃমিঃ
৩২| রাজশাহী---------------২৭২ কিঃমিঃ
৩৩| নওগাঁ----------------- ২৮৩কিঃমিঃ
৩৪| চাঁপাইনবাবগন্জ-------৩২০ কিঃমিঃ
৩৫| নাটোর---------------- ২২৩ কিঃমিঃ
৩৬| পাবনা--------------- ১৬১কিঃমিঃ
৩৭| সিরাজগন্জ------------ ১৪২ কিঃমিঃ
৩৮| বগুড়া--------------- ২২৮কিঃমিঃ
৩৯| জয়পুরহাট------------২৮০ কিঃমিঃ
৪০| রংপুর----------------- ৩৩৫ কিঃমিঃ
৪১| গাইবান্ধা---------------৩০১ কিঃমিঃ
৪২| কুড়িগ্রাম---------------৩৯৪কিঃমিঃ
৪৩| লালমনিরহাট----------৩৯০কিঃমিঃ
৪৪| দিনাজপুর--------------৪১৪ কিঃমিঃ
৪৫| নীলফামারী-----------৩৯৬কিঃমিঃ
৪৬| পঞ্চগড়---------------৪৯৪ কিঃমিঃ
৪৭| ঠাকুরগাঁও-------------৪৫৯ কিঃমিঃ
৪৮| খুলনা---------------- ৩৩৫ কিঃমিঃটাকা বিহীন শিল্পপতি
কে কত নাম্বার এ আছেন জানিয়ে দিবেন

08/04/2024

কেউ আছে হাসপাতালে
আবার কেউ বা কবরস্থানে
সুস্থ থাকলে একবার তো বলতেই পারি
আলহামদুলিল্লাহ! 🥰

Address

Netrokona, Sadar
Netrokona

Alerts

Be the first to know and let us send you an email when Way to Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Way to Deen:

Videos

Share

Category