Freelancer Rudra

  • Home
  • Freelancer Rudra

Freelancer Rudra Hi, i'm a Digital Marketing expert . For almost 2+ years, i'm working in this field. I've a big team

কি ভাবছেন? আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে কি না? যদি এটা ভাবেন তাহলে আমি বলবো আপনাকে দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং হবে না। কার...
23/08/2022

কি ভাবছেন? আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে কি না?

যদি এটা ভাবেন তাহলে আমি বলবো আপনাকে দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং হবে না।
কারণ যার নিজের উপর আত্মবিশ্বাস নেই তার দ্বারা কিভাবে ফ্রিল্যান্সিং হয় ?

ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেখানে কোনো প্রকার মামা খালুর ভ্যালু নেই। সম্পূর্ণ আপনার স্কিল দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবেন। পড়াশোনায় ভালো ছিলেন না তাতে কি সেখানে তো কত নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা করতে হতো। আর ফ্রিল্যান্সিং এর যে কোনো একটি বিষয় নিয়ে আপনি নিজেকে প্রস্তুত করে ফেলুন। নিজেই নিজের সাহস হয়ে উঠুন। কেন আপনি আরেকজনের কথায় সাহস পাবেন? অন্যজন কখনও আপনাকের নিজের মত সাহস দিবে না, নেগেটিভ টাই সামনে আগে আনবে। আর আপনি চাইলে নিজের ১০০% সাহস আত্মবিশ্বাস দিতে পারেন। যেদিন নিজেই নিজের সাহস হিসেবে তৈরি হতে পারবেন সেদিন বুঝে নিবেন আপনার সফলতাকে আটকানোর কেউ নেই। সামনে আপনার খুব ভালো ভবিষ্যৎ।
আমি নিজে সব সময় নিজের সাহস হয়েছি, মাথায় একটা কথাই ঘুরেছে সব সময় সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? ওদের দুইটা হাত,দুইটা পা, দুইটা চোখ আছে যা আমার ও আছে তাহলে কেন আমি পারবো না ? ব্যাস আর পেছনে তাকাই নি। আপনারাও পারবেন।


অর্থনৈতিক সমৃদ্ধির নতুন মাধ্যম ফ্রিল্যান্সিং -* ডিজিটালাইজেশনের আগমনের সাথে সাথে বাংলাদেশের মতো অনেক উন্নয়নশীল দেশ ডিজি...
15/08/2022

অর্থনৈতিক সমৃদ্ধির নতুন মাধ্যম ফ্রিল্যান্সিং -

* ডিজিটালাইজেশনের আগমনের সাথে সাথে বাংলাদেশের মতো অনেক উন্নয়নশীল দেশ ডিজিটাল অর্থনীতিতে মনোনিবেশ করছে। একটি দেশের অর্থনীতির ডিজিটালাইজেশন কেবল তার শিল্পে নতুনত্বকে চালিত করে না, এটি গার্হস্থ্য কর্মসংস্থানের সুযোগকেও উন্নীত করে, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম করে।

* ব্যয় এবং ঝুঁকি হ্রাসের সন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলির অনেকগুলি বড় কর্পোরেশন বাংলাদেশসহ নানা দেশ থেকে আইটি আউটসোর্সিংয়ের দিকে ঝুঁকছে, যা বাংলাদেশের ফ্রিল্যান্সিংকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে।

* বৈশ্বিক ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উন্নয়নের সুবাদে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন ডিজিটাল আউটসোর্সিংয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে।

* জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের ‘ডিজিটাল ইকোনমাই রিপোর্ট-২০১৯’ মতে, বৈশ্বিক এ খাতে বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন, যাদের মাধ্যমে প্রতিবছর দেশে ১০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আসছে।

* একটি দেশের অর্থনৈতিক ডিজিটালাইজেশন শুধু পণ্য ও সেবার উদ্ভাবনই বাড়ায় না, সাথে অভ্যন্তরীণ বাজারে বিপুল কর্মসংস্থান তৈরি করে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে জোরালো করে।


02/07/2022

বর্তমান সময়ে চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং-এর গুরুত্ব এতো বেশি কেন? 🤔

প্রথমত ফ্রিল্যান্সিং হলো মুক্তপেশা, এখানে আপনার সম্পুর্ণ স্বাধীনতা আছে।
আপনাকে প্রতিদিন অফিসে যাবার জন্য নির্দিষ্ট সময় ধরে ঘুম থেকে ওঠা বা জ্যামের কারণে লেট হলে বসের থেকে ঝাড়ি খাবার কোন সম্ভাবনা এখানে নেই।
একটি অফিসে আপনি আপনার উচ্চ পদস্থ কোন ব্যাক্তিকে কোন ধরনের সাজেশন দিতে পারেন না, কিন্তু একজন বায়ার সব সময় ফ্রিল্যান্সারের সাজেশন মতোই কাজ করে।
কোন বিশেষ দিনে অফিস থেকে ছুটি নেবার জন্য আপনাকে বসের ধন্যা ধরা লাগবে না।
অবশ্যই অন্য যেকোন সাধারণ চাকরি থেকে এখানে অনেক বেশি স্যালারি জেনারেট করতে পারবেন।
নিজের বস তো আপনি নিজেই
সর্বোপরি আপনার স্বাধীনতা আছে এখানে ।


 #আত্মকর্মসংস্থান  ( ) আত্মকর্মসংস্থান বলতে আমরা কী বুঝি? নিজের আয়ের ব্যবস্থা নিজে করতে পারার নামই আত্মকর্মসংস্থান।আমাদে...
18/06/2022

#আত্মকর্মসংস্থান ( )

আত্মকর্মসংস্থান বলতে আমরা কী বুঝি?

নিজের আয়ের ব্যবস্থা নিজে করতে পারার নামই আত্মকর্মসংস্থান।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা অন্যের প্রতিষ্ঠানে কাজ করতে চান না, আবার অনেক অনেক চেষ্টা করেও চাকরি জোগাড় করতে পারছেন না। কিংবা এমনও হয় যে যোগ্যতা অনুসারে চাকরি দুর্লভ হয়ে পড়ছে। অনেক সময় কাঙ্খিত আয়ের অভাবে পরিবার ও নিজের ব্যয় নির্বাহ সম্ভব হয় না।
তাই, আমরা নিজের কর্মসংস্থান বা কাজের সুযোগ নিজেই সৃষ্টি করি। শুধু তাই নয়, নিজের কাজের সুযোগ নিজে সৃষ্টি করলে আত্মতৃপ্তি লাভের পাশাপাশি অন্য লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়।
তাই আসুন আমরা নিজেরা উদ্যোক্তা হই, ফ্রিল্যান্সিং শিখি এবং আমরা নিজেরাই কিছু করি।

পেশা হিসাবে ফ্রিল্যান্সিং কেন সেরা ?বর্তমানে সকল প্রফেশনের মানুষের কাছে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় ইনকামের মাধ্যম। ব্যক...
14/06/2022

পেশা হিসাবে ফ্রিল্যান্সিং কেন সেরা ?

বর্তমানে সকল প্রফেশনের মানুষের কাছে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় ইনকামের মাধ্যম।
ব্যক্তিজীবন, পরিবার আর পেশাজীবনের সবচেয়ে ভাল সমন্বয়কেই ভাল থাকা বলে। এই ভাল থাকার জন্য প্রধানত যে তিনটি জিনিসের প্রয়োজন তা হচ্ছে- স্বাধীনতা, স্বাচ্ছন্দ এবং পর্যাপ্ত আয়। চলুন দেখি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা কতটুকু সুবিধা পেতে পারি -

সময়ের স্বাধীনতা -
এ কাজে আপনার সুবিধা অনুযায়ী সময়ে আপনি কাজ করতে পারবেন। এর পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি চান আপনি এখন কাজ করবেন না, আপনাকে কেউ জোর করবে না এখন কাজ করতে।

কাজের স্বাধীনতা -
আপনি নিজেই নিজের কাজ বেছে নিতে পারবেন। আপনার যে কাজটি সব থেকে ভালো লাগে সেটিকে বেছে নিতে পারবেন ও চাইলে যতদিন ইচ্ছা ওই কাজ করে যেতে পারবেন।

নিজের বেতন নিজে ঠিক করা -
আপনার নিজের পেমেন্ট রেট (Payment Rate) আপনি নিজে বেছে নিতে পারবেন। প্রায় প্রত্যেকটা মার্কেটপ্লেসেই নিজের পেমেন্ট রেট উল্লেখ করার সুযোগ রয়েছে। আপনি যত বেতনে কাজ করতে চান সেটি অনুযায়ী কাজ পাবেন এখানে।

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা সুযোগ -
ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ না করে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। এক্ষেত্রেও ক্লায়েন্ট (Client) বা প্রতিষ্ঠান নির্বাচন পুরোটাই আপনার নিজের উপরে।

দলগত কাজের সুযোগ -
একক ভাবে কাজের পাশাপাশি এখানে আপনারা দলগত কাজেরও সুযোগ পেয়ে যাবেন।

পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ -
এই পেশাটি আপনি চাইলে ফুল টাইমও (Full Time) নিতে পারেন আবার পার্ট টাইম (Part Time) হিসাবেও কাজ করতে পারেন। তাই ছাত্র থাকা অবস্থায়ও এই কাজ আপনি করতে পারবেন বিনা ঝামেলায়।

নিজের মন মতো কাজের পরিবেশ -
আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো ওয়ার্কস্টেশন (Workstation) বানিয়ে নিতে পারবেন কাজ করার জন্য। আপনার কাজের জায়গা আপনি নিজেই তৈরি করতে পারবেন।

শেষ কথা-
আমাদের আজকের আলোচনার বিষয় ছিল পেশা হিসাবে ফ্রিল্যান্সিং কেন সেরা ? আশা করি সব কিছু এই আর্টিকেলটিতে পেয়ে গিয়েছেন। যদি আপনার আরো কিছু জানার থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ।

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন -ফ্রিল্যান্সিং কি ?ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেট...
13/06/2022

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন -

ফ্রিল্যান্সিং কি ?
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে ?
অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না, আপনাকে এই পেশা শুরু করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন ?
এই বিষয়টিতে অনেকেই ভুল করে থাকেন। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার একাডেমিক পড়াশোনা করে একটি ব্যাংকে ব্যাংকার হিসেবে যোগদান করলেন। অন্যদিকে আপনারই আরেকজন বন্ধু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে একাউন্টেন্ট হিসেবে যোগদান করলো।
আমি যদি বলি আপনারা দু’জনেই চাকরিজীবী; কথাটি কি তাহলে মিথ্যা বলা হবে? না, এটি মিথ্যা হবে না। আবার আমি যদি বলি আপনি একজন ব্যাংকার এবং আপনার বন্ধু একজন একাউন্টেন্ট, তাহলে কি কথাটি মিথ্যা হবে? না, তাও হবে না।
উপরের দু’টি কথাই একদম নির্ভুল ও নির্ভেজাল খাঁটি সত্য কথা। আসলে বিষয়টি হচ্ছে আপনাদের দু'জনের পদবী ভিন্ন হলেও আপনারা দু’জনেই চাকরিজীবী।
একইরকমভাবে ফ্রিল্যান্সিং জগতেও কেউ হচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার, কেউ ওয়েব ডিজাইনার আবার কেউবা ডিজিটাল মার্কেটার। প্রত্যেকের পদবী ভিন্ন কিন্তু সবাই ফ্রিল্যান্সার।
এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কিভাবে চাকরি করা শেখা যায় - এর কি কোনে সদুত্তর আপনার কাছে আছে? নিশ্চয়ই নেই।
একই রকমভাবে ফ্রিল্যান্সিং আসলে শেখার মতো কিছু নেই। আপনাকে নির্দিষ্ট একটি স্কিলে খুব ভালো মানের দক্ষতা অর্জন করতে হবে। যেমন ধরুন আপনাকে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ইত্যাদি এর উপর খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে।

শেষ কথা
যদি আপনার আরো কিছু জানার থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন, ধন্যবাদ।

Hi there!Welcome to the Freelancer Rudra's Family!I am glad that you are reading this email. I will be happy to help you...
13/05/2022

Hi there!
Welcome to the Freelancer Rudra's Family!
I am glad that you are reading this email. I will be happy to help you grow your business.
As a thank you for joining us, I would like to give you a gift.

Address


Telephone

+8801765699314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rudra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rudra:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share