23/08/2022
কি ভাবছেন? আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে কি না?
যদি এটা ভাবেন তাহলে আমি বলবো আপনাকে দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং হবে না।
কারণ যার নিজের উপর আত্মবিশ্বাস নেই তার দ্বারা কিভাবে ফ্রিল্যান্সিং হয় ?
ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেখানে কোনো প্রকার মামা খালুর ভ্যালু নেই। সম্পূর্ণ আপনার স্কিল দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবেন। পড়াশোনায় ভালো ছিলেন না তাতে কি সেখানে তো কত নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা করতে হতো। আর ফ্রিল্যান্সিং এর যে কোনো একটি বিষয় নিয়ে আপনি নিজেকে প্রস্তুত করে ফেলুন। নিজেই নিজের সাহস হয়ে উঠুন। কেন আপনি আরেকজনের কথায় সাহস পাবেন? অন্যজন কখনও আপনাকের নিজের মত সাহস দিবে না, নেগেটিভ টাই সামনে আগে আনবে। আর আপনি চাইলে নিজের ১০০% সাহস আত্মবিশ্বাস দিতে পারেন। যেদিন নিজেই নিজের সাহস হিসেবে তৈরি হতে পারবেন সেদিন বুঝে নিবেন আপনার সফলতাকে আটকানোর কেউ নেই। সামনে আপনার খুব ভালো ভবিষ্যৎ।
আমি নিজে সব সময় নিজের সাহস হয়েছি, মাথায় একটা কথাই ঘুরেছে সব সময় সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? ওদের দুইটা হাত,দুইটা পা, দুইটা চোখ আছে যা আমার ও আছে তাহলে কেন আমি পারবো না ? ব্যাস আর পেছনে তাকাই নি। আপনারাও পারবেন।