Tala Police Station, Satkhira

  • Home
  • Tala Police Station, Satkhira

Tala Police Station, Satkhira Committed to providing service for 24 hours

"""তালা থানায় ৭৫ (পঁচাত্তর) গ্রাম অবৈধ মাদকদ্রব্য  গাঁজা সহ ০৩ জন আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জ...
12/01/2023

"""তালা থানায় ৭৫ (পঁচাত্তর) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৩ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব চৌধুরী রেজাউল করিম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আবুল কালাম আজাদ স্যারদের নেতৃত্বে এসআই (নিঃ) আবু কাউছার, এসআই (নিঃ) রাজীব সরদার, এএসআই (নিঃ) মোজাম্মেল হক সংগীয় সংগীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ৭৫ (পঁচাত্তর) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৩ জন আসামীকে গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে তালা থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০১/২০২২ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ রুজুপূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ইং ২৪/১১/২০২২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর যশোর জেলায় আগমন উপলক্ষে  সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্...
20/11/2022

ইং ২৪/১১/২০২২ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর যশোর জেলায় আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে তালা থানাধীন শিরাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় চেকপোস্ট ডিউটি চলমান আছে।

20/09/2022

অনলাইন জুয়ায় আসক্ত আর্থসামাজিকভাবে লাঞ্ছিত ভুক্তভোগী এক তরুনের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার আকুতি

At Tala Upozila Shilpokola Academy a Bit Policing meeting  with three-wheeler, easy-bike, motor bike labors and labors' ...
18/08/2022

At Tala Upozila Shilpokola Academy a Bit Policing meeting with three-wheeler, easy-bike, motor bike labors and labors' leaders organised by concern Bit officer to cotrol their all types of illegal activities what are being noted to us at times. Labors & leaders are advised to do their work lawfully and peacefully.
They have declared and promised that they are leaving drugs with all types of unsocial activities from now. We have added that they have to form Labor Community Policing Forum. Mr.Selim, an elected president of Tala Upozila Sromic League presides over the meeting and Mr. Sarder Moshiar Rahman, Tala Upozila Vice Chairman keeps his presence as Chief discussant. Mr. Abu Zihad Khan Officer in Charge Tala as Chief guest in the meeting has delivered his informative speeches.

On today's National Mourning Day, our great tribute & homage with our fellow to the national leader, the father of a nat...
15/08/2022

On today's National Mourning Day, our great tribute & homage with our fellow to the national leader, the father of a nation Bangabandhu Sheikh Mujibur Rahman.

"Bangabandhu was a charismatic leader. Cuba's renaissance leader Fidel Castro has rightly described Bangabandhu's charisma and personality. Embracing Bangabandhu Sheikh Mujibur Rahman at the non- Align summit in Algiers in 1973 he said," I have not seen Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and in courage this man is the Himalayas. I have thus had the experience of witnessing the Himalayas."

With regards

Officer in charge
Tala, Satkhira.

আজ রাত সাড়ে আটটার সময় তালা থানাধীন নোয়াপাড়া বাজারে বিট পুলিশিং কর্মকর্তার উদ্যোগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্...
13/08/2022

আজ রাত সাড়ে আটটার সময় তালা থানাধীন নোয়াপাড়া বাজারে বিট পুলিশিং কর্মকর্তার উদ্যোগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সহ চুরি, ডাকাতি, জঙ্গি, সন্ত্রাস, মাদকের আগ্রাসন, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল ডিভাইসের অপব্যবহার মোবাইল অ্যাপস এ জুয়া খেলা ইত্যাদি বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে স্থানীয় ইউপি সদস্য জনাব মশিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওসি তালা জনাব আবু জিহাদ ফখরুল আলম খান এবং বিশেষ অতিথি হিসেবে এসআই আবু কাওসার, এসআই আমীর (আইসি জাতপুর) এ এস আই আবু হানিফ (টু আই সি জামপুর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মানিত উপস্থিতির উদ্দেশ্যে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় একটি টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালা থানার সম্মানিত নাগরিকবৃন্দ দেখুন তো বিগত দিনে আপনার  চুরি হওয়া মোটরসাইকেল ডুমুরিয়া থানায় উদ্ধার হওয়া মোটরসাইকেল...
12/08/2022

তালা থানার সম্মানিত নাগরিকবৃন্দ দেখুন তো বিগত দিনে আপনার চুরি হওয়া মোটরসাইকেল ডুমুরিয়া থানায় উদ্ধার হওয়া মোটরসাইকেল এর সাথে মিল আছে কিনা?
যোগাযোগের ঠিকানাঃ
০১৩২০১৪২২৩১
০১৩২০১৪২২৩২
০১৩২০১৪২২৩৬
০১৭৬১৯০৯৯৯০

আজ রাত ৯.০০ টায় তালা থানাধীন খলিল নগর বাজারে সম্প্রতি এলাকায় গরু, চুরি সহ বিভিন্ন চুরি, ছিনতাই, ইভটিজিং বাল্যবিবাহ, জঙ...
10/08/2022

আজ রাত ৯.০০ টায় তালা থানাধীন খলিল নগর বাজারে সম্প্রতি এলাকায় গরু, চুরি সহ বিভিন্ন চুরি, ছিনতাই, ইভটিজিং বাল্যবিবাহ, জঙ্গি, সন্ত্রাস, মাদকের ব্যাপক অপব্যবহার ও মাদক ব্যবসায়ীদের আগ্রাসন সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড রোধে তথা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিট পুলিশিং এর উদ্যোগে এক পথ সভার আয়োজন করা হয়। খলিলনগর বাজারে শতাধিক উপস্থিতির উদ্দেশ্যে সম্পত্তি সংক্রান্তে অপরাধ প্রতিরোধে কার্যকর এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কিত প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
এই পথ সভায় মুখ্য আলোচক এবং প্রধান অতিথি হিসেবে ওসি তালা জনাব আবু জিহাদ ফখরুল আলম খান উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রফেসর জনাব প্রণব ঘোষ বাবলু। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্য সহ সকল শ্রেণীর পেশাজীবী মানুষের উপস্থিতিতে এই পথসভাটি অত্যন্ত সুষ্ঠুভাবে ও সফলভাবে সুসম্পন্ন হয়।

"""তালা থানায় ০১ জন ছিনতাইকারী লুন্ঠিত মোবাইল সহ গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজু...
03/07/2022

"""তালা থানায় ০১ জন ছিনতাইকারী লুন্ঠিত মোবাইল সহ গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) মামুন হোসেন সংগীয় ফোর্সসহ ইসলামকাটি সড়ক সহ লাউতাড়া ও জেঠুয়া এলাকায় ছিনতাই সংগঠনের সক্রিয় সদস্য নিমন ইসলাম ওরফে সাজু (২০), পিতা-আমিনুর মিস্ত্রী, মাতা-রাফিজা বেগম, সাং-সিলেমানপুর, থানা-পাইকগাছা, জেলা-খুলনাকে গ্রেফতার করেন একই সাথে উক্ত আসামীর হেফাজত হইতে লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়।

"""তালা থানায় ডাকাতীর প্রস্তুতি গ্রহনকালে ০৩ জন আসামী আলামত সহ হাতে-নাতে গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার ...
24/06/2022

"""তালা থানায় ডাকাতীর প্রস্তুতি গ্রহনকালে ০৩ জন আসামী আলামত সহ হাতে-নাতে গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) আবু কাউছার (বিপি-৮৮১৭১৯৯১৫৩), তালা থানা, সাতক্ষীরা (জাতীয় পরিচয় পত্র-৬৮১৬৪৩৭২৫৩৭৯৩) সংগীয় এসআই (নিঃ) মোঃ ইমন হাসান, এএসআই (নিঃ) মোঃ আসাদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশীদ, সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া তালা থানাধীন জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া বিলের জনৈক ফজিয়ার মোল্লার জমির পার্শ্বের নদী কাটা মাটির উচু ঢিবির উপর হইতে ডাকাতীর উদ্দেশ্যে সমবেত হইয়া প্রস্তুতি গ্রহনকালে দৌড়ে পলানোর সময় ১। সুমন শেখ (২৭), পিতা- আঃ গনি শেখ, বান্দিকাটি, ২। সিদ্দিক শেখ (৩৫), পিতা- আকব্বর শেখ, সাং-রাড়–লী, উভয় থানা- পাইকগাছা, ৩। আলমগীর হোসেন মীর (২৮), পিতা-দ্বীন মোহাম্মদ মীর, সাং-গোলনা, থানা-ডুমুরিয়া, সর্ব জেলা-খুলনাদের ১। একটি ৫ ইঞ্চি লম্বা কাঠের হাতল যুক্ত লোহার ছুরি যাহা হাতল সহ লম্বা ২০ (বিশ) ইঞ্চি, ২। একটি লোহার চাপাতি যাহা লম্বা ১২ ইঞ্চি, ৩। একটি লোহার চাপাতি যাহা লম্বা ১৪ ইঞ্চি সহ হাতে নাতে গ্রেফকরেন। আসামীদের বিরুদ্ধে তালা থানার মামলা নং-২৪/১০৮, তারিখ-২৪/০৬/২২ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হইয়াছে।

তালা থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ইসলামকাটি ইউনিয়নস্থ নারায়নপুর সুজন সাহা থেকে ঘোনা গামী রাস্তা থেকে মোটরসাইকে...
14/06/2022

তালা থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ইসলামকাটি ইউনিয়নস্থ নারায়নপুর সুজন সাহা থেকে ঘোনা গামী রাস্তা থেকে মোটরসাইকেলে আসা দুজন মাদক ব্যবসায়ী ফেনসিডিলসহ গ্রেপ্তারঃ

সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার মহোদয়ের নির্দেশনার আলোকে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এবং সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ তালা থানা জনাব আবু জিহাদ খান এর নেতৃত্বে এসআই ইমন হাসান এ এস আই মুস্তাফিজুর রহমান সহ তালা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে তালা থানাধীন ইসলামকাটি ইউনিয়নের নারায়নপুর গ্রামস্থ সুজনসাহা থেকে ঘোনা গামী জনৈক মোঃ আহাদ আলী এর জমির সামনে পাঁকা রাস্তার উপর আসামী ১/মোঃ রাজু মোড়ল(৩৭), পিতা-মৃত তাজেল মোড়ল ,স্থায়ী: গ্রাম- মিঠাবাড়ী, উপজেলা/থানা- পাটকেলঘাটা, জেলা -সাতক্ষীরা, ২/মোঃ ফারুক হোসেন(২৩), পিতা-আবু দাউদ সরদার ,স্থায়ী: গ্রাম- সুভাষিনী, উপজেলা/থানা- তালা, জেলা -সাতক্ষীরা দ্বয়কে গত ১৩/০৬/২০২২ খ্রিষ্টাব্দ বিকাল ১৭.৩০ টার একটি মোটর সাইকেল যোগে ১৮ মাইল যাওয়ার সময় আটক করতঃ চ্যালেঞ্জ করে ০৮ (আঁট) পিচ ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ কোডিনন জাতীয় মাদক ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Night patrol supervision is continue in different areas as Schools, Colleges, Madrasas, Markets, Roads etc by OC Tala& h...
10/06/2022

Night patrol supervision is continue in different areas as Schools, Colleges, Madrasas, Markets, Roads etc by OC Tala& his team. OC Tala & his team are trying to control all types of offences in every bit areas.

আসুন। আমরা সমস্বরে বলি
** "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"। **"তথ্য দিন সেবা নিন"।
**"আপনার পুলিশ, আপনার পাশে।"

"""তালা থানায় মোট ০৪ জন আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার...
09/06/2022

"""তালা থানায় মোট ০৪ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) আবু কাউছার, এসআই(নিঃ) মোঃ ইমন হাসান, এসআই (নিঃ) কাজী আবুল খায়ের, পিএসআই (নিঃ) রাজীব সরদার, এএসআই (নিঃ) আসাদুর রহমান, এএসআই (নিঃ) আমজাদ হোসেন, এএসআই (নিঃ) মোজাম্মেল হোসেন, সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ০৩ জর্সমোট ০৪ জন আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

"""মাদক ব্যবসায়ীরা সাবধান! মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। তালা থানায় অদ্য ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসাম...
09/06/2022

"""মাদক ব্যবসায়ীরা সাবধান! মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। তালা থানায় অদ্য ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিব হোসেন সরদার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী মোঃ আব্দুল আলীম গাজী (৪৮), পিতা-মোঃ রশীদ গাজী, সাং-পাটকেলঘাটা (ওভার ব্রীজ বস্তি), থানা- পাটকেলঘাটা, জেলা -সাতক্ষীরাকে হাতেনাতে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে তালা থানার মামলা নং-১৪, তারিখ-০৯/০৬/২০২২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক) রুজু করা হইয়াছে। মামলাটি তদন্তাধীন।

আজ ০৮/০৬/২০২২ সন্ধ্যা ০৭.৩০ টার সময় তালা থানাধীন জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে তালা থানা পুলিশে কর্মরত উক্ত ইউনি...
08/06/2022

আজ ০৮/০৬/২০২২ সন্ধ্যা ০৭.৩০ টার সময় তালা থানাধীন জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে তালা থানা পুলিশে কর্মরত উক্ত ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই ইমন হাসান বিট পুলিশিং সমাবেশের আয়োজন করেন।
সন্ধ্যা সাড়ে সাতটার সময় সমাবেশটি শুরু হয় এবং রাত সাড়ে দশটা পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সমাবেশের সভাপতিত্ব করেন জনাব আবু জিহাদ ফখরুল আলম খান, ওসি তালা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহকারি পুলিশ সুপার তালা সার্কেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জালালপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল ইসলাম মুক্তি, তালা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ- সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোড়ল আব্দুর রশিদ, জনাব রামপ্রসাদ, জনাব ইন্দ্র দাস বাপ্পি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মিডিয়া কর্মী এবং জালালপুর ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাবেশটিকে সমৃদ্ধ করেছেন।

জালালপুর ইউনিয়ন কে মাদকমুক্ত, মদ, জুয়া বাল্যবিবাহ- ইভটিজিং, জঙ্গি, সন্ত্রাস মুক্তকরণের ঘোষণার মধ্য দিয়ে ইউনিয়নের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত সকল সদস্যবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করেন।

"""তালা থানায় গ্রেফতারী পরোয়ানা মুলে ০১ জন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্...
06/06/2022

"""তালা থানায় গ্রেফতারী পরোয়ানা মুলে ০১ জন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোজাম্মেল হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া পারিঃজারি-১১/২২ (সিআর সাজা) এর আসামী মোঃ হামিদুল ইসলাম সরদার, পিতা-মৃত শওকত আলী সরদার, সাং-ফলেয়া, ডাকঘর-বারুইপাড়া, থানাতালা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আজ তালা থানা চত্বরে চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। বিট এলাকার চৌকিদার, দফাদারদের সাথে মতবিনিময় করেন অফিসার অফিসার ইনচার...
06/06/2022

আজ তালা থানা চত্বরে চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। বিট এলাকার চৌকিদার, দফাদারদের সাথে মতবিনিময় করেন অফিসার অফিসার ইনচার্জ তালা থানা জনাব আবু জিহাদ ফখরুল আলম খান। তিনি এলাকার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে চৌকিদার দফাদারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা সহ চৌকিদারদের ভালো কাজের উৎসাহ দেন।

"""তালা থানায় গ্রেফতারী পরোয়ানা মুলে ০১ জন আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজু...
01/06/2022

"""তালা থানায় গ্রেফতারী পরোয়ানা মুলে ০১ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোজাম্মেল হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সিআর-১৭০/২০ (তালা) এর আসামী হোসেন আলী সরদার @ আবুল হোসেন সরদার, পিতা-মৃত কায়েম আলী সরদার, সাং-ইসলামকাটি, থানা- তালা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

"""তালা থানায় নিয়মিত মামলায় ০২ জন ও গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন মোট-০৩ জন আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলি...
28/05/2022

"""তালা থানায় নিয়মিত মামলায় ০২ জন ও গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন মোট-০৩ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) ওহিদুজ্জামান, এসআই (নিঃ) কাজী আবুল খায়ের, এএসআই (নিঃ) মোঃ আছাদুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলায় ০২ জন ও সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন মোট-০৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আজ ২৮/০৫/২২ খ্রিস্টাব্দ গভীর রাতে তালা থানাধীন খলিলনগর পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন শেষে হাজরাকাটি বাজার, খেজুর বুনিয়...
27/05/2022

আজ ২৮/০৫/২২ খ্রিস্টাব্দ গভীর রাতে তালা থানাধীন খলিলনগর পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন শেষে হাজরাকাটি বাজার, খেজুর বুনিয়া বাজার, ছিনতাই প্রবণ এরিয়া খৈতলার মাঠ সহ বিভিন্ন এলাকায় পেট্রোল এবং পেট্রোল ডিউটি তদারকি করছি। এছাড়া এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বিভিন্ন এলাকায় পুলিশি অভিযানের দৃশ্যমান সফলতা পেতে ডিউটি রত পুলিশ সদস্যেদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

"""তালা থানায় নিয়মিত মামলায় ০৩ আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপি...
26/05/2022

"""তালা থানায় নিয়মিত মামলায় ০৩ আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) ওহিদুজ্জামান, এসআই (নিঃ) ইমন হাসান, পিএএসআই (নিঃ) রাজিব সরদার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলার ০৩ জন যথাক্রমে ১। আঃ মাজেদ গাজী (৫০), পিতা-মৃত আতিয়ার রহমান গাজী, সাং-দক্ষিন শাহাপুর, থানা-তালা, ২। কবির গাজী ওরফে কালু (৫১), পিতা- মৃত সাইদুল গাজী, সাং-পাটকেলঘাটা (ওভারব্রিজ রসুলপুর), ৩। মোঃ শরিফুল মোড়ল (২৫), পিতা-জয়নাল মোড়ল, সাং-পাটকেলঘাটা (ওভারব্রিজ), উভয় থানা- পাটকেলঘাটা, সর্ব জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

"""মাদক ব্যবসায়ীরা সাবধান! মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। তালা থানায় অদ্য ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ জন আসাম...
24/05/2022

"""মাদক ব্যবসায়ীরা সাবধান! মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। তালা থানায় অদ্য ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) ইমন হাসান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আসামী মোঃ শাহিদুল ইসলাম মলঙ্গী (২৪), পিতা-মৃত আব্দুল গনি মলঙ্গী, সাং-সিরাশুনি, থানা-তালা, জেলা-সাতক্ষীরাকে হাতেনাতে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে তালা থানার মামলা নং-১৬, তারিখ-২৪/০৫/২০২২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯ (ক) রুজু করা হইয়াছে। মামলাপি তদন্তাধীন।

"""তালা থানায় নিয়মিত মামলায় ০২ ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জন মোট-০৩ জন আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পু...
22/05/2022

"""তালা থানায় নিয়মিত মামলায় ০২ ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জন মোট-০৩ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) আবু কাউছার, এসআই (নিঃ) ইমন হাসান, এএসআই (নিঃ) আসাদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলার ০২ জন আসামী ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

"""তালা থানায় নিয়মিত মামলায় ০১ জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ স...
19/05/2022

"""তালা থানায় নিয়মিত মামলায় ০১ জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) আবু কাউছার, এসআই (নিঃ) সোলায়মান হোসেন, এএসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই (নিঃ) আমজাদ হোসেন, এএসআই (নিঃ) আসাদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলার ০১ জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

"""তালা থানায় নিয়মিত মামলায় ০২ জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ জন আসামী গ্রেফতার"""সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ স...
18/05/2022

"""তালা থানায় নিয়মিত মামলায় ০২ জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ জন আসামী গ্রেফতার"""
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) আবু কাউছার, এসআই (নিঃ) সোলয়মান হোসেন, এএসআই (নিঃ) আসাদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আজ সকাল ১০.৩০ (সাড়ে দশটায়) খলিলনগর ইউনিয়ন পরিষদে খলিলনগর ইউপি চেয়ারম্যান জনাব প্রণব ঘোষ বাবলু এর সভাপতিত্বে এলাকার স...
13/05/2022

আজ সকাল ১০.৩০ (সাড়ে দশটায়) খলিলনগর ইউনিয়ন পরিষদে খলিলনগর ইউপি চেয়ারম্যান জনাব প্রণব ঘোষ বাবলু এর সভাপতিত্বে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা করা হয়। উক্ত সভায় ওসি তালা জনাব আবু জিহাদ ফখরুল আলম খান, খলিলনগর ক্যাম্প আই সি এসআই মোঃ শহিদুল ইসলাম, পিএসআই রাজিব, পিএসআই শোভন, টু আইসি এএসআই জিয়াউর খলিলনগর বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, চৌকিদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ মতবিনিময় সভা কে সমৃদ্ধ করেছেন।

02/05/2022
সকলের তরে আগামী সকাল হোক, একটি নতুন সবুজ দিগন্তের সূচনা।ওসি তালা
13/04/2022

সকলের তরে আগামী সকাল হোক, একটি নতুন সবুজ দিগন্তের সূচনা।

ওসি তালা

06/04/2022

আজ অপরাহ্ণে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তালা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিশেষ মহড়া এবং চেকপোস্ট করা হয়।

""সম্মানিত তালা উপজেলা বাসীকে মাহে রমজানের শুভেচ্ছা।"

# #সম্মানিত সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন ঈদুল ফিতর উদযাপনের ঠিক পূর্বের সময়গুলোতে চুরি ছিনতাই ডাকাতি বৃদ্ধি পায়। সুতরাং আপনার এলাকায় অপরিচিত আগন্তকদের দেখামাত্র চ্যালেঞ্জ করুন। সন্দেহ হলে,তাদের সম্পর্কে নিম্নবর্ণিত নম্বর এ তথ্য দিন।

# #এছাড়াও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আপনি আপনার নিজের বাড়ি অথবা ভাড়াটিয়া বাসা যেখানে আপনি বসবাস করেন এবং আপনার সকল মূল্যবান সম্পত্তি রক্ষিত থাকে বা নিরাপদ থাকে সে বাসাটা যখন নিরাপত্তাহীনভাবে ছেড়ে বেড়াতে যাচ্ছেন কিংবা স্বল্প সময়ের জন্য খুলে রেখেই চলে যাচ্ছেন। তখন ঐ বাসায় রক্ষিত আপনার মূল্যবান সম্পদ এর কথা ভাবুন এবং সংশ্লিষ্ট বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। অতঃপর যেখানে ইচ্ছা যান। বেশি দিনের জন্য গেলে আপনার থানা কর্তৃপক্ষকে জানান। পুলিশ সার্বক্ষণিক আপনার পাশে আছে।

# #সম্মানিত তালা উপজেলার ব্যবসায়ী বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সম্প্রতি লক্ষ্য করা গেছে ব্যবসায়ী ছদ্মবেশে সংঘবদ্ধ চোর দলের কিছু সদস্য হঠাৎ মধ্যরাত্রিতে ট্রাক, মিনি ট্রাক, লরি, ব্যাটারি চালিত যানবাহন আপনার দোকানের সামনে দাঁড়াচ্ছে এবং আপনাদের সম্মুখে ই আপনার দোকানের মালামাল তুলে নিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছে। আপনি বুঝতে বুঝতে ততক্ষনে চুরি হয়ে গেছে। সচেতন হোন। এ ধরনের সঙ্ঘবদ্ধ চোরের মুখোমুখি হলে, তাৎক্ষণিক থানা পুলিশকে সংবাদ দিয়ে সঙ্গবদ্ধ হয়ে প্রতিরোধ করুন। রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন। কালোবাজারি মজুদদারি ব্যবসা পরিহার করুন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুতে সহায়তা করুন।পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখতে তালা থানা পুলিশ সর্বক্ষণ আপনার পাশে আছে।

শুভেচ্ছান্তে
ওসি তালা, সাতক্ষীরা।

Address


Telephone

+8801320142231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tala Police Station, Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share