![এদেশে বিদেশি অপসংস্কৃতির গ্রাস রোধে এরকম সিনেমায় যথেষ্ট। সম্প্রতি ঈদে রিলিজ হওয়া হিমেল আশরাফের এবং বাংলাদেশের সুপারস্ট...](https://img3.medioq.com/109/099/219078401090994.jpg)
30/06/2023
এদেশে বিদেশি অপসংস্কৃতির গ্রাস রোধে এরকম সিনেমায় যথেষ্ট। সম্প্রতি ঈদে রিলিজ হওয়া হিমেল আশরাফের এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের অভিনীত "প্রিয়তমা" সিনেমাটি দেখা হয়েছে।
অ্যাকশন, রোমান্স, ইমোশন সর্বোপরি অসাধারণ এক প্রিয়তমাকে দেখা হয়েছে, এই সিনেমায় কক্সবাজার এলাকা, সিলেট এবং পুরান ঢাকার সৌন্দর্য তুলে ধরা হয়েছে অসাধারণ Color - Grading এবং Cinematography এর মাধ্যমে।
শাকিব খান একজন জাত অভিনেতা সেটা আবারও এরকম একটা ভিন্ন প্যাটার্নের সিনেমা দিয়ে প্রমাণ করলেন দর্শক মহলে। গতানুগতিক সিস্টেমের বাইরে এক ভিন্ন রকমের নির্মাণ, শাকিব খানের পাশে ইথিকা পাল এবং অন্যান্য শিল্পীরা ও অসাধারণ অভিনয় করেছে।
তথাকথিত কিছু অডিয়েন্স যারা দেশীয় সিনেমা পছন্দ করেন না তারা প্রেক্ষাগৃহে গিয়ে এই সিনেমাটা একবার দেখুন আপনাকে সত্যি মুক্ত করবে।