![তাবলীগের ভেতরে যা হচ্ছে পুরোটাই মাহফুজ আনামের খেলা৷ সাদ গ্রুপের মুরুব্বীর বোন জামাই হচ্ছেন মাহফুজ আনাম! এবার হিসেবটা মিল...](https://img5.medioq.com/922/105/930046869221053.jpg)
18/12/2024
তাবলীগের ভেতরে যা হচ্ছে পুরোটাই মাহফুজ আনামের খেলা৷ সাদ গ্রুপের মুরুব্বীর বোন জামাই হচ্ছেন মাহফুজ আনাম! এবার হিসেবটা মিলিয়ে নেন৷
সম্মানিত আলেমদেরকে জ্ঞান দেয়ার মতো সক্ষমতা আমার নেই৷ শুধু এতোটুকুই বলবো, আপনারা আশা করি তাদের ষ'ড়য'ন্ত্র বুঝবেন এবং প্রয়োজনে ভারত থেকে কোন অতিথি ছাড়াই এবারের ইজতেমা সম্পন্ন করবেন৷ কারন বাংলাদেশে ভারতের চেয়ে আলেমের সংখ্যা কম নেই৷ ভারত থেকে কেউ যদি আসে তাহলে তারা সাধারন মেহমান হিসেবে থাকতে পারে কোন নেতৃত্ব তাদের হাতে দেয়া উচিত হবে না৷
শ'ক্তভাবে বললে, আমি মনে করি এ ধরনের গ্রুপিং করে ইজতেমা করার কিছু নেই কারন এটা ফরজ কিছু না৷ দু'তিন জন মানুষকে যারা এভাবে হ'ত্যা করতে পারে তাদের কাছে গিয়ে আখেরি মুনাজাত করে কিছু চেয়ে পাওয়া যাবে বলে মনে হয়না৷ বরং মুসলমানদের নিয়ে মানুষ হাসাহাসি করবে৷
ইসলাম টআকেও সারলো না
Copy pest