Digital Creator

  • Home
  • Digital Creator

Digital Creator Hello there!!! I am Susmoy Das, a professional Digital Marketer and Sell at Fiverr. Hope everybody

20/06/2022

কাজ শিখলেই, অভিজ্ঞ হলেই কাজ পেয়ে যাবেন। এটা ভুলে যান কাজ শেখা বা অভিজ্ঞ হওয়ার পাশাপাশি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে।

নিজের অভিজ্ঞতাকে রিপ্রেজেন্ট করা জানতে হবে।
না হলে মনে করবেন যে কাজ শিখেছি এই সেক্টরটা মনে হয় ভাল না অন্য সেক্টর ভাল তারপর সেটাও শিখবেন আবার সেটা ভাল লাগবে না এইভাবেই চলতে থাকবে..

তারপর ফ্রিল্যান্সিং ভাল লাগবে না.......

Why are people freelancing?Freelancing provides a lot of flexibility and control to the individual. Most freelancers cho...
22/05/2022

Why are people freelancing?
Freelancing provides a lot of flexibility and control to the individual. Most freelancers choose their own hours, the work that they do, the clients they work with, and may even be able to work remotely.

Freelancing is also a form of entrepreneurship, which means the freelancer has total control of their earning potential. Freelancers aren’t locked into a salary, and so they can earn as much as they are able to bill to their clients.

And as a freelancer, you are your own boss.

Freelancing provides a lot of variety in the type of work you can do, too. If you are someone with a lot of interests and are drawn to trying new things, freelancing can help you explore all kinds of projects and industries.

Historically, freelancing isn’t something people typically do forever. They either hire other freelancers or employees to build a full agency, they build their own products to replace their freelance income, or they go back to working full time.

Freelancing provides the flexibility many people want in order to figure out their next career move.

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈---------যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪ট...
07/04/2022

👉শুধু মাত্র ২ মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়বেন👈
---------
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -
১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না
৩. সামনে পরীক্ষা আছে
৪. আমি কি পারব?
তো তাদের জন্য বলছি-
--
১. আমার তো টাকা নেই- আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?
--
২. পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৩. সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়েছেন? সারাদিন অনলাইন এ পড়ে থাকেন না,?! ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন।
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।
--
৪. আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি।
যদি নিজের প্রতি প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।
সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি এখনও সময় আছে
সঠিক সিদ্ধান্ত নিন 🥰🥰©

Global conference 💞💞গত বছর ২০২১ সালে এই মাসে এবং এই তারিখে Harbour It Institute এর একজন student হিসেবে ভর্তি হয়েছিলাম শু...
11/03/2022

Global conference 💞💞
গত বছর ২০২১ সালে এই মাসে এবং এই তারিখে Harbour It Institute এর একজন student হিসেবে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র Freelancing Course শিখার জন্য,,,,
আজ ঠিক ২০২২ সালে এই মাসে এবং একই তারিখে Harbour It Institute এর একজন Instructor & Business Partner ❤️
অশেষ ধন্যবাদ জানাই আমার প্রিয় মেন্টর Ratan Dhar sir❤️ কে,,, তিনি যদি সহযোগিতা না করতেন আজ এই দিনটি কখনোই আসতো না

23/02/2022

অনলাইন মার্কেটপ্লেসের বাইরে যদি আপনি ক্লায়েন্টের সাথে বড় কাজ করতে চান তাহলে ছোট তিনটা টিপস আপনার জন্য ।
1.সব সময় হাসি মুখে কথা বলুন।
যখন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা হয় তখন দেখা যায় খুব বেশি বাইরের সাথে ভিডিও কলে কথা বলার সুযোগ থাকে না। কিন্তু যখনই আপনি মার্কেটপ্লেসের বাইরে কাজ করতে যাবেন, তখনই আপনাকে ভিডিও কলে কথা বলতে হয় তুলনামূলক বেশি ।
মার্কেটপ্লেস এর বাইরের বায়ার গুলো সাধারণত যাদের কনফিডেন্স লেভেল অনেক বেশি তাদের সাথে কাজ করতে বেশি পছন্দ করে।
ভার্চুয়াল কমিউনিকেশন এর ক্ষেত্রে আপনার হাসি আপনাকে বেশি কনফিডেন্স কনফিডেন্স হিসেবে বায়ার এর সামনে তুলে ধরতে সাহায্য করবে ।
2. পেমেন্টের কথা বারবার না বলা
অনেকেই নতুন নতুন যখন অফলাইনে কাজ শুরু করে যে ভুলটি সবথেকে বেশি করে ক্লাইন্ট কে বারবার পেমেন্টের কথা বলে । যখনই আপনি বারবার এক কথা বলবেন তখন আপনার প্রতি কনফিডেন্স লেভেল কমে যেতে পারে।
বায়ার আপনাকে নেগেটিভ ভাবে দেখতে পারে। তাই টাকার কথা না ভেবে ক্লায়েন্টের কাজের ব্যাপারটা বেশ আলোচনা করবেন সেটা আপনাকে পরবর্তী বড় কাজ পেতে সাহায্য করবে।
3. কাজের বাইরেও কিছু আলোচনা
মাঝে মাঝে ক্লায়েন্টের সাথে কাজের বাইরের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারেন যেমন -
আপনি কিভাবে কাজ করেন সেটি বায়ারকে দেখাতে পারেন google meet ,zoom ,skype তো আছে।
তার পরিবার কেমন আছে খোঁজ নিতে পারেন ।
তাকে আপনার দেশে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারেন ।
এইভাবে মাঝে মাঝে কাজের বাইরের বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের মধ্যে ভাল সম্পর্ক তৈরী হবে। আর যখনই ভাল সম্পর্ক তৈরী হবে। মার্কেটপ্লেসের বাইরে যে বায়ারগুলো কাজ করে তারা সাধারণত যাদের সাথে ভালো সম্পর্ক তাদের সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন । তখন দেখবেন আপনার মার্কেটপ্লেস কাজ না করলেও চলবে। এমনকি সেই বায়ার গুলো তাদের কম্পানির জন‍্য আপনাকে পারর্মানেটলি নিয়ে নেবে। তাই নতুনদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এখন থেকে আপনাদের নিজের কাজের স্কিল ডেভলপ করুন। যেন পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয়।

ফ্রিল্যান্সিং আমাদের সবার কাছেই অনেক পরিচিত একটি শব্দ বর্তমান তরুণদের কাছে। অনেকেই ইচ্ছা পোষণ করেন যে তারা অনেক ভাল ফ্রি...
19/02/2022

ফ্রিল্যান্সিং আমাদের সবার কাছেই অনেক পরিচিত একটি শব্দ বর্তমান তরুণদের কাছে। অনেকেই ইচ্ছা পোষণ করেন যে তারা অনেক ভাল ফ্রিল্যান্সার হয়ে নিজের পায়ে দাঁড়াবেন । কিন্তু প্রয়োজনীয় গাইডলাইনের অভাবে অনেকেরই সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারেনা। কাজ না পাওয়ায় আশা হারিয়ে তারা নিজেদের স্বপ্নকে আর এগিয়ে নিয়ে যাননা। সেসব তরুণদের আশাকে বাস্তবে রুপান্তরে সাহায্য করার জন্য PIONEER IT আয়োজন করছে ফ্রিল্যান্সিং এর উপর বিশেষ গাইডলাইন সেশন। সেশন পরিচালনা করবেন জনাব Ratan Dhar স্যার । তিনি Top Rated Freelancer of Fiverr and Director of e-Gen। তো আর দেরি কেন অনলাইনে নিজের ক্যারিয়ার তৈরীর পথচলা শুরু হোজ আজই। সেশনে যোগদান করতে আজই রেজিস্ট্রেশন করুন নিচের লিংকে।
LINK : https://forms.gle/ijWHHzApQpMb2Ut49
HOTLINE NUMBER : 01869537862

SPECIAL BIG EVENT ON FREELANCING CAREER …..!!! SESSION SPEAKER : RATAN DHAR ( TOP RATED FREELANCER ON FIVERR)

19/02/2022

ফ্রিল্যান্সিং আমাদের সবার কাছেই অনেক পরিচিত একটি শব্দ বর্তমান তরুণদের কাছে। অনেকেই ইচ্ছা পোষণ করেন যে তারা অনেক ভাল ফ্রিল্যান্সার হয়ে নিজের পায়ে দাঁড়াবেন । কিন্তু প্রয়োজনীয় গাইডলাইনের অভাবে অনেকেরই সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারেনা। কাজ না পাওয়ায় আশা হারিয়ে তারা নিজেদের স্বপ্নকে আর এগিয়ে নিয়ে যাননা। সেসব তরুণদের আশাকে বাস্তবে রুপান্তরে সাহায্য করার জন্য PIONEER IT আয়োজন করছে ফ্রিল্যান্সিং এর উপর বিশেষ গাইডলাইন সেশন। সেশন পরিচালনা করবেন জনাব Ratan Dhar স্যার । তিনি Top Rated Freelancer of Fiverr and Director of e-Gen। তো আর দেরি কেন অনলাইনে নিজের ক্যারিয়ার তৈরীর পথচলা শুরু হোজ আজই। সেশনে যোগদান করতে আজই রেজিস্ট্রেশন করুন নিচের লিংকে।
LINK : https://forms.gle/ijWHHzApQpMb2Ut49
HOTLINE NUMBER : 01869537862

মাঝে মাঝে Solo Business Trip এ যাওয়া লাগে, জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা 💞💞💞
25/01/2022

মাঝে মাঝে Solo Business Trip এ যাওয়া লাগে, জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা 💞💞💞

According to the ICT Division of the Bangladesh Government, There are 650,000 freelancers in Bangladesh, of which 500,00...
19/01/2022

According to the ICT Division of the Bangladesh Government, There are 650,000 freelancers in Bangladesh, of which 500,000 are actively working. Bangladesh also ranked 8th In the 2019 Global Gig-Economy Index published by Payoneer.

Digital Marketing, also called online marketing, is the promotion of brands to connect with potential customers using th...
16/01/2022

Digital Marketing, also called online marketing, is the promotion of brands to connect with potential customers using the internet and other forms of digital communication. This includes not only email, social media, and web-based advertising, but also text and multimedia messages as a marketing channel.

Essentially, if a marketing campaign involves digital communication, it's digital marketing

Start freelancing part time or as a side hustle!!!Freelancing part time or as a side hustle is a great place to start. W...
15/01/2022

Start freelancing part time or as a side hustle!!!

Freelancing part time or as a side hustle is a great place to start. When there is less pressure to generate income immediately, you can be more thoughtful with the type of work you do and the clients you do it for.

For this reason, it’s actually a great idea to start a freelancing business before you think you need to. Freelancing is often built from trust and client relationships, and those relationships take time to form.

So if you start freelancing part time or on the side, you give yourself time to create the crucial relationships you’d need to make a full-time living freelancing.

Hello there!!! I am Susmoy Das, a professional Digital Marketer and Seller at Fiverr. Hope everybody is doing well..This...
14/01/2022

Hello there!!! I am Susmoy Das, a professional Digital Marketer and Seller at Fiverr.
Hope everybody is doing well..This is my personal page.
Stay tuned to this page for more information and help on freelancing.
Thanks to all.....

What Is Freelancing?Freelancing is a contract-based profession where instead of being recruited in an organisation, the ...
14/01/2022

What Is Freelancing?
Freelancing is a contract-based profession where instead of being recruited in an organisation, the person uses his skills and experience to provide services to a number of clients.

In simple terms, freelancing is when you use your skills, education, and experience to work with multiple clients and take on various assignments without committing to a single employer. The number of assignments or tasks that you can take just boils down to your ability to deliver on them as asked from them.

Freelancing usually involves jobs (called gigs) that allow you to work-from-home situations. But don’t associate freelancing as the same as having a work-from-home job.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Digital Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Creator:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share