Learn With Toha

  • Home
  • Learn With Toha

Learn With Toha Learn with Toha is a completely informative page. It contains all of the lifestyle and information that helps my audience health and nutrition from nature.

প্রিয় শিক্ষার্থী... ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪-এর সলশোধিত সময়সূচি অনুসারে প্রতিটি মূল্যায়নের আগে ছুটি পাচ্ছ তোমরা।...
27/06/2024

প্রিয় শিক্ষার্থী...

ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪-এর সলশোধিত সময়সূচি অনুসারে প্রতিটি মূল্যায়নের আগে ছুটি পাচ্ছ তোমরা। আশা করছি ছুটির দিনগুলো সিলেবাস ও শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে প্রস্তুতিতে কাটাবে যেন মূল্যায়ন ফলপ্রসূ হয়।

#সচেতন

২০২৪ শিক্ষাবর্ষের ১৩/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠাতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে
25/06/2024

২০২৪ শিক্ষাবর্ষের ১৩/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠাতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে

Big shout out to my newest top fans! 💎Md. Ariful Khan
22/06/2024

Big shout out to my newest top fans! 💎

Md. Ariful Khan

একটি মূল্যায়ন ক্লাস করতে চাচ্ছি।মূল্যায়ন ক্লাশে যা থাকবে।।---------●  সকল বিষয়ের LIVE সমাধান ক্লাস।● ক্লাস শেষে মূল্যায়ন...
22/06/2024

একটি মূল্যায়ন ক্লাস করতে চাচ্ছি।
মূল্যায়ন ক্লাশে যা থাকবে।।

---------
● সকল বিষয়ের LIVE সমাধান ক্লাস।
● ক্লাস শেষে মূল্যায়নের সমাধান ভিডিও।
● মূল্যায়নের সকল sample প্রশ্ন শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া হবে।
● ক্লাস চলবে ২৭ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত।মূল্যায়নের দিন ব্যাতীত।।
ক্লায় নেওয়া হবে Youtube livehttps://youtube.com/?si=1AtMKceyy2VeFv6t

Assalamu alaikum, Welcome to "Learn with Toha". Learn with toha is a completely Educational channel. It provides all tech and learning content like as, English, Math, Grammar, Bangla and general knowledge that are the help of all people who wants to learn and acquire knowledge. If you like it, then....

আসসালামু আলাইকুম,  বছর ঘুরে আবার ও এলো ঈদুল আযহা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে। ঈদ মোবারক।
17/06/2024

আসসালামু আলাইকুম, বছর ঘুরে আবার ও এলো ঈদুল আযহা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে। ঈদ মোবারক।

ষান্মাষিক মূল্যায়ন সিলেবাস ২০২৪
09/06/2024

ষান্মাষিক মূল্যায়ন সিলেবাস ২০২৪

04/06/2024

ইংরেজি কিছু ছোট বাক্য। #ছোটবাক্য #ইংরেজি

অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি
28/05/2024

অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি

Hello Viewers,Assalamu Alaikum, Welcome to "Learn with Toha" congratulations on visiting our channel. The purpose of this channel is to serve all out there w...

Class 9 English //Experience 1// Competency
26/05/2024

Class 9 English //Experience 1// Competency

Hello Viewers,Assalamu Alaikum, Welcome to "Learn with Toha" congratulations on visiting our channel. The purpose of this channel is to serve all out there w...

11/05/2024

নম্বরসহ SSC 2024 রেজাল্ট দেখার নিয়ম | ssc result kivabe dekhbo 2024

ইংরেজিতে Cox's Bazar বানানে কেন ('s) ব্যবহার করা হয় ❓🗣 কক্সবাজারের প্রাচীন নাম ছিল ‘পালংকী’। একসময় এটি ‘প্যানোয়া’ নাম...
10/05/2024

ইংরেজিতে Cox's Bazar বানানে কেন ('s) ব্যবহার করা হয় ❓

🗣 কক্সবাজারের প্রাচীন নাম ছিল ‘পালংকী’। একসময় এটি ‘প্যানোয়া’ নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দের অর্থ ‘হলুদ ফুল’। অতীতে কক্সবাজারের আশপাশের এলাকা হলুদ ফুলে ঝকমক করতো। আধুনিক কক্সবাজারের নামকরণ হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন "হিরাম কক্সের "নামানুসারে। তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন। এটি ‘কক্স সাহেবের বাজার’ নামে পরিচিতি পায়। সেখান থেকে ‘কক্সবাজার’ নামের উৎপত্তি। Cox's Bazar এ "s" ব্যবহার করা হয় কক্স সাহেবের বাজার এটা বোঝানোর জন্য। আরো ভেঙে বললে ধরি আপনার নাম করিম, আমি আপনার বাসায় বেড়াতে এসেছি, তখন কেউ আমায় ফোন করে জিজ্ঞেস করলো

- Where are you now?

উত্তরে আমি বললাম- At Karim's home.

এখানে "s" যুক্ত করা হয়েছে করিমের বাড়ি বা আপনার বাড়ি বোঝাতে। At Karim home বললে সেটা গ্রামাটিক্যালি শুদ্ধ হতো না। আশাকরি বুঝতে পেরেছেন।

(সংগৃহীত)

**মানুষ কেন বোকাদের গা ধা আর গরুর সাথে তুলনা করে**    গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা এক...
07/05/2024

**মানুষ কেন বোকাদের গা ধা আর গরুর সাথে তুলনা করে**

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো। হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে।

ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ, যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু।

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারুর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় ।

মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। দান করবেন বলে কথা দিয়েও হয়তো কয়েকজনকে দেন নাই অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না।

নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।
আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় :
দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
মাদক ব্যাবসা করতো বা করে বা ভালো হয়ে গিয়েছে এমন বন্ধু বা পরিচিত কাউকে কখন ও বিশ্বাস করবেন না । এরা বেইমানী করবেই কারনে অকারনে ।
একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।

প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।

করণীয় কী ?
১) অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
২) অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
৩) মানুষকে ক্ষমা করে দিন।
৪) রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।
৫) পিপাসার্ত না হলেও জল পান করুন।
৬) সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।
৭) যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।
৮) ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
৯) আর্থিক সঙ্গতি থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশ এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন। দান করুন ।
১০) ধনী না হলেও তৃপ্ত থাকুন।
১১) মাঝে মাঝে ভোরের সূর্যোদয় ,রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন।
১২) মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। আর মহান সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন। মিথ্যা ত্যাগ করুন ।
১৩.সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন। পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে প্রাণবন্ত ভাবে হাসবেন।
১৪) সবার সাথে মিশবেন ছোটো বড় ভাববেন না।
--------------
(লেখাটি "WORLD MENTAL HEALTH DAY"
উপলক্ষে প্রকাশিত জার্নাল থেকে নেওয়া , কিছুটা পরিমার্জিত)cp
Clt post

সম্মানিত অভিভাবক:আগামীকাল থেকে বিদ্যালয়ে// মাদরাসায় যথারীতি শ্রেণি পাঠদান শুরু হচ্ছে।ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানোর আগে ক...
27/04/2024

সম্মানিত অভিভাবক:

আগামীকাল থেকে বিদ্যালয়ে// মাদরাসায় যথারীতি শ্রেণি পাঠদান শুরু হচ্ছে।ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানোর আগে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন।
১। রুটিন অনুযায়ী ব্যাগে সব কিছু আছে কি না রাতেই চেক করে রাখবেন।
২। ব্যাগে খাবার স্যালাইন দিয়ে দিবেন ( অবশ্যই ৫০০ মি.লি. পানিতে গুলিয়ে খেতে হবে, অল্প পানি দিয়ে খাওয়া যাবে না)।
৩। পানির বোতল অবশ্যই দিয়ে দিবেন।
৪। রোদে ছাতা ব্যবহার করার জন্য ছাতা সাথে করে দিয়ে দিবেন।
৫। লাঞ্চের জন্য বাড়িতে তৈরি খাবার দিয়ে দিবেন।
৬। নাস্তা করার জন্য নিজ হাতে তৈরি কিছু দিয়ে দিবেন৷
৭। তরল জাতীয় খাবার ব্যাগে রাখলে ভালো।
৮। পরিপূর্ণ ইউনিফর্ম পরছে কি না খেয়াল রাখবেন।
৯। ছেলেমেয়েরা বাড়িতে ফেরার সাথে সাথেই শরবত জাতীয় খাবারের ব্যবস্থা রাখবেন।
১০।ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করার জন্য সচেতন থাকবেন।

জনস্বার্থে....প্রচারিত।

শিক্ষা সম্পর্কিত কিছু  ইংরেজি Word            এক নজরে1. Atlas: (অ্যাটলাস) মানচিত্র2. Admission: (এডমিশন) ভর্তি3. Advice:...
25/04/2024

শিক্ষা সম্পর্কিত কিছু ইংরেজি Word
এক নজরে

1. Atlas: (অ্যাটলাস) মানচিত্র

2. Admission: (এডমিশন) ভর্তি

3. Advice: (এ্যাডভাইস) পরামর্শ

4. Author: (অথর) গ্রন্থকার

5. Absent: (অ্যাবসেন্ট) অনুপস্থিত

6. Arithmetic: (এ্যারিথমোটিক)পাটীগণিত

7. Application :(এ্যাপ্লিকেশন) আবেদনপত্র

8. Algebra: (অ্যালজেবরা) বীজগণিত

9. Answer: (অ্যানসার) উত্তর

10. Annual Examination: (অ্যানয়াল এগজামিনেশন) বার্ষিক পরীক্ষা

11. Book: (বুক) বই

12. Bearer: (বিয়ায়ার) দপ্তরী

13. Bench: (বেঞ্চ) বেঞ্চি

14. Bell: (বেল) ঘন্টা

15. Book-list: (বুকলিস্ট) পাঠ্যতালিকা

16. Blackboard: (ব্লাকবোর্ড) কালোবোর্ড

17. Class: (ক্লাশ) শ্রেণী

18. Chapter: (চ্যাপ্টার) পরিচ্ছেদ

19. Clerk: (ক্লার্ক) কেরানী

20. Chalk: (চক) খড়িমাটি

21. Character: (কারেকটর) চরিত্র

22. College: (কলেজ) মহাবিদ্যালয়

23. Duster: (ডাস্টার) ঝাড়ন

24. Diligence: (ডিলিজেন্স) অধ্যবসায়

25. Dictionary: (ডিকশনারাী) অভিধান

26. Education: (এডুকেশন) শিক্ষা

27. Essay: (এসে) রচনা

28. Examination: (এগজামিনেরশন) পরীক্ষা

29. Exercise Book: (এক্সারসাইজ বুক) অনুশীলন খাতা

30. Examiner: (এগজামিনার) পরীক্ষক

31. Examinee: (এগজামিনী) পরীক্ষার্থী

32. Fees: (ফিস) বেতন

33. Fine: (ফাইন) জরিমানা

34. Geography: (জিয়োগ্রাফী) ভূগোল

35. Globe: (গ্লোব) ভূগোলক

36. Grammar: (গ্রামার) ব্যাকারণ

37. Vacation: (ভ্যাকেশন) ছুটি

38. Geometry: (জিওমেট্রি) জ্যামিতি

39. Headmaster: (হেডমাস্টার) প্রধান শিক্ষক

40. Holiday: (হলিডে) ছুটির দিন

41. Homework: (হোমওয়ার্ক) বাড়ির কাজ

42. Hostel: (হোস্টেল) ছাত্রাবাস

43. Inkpot: (ইঙ্কপট) কালির দোয়াত

44. Ink: (ইঙ্ক) কালি

45. Inspector: (ইনসপেক্টর) পরিদর্শক

46. Letter: (লেটার) চিঠি

47. Lesson: (লেসন) পাঠ

48. Library: (লাইব্রেরি) গ্রন্থাগার

49. Learning: (লার্নিং) জ্ঞান, বিদ্যা

50. Leave: (লীভ) ছুটি

51. Map: (ম্যপ) মানচিত্র

52. Merit: (মেরিট) মেধা

53. Memory: (মেমোরি) স্মরণশক্তি

54. Master: (মাস্টার) শিক্ষক

55. Mistress: (মিসট্রেস) শিক্ষিকা

56. Mathematics: (ম্যাথমেটিক্স) অংক, গণিত

57. Notice: (নোটিশ) ঘোষণা, বিজ্ঞপ্তি

58. Pen: (পেন) কলম

59. Pencil: (পেনসিল) পেনসিল

60. Paper: (পেপার) কাগজ

61. Poem: (পয়েম) কবিতা

62. Poetry: (পয়েট্রি) পদ্য

63. Prose: (প্রোজ) গদ্য

64. Professor: (প্রফেসর) অধ্যাপক

65. Promotion: (প্রোমোশন) উন্নতি

66. Principal: (প্রিন্সিপাল) অধ্যক্ষ

67. Present: (প্রেজেন্ট) উপস্থিত

68. Question: (কোয়েশ্চন) প্রশ্ন

69. Reading: (রিডিং) পড়া

70. Result: (রেজাল্ট) পরীক্ষা ফল

71. Rough Book: (রাফ বুক) খসড়া খাতা

72. Recitation: (রিসাইটেশন) আবৃত্তি

73. Reading Room :(রিডিং রুম) পড়ার কক্ষ

74. Recess: (রিসেস) বিরতি

75. Roll Call: (রোল কল) নাম ডাকা

76. School: (স্কুল) বিদ্যালয়

77. Success: (সাকসেস) সাফল্য

78. Sum :(সাম) অংক

79. Student: (স্টুডেন্ট) ছাত্র - ছাত্রী

80. Study-room :(স্টাডি রুম ) পড়ার ঘর

81. Subject: (সাবজেক্ট) বিষয়

82. Summation: (সামেশন) যোগাফল

83. Stipend: (স্টাইপেল্ড) বৃত্তি

84. Scholarship: (স্কলারশীপ) বৃত্তি

85. Teacher: (টিচার) শিক্ষক

86. Tutor: (টিউটর) গৃহশিক্ষক

87. Textbook: (টেক্সট বুক) পাঠ্যপুস্তক

88. Training: (ট্রেইনিং) হাতে-কলমে প্রশিক্ষণ

89. Transfer: (ট্রান্সফার) পরিবর্তন

90. Talent: (ট্যালেন্ট) মেধা

91. University: (ইউনির্ভারসিটি) বিশ্ববিদ্যালয়

92. Universe: (ইউর্নিভার্স) মহাবিশ্ব

93. Vacation: (ভ্যাকেশন) ছুটি

সারাদেশের উপর দিয়ে প্রবাহমান তীব্রতাপদাহের কারনে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও ...
20/04/2024

সারাদেশের উপর দিয়ে প্রবাহমান তীব্রতাপদাহের কারনে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫.০৪.২৪ ইং তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হল।।আগামী ২৮. ০৪.২৪ ইং তারিখ রোজ রবি বার যথারীতি খুলবে।

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্যপহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য নিচে উপস্থাপন করা হলো: ১।বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বৈশ...
14/04/2024

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য নিচে উপস্থাপন করা হলো:
১।বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের ১ তারিখ পহেলা বৈশাখ পালন করা হয়।
২।পহেলা বৈশাখ পৃথিবীর সকল বাংলাভাষী মানুষের কাছে সবচেয়ে বড় একটি সর্বজনীন অনুষ্ঠান।
৩।পহেলা বৈশাখের দিনের সকালের খাবার হয়ে থাকে পান্তা ইলিশ।
৪।পহেলা বৈশাখের দিনে মেয়েরা লাল পাড়ের সাদা শাড়ি পরিধান করেন।
৫।পহেলা বৈশাখের এই দিনে প্রত্যেকটি পরিবার তাদের সামর্থ্য অনুযায়ী ভালো খাবার রান্না করেন।
৬।করেন ও মহাজন তাদের মিষ্টি মুখ করিয়ে নতুন বছর শুরু করেন।
৭।পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাএা বের হয় ও এই শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বেশেষে সকল মানুষ অংশ গ্রহণ করেন।
৮।পহেলা বৈশাখের মেলায় স্থান দখল করে নেয় মৃৎশিল্প ও হস্তশিল্পের বিভিন্ন যন্ত্রপাতি।
৯।পহেলা বৈশাখ উপলক্ষে রেডিও ও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির প্রাচীণ ঐতিহ্য তুলে ধরা হয়। ৯।পহেলা বৈশাখ পালনের প্রচলন শুরু হয় সম্রাট আকবর শাসনের আমল থেকে।
১০।পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ হলো বাউল শিল্পীদের গান।

পহেলা বৈশাখে সকল মানুষ ধর্ম-বর্ণ নির্বেশেষে একসাথে পহেলা বৈশাখ পালন করে থাকে।
পহেলা বৈশাখ পৃথিবীর স

14/04/2024

কর্মহীন ব্যক্তির শেষ পরিনতি।
#শিক্ষনীয়


শুভ নববর্ষ।
13/04/2024

শুভ নববর্ষ।

আসসালামু আলাইকুম,  সকল শিক্ষার্থী ও ভার্চূয়াল বন্ধু বান্ধবী ও শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
10/04/2024

আসসালামু আলাইকুম, সকল শিক্ষার্থী ও ভার্চূয়াল বন্ধু বান্ধবী ও শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

18/11/2023

Answering questions। How to write answering question

15/11/2023

সামষ্টিক মূল্যায়ন বিজ্ঞান। ষষ্ঠ শ্রেনী।দেওড়া আদর্শ উচ্চবিদ্যালয়। #মূল্যায়ন #বিজ্ঞান

13/11/2023

দৈনন্দিন জীবনে ব্যবহত ছোট ইংরেজি বাক্য।

11/11/2023

সময় দিন ও সপ্তাহ। সময় ও দিন কে যে ভাবে বলা হয়।

11/11/2023

সম্ভবত -May be

10/11/2023

মূল্যায়ন কিভাবে হবে, কেমন হবে প্রশ্ন? Part-1। #মূল্যায়ন #সামষ্টিকমূল্যায়ন #সপ্তমশ্রেণি

08/11/2023

মুল্যায়ন অ্যাপস নৈপুণ্য শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী।
#নৈপুন্য

03/11/2023

Voice change part-3। -tense

Address


Alerts

Be the first to know and let us send you an email when Learn With Toha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With Toha:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share