Ongoingbd

Ongoingbd OnGoingBD loves doing charity work. We cook a variety of delicious food together with the people of

20/05/2023

টায়ারের আজব খেলা

14/05/2023

আজব ফুটবল চ্যালেঞ্জ । Funniest Game Ever Played
আজব ফুটবল চ্যালেঞ্জ ।Funniest Game Ever Played

Plz Subscribe on Youtube :https:www.youtube.com/.official/

Plz Follow Us on Facebook: https://www.facebook.com/localgamesbd/

Description: Hello Everyone welcome to LocalGamesBD. We are here for interesting challenges.On this channel, you can expect to find , , or আজব ফুটবল চ্যালেঞ্জ,আজব ফুটবল,ফুটবল চ্যালেঞ্জ,মজার চ্যালেঞ্জ,village people playing,Funny Football,football challenge,Funny Challenge,village game,funny local game,local game,interesting challenges,Localgamesbd,game show,funny videos.we are dedicated to providing valuable and informative content for my viewers. Let’s learn and fun together ! Hope you all enjoy !!

Tags:আজব ফুটবলের খেলার চ্যালেঞ্জ,আজব ফুটবল,ফুটবল চ্যালেঞ্জ,মজার চ্যালেঞ্জ,village people playing,Funny Football,football challenge,Funny Challenge,village game,funny local game,local game,interesting challenges,localgamesbd,game show,funny videos,





Md.Hasanuzzaman
Founder & Owner
LocalGamesBD

শিমুল ফুল দেখলেই বুঝা যায় বসন্ত এসেগেছে।গ্রাম বাংলার এই দৃশ্য বিশ্বের আর কোথাও মিলবেনা!ছবি: Mahat Hasan
19/02/2023

শিমুল ফুল দেখলেই বুঝা যায় বসন্ত এসেগেছে।
গ্রাম বাংলার এই দৃশ্য বিশ্বের আর কোথাও মিলবেনা!
ছবি: Mahat Hasan

যুগে যুগে শিমুল নিয়ে এমনি গান, গল্প কিংবা কবিতা লিখেছেন বলতে গেলে সব সাহিত্যিকই। বাংলাদেশের প্রায় সব অংশেই শিমুল ফুলের দ...
16/02/2023

যুগে যুগে শিমুল নিয়ে এমনি গান, গল্প কিংবা কবিতা লিখেছেন বলতে গেলে সব সাহিত্যিকই। বাংলাদেশের প্রায় সব অংশেই শিমুল ফুলের দেখা মেলে। তার মধ্যে এ বসন্তে আমাদের প্রিয় কুষ্টিয়া শহরের ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে পথে প্রায়ই দেখা মেলে শিমুল ফুলের গাছ। গাছভর্তি লাল টকটকে ফুলের কোনো সৌরভ না থাকলেও সৌন্দর্যে মুগ্ধ হন না, এমন ব্যক্তি বোধ হয় খুব কমই মেলে।

কুষ্টিয়া উপজেলা থেকে ইবি ক্যাম্পাসের দিকে আসতে রাস্তার পাশেই পরপর প্রায় ১২টি বিশাল আকারের গাছে এমনইভাবে ফুটেছে শিমুল ফুল। আর শিমুলের সে সৌন্দর্য যেকোনো পথচারীকেই দাঁড়িয়ে দেখতে বাধ্য করবে।

শিমুল আমাদের অত্যন্ত পরিচিত একটি ফুল। তাই শিমুল শব্দটা উচ্চারণ করলে সবার আগে এর রক্তরাঙা চেহারার কথাই মনে আসে। শিমুলের ইংরেজি নাম: Silk Cotton Tree. বাংলা নাম: শিমুল, রক্ত শিমুল, লাল শিমুল। বৈজ্ঞানিক নাম: B.ceiba।

Bombax গণের অন্তর্গত পাতাঝরা বৃক্ষ জাতীয় তুলা উৎপাদক উদ্ভিদ। বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় এ গাছ প্রচুর জন্মে। লম্বায় প্রায় ১৫-২০ মিটার হয়। এর শাখা-প্রশাখা অপেক্ষাকৃত কম। সরল ও বৃত্তাকারভাবে চারদিকে বিস্তৃত। বাকলে কাঁটা থাকে। কাঁটার অগ্রভাগ সরু ও তীক্ষ্ণ এবং গোড়া বেশ মোটা।

পাতার গঠন অনেকটা বোঁটায় ছড়ানো হাতের পাঞ্জার মতো। এর পাতা ৭ থেকে ১১ সেন্টিমিটার চওড়া হয়। শীতের শেষে এই গাছের পাতা ঝরে যায়। ফাল্গুন মাসে ফুলের কুঁড়ি আসে এবং চৈত্র মাসে বড় এবং উজ্জ্বল রঙের লাল ফুল ফোটে। এরপর গাছের পাতা গজানো শুরু হয়। ফুলের পাপড়ি ১০ থেকে ১২ সেন্টিমিটার লম্বা হয়। এর পুংকেশের অনেক থাকে। এর স্ত্রীকেশর পুংকেশর অপেক্ষা লম্বায় বড় হয়।

এর মোচাকৃতি ফল হয় এবং বৈশাখ মাসে ফল পাকে এবং ফল ফেটে বীজ ও তুলা বের হয়ে আসে। বীজের রং কালো। শিমুল তুলা লেপ, তোশক ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এগুলো হলো রেশমি শিমুল, লাল শিমুল, কাপোক শিমুল, পাহাড়ি শিমুল, মোজাম্বিক শিমুল।

শিমুল বহুবর্ষজীবী বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বাংলার মাঠে-ঘাটে, রাস্তার পাশে অনাদর-অবহেলায় বেড়ে ওঠে শিমুলগাছ। সাধারণত বর্ষাকালে পানি পেলে জন্মায়। দ্রুত বর্ধনশীল গাছ। মাত্র ৪ থেকে ৫ বছরের মধ্যে উচ্চতায় আশপাশের আম-কাঁঠাল জাতীয় ২০ থেকে ২৫ বছরের পূর্ণবয়স্ক বৃক্ষকে ছাড়িয়ে যেতে পারে। বছরে ছয় মাস সবুজ পাতায় সুশোভিত থাকে শিমুলগাছ।

হেমন্তের শুরুতেই সবুজ পাতা হলদেটে হয়ে যায়। শীতের শুরুতেই সব পাতা ঝরে গাছ পুরোপুরি ন্যাড়া হয়ে যায়। বসন্ত কালে অন্য বৃক্ষরা যখন নবপল্লবে সেজে ওঠে, তখন শিমুলগাছে শুধু কুঁড়ি বের হয়। সেই বোধ হয় ভালো। নইলে শিমুলের পাতার যে সৌন্দর্য, সেটা এর ফুলের কাছে একেবারে ফিকে হয়ে যেত। আবার উল্টো ঘটনায় ঘটতে পারত।
কুষ্টিয়া থেকে ইবি ক্যাম্পাস দিকে আসতে রাস্তার পাশেই প্রায় ১২টি বিশাল আকারের গাছে এমনইভাবে ফুটেছে শিমুল ফুল। ছবি: লেখক
কুষ্টিয়া থেকে ইবি ক্যাম্পাস দিকে আসতে রাস্তার পাশেই প্রায় ১২টি বিশাল আকারের গাছে এমনইভাবে ফুটেছে শিমুল ফুল। ছবি: লেখক

শিমুলের পাতার যে বাহার, যে বিপুল তাদের সংখ্যা, হয়তো তার আড়ালে কিছুটা হলেও ম্লান হয়ে যেত শিমুলের সুন্দরী পষ্পকূল। শিমুল দ্রুত বর্ধনশীল বৃক্ষ। তাই এর কাণ্ডের বৃদ্ধিটাই সবচেয়ে বেশি। শিমুলের কাণ্ডের রং ধূসর।

অল্প বয়সী শিমুলগাছে কাণ্ডের গোড়ার দিকে মোটা মোটা বেঁটে ফোঁড়ার মতো কাঁটা থাকে। কাণ্ড পেরিয়ে যতই ওপরে ওঠা যায় যায়, ততই কাঁটা কমতে থাকে। কাণ্ডের শেষ পর্যায়ে গিয়ে মোটেও কাঁটা খুঁজে পাওয়া যাবে না। আর ডালে তো নয়ই।

যা–ই হোক, কোনো গাছের বয়স ১৫ থেকে ২০ পেরিয়ে গেলে কাঁটা তখন গোড়াতেও থাকে না। শিমুলে কাণ্ড ও শাখা–প্রশাখা বেশ নরম। তবে কাণ্ড একেবারে সোজা ও খাড়া হয়ে ওপরের দিকে উঠে যায়।

শিমুলগাছের কাণ্ড খাদযুক্ত। তার মানে কাণ্ডের একেবারে গোড়ার দিকে হাঙরের ডানার মতো ৩ থেকে ৪টি পায়া বের হয়ে মাটির সঙ্গে মিশে যায়। এ কারণে বয়স্ক শিমুলগাছের কাণ্ড গোল হয় না। তবে তরুণ গাছের কাণ্ড গোলই হয়। ছোট্টকালে কাণ্ডের গোড়া থেকে ডাল বের হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব নষ্ট হয়ে যায়। তাই শিমুলগাছের কাণ্ডের উচ্চতাও অনেক বেশি। মোটামুটি ২০ ফুটের ওপরে গিয়ে শিমুলের প্রথম ডালটার নাগাল পাওয়া যেতে পারে।

কাণ্ডের বেড় শেষ পর্যন্ত কত হতে পারে, তা আমার জানা নেই। তবে আমাদের গাঁয়ে সবচেয়ে পুরোনো যে গাছটা ছোটবেলায় দেখেছি, তার বেড় আমাদের গাঁয়ের ২০০ বছরের পুরোনো অশ্বত্থগাছটার বেড়ের কাছাকাছি হবে। অর্থাৎ ১০ থেকে ১৫ ফুট। শিমুল পাতার রং সবুজ। বোঁটা লম্বা, বহুপক্ষল। একেকটা বোঁটায় ৫ থেকে ৮টা পাতা থাকে। প্রতিটা পাতার যে আলাদা বোঁটা থাকে, সেটা মোটামুটি এক ইঞ্চি লম্বা। পাতা লম্বাটে, অনেকটা বর্শার ফলার মতো। পাতা ৪ থেকে ৮ ইঞ্চি লম্বা হতে পারে। মাঝ–বরাবর পাতার প্রস্থ ২ থেকে ২.৫ ইঞ্চি।

শীতের একেবারে শেষভাগে এসে ন্যাড়া শিমুলগাছের মঞ্জরিতে কুঁড়ি আসে। এর কুঁড়িগুলো দেখতে ভারি সুন্দর। ঠিক কুঁড়ি নয়, যেন সুস্বাদু ফল! শিমুলের মঞ্জরিও দেখার মতো। ছোটখাটো একট ডাল যেন। ডালটার সারা গায়ে সার বেঁধে কুঁড়ি বের হয়। তার মানে মঞ্জরি বহুপুষ্পক। ফুলের কুঁড়ি আস্ত একটা সবুজ আবরণ দিয়ে ঢাকা থাকে। ধীরে ধীর সবুজ আবরণ ফেটে বেরিয়ে আসে আসল ফুল। কিন্তু কুঁড়ির ওই সবুজ আবরণ থেকেই যায়। পরিণত হয় সবুজ পাঁপড়িতে। ফুলের বোঁটার বেড় প্রায় ১ ইঞ্চি।

শিমুল ফুলের রং গাঢ় লাল। কখনো কখনো ফিকে লাল রঙের ফুলও দেখা যায়। তবে স্টো পানির অভাবের কারণেই। আবার সোনালি ধরনের এক রকম শিমুল দেখা যায়। তবে সেটার সম্পর্কে আমার অল্পবিস্তর জানাশোনাও নেই, তার বর্ণনা এড়িয়ে যাচ্ছি। শিমুল ফুল ঘণ্টাকৃতির। পাঁচটি পাপড়ি থাকে। পাপড়ি ঘন, সুসজ্জিত। ফুলের ব্যাস ৫ থেকে ৭ ইঞ্চি হতে পারে। একটা পাপড়ি ছিঁড়ে নিয়ে মাপলে কমপক্ষে ৪ ইঞ্চি লম্বা হবে। পাপড়ি বেশ পুরু। অন্তত কাচের চায়ের কাপের মতো পুরু হবে। অতিরিক্ত পুরুত্বের কারণে শিমুল ফুলের ওজনও অনেক বেশি। একেকটা ফুলের ওজন ৩০ থেকে ৫০ গ্রাম হবে। আমি মনে করি, শিমুলই একমাত্র বৃক্ষ, যার ডাল ফুলের ভারেই নুয়ে পড়ে।

পুরোটা বিকেল অসাধারণ কিছু সময় কাটালাম! সেই ভালো লাগা যেন প্রথমবারের অপূর্ণতাকে ভরিয়ে দিল। ভালো এক অনুভূতি নিয়ে শিমুলবন ছাড়ার আগে বিড়বিড় করে বলতে থাকলাম, প্রথমবার ফুল দেখতে এসেছি, শেষবার নয়! আবার দেখা হবে!

লেখক: শিক্ষার্থী, ফোকলোর স্টাডিজ বিভাগ, ইবি

আজ ১৪ই ফেব্রুয়ারি, বিশ্ব ‘ভালোবাসা দিবস’। ভ্যালেন্টাইনস ডে। পাশ্চাত্যের দেশগুলোতে ভালোবাসার এই দিবস পালিত হয়ে আসছে বহুকা...
14/02/2023

আজ ১৪ই ফেব্রুয়ারি, বিশ্ব ‘ভালোবাসা দিবস’। ভ্যালেন্টাইনস ডে। পাশ্চাত্যের দেশগুলোতে ভালোবাসার এই দিবস পালিত হয়ে আসছে বহুকাল আগে থেকে। বাংলাদেশে ২৬ বছর আগে এই ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসের সূচনা হয়। গতকাল নানা আয়োজনে বরণ করা হয়েছে ঋতুরাজ বসন্তকে। বাসন্তি রাঙা বসন আর ফুলের শোভায় সেজেছিল রাজধানীসহ পুরো দেশ। ফাল্গুনের প্রথম দিনে বসন্তের দোলা লেগেছিল নানা বয়সী মানুষের হৃদয়েও।
পৃথিবীর আদিমতম সম্পর্কের নাম ভালোবাসা। ভালোবাসা নিয়ে পৃথিবীতে যত গান, গল্প, কবিতা, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো বিষয় নিয়ে তা হয়নি। ভালোবাসার জন্য কেউ সাম্রাজ্য ত্যাগ করেছে আবার কেউ কেউ জীবনও দিয়েছে। ভালোবাসার প্রত্যয়কে চিরঞ্জীব করে রাখতে ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ‘বিশ্ব ভালোবাসা দিবস’।
‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ এমন ভাবনায় কেটেছে যেসব মানব-মানবীর, তাদের মনের না-বলা কথা প্রস্ফুটিত হবে আজ ভালোবাসা দিবসে। ভালোবাসা নিয়ে অসংখ্য কবিতা, গান মুখে মুখে ফিরবে। একই সঙ্গে প্রিয়তমার হাত ধরে কিংবা পাশে বসে অনেকেই স্বপ্ন বুনবে সুন্দর ভবিষ্যতের। তবে, আজকের এ ভালোবাসা শুধু প্রেমিক, প্রেমিকার জন্য নয়। ভালোবাসার এই দিবসের তাৎপর্য বিশাল ও সর্বজনীন। আজকের ভালোবাসা মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান, বন্ধু সর্বোপরি মানুষে মানুষে ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিকতার দিন আজ। আজকের এই দিনে মুঠোফোনে ক্ষুদে বার্তা, ই-মেইল কিংবা ফেসবুকে জানান দেয়া হবে ভালোবাসার কথা। প্রিয়জনকে দেয়া হবে নানা উপহার।
ইতিহাসের তথ্য অনুযায়ী, খ্রিষ্টান পাদরি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেন্টাইনস ডে’ করা হয়। অনেকের মতে ভ্যালেন্টাইনের নামানুসারেই পোপ প্রথম জুলিয়াস ৪৯৬ খ্রিষ্টাব্দের ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে ঘোষণা করেন। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি খ্রিষ্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি চিঠি লিখেন, যেখানে তিনি নিজের নাম সই করে লিখেছিলেন ‘ফ্রম ইওর ভ্যালেন্টাইন’। সেন্ট ভ্যালেন্টাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে পালন করা শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেন্টাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি কালক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
একই বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছুটা ভিন্ন মতও আছে। অনেকের মতে খ্রিষ্টান ধর্ম প্রচারের অভিযোগে রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস খ্রিষ্টান পাদরি ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দি করেন। কারণ, তখন রোমান সাম্রাজ্যে খ্রিষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দি অবস্থায় ভ্যালেন্টাইন জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারি। একসময় ৪৯৬ খ্রিষ্টাব্দে পোপ সেন্ট জেলাসিউও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইনস স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন। কালক্রমে এটি সমগ্র ইউরোপ এবং পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশজুড়ে নানা মাত্রিক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিটি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশন সমপ্রচার করবে ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানমালা। এদিকে আজকের দিনটিকে উদযাপনে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা বর্ণিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন উদ্যান, বাংলা একাডেমির বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যান, কফিশপ, ফাস্টফুড শপগুলোতে আজ ভির থাকবে। উপহার হিসেবে প্রিয়জনকে দেয়া হবে ফুল, পারফিউম, শুভেচ্ছা কার্ড, আংটি, প্রিয় পোশাক, খেলনা, চকোলেটসহ নানা উপকরণ। আর ই-মেইল, মোবাইলে এসএমএস’র মাধ্যমে জানানো হবে ভালোবাসার বার্তা। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে এবারো রাজধানীজুড়ে থাকবে নানা বর্ণিল আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসি চত্বর আজ দিনভর মুখরিত হবে তরুণ তরুণীদের পদচারণায়। এ ছাড়া চারুকলার বকুলতলা, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা, বনানী, ধানমণ্ডি, গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় থাকবে নানা অনুষ্ঠান। এ উপলক্ষে ভালোবাসার স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, ভালোবাসার চিঠি পাঠসহ আরো নানা আয়োজন থাকছে। দিবসটি উপলক্ষে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ভালোবাসার গানের কনসার্টের আয়োজন করা হয়েছে।
নানা আয়োজন বসন্ত বরণ
এদিকে গতকাল ফাগুনের প্রথম প্রহরে বসন্তকে বরণ করতে ছিল নানা আয়োজন। বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তকে পালন করা হয় ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। বসন্তের প্রথম দিনের মুহূর্তকে ধরে রাখতে সবাই মেতে উঠেছিল নানা উৎসব ও সাজে। বাসন্তি রাঙা বসন আর ফুলের শোভায় সেজেছিল রাজধানীসহ পুরো দেশ। ফাল্গুনের প্রথম দিনে বসন্তের দোল লেগেছিল নানা বয়সী মানুষের হৃদয়ে। প্রতিবছরের মতো গতকালও রাজধানীতে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ আয়োজন করে বসন্ত উৎসবের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এ আয়োজন করা হয়। সকাল ৭টায় গিটারে রাগ বসন্ত বিহারের মূর্ছনায় শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর গান, কবিতা আর নৃত্যে শুরু হয় নাগরিক বসন্ত উদযাপন। কণ্ঠে কণ্ঠে ছিল সেই চিরচেনা গান- ‘বসন্ত বাতাসে সই গো, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে’। অনুষ্ঠানে বসন্তের কবিতা আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম ও ভাস্বর বন্দোপাধ্যায়। ‘আমি পথভোলা পথিক এসেছি’ গানটি পরিবেশন করেন নার্গিস চৌধুরী। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গেয়ে শোনান অতুল প্রসাদের ‘আয়রে বসন্ত’ গানটি। ‘দোল ফাগুনের দোল লেগেছে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দোপাধ্যায় ও তার দল নৃত্যনন্দন। পরে সামিনা হোসেন প্রেমা তার দল ভাবনাকে নিয়ে ‘আজি দখিন দুয়ার’ গানের সঙ্গে মঞ্চে পরিবেশন করেন নৃত্য। এরপর মণিপুরি নৃত্য, গৌড়ীয় নৃত্য পরিবেশন করা হয়। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ছিল রাখি বন্ধন পর্ব। রাখি পড়িয়ে নতুন বন্ধু গড়ে নিতে উৎসব মঞ্চে উঠে আসে তরুণ তরুণীর দল। উৎসবের মঞ্চে সংগীত পরিবেশন করেন মিতা হক, প্রিয়াংকা গোপ, বুলবুল ইসলাম, বিমান চন্দ্র মিস্ত্রি। সমবেত সংগীত পরিবেশন করেন সুরতীর্থ নজরুল সংগীত শিল্পী সংস্থার শিল্পীরা। বসন্ত উৎসবের ছোয়া লাগে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের একুশে গ্রন্থমেলাতেও। বিকালে জনস্রোত মিলিত হয় বই মেলাতে। এ ছাড়া বসন্ত বরণ উৎসবে রাজধানীর লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর, উত্তরার রবীন্দ্র সরণি মুক্তমঞ্চে ছিল নানা আয়োজন।

মেট্রোরেলবাংলাদেশের রাজধানী ঢাকায়  শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে মাস র‍্যাপিড ট্রানজিট বা...
05/02/2023

মেট্রোরেল

বাংলাদেশের রাজধানী ঢাকায় শহরভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে মাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।

আহা গ্রামীণ দৃশ্য কতইনা সুন্দর!!
17/10/2021

আহা গ্রামীণ দৃশ্য কতইনা সুন্দর!!

25/09/2021

Cute Queen expression

25/09/2021

গোসলের ফাকে খালি গলায় ছোট্ট ছেলে হৃদয়ের কন্ঠে অসাধারন গান 💞

বুড়ি মরে গেল।😭বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...'ল...
25/09/2021

বুড়ি মরে গেল।😭
বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...
কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...
'লোক দেখানো শোক'
চললো কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো...
তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চললো।
কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে,
কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া......
যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল...
বুড়ো একা বসে বসে দেখে তাদের কান্ডকারখানা...
মনের বাজারে স্মৃতির দর'কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিকের কোন এক ফাঁক ফোকরে...
যে যার কাজে ব্যস্ত হয়ে যায়,
বুড়ো একা হয়ে পড়ে,
হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারী করে...
সেদিন ছোট নাতনী এসে বলে গেল
"দাদু দাদু, তুমি মরে গেলে কিন্ত এই লাঠিখানা আমার, আমি খেলবো.!"
এদিক থেকে বৌমা দৌড়ে আসে
"দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো।
এসব কথা বলতে নেই, বলেছি না.?
বুড়ো হাসে...
যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশির কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে...
সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে
"দাদুর অবস্থাও বেশি ভাল না।
কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার,
তখন জমিয়ে আড্ডা হবে.!"
বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে...
দুই ছেলের মাঝে তো প্রায়দিন ঝগড়া লেগেই থাকে,
বুড়ো কার কাছে ক'দিন খাবে এই নিয়ে...
বুড়োটা আজ কারো বাবা নয়,
আজ কারো শ্বশুর নয়,
কারো দাদুও নয়,
সে আজ শুধুই এক বোঝা...
আজ বুড়োর জন্মদিন।
গত বছর বুড়িটা বেঁচে ছিল,
তাও একটু পায়েশ রেঁধে খাইয়েছিলো...
আজ সারাটা দিন গেল,
কেউ কিছুই বললো না...
কিই বা বলবে.!
যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে,
কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার.!
অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনীর জন্মদিন পালন করা হলো...
বুড়োর হিসেব টা জমা পড়ে আছে,
কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে...
সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে...
বুড়িটার বেলা তে তো তাই হয়েছিল...
বুড়ো ভাবে, কিসের এ জীবন.?
কাদের জন্য এতকিছু.!
বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়।
কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে...
আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো,
মনে মনে এটাই বললো
"পৃথিবীর সমগ্র বাবা মা যেন বাবা মা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়...!

©️সংগ্রহীত

পাটুল নৌকাঘাট থেকে হালতি বিল, ললডাঙ্গা, নাটোর। ছবি - Imran Hasan
25/09/2021

পাটুল নৌকাঘাট থেকে হালতি বিল, ললডাঙ্গা, নাটোর।
ছবি - Imran Hasan

শরতের অবেলা ছুঁয়ে যাক মন খারাপের দীর্ঘশ্বাসে।মেঘগুলো নেমে আসুক কাশফুলের দেশে!❤️
25/09/2021

শরতের অবেলা ছুঁয়ে যাক মন খারাপের দীর্ঘশ্বাসে।
মেঘগুলো নেমে আসুক কাশফুলের দেশে!❤️

দুইতলা টিনের বাড়ি
25/09/2021

দুইতলা টিনের বাড়ি

বিলের বোয়াল মাছ.....
25/09/2021

বিলের বোয়াল মাছ.....

25/09/2021
শুভ সকাল অসাধারণ আমার বাংলার প্রকৃতি।
25/09/2021

শুভ সকাল
অসাধারণ আমার বাংলার প্রকৃতি।

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান।✬ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?— ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে✬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মক...
21/09/2021

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান।

✬ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
— ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে
✬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি?
— গভর্নর
✬ কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
— ১৯৯৮ সালে
✬ বাংলাদেশে কৃষি ব্যাংক স্থাপিত হয়?
— ১৯৭৩ সালে
✬ বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক?
— সোনালী ব্যাংক
✬ স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট চালু করা হয়?
— ৪ মার্চ, ১৯৭২ সালে
✬ বাংলাদেশ শেয়ার বাজার নিয়ত্রণকারী প্রতিষ্ঠানের নাম?
— এসইসি
✬ বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র?
— বাংলাদেশ ব্যাংকের
✬ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
— ১৯৮৩সালে
✬ প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে?
— ব্যাংক এশিয়া
✬ প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে?
— ডাচ-বাংলা ব্যাংক
✬ অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল?
— ভারত
✬ যশোর জেলায় অবস্থিত বিল?
— ভবদহ
✬ জাতীয় পতাকা দিবস?
— ২ মার্চ
✬ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস?
— ১০ জানুয়ারি
✬ বাংলাদেশে কৃষি দিবস?
— পহেলা অগ্রহায়ণ
✬ বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয়?
— ১৯৭৫ সালের ৩ নভেম্বর
✬ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর
✬ বাংলাদেশের জাতীয় দিবস?
– ২৬শে মার্চ
✬ মুজিবনগর দিবস?
— ১৭ এপ্রিল
✬ রোকেয়া দিবস?
— ৯ ডিসেম্বর
✬ সংবিধান দিবস?
— ৪ নভেম্বর
✬ স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয়?
— ১০ এপ্রিল,১৯৭১
✬ কক-বরক ভাষায় কারা কথা বলে?
— ত্রিপুরা
✬ ত্রিপুরাদের প্রধান উৎসব?
— বৈসু
✬ খাসিয়া উপজাতি বাস করে?
— সিলেটে
✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা?
— নোয়াখালী জেলার বেগমগঞ্জ
✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা?
— থানচি
✬ ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি গোত্রতে বিভক্ত? — ৩৬ টি
✬ বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি?
— সাঁওতাল
✬ বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা?
— ৩২টি
✬ বাংলাদেশে গারো উপজাতি বাস করে?
— ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়
✬ বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত?
— রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে
✬ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম?
— মাওরি
✬ বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে?
— বৃহত্তর ঢাকা জেলায়
✬ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান?
— পাঙন
✬ রাজবংশী উপজাতিরা বাস করে?
— রংপুরে
✬ ঢাকার পূর্ব নাম?
— জাহাঙ্গীর নগর
✬ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল?
— পুণ্ড্রনগর
✬ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন?
— জাহাঙ্গীরনগর
✬ লালবাগ কেল্লার আদি নাম?
— আওরঙ্গবাদ দূর্গ
✬ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন?
— শফিকুল হক হীরা
✬ প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার
— নিয়াজ মুর্শেদ
✬ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে?
— ১৯৯৭সালে
✬ জাতীয় কন্যা শিশু দিবস?
— ৩০ সেপ্টেম্বর
✬ জাতীয় সংহতি দিবস?
— ৭ নভেম্বর
✬ জাতীয় কর দিবস?
— ১৫ সেপ্টেম্বর
✬ শহীদ আসাদ দিবস?
— ২০ জানুয়ারি
✬ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী?
— চাকমা
✬ মারমাদের প্রধান পেশা?
— জুম চাষ
✬ সাঁওতালরা বাস করে?
— রাজশাহী ও দিনাজপুর জেলায়
✬ বরিশালের পূর্ব নাম?
— চন্দ্রদ্বীপ
✬ ময়মনসিংহ জেলার পূর্ব নাম?
— নাসিরাবাদ
✬ সিলেটের পূর্ব নাম?
— জালালাবাদ
✬প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।
✬প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল।
✬প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিলে।
✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর: সম্মিলিত প্রয়াস।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: নাজমুন আরা সুলতানা।
✬প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তর: বেগম রাজিয়া বানু।
✬প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।
✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।
✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর: জাতীয় সংসদের স্পিকার।
✬প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
উত্তর: ৪৬৮২ দিন।
✬প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: রাজারবাগ, ঢাকা।
✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।
✬প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
✬প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: পার্বত্য রাঙামাটি।
✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
উত্তর: ফেনী।
✬প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
উত্তর: বগুড়ায়।
✬প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।
✬প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৯০ তম।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর: জান্নাতুল ফেরদৌস।
✬প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।
✬প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর: গোবিন্দ হালদার।
✬প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার।
✬প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।
✬প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
উত্তর: শিব নারায়ণ দাস।
✬প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
উত্তর: ৪টি।
✬প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর: চার্লস উইলকিনস।
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।
✬প্রশ্ন: ‘জীবন তরী’ কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল।
✬প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর: উড়ন্ত বলাকা।
✬প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।
✬প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।
✬প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।
✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তরঃ ৪৭১৯ কি.মি.
✬ প্রশ্নঃ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে?
উত্তরঃ ১৮৪৬ সালে
✬ প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি ?
উত্তরঃ ১৯টি
✬ প্রশ্নঃ বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
উত্তরঃ খুলনা
✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
উত্তরঃ কামরুন নাহার
✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ মহাকাশযানের নাম কি ?
উত্তরঃ ফ্যালকন-৯
✬ প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি ?
উত্তরঃ আলিকদম – থানচি
✬ প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল ?
উত্তরঃ ৪৪৫ মাইল
✬ প্রশ্নঃ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অাবস্থিত?
উত্তরঃ দক্ষিণপূর্ব
✬ প্রশ্নঃ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
✬ প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তরঃ ৩৭১৫ কিলোমিটার
✬ প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি
✬ প্রশ্নঃ বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?
উত্তরঃ ৫৬,৫০১ বর্গমাইল
✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
উত্তরঃ ৫১৩৮ কি.মি.
✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি. ?
উত্তরঃ ৪৭১৯ কি.মি.
✬ প্রশ্নঃ শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ সিলেট
✬ প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
উত্তরঃ বান্দরবান
✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
উত্তরঃ ৫১৩৮ কি.মি.
✬ প্রশ্নঃ সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
উত্তরঃ মেঘালয়
✬ প্রশ্নঃ ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি
✬ প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তরঃ ৩০টি
✬ প্রশ্নঃ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১১.৮ কি.মি.
✬ প্রশ্নঃ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তরঃ ২৮০ কিলোমিটার
✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত মাইল ?
উত্তরঃ ২৯২৮ মাইল
✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
উত্তরঃ হাফিজউদ্দিন মিয়া
✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কি.মি.?
উত্তরঃ ১,৪৭,৬১০ বর্গ কি.মি.
✬ প্রশ্নঃ ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?
উত্তরঃ মনিপুর
✬ প্রশ্নঃ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল ?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
✬ প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তরঃ ৭১১ কি.মি.
✬ প্রশ্নঃ বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
✬প্রশ্নঃ নিঝুম দ্বীপের পুরাতন নাম কি?
উত্তরঃ বাউলার চর।
✬প্রশ্নঃ তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা?
উত্তরঃ যশোর।
✬প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ লুসাই পাহাড়।
✬প্রশ্নঃ বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৬০ সালে।
✬প্রশ্নঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাষ্কর কে?
উত্তরঃ নিতুন কুন্ডু।
✬প্রশ্নঃ রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে?
উত্তরঃ ১৯১৩ সালে।
✬প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উত্তরঃ ১২০৪ সালে।
✬প্রশ্নঃ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
উত্তরঃ বরিশাল।
✬প্রশ্নঃ ১০ তম ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে?
উত্তরঃ সাকিব আল হাসান, বাংলাদেশ।
✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি?
উত্তরঃ নাজনীন সুলতানা।
✬প্রশ্নঃ বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি?
উত্তরঃ ১.১৩% উপজাতি।
✬প্রশ্নঃ শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ লারমা।
✬প্রশ্নঃ নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন?
উত্তরঃ ১৯ জন।
✬প্রশ্নঃ দেশে অনলাইন জিডি (General Diary-GD) এর কার্যক্রম শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ৫ মার্চ ২০১০।
✬প্রশ্নঃ পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৫-১৯ মার্চ ২০১১ সালে।
✬প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে?
উত্তরঃ ১৭৭০সালে ( বাংলা ১১৭৬ খৃঃ)।
✬প্রশ্নঃ দেশের প্রথম নারী ওসির নাম কি?
উত্তরঃ হোসেন আরা বেগম।
✬প্রশ্নঃ সেমুতাং গ্যাসফিল্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ মানিকছড়ি, খাগড়াছড়ি।
✬প্রশ্নঃ জাতীয় কৃষি দিবস কবে?
উত্তরঃ পহেলা অগ্রহায়ন।
✬প্রশ্নঃ সারা দেশে নিবন্ধন কৃত কৃষকের সংখ্যা কত?
উত্তরঃ এক কোটি আশি লাখ।
✬প্রশ্নঃ ঘূর্ণিঝড় “আইলা” নামকরণ করে কোন দেশ?
উত্তরঃ মালদ্বীপ।
✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানী।
✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
উওরঃ সেন্টমার্টিন।
✬প্রশ্নঃ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।
✬প্রশ্নঃ বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঈশ্বরদী।
✬প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মিজোরাম।
✬প্রশ্নঃ বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে?
উত্তরঃ ২০০০ সালে।
✬প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উত্তরঃ ইসলাম খান।
✬প্রশ্নঃ ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
উত্তরঃ ১৩?!টি।
✬প্রশ্নঃ বাংলাদেশে কয়টি ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে?
উত্তরঃ ২টি।
✬প্রশ্নঃ ১ নভেম্বর ২০১০ ঢাকা-চট্রগ্রাম রুটে আন্তঃনগর কোন ট্রেন উদ্ভোদন করা হয়? উত্তরঃ চট্টলা এক্সপ্রেস।
✬প্রশ্নঃ মহামায়া কৃত্রিম লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরসরাই, চট্রগ্রাম।
✬প্রশ্নঃ দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপাড়া, দিনাজপুর।
✬প্রশ্নঃ বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
উত্তরঃ তিন টি (ঢাকা, চট্রগ্রাম, সিলেট)।
✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে?
উত্তরঃ ১৭৯৩ সালে।
✬প্রশ্নঃ স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
✬প্রশ্নঃ BPL শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ১০ ফেব্রুয়ারি ২০১২।
✬প্রশ্নঃ বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে?
উত্তরঃ মেজর জেমস রেনেল।
✬প্রশ্নঃ বাংলাদেশে VAT চালু করা হয় কবে?
উত্তরঃ ১ জুলাই ১৯৯১ সালে।
✬প্রশ্নঃ বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর, শিমুলতলী।
✬প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন।
✬প্রশ্নঃ বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৭১১ কি. মি.।
✬প্রশ্নঃ কোন দ্বীপে বাতিঘর আছে?
উত্তরঃ কুতুবদিয়া।
✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?
উত্তরঃ ১০ঃ৬ বা ৫ঃ৩।
✬প্রশ্নঃ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম।
✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তরঃ কামরুল হাসান।
✬প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫০ টি।
✬প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশ হতে কতটি দেশে ঔষধ রপ্তানি করা হচ্ছে?
উত্তরঃ ৭২ টিরও বেশি।
✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ আগারগাঁও, ঢাকা।
✬প্রশ্নঃ বাংলাদেশে কোথায় চীনামটির সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বিজয়পুরে।
✬প্রশ্নঃ লালবাগ কেল্লা নির্মাণ করেন কে?
উত্তরঃ শায়েস্তা খান।
✬প্রশ্নঃ রাষ্ট্রের প্রধান আইনজীবিকে কি বলা হয়?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।
✬প্রশ্নঃ পরি বিবি কে ছিলেন?
উত্তরঃ শায়েস্তা খানের কন্যা।
✬প্রশ্নঃ বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
উত্তরঃ ধর্মপাল।
✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।
✬প্রশ্নঃ ‘বঙ্গভঙ্গ’ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।
✬প্রশ্নঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ্‌ ।
✬প্রশ্নঃ শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
✬প্রশ্নঃ ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়?
উত্তরঃ ২৬ জুন ২০০০ সালে।
✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুরে।
✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় কত সালে?
উত্তরঃ ১৯৭৮ সালে।
✬প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি বা আদিবাসী সংখ্যা কত?
উত্তরঃ ২৭ টি।
✬প্রশ্নঃ জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন?
উত্তরঃ হুমায়ূন রশীদ চৌধুরী।
✬প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
উত্তরঃ হার্ডিঞ্জ সেতু(একক ভাবে) বঙ্গবন্ধু সেতু (বহুমুখী)।
✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে?
উত্তরঃ অধ্যাপিকা হান্নানা বেগম।
✬প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ও একমাত্র আন্তজার্তিক বোটানিক্যাল গার্ডেন কোনটি?
উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন।
✬প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারী কয়লা শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ বিরামপুর, দিনাজপুর।
✬প্রশ্নঃ জাতীয় সংসদে প্রথম নারী হুইপ এর নাম কি?
উত্তরঃ সাগুফতা ইয়াস্মিন এমিলি।
✬প্রশ্নঃ ফুলবারী (বুটুমিনাস) কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
✬প্রশ্নঃ মৎস্য প্রশিক্ষন ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁদপুর।
✬প্রশ্নঃ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি।
✬প্রশ্নঃ জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশব্যাপী নতুন স্লোগান কি?
উত্তরঃ দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়।
✬প্রশ্নঃ দেশের ডাক বিভাগে মোবাইল মানি অর্ডার সার্ভিস চালু হয় কবে?
উত্তরঃ ৯ মে ২০১০সালে।
✬প্রশ্নঃ ঢাকার বাহিরে প্রথম কোথায় টেষ্টটিউব শিশুর জন্ম হয় কোথায়?
উত্তরঃ কুমিল্লা।
✬প্রশ্নঃ ছয় দফা দাবী প্রথম কোথায় উত্থাপন করা হয়?
উত্তরঃ লাহোরে।
✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় মোট কতটি সেক্টর ছিল?
উত্তরঃ ১১টি সেক্টর।
✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুর।
✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন জেলা অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড়।
✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম স্বীকৃতি কারী দেশ কোনটি ?
উত্তরঃ ভুটান।
✬প্রশ্নঃ বাংলাদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
✬প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউবে মা হন?
উত্তরঃ ফিরোজা বেগম।
✬প্রশ্নঃ “সূর্য্যদীঘল বাড়ী” চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উত্তরঃ শেখ নিয়ামত শাকের।
✬প্রশ্নঃ মানবাধিকার দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ১০ ডিসেম্বর।
✬প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
উত্তরঃ ৫ বছর।
✬প্রশ্নঃ বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
উত্তরঃ বগুড়া।
✬প্রশ্নঃ “সাবমেরিন কেবল” প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ।
✬প্রশ্নঃ দক্ষিণ তালপট্টির অপর নাম কি?
উত্তরঃ পূর্বাশা দ্বীপ।
✬প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোথায়?
উত্তরঃ বেনাপুল।
✬প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
উত্তর: মঙ্গল শোভাযাত্রা
✬প্রশ্ন: দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর।
উত্তর: শিক্ষা ব্যবস্থার
✬প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উত্তর: ২৬ মার্চ
✬প্রশ্ন: বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
উ: রাজশাহী
✬প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
উত্তর: ৩৫০টি
✬প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উত্তর: রাঙ্গামাটি
✬প্রশ্ন: বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র
✬প্রশ্ন: বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর: সিয়েরা লিয়ন
✬প্রশ্ন: সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: পাবনা
✬প্রশ্ন: নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
উত্তর: ৬.১৫ কি.মি
✬প্রশ্ন: বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়া
✬প্রশ্ন: খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উত্তর: সিলেট
✬প্রশ্ন: বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
উত্তর: সন্ত্রাস ও জংগিবাদ
✬প্রশ্ন: শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উত্তর: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে
✬প্রশ্ন: উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর: নাটোর
✬প্রশ্ন: বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
উত্তর: রাজশাহী
✬প্রশ্ন: লালন ফকিরের জন্মস্থান কোথায়?
উত্তর: কুষ্টিয়া
✬প্রশ্ন: সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: হবিগঞ্জ
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
উত্তর: চট্টগ্রাম
✬প্রশ্ন: ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: মোনায়েম সরকার
✬প্রশ্ন: পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
উত্তর: ড.মাকসুদুল আলম
✬প্রশ্ন: বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর: হরিপুর
✬প্রশ্ন: ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
উত্তর: বেগম রোকেয়া
✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর: পাবনা
✬প্রশ্ন: সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
উত্তর: করতোয়া
✬প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?
উত্তর: নাফ
✬প্রশ্ন: ম্যানগ্রোভ কি?
উত্তর: উপকূলীয় বন।

Address


Telephone

+8801318442256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ongoingbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ongoingbd:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share