25/07/2025
**"সে বলেছিল — ভালোবাসে।
কিন্তু সেই ভালোবাসার আগে ছিল শর্ত:
এই শর্তে যদি আমি রাজি থাকি,
তবেই সে আমাকে ভালোবাসবে।
আমি মাথা নিচু করে রাজি হয়েছিলাম…
কারণ আমি ভালোবেসেছিলাম তাকে, শর্ত ছাড়াই।
কিন্তু সময় বদলালো।
আর ঠিক তখনই সে চলে গেলো…
ভালোবাসা গেলো ভেঙে — শুধু এক ‘condition’ মানিনি বলে।
আজ ব্রেকআপের ৭ দিন,
আর সে আজ সবাইকে দাওয়াত দিচ্ছে বিয়ের!
আগামী বুধবার তার গায়ে হলুদ,
আর শুক্রবার বিয়ে!
অথচ আজও সে বলছে,
‘ভালোবাসি তোমাকেই…
জীবনের শেষ মুহূর্তে যদি তুমি পাশে থাকো,
তাহলে স্বামী থাকা সত্ত্বেও তোমাকে গ্রহণ করবো!’
কি নিষ্ঠুর ভালোবাসা!
যেখানে আমি শুধু তার "শেষ বিকেলের অপশন",
যেখানে স্বপ্ন দেখানো হয়,
আর বাস্তবে দেখা হয় দাওয়াত কার্ড।
ভালোবাসা কি সত্যিই এমন হয়?
যেখানে শর্ত না মানলে তুমি বাতিল,
কিন্তু ভালোবাসা ঠিকই কথায় কথায় বলা যায়?
আজ আমি চোখের জল ফেলছি না —
কারণ আমি হেরে যাইনি।
আমি শুধু বুঝে গেছি —
ভালোবাসা যদি শর্তে বাঁধা পড়ে,
তাহলে তা ভালোবাসা নয়,
তা এক ধরনের চুক্তি।
আর আমি — ভালোবাসতে শিখেছি,
চুক্তি করতে নয়।"**