Bony Amin Foysal

  • Home
  • Bony Amin Foysal

Bony Amin Foysal Hi, This is Bony here and Who is waiting for helping you. Let work together and always remember peop

♦আমরা অনেক সময় না বুঝে বায়ারে সাথে কমোনিকেশন এর সময় অনেক শব্দ ব্যবহার করে থাকি।♦এক পলকে দেখে নিন কোন কোন শব্দ গুলো ব্যবহ...
12/01/2023

♦আমরা অনেক সময় না বুঝে বায়ারে সাথে কমোনিকেশন এর সময় অনেক শব্দ ব্যবহার করে থাকি।

♦এক পলকে দেখে নিন কোন কোন শব্দ গুলো ব্যবহার করলে একাউন্টের রেসট্রিকটেড হওয়ার ঝুকি থাকে।

গিগ ইমেজ তৈরির ক্ষেত্রে আপনাকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে :—--------------------------------------------------...
16/04/2022

গিগ ইমেজ তৈরির ক্ষেত্রে আপনাকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে :
—----------------------------------------------------------------------------------------------
১. Image Quality :
=============
গিগের জন্য যেসব ইমেজ পছন্দ বা তৈরি করবেন সেটি অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। অর্থাৎ কোন রকম pixelated image use করা যাবে না। অনেককেই দেখা যায় গিগের ইমেজ কোয়ালিটির দিকে বিশেষ নজর রাখে না বা ইমেজ ফেটে যায়। এতে করে বায়ার আপনার সার্ভিসের ব্যপারে সন্দেহ পোষণ করতে পারে। তাই ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে সতর্কতার সাথে ইমেজের ভালো কোয়ালিটি বজায় রাখুন।
২. Copyright Image :
===============
কপিরাইট ইমেজ অর্থাৎ Stock Image ব্যবহার করা যাবে না। ফাইভার Terms & Conditions এ Copyright এর ব্যাপারটি খুব কঠোরভাবে বলা আছে যে কোন প্রকার কপিরাইট ইমেজ ব্যবহার নিশেধ। Copyright Image ব্যবহারের ফলে আপনার গিগ র‍্যাঙ্ক তো করবেই না, বরং একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনাও থাকবে। তাই যতটা সম্ভব কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করুন।
৩.Badges :
=========
সেলারদের সেল অনুযায়ী ফাইবার আপনাকে ব্যাজ দেবে। কিন্তু আপনি কওন level এর সেলার সেই Badge ইমেজে ব্যবহার করা যাবেনা। আপনি ফাইভারে কেমন সেল করছেন বা আপনি কোন পজিশনে আছেন এটি বায়ার আপনার প্রফাইলে প্রবেশ করলেই বুঝতে পারবে।
৪. Text :
=======
গিগে কখনও মাত্রাতিরিক্ত টেক্সট ব্যবহার করেন না। অনেকেই আছেন অনেক গুলো টেক্সট ব্যবহার Gig image এ। এটি পরিহার করুন।গিগ কে যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটাই করুন।
৫. Image size :
============
গিগ ইমেজ সাইজ সঠিক ভাবে দিন।
৬. এক ইমেজ একধিক গিগে ব্যবহার করবেন না।
৭. ফাইভারে বেস্ট সেলিং গিগ কে হুবুহু কপি করে ভুলেও ব্যবহার করবেন না। এটা খুব বাজে একটা কাজ।কারো টা কপি করলে আপনার র‍্যাংক আউট হবে। সো কপি থেকে বিরত থাকুন। সব সময় ইউনিক গিগ বানানোর চেষ্টা করুন।
বিঃদ্রঃ
উপরের কাজ গুলো সঠিক ভাবে করার পর আপনার যে কাজ টি করতে হবে সেটি হল ইমেজ SEO. Image SEO করলে আপনার গিগ টি বায়ার ফ্রেন্ডলি হবে মানে keyword দিয়ে আপনার গিগ টি খুজে পেতে সুবিধা হবে।
#ফ্রিল্যান্সিং

04/04/2022
♦ক্যানভা প্রো-লিংক কপি করে ক্রোম ব্রাউজারে সার্চ করেন। দেন সাইন ইন বা সাইন আপ করলেই আপনার একাউন্ট প্রো হয়ে যাবে।Make you...
18/02/2022

♦ক্যানভা প্রো-
লিংক কপি করে ক্রোম ব্রাউজারে সার্চ করেন। দেন সাইন ইন বা সাইন আপ করলেই আপনার একাউন্ট প্রো হয়ে যাবে।
Make your canva pro asap!
Link:
https://www.canva.com/brand/join?token=tyHeJCa4J7WSJPIiUHasBg&brandingVariant=edu&referrer=team-invite
Thank you!!😊😊

Create beautiful designs with your team. Use Canva's drag-and-drop feature and layouts to design, share and print business cards, logos, presentations and more.

♦নোটিস-যারা Fiverr English Test দিতে চান আজ রাত ১২.১০ মিনিটে https://www.facebook.com/groups/bonyspace/?ref=share_group_...
09/09/2021

♦নোটিস-
যারা Fiverr English Test দিতে চান আজ রাত ১২.১০ মিনিটে https://www.facebook.com/groups/bonyspace/?ref=share_group_link গ্রুপে জুমের লিংক দেওয়া হবে সেখানে যুক্ত হয়ে টেস্ট দিতে পারবেন।

রাত ১২.১০ থেকে ১.১০ পর্যন্ত লিংক এক্টিভ থাকবে। যারা দিতে চান কমেন্ট Fiverr English Test লিখেন।

দেখা হচ্ছে ১২.১০ মিনিটে।
ধন্যবাদ।

01/09/2021

🍀🎉🍀Please follow this process to pass on Fiverr English Test📜

🍁ফাইভার নিয়ে প্রশ্ন 🍂 আমি কি একটা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবো ? ✓ না। ১ টা মেইল দিয়ে শুধু ১ টা একাউন্ট খুলতে পার...
21/08/2021

🍁ফাইভার নিয়ে প্রশ্ন

🍂 আমি কি একটা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবো ?
✓ না। ১ টা মেইল দিয়ে শুধু ১ টা একাউন্ট খুলতে পারবেন

🍂 আমি কি একই পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবো ?
✓ আপনি একটি পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবেন কিন্তু একটি একাউন্ট ডিজেবল হওয়ার পরই কেবল উইন্ডোজ দিয়ে আবার নতুন একাউন্ট খুলতে পারবেন।

🍂 আমার একাউন্টে কি যে কোন পিকচার ব্যবহার করতে পারবো ( খারাপ কোন কিছু ছাড়া ?
✓ হ্যা পারবেন ।

🍂 আমার একাউন্ট কি মোবাইল এপ্স এবং পিসি দিয়ে একই সাথে লগিন রাখতে পারবো ?
✓ হ্যা পারবেন।

🍂 আমার একাউন্ট কি একাধিক পিসি দিয়ে লগিন করতে পারবো ?
✓ হ্যা পারবেন কিন্তু অবশ্যই সেই পিসিতে অন্য কোন একাউন্ট লগিন করা যাবে না। একটি একাউন্ট একাধিক পিসিতে লগিন করতে পারবেন কিন্তু একাধিক একাউন্ট একটি পিসিতে লগিন করতে পারবেন না।
( একই সময়ে আপনার একাউন্ট একাধিক জায়গায় লগিন রাখতে পারবেন না। )

🍂 একাউন্টে কি যে কারো ইনফরমেশন ব্যাবহার করতে পারবো ?
✓ হ্যা পারবেন কিন্তু নিজের ইনফরমেশন ব্যাবহার করাই ভালো ।

🍂 সিকিউরিটি প্রশ্ন ভুলে গেলে কি করবো ?
উত্তরঃ সরাসরি সাপোর্টে যোগাযোগ করবেন।

🍂 একাউন্ট নাম কি যে কোন নাম ব্যাবহার করতে পারবো ?
✓ হ্যা পারবেন তবে নিজের নাম ব্যাবহার করাই ভালো ।

🍂 একাউন্ট এ কি নিজের পোর্টফোলিও এড করতে পারবো ?
✓ হ্যা পারবেন। তবে ওয়েব সাইট ব্যাবহার করবেন।

🍂 গিগ এর ইমেজ হিসেবে কি ব্যাবহার করবো ?
✓ আপনার ক্যাটাগরি রিলেটেড গিগ ইমেজ ব্যবহার করতে হবে। গিগ ইমেজ খুব সুন্দর ভাবে তৈরি করে দিবেন যেন গিগ ইমেজ দেখেই বায়ার গিগ নিতে আগ্রহী হয়।

🍂 গিগ এর টাইটেল এ কি ব্যাবহার করব ?
✓ আপনি যে ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন সেই ক্যাটাগরির ভালো মানের কিছু গিগ নিয়ে কিছুদিন রিচার্স করেন। এবার সুন্দর করে একটা গিগ টাইটেল ব্যাবহার করেন।

🍂 গিগ এর ডিস্ক্রিপশন এ কি ব্যাবহার করবো ?
✓ গিগ এর ডিস্ক্রিপশন এ আপনার সার্ভিস সম্পর্কিত তথ্য সুন্দর ভাবে ব্যাবহার করবেন।(আপনি যে ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন সেই ক্যাটাগরির ভালো মানের কিছু গিগ নিয়ে কিছুদিন রিচার্স করেন )। ডিস্ক্রিপশনে আপনার কোন কন্টাক্ট ইনফো ব্যবহার করবেন না। (মেইল, মোবাইল নাম্বার, ফেসবুক, স্কাইপ , ইত্যাদি।)

🍂 নিজের ভোটার আইডি কার্ড ছাড়া কি ফাইভারে কাজ করা যাবে?
✓ যাবে। ফাইভারে সাধারণত নিজের ভোটার আইডি কার্ডের কোনো দরকার পড়েনা। যদি একাউন্ট নিয়ে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে ভেরিফিকেশন এর জন্য দরকার হতে হয় । তাছাড়া নিশ্চিন্তে থাকতে পারেন।

🍂 নতুন ফোন কিনছি। নতুন করে Fiverr Apps টা ইন্সটল করতে চাচ্ছি। কোনো প্রব্লেম হবে কি??
✓ না কোন সমস্যা হবে না।

🍂 ফাইভারে একটা একাউন্ট ব্যান হইসে। নতুন করে Windows দিয়ে আরেকটা আইডি খুলেছি।আমার সেল ফোনে নতুন আইডি লগ ইন করলে প্রবলেম হবে কি?
✓ কোন সমস্যা হবে না তবে ফোন রিস্টোর দিয়ে নিলে ভালো হবে।

🍂 আমার একটা গিগ এ ইম্প্রেশান এবং কমপ্লিট করা অরডার কমে যাচ্ছে। কেউ বলতে পারেন এর সমাধান কি?
✓ এই সংখ্যাটা আপনার প্রতি সপ্তাহ / মাস এ আপডেট হয় অর্থাৎ আপনি এই মাসে/সপ্তাহ/বছর কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেটা দেখাবে। আপনি যদি চলতি মাসে কোন অর্ডার কমপ্লিট না করেন তাহলে এটা কমই দেখাবে।

🍂 Fiverr এ $(dollar) active হতে কত সময় লাগে?
✓ অর্ডার কমপ্লিট হওয়ার পর ১৪ দিন সময় লাগে ডলার একাউন্টে শো করতে।

🍂 আমার একটি গিগ প্রথম পেইজে আছে। এই অবস্থায় আমি যদি আমার গিগের ভিডিও চেঞ্জ করে নতুন একটি দেই, তাহলে কি গিগের র‍্যাংকিং-এ প্রবলেম হতে পারে?
✓ গিগ এর ট্যাগ/টাইটেল/ডিস্ক্রিপশন ছাড়া অন্য কিছু পরিবর্তন করলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকেন

🍂 Captcha test shows again and again in my fiverr account.
It is boring for me. Now how can I avoid it?
✓ এটা শেয়ার আইপি ব্যাবহার করার জন্য দেখাইতেছে।

🍂 TOS violations বলতে কি বুঝায়?
✓ ফাইভারের কোন নিয়ম / রুলস ভাঙ্গাকে TOS violation বলে।

#সংগ্রহীত

19/08/2021

$Know Your Limits
18/08/2021

$Know Your Limits

যে তিনটি বিষয়ে গুরুত্ত না দেওয়ার কারণে আপনি ফ্রিল্যন্সিং এ সফল হতে পারছেন না১। ক্যটাগরি সিলেক্ট করুনঃ আপনি হয়তো কনফিউশনে...
11/08/2021

যে তিনটি বিষয়ে গুরুত্ত না দেওয়ার কারণে আপনি ফ্রিল্যন্সিং এ সফল হতে পারছেন না

১। ক্যটাগরি সিলেক্ট করুনঃ আপনি হয়তো কনফিউশনে আছেন সকল বিষয় নিয়ে, আপনার পাসের ব্যক্তি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করে এবং সে এই বিষয়ে ফ্রিল্যন্সিং করে প্রতিমাসে বেস ভালো উপার্জন করে, তাই আপনিও হয়তো ভাবছেন এমনকিছু যদি আপনিও কোরতে পারেন, কিন্তু আপনি হয়তো গ্রাফিক্স ভালো বঝেন কিন্তু সঠিক গাইড না থাকায় আপনার ইনকাম আসছেনা। এমন অবস্থায় আপনাকে পরতে হয়েছে কনফিউশনে। কিন্তু এখানে আপনি ডিসিশন নিতে পারছেন না ক্যটাগরিগুলর ভেতর রয়েছে

Graphic Design, Website Design, Motion Graphics, Translation, Android app development. Software Development,HTML, PHP, Internet Marketing, WordPress, Articles, SEO, CSS, Software Architecture, Data Entry,

২। দক্ষতা অর্জন করুনঃ আপনি এবার বিষয় ছিলেক্ট করে ফেলেছেন এবার শুধু দক্ষতা অর্জন কোরতে হবে, এর জন্য আপনাকে একজন দক্ষ ট্রেইনার বা একটা ভালোমানের প্রতিষ্ঠান থেকে ট্রেইনিং নিতে হবে এবং তা বার বার চেষ্টা কোরতে হবে ( ধরুন একটি ডিজাইন আপনার ভালো লাগলো তাহলে আপনি চেষ্টা করুন অইটা কিভাবে আপনিও কোরতে পারেন, তাহলে দেখবেন ওই ডিজাইনটা কোরতে যেয়ে আপনার অনেক কিছু জানা হয়ে গেছে, এভাবেই আস্তে আস্তে দক্ষ হয়ে উঠবেন…

৩। মার্কেটপ্লেস সম্পর্কে ভালোভাবে ধারনা নিনঃ আপনি এবার পুরপুরি প্রস্তুত, এবার আপনার কাজগুলো বিক্রি কোরতে হবে, তাই সকল ফ্রিল্যন্সিং মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারণা নিতে হবে, এবং আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন মারকেটপ্লেসে কাজ করবেন, একেক্টা একেক নিওমে চলে তাই আপনাকে জেনেশুনে কাজ শুরু করা উচিৎ,

ধন্যবাদ ।

©Fuad Hasan Farabi

আসসালামু আলাইকুম।✌️অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের Digital Marketing Online Batch DMO (147) সিলেট থেকে Nusrat Ja...
26/07/2021

আসসালামু আলাইকুম।
✌️অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের Digital Marketing Online Batch DMO (147) সিলেট থেকে Nusrat Jahan Jarin আপু মাত্র ১২ টি ক্লাস পরই 💵18$ Youtube Marketing এর একটি কাজ পেয়েছেন।

🎓Signature Mind Institute পরিবারের পক্ষ থেকে Nusrat আপুকে অনেক অনেক অভিনন্দন🎉🎊

✌️এভাবেই এগিয়ে যাক আমাদের সকল স্টুডেন্ট। শুভকামনা💛💐


📌Buyer Request writing ideas:For that there are some general tips for you:✅read thoroughly what the client's needs✅Narro...
24/07/2021

📌Buyer Request writing ideas:

For that there are some general tips for you:
✅read thoroughly what the client's needs
✅Narrow down your expertise and client's demand to make happened by you
✅demand the logical price if the client doesn't mention
✅include what extra you will dedicate to him
✅ask questions whether something unclear
✅keep it in mind: client knows only 30%, you know 70%. Thus, you are liable to understand the fact.
✅don't forget show etiquette.

📜Most Important Point You have to Write:
💠Introduce yourself

💠Address the buyer need (Keep the proposal as descriptive and relevant as possible)

💠You need to put in writing to buyer’s interest.

💠Attempt to make your concept as persuasive as possible.

💠Talk to their interest

💠Give them a purpose to hire right

💠Show your expertise with portfolio link(without contact information) and tell him/her to inbox for more details.

💠Write down your price and time(as sample 1) at the very bottom of the proposal. (Go for the lowest bid (because you are a new seller)

💠Conclusion: Just write “thanks”/“Looking forward to hear from you”

🔶Sample 1
Respected Client,

I just saw your post that you want to remove background from this image.

Well I’ve interested on your project and I can do this work this for you with all the requirements you have ask for. I’m a professional logo designer with more than 7 years experience in this world of graphic design.

I will work on your project in a very low cost, something like ( $5 )and you will get some amazing experience in my service. You will be amaze by my quality of work, that’s promise!

What more you will get from me?

✓ Many years experience in Photoshop

✓ I will give you Unlimited Revisions

✓ I will work for you until you satisfy 100% (No extra charge)

✓ Quick delivery

✓ Free source file

✓ After service support

✓ Friendly communication

✓ Affordable price

And many more!

Let me know if I can help you out in this. Looking forward to assist you with my service. If you have any confusion or doubt or anything, please ask me. I will respond you ASAP!

Regards,

Axim Arxhad (Graphic Ad)

🔶Sample 2

Hello there,

I’d like to work with you on your project in low cost.

Also, I’ll give you 100% accuracy of data.

Feel Free To Contact Me

Regards,

🔶Sample 3

Greetings!

I'm happy to be in contact with you.Good News! I'm ready to deploy a surefire, professional and well-written articles based on your theme.Please, check out my gig and it features.If you have additional questions regarding our services, feel free to contact us! Also, ordering this gig you will get these benefit ( mention your benefit) if you were waiting for the perfect time to seize this opportunity, the time is now. Time to get busy! Let's Get Started!

🔶Sample 4

Hi there,

I read your requirement carefully and I am able to do this project successfully. I can do more then your requirement, if you need extra care of yourself then please give me a touch, I will 24 hours online for your help. Please give me a chance Sir. A ensure you I will 100% Satisfied you.

Looking forward to hear from you.

Thank you.

🔶Sample 5

Hello there,

I will love to have the opportunity to fulfill your Job.
My Goal is to earn your satisfaction and I believe that I can do it in a best way than others.
I am professional logo designer and professionally trained by the very best fiverr super seller trainer.
So,I can do it Professionally. Please place your order.
I guaranteed you will be Glad to see my amazing work.
Now I am waiting look for your response.

Thanks

🔶Sample 6

Hi there,
I would love to have the opportunity to help you achieve your goals.
My greatest intention is to earn a 5-star review from you and I believe I can do the job well and in the best way possible.
I am a professional website designer and developer. With over 5 years of experience, I am very proficient at designing beautiful and simple websites from scratch.
I’m looking forward to working with you on this project.

Thank you.

🏵️Here is buyer request

Good morning, I’ve outlined a few tasks that need to be completed on my WordPress site: * Height and padding in my subnav on one template should match that of others. * Increase the font size of the intro text on the landing page template by 5 points and increase top and bottom padding to match the space between elements. * Decrease padding-top on the default template, while maintaining the layout of the stories template. * Replace the email section on the inner page templates with the one from the homepage and hook to the client’s Constant Contact instance. * Implement the functionality to display a modal when users click the Donate button in the navigation. The content for this lives on a separate page and the model for the modal is available. Please let me know if there are any questions. Thanks!

🏵️THIS IS PROPOSAL WHICH I HAVE SEND

Hi, Very Good Morning I will do all your changes. but can you please send me your website link, so that I can check all your changes and let you know the quote for the same. I have 5+ years of experience in WordPress Website Development. I have done so many websites in template also done so many custom websites. I have experience with WordPress premium and free themes and Plugins. Looking forward to your response

🚥Keep sending buyer request on fiverr because this is a great way to reach to the buyers and make some sales of your services.

🍀Hope this writings will help you to figure out the effective way to write buyer request.

📌Gig Ranking Factorsপুরো পোস্ট মনোযোগ দিয়ে শেষ করেন , আশা করি কোন প্রশ্ন থাকবেনা , যদি থাকে কমেন্টস এ রেখে যাবেন , সময় স...
19/07/2021

📌Gig Ranking Factors
পুরো পোস্ট মনোযোগ দিয়ে শেষ করেন , আশা করি কোন প্রশ্ন থাকবেনা , যদি থাকে কমেন্টস এ রেখে যাবেন , সময় সুযোগ করে উত্তর দিয়ে যাব।

🎉Fiverr 3.0

কিছু কথা শুরু করার আগেঃ
যদি মনে করেন স্কিলের ঘাটতি আছে , তাহলে দু কদম পিছে যান , নিজেরে মার্কেটপ্লেস এর মতো করে রেডি করে তারপর আসেন। ফিরে আসুন । আপনি নিজেই দায়ি আপনার সফলতা কিংবা ব্যর্থতার জন্য ।

যদি একটা জিনিস এতোই সহজ হতো, তাহলে পৃথিবীর সবাই ফ্রিলান্সিং করত বাড়ি, গাড়ি সব থাকতো। সঠিক ওয়ে এবং প্রচেস্টা এখানে অনেক বেশি ইমপরটেন্ট।

চেষ্টা করুন যদি ব্যাসিক জানেন , তাহলে দিনে ১ ঘন্টা করে এডভান্স শিখবেন ধাপে ধাপে, ধীরে ধীরে, বুঝে বুঝে( ইউটিউব, ব্লগ, ফোরাম, গুগল) এই সবের সাহায্য নিন।

এবার আসি , কি আপডেট ,কেন , কি করব?

২০২০ সাল থেকে লক্ষ্য করছেন যে , র‍্যাংকিং আর ওইভাবে কাজ করেনা , বিগত সময়ে যেভাবে কাজ করতো। একটু ভালো করে লক্ষ্য করেন , ফাইভার কিন্তু মার্কেটপ্লেস , তার আগে ও সে কিন্তু একটা সার্চ ইঞ্জিন ।

এখন সার্চ ইঞ্জিন জিনিসটা কি ভাই,
সার্চ ইঞ্জিন হলো Google . তাদের নিজস্ব এলগরিদম আছে আর এই এলগরিদম উপর ভিত্তি করেই সে একটা ওয়েবসাইট/গিগ কে র‍্যাংকে নিয়ে আসে।

প্রশ্ন হলো ,
এই এলগরিদম কি বা র‍্যাংকিং ফ্যাক্টর টা কি , ভাই গুগল এর ২০০+ র‍্যাংকিং ফ্যাক্টর আছে । একজন SEO Expert হিসেবে এখন অব্দি ৩০০+ ওয়েবসাইট কে প্রথমে নিয়ে আসছি আর তার জন্য অনেক রিসার্চ আর অনেক কিছু অনুধাবন করে যে তিন টা জিনিস বুঝতে পারছি সেটা হলোঃ

Relevance (রিলেভেন্সিঃ)

আমরা Google অথবা ফাইভার এ যখন কোন কিছু লিখে সার্চ করি , তখন তাদের বোট গুলো এমন কিছু ওয়েবসাইট বা গিগ খুজে বের করে সামনে নিয়ে আসে , যেগুলো আমাদের সার্চ এর সাথে যায় , যেমনঃ
আপনি যদি wordpress seo optimization লিখে সার্চ করেন ফাইভার এ তখন প্রতিটা গিগ সামনে আসে যারা কিনা এই কীওয়ার্ড নিয়ে গিগ দিয়েছে , চলেন দেখি র‍্যাংকিং গিগ এর টাইটেলঃ

I will do WordPress SEO optimization and fix issues

মজার ব্যাপার কি জানেন , এই গিগ টা সামনে আসার ৫ টা কারন হলোঃ
সে টাইটেল এ কীওয়ার্ড রাখছে, তার ডেসক্রিপশনের প্রথম প্যারায় কীওয়ার্ড আছে, তার সবচেয়ে ইম্পোর্টেন্ট পয়েন্টে তার কীওয়ার্ড আছে, তার ইমেইজ কোয়ালিটি ( গিগ ইমেইজ) ভালো আর তার একাউন্ট এ ভালো কয়েকটা রিভিউ আছে(৫টা মাত্র)।

এই যে সে তার ফোকাসিং কীওয়ার্ড টা ভালো করে অপ্টিমাইজ( সাজানো) করছে এটাকে বলে গিগ এস ই ও আর আপনি ওয়েবসাইট অথবা গিগ যেখানেই এই রুলস ফলো করেন না কেন , সামনে আসবেই আর এইটাকেই বলে রিলেভেন্সি ।

ভাবুন তো, আপনি কখনো গুগলে সার্চ করলেন ( মোবাইল ফোন) , গুগল কি আপনাকে কখনো ল্যাপটপের ওয়েবসাইট সামনে এনে দিবে , কখনোই না । আপনি যা চান( বায়ার যা চায়) সেটাই সামনে আসবে আর এটা সামনে আসার জন্য অবশ্যই আপনাকে গিগ এস ই ও করতে হবে ( মানে আপনার কীওয়ার্ড কে সর্বোচ্চ প্রায়রিটি দিয়ে , টাইটেল, ডেস্ক্রইপশন আর ইমেইজে রাখতে হবে।

Quality( visibility):
যখন কেউ একজন টাইম স্পেন্ড করে যেকোন কিছুতেই , সেটা মানে জিনিস টা এট্রাকটিভ , কোয়ালিটিফুল , অথবা প্রয়োজনীয়।

আমরা একটা ভালো মুভি , ২ ঘন্টা না টেনে কিন্তু দেখি , কিন্তু আপনি কি হিরো আলম সাহেবের মুভি দুই ঘন্টা একটানা দেখতে পারবেন?

একটা ভালো গান , বার বার শুনি, ফিল করি । কিন্তু মাহফুজুর রহমান স্যারের গান সামনে এলেই স্কিপ করে যাই।

ঠিক তেমনি,
বায়ার একটা গিগ যখন ওপেন করে , ভালো হলে সে প্রথম থেকে শেষ অব্দি পড়বে আর কেন পড়বে জানেন , কারন কোয়ালিটি ভালো , ইনফরমেটিভ । সে যা চায় তা এখানে আছে । আর সে যা চায়, তার যা দরকার তা যদি সে এখানে পায় তাহলে অন্য কারো কাছে যাওয়ার প্রশ্নই উঠেনা।

এখানে দুইটা লাভ , ফাইভার মনে করে বায়ার বেশি টাইম স্পেন্ড করতেছে এই গিগে , তার মানে এখানে ভালো কিছু আছে , আর ফাইভার এর কাস্টমার কিন্ত বায়ার ও সো সে চায় যেন প্রতিটা বায়ার এমন ভালো কিছুই পায় তাই সে একটা গিগ কে ধীরে ধীরে সামনে নিয়ে আসে। এমন না আজকে গিগ দিলেন কালকেই র‍্যাংকে চলে আসবে । ১৪-২১ দিন অপেক্ষা করেন বড়শি নিয়ে , ভালো খাবার দেন , মাছ ধরবেই।

তো কি করতে হবে তার জন্য , ৫ টা জিনিস নোট করে নেনঃ
১। ডেস্ক্রিপশন সহজ ইংরেজি তে হতে হবে ( ৯ম -১০ম শ্রেনির ছাত্র ছাত্রীদের বোঝার মতো করে)। মনে রাখবেন অনেক ক্লাইন্টসই আছে যারা ইংরেজি ভালো জানেনা তাদের কথা মাথায় রাখেন । যারা ভালো জানে তারা তো বুঝতেই পারবে পাশা পাশি যারা জানেনা তারা ও বুঝতে পারবে।

২। পয়েন্ট আকারে গুছিয়ে লিখুন , মনে রাখবেন কপি পেস্ট সাময়িক সমাধান হয়তো কিন্তু স্থায়ী নয়, রিসার্চ করুন , বুঝুন , সাজান তারপর লিখুন।

৩। বাড়াবাড়ি করে , এই করবেন সেই করবেন, এইটা দিবেন , ওইটা দিবেন এইগুলো বইলেন না ভাই, যা পারবেন যতটুকু দিতে পারবেন ততটুকুই লিখেন । বলে দেন ২৪/৭ একটিভ , ভাই আবেগের বশে এমন কথা কেন বলেন, একটা মানুষের পক্ষে পসিবল , রোবটের ও তো ভাই দিনশেষে এক ঘন্টা চার্জ দরকার হয়। যা দিবেন তাই বলেন ,অর্ডার এর পর একটা রিভিউ এর ও ব্যাপার থাকে ভুলে যাইয়েন না ।

৪। ভালো ইমেইজ দেন ( এট্রাকটিভ ) কার্টুন ব্যবহার করতে পারেন , নিজের ছবি ব্যবহার করতে পারেন। তবে কোন পরিচিত মুখ কখনোই না ( নায়ক , নায়িকা)। যদি ভালো ভিডীও দিতে পারেন তাহলে তো কথাই নাই ।

৫। প্রাইজে খেয়াল রাখেন , আপনার কম্পিটিটর ( যারা র‍্যাংকে আছে তাদের প্রাইজ যদি এভারেজ ২০-৩০ হয় তাহলে আপনি ১৫ তে নামতে পারেন ( না নামাটাই ভালো) । কিন্তু দয়া করে ৫ এ নেমে আইসেন না , এইটা মার্কেটপ্লেস , প্রফেশনাল দের মিলনমেলা , আপনি মাছ বিক্রি করতে যাইয়েন না ।

চলেন এইবার আসি অর্ডার পাওয়ার পর কি করতে হবেঃ

Fiverr ৩.০ ভালোবাসে স্পিড , আপনি মনে রাখবেন অর্ডার পাওয়ার পর ই আপনার র‍্যাংকে ঠিকে থাকার যুদ্ধ শুরু হয়, নিচের বিষয় গুলো মাথায় ডুকিয়ে নেন ঃ

_ যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার কমপ্লিট করা।
_ রিকোয়েস্ট করা বায়ারকে যেন সে ও তাড়াতাড়ি এক্সেপ্ট করে।
_রিভিশন এর ঝামেলায় না যাওয়া ( খুব বেশি) শুধু ডিজাইনার দের ক্ষেত্রে বায়ার এর কন্সেপ্ট বুঝে কাজ করে দেওয়া।
_ Delivering before the “you have 12 hours to deliver” notification
_ ক্যান্সেলেশন এভইড করেন।

ব্যাস গিগ এর উপর পেরেক মেরে রেখে দেন , এতো সহজে নামবেনা গিগ নিচে। দেখেন , আপনার পারফেরমেন্স খারাপ মানে আপনার ই খারাপ , বাকি সবাই কিন্তু বসে থাকবেনা , তারা ভালো পারফেরমেন্স করলে , ফাইভার বাধ্য তাদের সামনে নিয়ে আসতে । আপনি ভালো করলে আপনার অধিকার সামনে থাকার।

যারা বলেন গিগ নিচে নেমে আসছে ভাই , দেখেন তো উপরের কর্ম থেকে কোন সুকর্ম আপনি করছেন যার জন্য গিগ নিচে নেমে আসছে।
সুত্র টা বলে নেই এইবারঃ
প্যারা ০১+ প্যারা ০২+ বায়ার সেটিসফেকশন+ পজিটিভ রিভিউ = সাকসেস

প্রথম প্যারায় বললাম , কিভাবে গিগ র‍্যাংকে আসে , ট্রাই করে দেখেন , র‍্যাংকে আসার পর , অর্ডার আসার পরের স্টেপ হলো , প্যারা ০২ আর বায়ার সেটিসফেকশন তো বুঝেন ই , বায়ার কে হ্যাপি রাখা আর পজিটিভ রিভিউ তখন ই আসবে , যখন বায়ার ভালো কাজ পাবে আর সব মিলে গেলেই সাকসেস।

মনে রাখবেন,
বায়ার সবসময় বায়ার ই , সে ইন্ডিয়ান হোক , পাকিস্থানী হোক , অথবা যে কোন দেশের হোক , যদি মনে করেন কাজ করলে নেগেটিভ ফিডব্যাক আসবে, ফাইভার সবসময় পাশে আছে , সাপোর্ট এ বলেন বুঝিয়ে বলেন , প্রমান দেন তারা ক্যানসেল করে দিবে অর্ডার ,প্রফাইলে ইম্পেক্ট পড়বেনা।

12/07/2021

🌀Watch to know→♦How to add Pro features to your Canva Account with Mobile phone

05/07/2021

Rather than wishing for change, you first must be prepared to change!

05/07/2021
05/07/2021
05/07/2021

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bony Amin Foysal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bony Amin Foysal:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share