Cricnews.bd.Ngn

  • Home
  • Cricnews.bd.Ngn

Cricnews.bd.Ngn All cricket news

26/01/2024
16/09/2023

ইদানিং বেশির ভাগ সম্পর্কে কেউ কাউকে আর অতিরিক্ত ভালোবাসে না।
রাগের বসে বা অভিমান করে একজন যদি বলে দেয় "তুমি আমার সাথে কথা বলোনা বা ম্যাসেজ করো না,আমার সামনে এসো না" ওই অজুহাত দারুন ভাবে কাজে লাগিয়ে দূরে সরে যায় বিপরীতে মানুষটা।

কিন্তু ভালোবাসা মানে কি এটা?
কেউ একজন বললো আর সম্পর্ক শেষ এমন টা নয়।
রাগের বসে অনেক কিছুই হয়,তার মানে তো বিচ্ছেদ নয়।
আমি তো বুঝি ভালোবাসা মানে ছেড়ে যেতে বললে বুঝতে হবে কাছে আসার আমন্ত্রণ,
কথা বলতে বারণ করলে বুঝতে হবে বেশি বেশি করে কথা গল্প করতে চায়। ভালোবাসিনা বললে আরো বেশি বেশি করে আদর পেতে চায়।
দূরে যেতে বললে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরতে চায়।
এটাই তো প্রকৃত ভালোবাসা।❤️

বুঝলে প্রিয় 🥰🥰

✨ 2024 AFC U23 ASIAN CUP QUALIFIERS | Group StandingsHere is the rankings of the groups after the Matchday 2 !👉Asean tea...
16/09/2023

✨ 2024 AFC U23 ASIAN CUP QUALIFIERS | Group Standings

Here is the rankings of the groups after the Matchday 2 !

👉Asean teams before the last match :

✅ Qualified : Vietnam 🇻🇳

🅿️ Possible final round : Indonesia 🇮🇩, Thailand 🇹🇭, Malaysia 🇲🇾, Myanmar 🇲🇲,Cambodia 🇰🇭.

⚠️ Low chance : Singapore 🇸🇬

❎ Eliminated : Brunei 🇧🇳 ,Timor Leste 🇹🇱, Philippines 🇵🇭, Laos 🇱🇦

04/09/2023

ব্যঞ্জনতত্ব ও স্বরর্বণতত্বের ভিত্তিতে এশিয়াকাপের সমীকরণ!
১/ বাংলাদেশ
২/ ভারত
৩/ পাকিস্তান
৪/ আফগানিস্তান
৫/ নেপাল
৬/ শ্রীলঙ্কা

সাধারণত ব্যঞ্জনবর্ণ গুলো স্বর্বণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না! তাই স্বর্বণের সংক্ষিপ্ত রুপ ধরা হবে না!!.. এই ৬ টিমের মধ্যে "বাংলাদেশ" শব্দের সাথে মিল পাওয়া যায়,

১/ বাংলাদেশ ২/শ্রীলঙ্কা ৩/ নেপাল (কারণ "৩ টা ল " মিল আছে)

🚫সুতরাং বলাই যায়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান লেভেলে নাই)❌

এখন আসেন,
বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল
এই ৩ দেশের মধ্যে, "বাংলাদেশ বানান আর শ্রীলংকা" বানানে বেশি মিল " ২টা ল, ২টা ং "

🚫সুতরাং, নেপাল বাদ❌

👑ফাইনাল,
"বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা"
শ্রীলঙ্কা দেউলিয়া দেশ ওদের সাথে এইবার "চ্যাম্পিয়ন " শব্দটা কেমন বেমানান!!

সো!!!!!!!....
Hurraaahhhhh!!!! Bangladesh have won the final match against Sri Lanka! What a shot! Mushi you beauty😘...Let's dance on our "VICTORY DAY"😍...

N.B- যেহেতু আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট " ব্যঞ্জনতত্ব ও স্বরর্বণতত্বে ভুল হইলে আমার কিছু করার নাই!!!!!SHIFAT🙂🥀

𝐓𝐡𝐞 𝐑𝐨𝐚𝐝 𝐓𝐨   𝐚𝐧𝐝   𝐂𝐨𝐧𝐭𝐢𝐧𝐮𝐞𝐬!9️⃣ group winners and 9️⃣ runners up will automatically qualify for 2027 🇸🇦 Saudi Arabia a...
29/07/2023

𝐓𝐡𝐞 𝐑𝐨𝐚𝐝 𝐓𝐨 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐧𝐭𝐢𝐧𝐮𝐞𝐬!

9️⃣ group winners and 9️⃣ runners up will automatically qualify for 2027 🇸🇦 Saudi Arabia and continue their passage into the Final Round for the 2026 FIFA World Cup spots!

এখনব্দি যারা ২০২৪ টি২০ ওয়ার্ল্ডকাপের জন্য কোয়ালিফাই করেছে।- হোস্ট হিসাবে: যুক্তরাষ্ট্র🇺🇸ওয়েস্ট ইন্ডিজ🇯🇲- ২০২২ টি২০ ওয়ার্...
29/07/2023

এখনব্দি যারা ২০২৪ টি২০ ওয়ার্ল্ডকাপের জন্য কোয়ালিফাই করেছে।

- হোস্ট হিসাবে:
যুক্তরাষ্ট্র🇺🇸
ওয়েস্ট ইন্ডিজ🇯🇲

- ২০২২ টি২০ ওয়ার্ল্ডকাপের সেরা ৮ দল:
ভারত🇮🇳
পাকিস্তান🇵🇰
শ্রীলংকা🇱🇰
নিউজিল্যান্ড🇳🇿
অস্ট্রেলিয়া🇦🇺
সাউথ আফ্রিকা🇿🇦
ইংল্যান্ড🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
নেদারল্যান্ডস🇳🇱

- র‍্যাংকিংয়ের ভিত্তিতে সেরা দল:
বাংলাদেশ 🇧🇩
আফগানিস্তান 🇦🇫

- ইউরোপ অঞ্চল বাছাইপর্ব থেকে:
স্কটল্যান্ড🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
আয়ারল্যান্ড🇨🇮

- এশিয়া প্যাসিফিক অঞ্চল বাছাইপর্ব থেকে:
পাপুয়া নিউ গিনি🇵🇬

এখনও যেসব অঞ্চলের বাছাই পর্বের বাছাই পর্ব বাকি:
- এশিয়া: ২টি দল আসবে
- আফ্রিকা: ২টি দল আসবে
_ আমেরিকা: ১টি দল আসবে

মোট দল সংখ্যা: ২০টি।

The much awaited ACC Men's Emerging Teams Asia Cup, 2023 gets underway on 13th July in Sri Lanka! 8 strong emerging team...
08/07/2023

The much awaited ACC Men's Emerging Teams Asia Cup, 2023 gets underway on 13th July in Sri Lanka! 8 strong emerging teams will battle it out for the 👑!


🇧🇩 বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিটিশন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই.. ▪️ চলতি বছরেই শুরু হচ্ছে পরবর্তী ফুটবল...
08/07/2023

🇧🇩 বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিটিশন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই..

▪️ চলতি বছরেই শুরু হচ্ছে পরবর্তী ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব। এশিয়ান অঞ্চলের বাছাইয়ে ১ম রাউন্ডে বাংলাদেশ সহ অংশ নেবে রেংকিংয়ে সর্বনিম্ন অবস্থানে থাকা ১৮ টি দেশ।

▪সমান ৯ টি করে এই ১৮ দলকে দুইটি পটে (১&২) ভাগ করা হয়েছে। যেখানে পট '১' এর ৯ টি দেশ খেলবে পট '২' এ থাকা ৯ দলের যেকোনো একটির বিপক্ষে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা ২ ম্যাচের ফলাফলের এগ্রিগেটে জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ের ২য় রাউন্ডে উন্নীত হবে৷

▪️১ম রাউন্ডের পট '২' এ অবস্থান বাংলাদেশে দলের। তাই পট '১' এর যেকোনো একটি দলের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এই রাউন্ডে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে যেসব দল : ইন্দোনেশিয়া, ইয়েমেন, আফগানিস্তান, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে, মিয়ানমার, মালদ্বীপ, নেপাল ও কম্বোডিয়া।

▪️আগামী ২৭শে জুলাই ড্রয়ের মাধ্যমে উল্লেখিত ৯ দলের যেকোনো একটি প্রতিপক্ষ নির্ধারিত হবে। সেখানে দুই লেগ মিলিয়ে বাংলাদেশ জিতে গেলে উন্নীত হবে ২য় রাউন্ডে। সুযোগ থাকবে আরো ৬ টি কম্পিটিটিভ ম্যাচ খেলার। হেরে গেলে সাময়িকভাবে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে চলে যাবে জাতীয় দল।

মহাগুরুত্বপূর্ণ এই বাছাইপর্বে কারা হতে পারে বাংলাদেশের উপযুক্ত প্রতিপক্ষ ❗🤔

|

World cup 2023 Bangladesh all match Fixture
28/06/2023

World cup 2023 Bangladesh all match Fixture

28/01/2023

সবার কাছে একটা অনুরোধ রইলো-

সব সময় সবকিছু ছেড়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়।
-বরং যে তোমার কাছে গুরুত্বপূর্ণ তাকে দু'হাত দিয়ে শক্ত করে আগলে রাখো।🤍
সবসময় প্রিয় মানুষটাকে শক্ত করে ধরে রাখুন,
প্রিয় মানুষটাকে ছেড়ে দেয়ার কথা বললে সেই মানুষটার যে কতোটা কষ্ট হয় সেটা শুধু সে ই জানে যে মন থেকে আপনাকে ভালোবাসে,এই দুনিয়াটা অনেক আজব!🙂
এখানে মানুষ আমাদের মিথ্যে
হাসিটাকেও সত্যি ভাবে
আর সত্যি কান্নাটারে মিথ্যে ভাবে.!
সবার কাছে অনুরোধ রইলো প্রিয় মানুষটার হাত ছাড়বেন না কখনো🙂🙂যে আপনাকে অনেক ভালোবাসে আপনাকে ছাড়া কিছু বোঝে না যেকোনো পরিস্থিতি আসুক না কেনো তাকে ছেড়ে দিবেন না বা ছেড়ে যাওয়ার কথা বলবেন না🙂😅

Address


Telephone

+8801318158823

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricnews.bd.Ngn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricnews.bd.Ngn:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share